Breaking

Saturday, September 14, 2024

September 14, 2024

WBPSC Clearkship Mock Test in Bengali Part - 01

WBPSC Clearkship Mock Test in Bengali Part - 01
WBPSC Clearkship Mock Test in Bengali Part - 01

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship Mock Test in Bengali Part - 01 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship Mock Test in Bengali Part - 01 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship Mock Test in Bengali Part - 01

01. সুপার ট্যাকেল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
A) কবাডি
B) খো-খো
C) হকি
D) বেসবল
সঠিক উত্তর: কবাডি

02. ভারতের সর্বাধিক সংখ্যক রামসার সাইট কোন রাজ্যে রয়েছে?
A) উত্তরাখণ্ড
B) মধ্যপ্রদেশ
C) তামিলনাড়ু
D) তেলেঙ্গানা
সঠিক উত্তর: তামিলনাড়ু

03. আইহোল প্রশস্তি কার লেখা?
A) রবিকীর্তি
B) হরিষেণ
C) সোমদেব
D) জয়দেব
সঠিক উত্তর: রবিকীর্তি

04. IMF-এর পুরো নাম কি?
A) International Monetary Foundation
B) International Monetary Fund
C) International Marketing Fund
D) International Major Foundation
সঠিক উত্তর: International Monetary Fund

05. স্যাডলার কমিশন কিসের সঙ্গে যুক্ত?
A) ব্যাঙ্কিং
B) শিক্ষা
C) কুটির শিল্প
D) বস্ত্র শিল্প
সঠিক উত্তর: শিক্ষা

06. ভারতের স্পেস সিটি কাকে বলা হয়?
A) মুম্বাই
B) বেঙ্গালুরু
C) শ্রীহরিকোটা
D) আহমেদাবাদ
সঠিক উত্তর: বেঙ্গালুরু

07. ডান্ডি পদযাত্রা কবে শুরু হয়?
A) ১৯১১ সালে
B) ১৯২৪ সালে
C) ১৯৩০ সালে
D) ১৯৫৯ সালে
সঠিক উত্তর: ১৯৩০ সালে

08. দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
A) দুর্গা খোটে
B) রুবি মায়ার্স
C) দেবিকা রানী
D) কানন দেবী
সঠিক উত্তর: দেবিকা রানী

09. কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
A) দ্বিতীয় মহিপাল
B) ধর্মপাল
C) অজাতশত্রু
D) বিম্বিসার
সঠিক উত্তর: দ্বিতীয় মহিপাল

10. প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগটি হয়?
A) বেরিবেরি
B) রিকেট
C) পেলেগ্রা
D) কোয়াশিওরকর
সঠিক উত্তর: কোয়াশিওরকর

11. ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে?
A) ৩৬২
B) ৩৬৪
C) ৩৬৭
D) ৩৬৮
সঠিক উত্তর: ৩৬৮

12. RBI-এর সদর দফতর কোথায় অবস্থিত?
A) নিউ দিল্লি
B) মুম্বাই
C) কলকাতা
D) পুনে
সঠিক উত্তর: মুম্বাই

13. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত নয়?
A) দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
B) সুন্দরবন জাতীয় উদ্যান
C) ভিক্টোরিয়া মেমোরিয়াল
D) শান্তিনিকেতন
সঠিক উত্তর: ভিক্টোরিয়া মেমোরিয়াল

14. ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাঙ্ক কোনটি?
A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
B) এলাহাবাদ ব্যাঙ্ক
C) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
D) ব্যাঙ্ক অফ হিন্দুস্তান
সঠিক উত্তর: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

15. National Unity Day কবে পালন করা হয়?
A) ১০ই মে
B) ১৬ই জুলাই
C) ২৫শে সেপ্টেম্বর
D) ৩১শে অক্টোবর
সঠিক উত্তর: ৩১শে অক্টোবর

16. URL-এর পুরো নাম কি?
A) Uniform Resource Locator
B) Uniform Resource Link
C) Unified Resource Link
D) Unified Resource Locator
সঠিক উত্তর: Uniform Resource Locator

17. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়?
A) ১৫ই আগস্ট
B) ১০ই ডিসেম্বর
C) ৫ই জানুয়ারি
D) ২১শে ফেব্রুয়ারি
সঠিক উত্তর: ১০ই ডিসেম্বর

