WBPSC Clearkship
January 03, 2025
WBPSC Clearkship MCQ question in Bengali Part 14
WBPSC Clearkship MCQ question in Bengali Part 14
সুপ্রিয় বন্ধুরা,
WBPSC Clearkship MCQ question in Bengali Part 14 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 14 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 14 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
WBPSC Clearkship MCQ question in Bengali Part 14
01. সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়?
A) A গ্রুপ
B) B গ্রুপ
C) AB গ্রুপ
D) O গ্রুপ
সঠিক উত্তর: O গ্রুপ
02. আলোর ক্ষুদ্রতম কণিকার নাম?
A) ফোটন কণা
B) ক্রোটন কণা
C) প্রোটন কণা
D) ক্রিপটন কণা
সঠিক উত্তর: ফোটন কণা
03. মানুষের মস্তিষ্কে বৃহত্তম অংশ কোনটি?
A) সেরিব্রাম
B) সেরিবেলাম
C) হাইপোথ্যালামাস
D) গুরুমস্তিষ্ক
সঠিক উত্তর: সেরিব্রাম
04. শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
A) ভিটামিন A
B) ভিটামিন B
C) ভিটামিন C
D) ভিটামিন D
সঠিক উত্তর: ভিটামিন D
05. রসায়নের রাজা কাকে বলা হয়?
A) নাইট্রিক অ্যাসিড
B) সালফিউরিক অ্যাসিড
C) নাইট্রোজেন
D) কোনটিই নয়
সঠিক উত্তর: সালফিউরিক অ্যাসিড
06. কোন গ্রন্থির সাহায্যে BMR নিয়ন্ত্রিত হয়?
A) অ্যাড্রিনালিন গ্রন্থি
B) পাইনাল গ্রন্থি
C) পিটুইটারি গ্রন্থি
D) থাইরয়েড গ্রন্থি
সঠিক উত্তর: থাইরয়েড গ্রন্থি
07. ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
A) Mycology
B) Phychology
C) Entomology
D) Virology
সঠিক উত্তর: Mycology
08. রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়?
A) কন্ডাকটর
B) ভেক্টর
C) ট্রান্সমিটার
D) কোনটিই নয়
সঠিক উত্তর: ভেক্টর
09. অনুচক্রিকার গড় আয়ু কত দিন?
A) ১০ দিন
B) ১১ দিন
C) ১৩ দিন
D) ১৫ দিন
সঠিক উত্তর: ১০ দিন
10. প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি?
A) স্নায়ু কোষ
B) যকৃত কোষ
C) রক্তকণিকা কোষ
D) পেশী কোষ
সঠিক উত্তর: স্নায়ু কোষ
11. কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি?
A) বেগুনি
B) লাল
C) হলুদ
D) সাদা
সঠিক উত্তর: বেগুনি
12. খাদ্য লবনের রাসায়নিক নাম কি?
A) ক্যালসিয়াম অক্সাইড
B) সোডিয়াম ক্লোরাইড
C) সোডিয়াম কার্বনেট
D) কার্বলিক ক্লোরাইড
সঠিক উত্তর: সোডিয়াম ক্লোরাইড
13. মস্তিষ্কের বাইরের আবরণীকে কি বলে?
A) প্লুরা
B) পেরিকার্ডিয়াম
C) মেনিনজেস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মেনিনজেস
14. রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়?
A) সিঙ্কোনা
B) সর্পগন্ধা
C) আফিম
D) বেলেডানা
সঠিক উত্তর: সর্পগন্ধা
15. সাবান, রং, কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহার করা হয়?
A) NaOH
B) HNO3
C) AgNO3
D) AgNO3
সঠিক উত্তর: NaOH
16. বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বিবর্ণ হয়?
A) হাইড্রোজেন সালফাইট
B) কার্বন ডাই অক্সাইড
C) হিলিয়াম
D) নাইট্রোজেন
সঠিক উত্তর: হাইড্রোজেন সালফাইট
17. দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
A) হাইড্রোফোন
B) রেনগেজ
C) স্যালিনোমিটার
D) ক্রোনোমিটার
সঠিক উত্তর: স্যালিনোমিটার
18. হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
A) Anthropology
B) Physiology
C) Cardiology
D) Haematology
সঠিক উত্তর: Cardiology
19. রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাধাকে কি বলে?
A) পায়কিলোসাইট
B) ডায়াপেডেসিস
C) থ্রমবোসিস
D) প্রোথ্রোম্বিন
সঠিক উত্তর: থ্রমবোসিস
20. ডিমের সাদা অংশে নিম্নের কোন প্রোটিন বেশি থাকে?
A) অ্যালবুমিন
B) কেরাটিন
C) গ্লোবিউলিন
D) মায়োসিন
সঠিক উত্তর: অ্যালবুমিন
Read more :: WBPSC Clearkship MCQ question in Bengali Part 13