18. IPL এ ২০০টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন-
A) Jasprit Bumrah
B) Yuzvendra Chahal
C) T Natarajan
D) Harshal Patel
সঠিক উত্তর: Yuzvendra Chahal
 
19. ভারতের কোন রাজ্যে প্রথম Multipurpose Green Hydrogen Pilot Project এর উদ্বোধন করা হল?
A) হিমাচল প্রদেশে
B) উত্তরাখণ্ডে
C) উত্তরপ্রদেশে
D) গুজরাটে
সঠিক উত্তর: হিমাচল প্রদেশে

20. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম?
A) অরুণাচল প্রদেশ
B) ছত্তিশগড়
C) গোয়া
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: অরুণাচল প্রদেশ

Friday, September 13, 2024

September 13, 2024

General knowledge question answer part 71

General knowledge question answer part 71
General knowledge question answer part 71

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 71 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 71 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 71

01. আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন ?
A) তবলা
B) বাঁশি
C) সরোদ 
D) সেতার 
সঠিক উত্তর: সেতার

02. সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে ?
A) 1976
B) 1950
C) 1978
D) 1652
সঠিক উত্তর: 1976

03. 2011 সালের সেনসাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ?
A) 43.2%
B) 59.2%
C) 77.08%
D) 79.2%
সঠিক উত্তর: 77.08%

04. 'গীত গোবিন্দ' রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন
A) লক্ষণ সেন
B) দেব পাল
C) ধর্মপাল
D) বল্লাল সেন 
সঠিক উত্তর: লক্ষণ সেন

05. কে ‘শের-এ-পাঞ্জাব’ নামে পরিচিত ছিলেন ?
A) ভগৎ সিং
B) জয়প্রকাশ নারায়ণ
C) লালা লাজপত রায়
D) রাম মনোহর লোহিয়া
সঠিক উত্তর: লালা লাজপত রায়

06. একমাত্র মহিলা সাম্রাঞ্জী যিনি দিল্লির সিংহাসনে আসীন, হয়েছিলেন তার নাম ?
A) নূর জাহান
B) জাহানারা
C) মমতাজ মহল
D) রাজিয়া সুলতানা
সঠিক উত্তর: রাজিয়া সুলতানা

07. ‘ঝুম’কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয় ?
A) উত্তরপূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন
B) উত্তরপূর্ব ভারতের কৃষিকাজ
C) উত্তরপূর্ব ভারতের প্রচলিত নাচ
D) উত্তর পূর্ব ভারতের উপজাতীয় দেবী
সঠিক উত্তর: উত্তরপূর্ব ভারতের কৃষিকাজ

08. সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্ব পূর্ণ রাজ্যটি হল ?
A) পশ্চিমবঙ্গ
B) মহারাষ্ট্র
C) উত্তর প্রদেশ
D) বিহার
সঠিক উত্তর: বিহার

09. নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়?
A) গ্রীষ্মকালীন অধিবেশন
B) শীতকালীন অধিবেশন
C) বর্ষাকালীন অধিবেশন
D) বাজেট অধিবেশন
সঠিক উত্তর: গ্রীষ্মকালীন অধিবেশন

10. তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয় ?
A) 1952
B) 1977
C) 2000
D) 2005
সঠিক উত্তর: 2005

11. টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন ?
A) সোলেম
B) জে.এল.বেয়ার্ড 
C) জন নেপিয়ার
D) শকলে
সঠিক উত্তর: জে.এল.বেয়ার্ড 

12. ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে কে পরিচিত ?
A) মাইকেল মধুসূদন দত্ত
B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D) কালীপ্রসন্ন সিংহ
সঠিক উত্তর: কালীপ্রসন্ন সিংহ

13. ‘সিটি অফ প্যালেস’ কাকে বলা হয় ?
A) জয়পুর
B) দিল্লী
C) কলকাতা
D) হায়দ্রাবাদ
সঠিক উত্তর: কলকাতা

14. 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
A) রাশিয়া
B) দক্ষিণ কোরিয়া
C) অস্ট্রেলিয়া
D) ফিনল্যান্ড
সঠিক উত্তর: দক্ষিণ কোরিয়া

15. প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
A) 1930
B) 1924
C) 1950
D) 1958
সঠিক উত্তর: 1930

16. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কী ?
A) আওয়ামী ন্যাশনাল পার্টি
B) পাকিস্তান পিপলস পার্টি
C) তহরিক-ই-ইনসাফ
D) জামাত-এ-ইসলামী
সঠিক উত্তর: তহরিক-ই-ইনসাফ

17. ‘পথের পাঁচালী’র রচয়িতা কে ?
A) আশাপূর্ণা দেবী
B) সত্যজিৎ রায়
C) বুদ্ধদেব গুহ
D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

18. ‘স্বচ্ছ সমীক্ষা’ অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হল ?
A) কলকাতা
B) চেন্নাই
C) ইন্দোর
D) মুম্বাই
সঠিক উত্তর: ইন্দোর

19. কোন রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতির প্রয়োজন হয় ?
A) ত্রিপুরা
B) নাগাল্যান্ড
C) ওড়িশা
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর

20. ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন ?
A) ভারতের রাষ্ট্রপতি
B) প্রতিরক্ষা মন্ত্রী 
C) প্রধানমন্ত্রী 
D) স্থলবাহিনীর প্রধান
সঠিক উত্তর: ভারতের রাষ্ট্রপতি

21. উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয় ?
A) 40 বছর
B) 30 বছর
C) 35 বছর
D) 25 বছর
সঠিক উত্তর: 35 বছর

22. রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান কে ?
A) উপরাষ্ট্রপতি
B) রাষ্ট্রপতি
C) মুখ্যমন্ত্রী
D) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: মুখ্যমন্ত্রী

23. মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন ?
A) লোকসভা
B) মুখ্যমন্ত্রী
C) রাজ্যসভা
D) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: লোকসভা

24. অর্থবিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন ?
A) রাজ্যপাল
B) মুখ্যমন্ত্রী
C) রাষ্ট্রপতি
D) স্পিকার
সঠিক উত্তর: স্পিকার

25. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
A) মহাত্মা গান্ধী
B) ইন্দিরা গান্ধী 
C) জওহরলাল নেহেরু 
D) রাজেন্দ্র প্রসাদ 
সঠিক উত্তর: জওহরলাল নেহেরু

September 13, 2024

সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০২ ।। General science in bengali part- 02

সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০২ ।। General science in bengali part- 02
সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০২ ।। General science in bengali part- 02

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০২ ।। General science in bengali part- 02 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০২ ।। General science in bengali part- 02 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০২

01. নিম্নলিখিত কোনটি তরল অধাতু?
A) পারদ
B) ব্রোমিন
C) হিলিয়াম
D) কার্বন
সঠিক উত্তর: ব্রোমিন

02. জলের প্লবতার সূত্র কে আবিষ্কার করেছিলেন?
A) নিউটন
B) আর্কিমিডিস
C) লিনিয়াস
D) থমসন
সঠিক উত্তর: আর্কিমিডিস

03. কম্পাঙ্কের SI একক কি?
A) আর্গ
B) হার্জ
C) ওহম
D) ক্যান্ডেলা
সঠিক উত্তর: হার্জ

04. সোডিয়াম বাই কার্বনেট-এর রাসায়নিক সংকেত কি?
A) NaHCO3
B) NaCO3
C) Na3CO2
D) NaH2CO3
সঠিক উত্তর: NaHCO3

05. প্যারামেসিয়ামের গমন অঙ্গ কোনটি?
A) ক্ষণপদ
B) সিলিয়া
C) ফ্ল্যাজেলা
D) প্লিওপড
সঠিক উত্তর: সিলিয়া

06. নিম্নলিখিত কোনটি সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ কোনটি?
A) টিউলিপ
B) সূর্যমুখী
C) লজ্জাবতী
D) পদ্ম
সঠিক উত্তর: লজ্জাবতী

07. অ্যাসিটিক অ্যাসিড কিসে থাকে?
A) ভিনিগার
B) দই
C) আঙুর
D) তেঁতুল
সঠিক উত্তর: ভিনিগার

08. কোষ বিভাজন কে আবিষ্কার করেছিলেন?
A) রবার্ট হুক
B) লিউয়েন হুক
C) ওয়াল্টার ফ্লেমিং
D) ওয়াটসন ও ক্রিক
সঠিক উত্তর: ওয়াল্টার ফ্লেমিং

09. নিম্নের কোন অংশটি শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়?
A) ক্লোরোপ্লাস্ট
B) সাইটোপ্লাজম
C) কোষঝিল্লি
D) গলগি বডি
সঠিক উত্তর: ক্লোরোপ্লাস্ট

10. মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত?
A) ১২টি
B) ১২ জোড়া
C) ৪৬টি
D) ২৪ জোড়া
সঠিক উত্তর: ১২ জোড়া

11. পারদের স্ফুটনাঙ্ক কত?
A) ২৩২°C
B) ৩৫৭°C
C) ৬৬০°C
D) ৯৬১°C
সঠিক উত্তর: ৩৫৭°C

12. মৌমাছির হুল থেকে কোন অ্যাসিড পাওয়া যায়?
A) ওলিক অ্যাসিড
B) স্টিয়ারিক অ্যাসিড
C) অ্যাসিটিক অ্যাসিড
D) ফরমিক অ্যাসিড
সঠিক উত্তর: ফরমিক অ্যাসিড

13. নিউট্রন কে আবিষ্কার করেছিলেন?
A) জে জে থমসন
B) জেমস স্যাডউইক
C) আর্নেস্ট রাদারফোর্ড
D) ইউজেন গোল্ডস্টেইন
সঠিক উত্তর: জেমস স্যাডউইক

14. সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম?
A) ভিটামিন B1
B) ভিটামিন B5
C) ভিটামিন B12
D) ভিটামিন D
সঠিক উত্তর: ভিটামিন B12

15. রক্তক্ষরণ কোন ভিটামিনের অভাবে হয়?
A) ভিটামিন A
B) ভিটামিন B12
C) ভিটামিন D
D) ভিটামিন K
সঠিক উত্তর: ভিটামিন K

16. কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়?
A) মাইটোসিস
B) মিয়োসিস
C) অ্যামাইটোসিস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মাইটোসিস

17. ব্রোঞ্জে কোন কোন উপাদান দিয়ে তৈরি?
A) তামা ও টিন
B) তামা ও দস্তা
C) দস্তা ও নিকেল
D) তামা ও সীসা
সঠিক উত্তর: তামা ও টিন

18. ক্লোরিনের কয়টি আইসোটোপ?
A) ২টি
B) ৩টি
C) ৪টি
D) ৫টি
সঠিক উত্তর: ২টি

19. উদ্ভিদের চলন কত প্রকারের?
A) ২ প্রকার
B) ৩ প্রকার
C) ৪ প্রকার
D) ৫ প্রকার
সঠিক উত্তর: ৩ প্রকার

20. ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কি?
A) CaCO3
B) CaCO2
C) Ca2CO3
D) Ca3CO2
সঠিক উত্তর: CaCO3

Monday, September 2, 2024

September 02, 2024

ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১
ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

10. ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডঃ বি আর আম্বেদকর সংবিধানের "হৃদয় ও আত্মা" বলেছেন ?
A) 19 নং ধারা
B) 14 নং ধারা
C) 32 নং ধারা
D) 356 নং ধারা
সঠিক উত্তর: 32 নং ধারা

02. ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ?
A) প্রধানমন্ত্রী
B) ভারতের রাষ্ট্রপতি
C) প্রতিরক্ষা মন্ত্রী
D) স্থলবাহিনীর প্রধান
সঠিক উত্তর: ভারতের রাষ্ট্রপতি 

03. নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল ?
A) 42 তম সংশোধন
B) 56 তম সংশোধন
C) 44 তম সংশোধন
D) এটি কখনোই সংশোধিত হয়নি
সঠিক উত্তর: 42 তম সংশোধন

04. কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় ?
A) অনুচ্ছেদ 362
B) অনুচ্ছেদ 370
C) অনুচ্ছেদ 368
D) অনুচ্ছেদ 360
সঠিক উত্তর: অনুচ্ছেদ 368

05. তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয় ?
A) 1952
B) 1977
C) 2000
D) 2005
সঠিক উত্তর: 2005

06. রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান কে ?
A) রাষ্ট্রপতি
B) মুখ্যমন্ত্রী
C) উপরাষ্ট্রপতি
D) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: মুখ্যমন্ত্রী

07. অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন ?
A) স্পিকার
B) রাজ্যপাল
C) রাষ্ট্রপতি
D) মুখ্যমন্ত্রী
সঠিক উত্তর: স্পিকার

08. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে ?
A) তিন
B) পাঁচ
C) দুই
D) চার
সঠিক উত্তর: তিন

09. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
A) জি এম পাঠক
B) ভি ভি গিরি
C) সর্বপল্লী রাধাকৃষ্ণন
D) ড. জাকির হোসেন
সঠিক উত্তর: সর্বপল্লী রাধাকৃষ্ণন

10. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
A) মহাত্মা গান্ধী
B) ইন্দিরা গান্ধী
C) জওহরলাল নেহেরু
D) রাজেন্দ্র প্রসাদ
সঠিক উত্তর: জওহরলাল নেহেরু

11. নিজের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ?
A) সাইমন কমিশন
B) ক্রিপস মিশন
C) ক্যাবিনেট মিশন পরিকল্পনা
D) ওয়াভেল পরিকল্পনা
সঠিক উত্তর: ক্যাবিনেট মিশন পরিকল্পনা

12. পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কত দিন কাজ চালাতে পারেন ?
A) তিন মাস
B) ছয় মাস
C) দুই বছর
D) এক বছর
সঠিক উত্তর: ছয় মাস

13. লোকসভার অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন ?
A) 60 জন
B) 65 জন
C) 55 জন
D) 50 জন
সঠিক উত্তর: 50 জন

14. ভারতের কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা করা হয় ?
A) 1862
B) 1866
C) 1870
D) 1864
সঠিক উত্তর: 1862

15. উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয় ?
A) 30 বছর
B) 40 বছর
C) 25 বছর
D) 35 বছর
সঠিক উত্তর: 35 বছর

16. মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন ?
A) রাষ্ট্রপতি
B) মুখ্যমন্ত্রী
C) লোকসভা
D) রাজ্যসভা
সঠিক উত্তর: লোকসভা

17. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি ?
A) কলকাতা হাইকোর্ট
B) বোম্বে হাইকোর্ট
C) মাদ্রাজ হাইকোর্ট
D) এলাহাবাদ হাইকোর্ট
সঠিক উত্তর: কলকাতা হাইকোর্ট

18. ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার সংস্থান আছে ?
A) 5
B) 3
C) 2
D) 4
সঠিক উত্তর: 3

19. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে ?
A) 31
B) 14
C) 300A
D) 37
সঠিক উত্তর: 300A

20. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে ?
A) 103 তম
B) 108 তম
C) 102 তম
D) 100 তম
সঠিক উত্তর: 100 তম

21. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা ?
A) রাজ্যসভা দ্বারা
B) লোকসভা দ্বারা
C) সংসদের সদস্য দ্বারা
D) সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা
সঠিক উত্তর: সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা

22. ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
A) কর্ণাটক
B) জম্মু ও কাশ্মীর
C) পশ্চিমবঙ্গ
D) আসাম
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর

23. ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পূনর্গঠন হয়েছিল ?
A) পশ্চিমবঙ্গ
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ

24. কোন রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতির প্রয়োজন হয় ?
A) ত্রিপুরা
B) ওড়িশা
C) জম্মু ও কাশ্মীর
D) নাগাল্যান্ড
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর

25. লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন ?
A) এস নটরাজন
B) হুকুম সিং
C) ভি. এস. ধীলন
D) জি.ভি. মাভালঙ্কার
সঠিক উত্তর: জি.ভি. মাভালঙ্কার

Friday, August 30, 2024

August 30, 2024

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

01. ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে ___ থেকে ?
A) বাবাবুদান পাহাড়
B) বোনাই
C) কেওনঝার
D) বাইলাডিলা
সঠিক উত্তর: বাবাবুদান পাহাড়

02. গুজরাটের প্রধান বন্দর হল ?
A) সুরাট
B) পোরবন্দর
C) ওখা
D) কান্ডালা
সঠিক উত্তর: কান্ডালা

03. ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
A) দার্জিলিং
B) গুয়াহাটি
C) শিলিগুড়ি
D) তেজপুর
সঠিক উত্তর: শিলিগুড়ি

04. নিম্নলিখিত কোনটি ভারতের রুঢ় নামে পরিচিত ?
A) মুম্বাই
B) নতুন দিল্লি
C) কানপুর
D) দুর্গাপুর
সঠিক উত্তর: দুর্গাপুর

05. কোন রাজ্যে গুগুনিয়া পাহাড়টি অবস্থিত ?
A) পশ্চিমবঙ্গ
B) ঝাড়খন্ড
C) মধ্যপ্রদেশ
D) হিমাচল প্রদেশ
সঠিক উত্তর: পশ্চিমবঙ্গ

06. ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ICG) জন্য প্রথম একাডেমি কোথায় গড়ে ওঠে চলেছে ?
A) কেরালা
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: কর্ণাটক

07. ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে ?
A) হায়দ্রাবাদকে
B) মুম্বাইকে
C) চেন্নাইকে
D) কানপুর কে
সঠিক উত্তর: চেন্নাইকে

08. ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী হল ?
A) লুনি
B) তাপ্তি
C) নর্মদা
D) মাহি
সঠিক উত্তর: লুনি

09. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল ?
A) আর্যভট্ট
B) স্পট
C) মার্কারি
D) টাইরাস-১
সঠিক উত্তর: আর্যভট্ট

10. আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত ?
A) মধ্য প্রদেশ
B) কেরালা
C) হিমাচল প্রদেশ
D) তেলেঙ্গানা
সঠিক উত্তর: কেরালা

11. উত্তরপ্রদেশের রাজধানী হল ?
A) এলাহাবাদ
B) পাটনা
C) দিল্লি
D) লক্ষ্মৌ
সঠিক উত্তর: লক্ষ্মৌ

12. সাতপুরা হল ?
A) ভঙ্গিল পর্বত
B) আগ্নেয় পর্বত
C) স্তূপ পর্বত
D) অবশিষ্ট পর্বত
সঠিক উত্তর: স্তূপ পর্বত

13. উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর হল ?
A) বিশাখাপত্তনম
B) তুতিকোরিন
C) গোপালপুর
D) পারাদ্বীপ
সঠিক উত্তর: পারাদ্বীপ

14. শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত ___ নদীতে ?
A) কাবেরী
B) গোদাবরী
C) কৃষ্ণা
D) মহানদী
সঠিক উত্তর: কাবেরী

15. বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হল ?
A) ট্রপোস্ফিয়ার
B) মেসোস্ফিয়ার
C) স্ট্যাটোস্ফিয়ার
D) আয়নোস্ফিয়ার
সঠিক উত্তর: আয়নোস্ফিয়ার

16. ভারতের বৃহত্তম লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত ?
A) হিমাচল প্রদেশ
B) হরিয়ানা
C) পাঞ্জাব
D) মধ্যপ্রদেশ 
সঠিক উত্তর: হিমাচল প্রদেশ

17. খনিজ তেল কোন শিলার তরল রূপ ?
A) আগ্নেয় শিলা
B) পাললিক শিলা
C) রূপান্তরিত শিলা
D) চূর্ণকময় শিলা
সঠিক উত্তর: পাললিক শিলা

18. "ডেকান ট্রাপ" গঠিত হয়েছে প্রধানত কোন শিলা দ্বারা ?
A) আগ্নেয় শিলা
B) আগ্নেয় ও রূপান্তরিত শিলা
C) পাললিক ও রূপান্তরিত শিলা
D) রূপান্তরিত শিলা
সঠিক উত্তর: আগ্নেয় শিলা

19. ভারতের চা উৎপাদনে ____ রাজ্যের স্থান প্রথম ?
A) পশ্চিমবঙ্গ
B) অসম
C) কর্ণাটক
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: অসম

20. বেমানান শব্দটির চিহ্নিত কর ?
A) পানাজি
B) শিমলা
C) কানপুর
D) গ্যাংটক
সঠিক উত্তর: কানপুর

21. ভারতের প্রথম বায়োমেডিকেল উদ্যান কোন রাজ্যে গড়ে উঠেছে ?
A) কর্ণাটক
B) তামিলনাড়ু
C) মহারাষ্ট্র
D) কেরালা
সঠিক উত্তর: কেরালা

22. উত্তরাংশের একমাত্র রাজ্য যা আকবর জয় করতে পারেননি সেটি হল ?
A) কাশ্মীর
B) বাংলা
C) বিহার
D) আসাম
সঠিক উত্তর: আসাম

23. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল ?
A) মাউন্ট এভারেস্ট
B) কাঞ্চনজঙ্ঘা
C) নাঙ্গা পর্বত
D) K2
সঠিক উত্তর: K2

24. সালেম লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ?
A) কর্ণাটক রাজ্যে
B) মধ্য প্রদেশ রাজ্যে
C) তামিলনাড়ু রাজ্যে
D) ওড়িশা রাজ্যে
সঠিক উত্তর: তামিলনাড়ু রাজ্যে

25. গোদাবরী নদীর একটি প্রধান উপনদী হল ?
A) ইন্দ্রাবতী
B) বেদবতী
C) সিনা
D) ভীমা
সঠিক উত্তর: ইন্দ্রাবতী 

August 30, 2024

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

01. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?
A) ৪ ঠা জানুয়ারি
B) ২৩ শে ফেব্রুয়ারি
C) ৪ ঠা মার্চ
D) ৫ ই জুন
সঠিক উত্তর: ৫ ই জুন

02. সুলতানি যুগের ভাষা কী ছিল ?
A) উর্দু
B) আরবি
C) হিন্দি
D) ফারসী
সঠিক উত্তর: ফারসী

03. রাজশেখর বসুর ছদ্মনাম কী ?
A) ভানুসিংহ
B) বীরবল
C) পরশুরাম
D) বনফুল
সঠিক উত্তর: পরশুরাম

04. সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
A) কালিদাস
B) বিজয়গুপ্ত
C) হরিষেন
D) বসুবন্ধু
সঠিক উত্তর: হরিষেন

05. ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত ছিলেন ?
A) মাদাম কামা
B) মাতঙ্গিনী হাজরা
C) সরোজিনী নাইডু
D) কুমুদিনী মিত্র
সঠিক উত্তর: সরোজিনী নাইডু

06. হিন্দু কলেজের বর্তমান নাম কী ?
A) হিন্দু কলেজ
B) বেথুন কলেজ 
C) প্রেসিডেন্সি ইউনিভার্সিটি 
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

07. "পাট্টা ও কবুলিয়ৎ" প্রথা কে প্রবর্তন করেন ?
A) ঔরঙ্গজেব
B) শেরশাহ
C) আকবর
D) শিবাজী
সঠিক উত্তর: শেরশাহ

08. আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন ?
A) নেতাজি সুভাষচন্দ্র বসু
B) লালা হরদয়াল
C) রাসবিহারী বোস
D) মোহন সিং
সঠিক উত্তর: রাসবিহারী বোস

09. "স্বদেশ বান্ধব সমিতি" কে প্রতিষ্ঠা করেন ?
A) পুলিন দাস
B) অশ্বিনী কুমার দত্ত
C) সূর্য সেন
D) বারিন্দ্র ঘোষ
সঠিক উত্তর: অশ্বিনী কুমার দত্ত

10. রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামটি ব্যবহার করতেন তা হল ?
A) ভানুসিংহ
B) পরশুরাম
C) বীরবল
D) বনফুল
সঠিক উত্তর: ভানুসিংহ

11. ভারতের লৌহ মানব নামে কে পরিচিত ছিলেন ?
A) সর্দার বল্লভ ভাই প্যাটেল
B) সতীশ চন্দ্র বসু
C) জওহরলাল নেহেরু
D) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
সঠিক উত্তর: সর্দার বল্লভ ভাই প্যাটেল

12. গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন ?
A) কল্পনা দত্ত
B) প্রীতিলতা ওয়াদ্দেদার
C) বীণা দাস
D) মাতঙ্গিনী হাজরা
সঠিক উত্তর: মাতঙ্গিনী হাজরা

13. চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন ?
A) ক্ষুদিরাম বসু
B) সতীশ বসু
C) সূর্য সেন
D) অশ্বিনী দত্ত
সঠিক উত্তর: সূর্য সেন

14. ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনে স্থায়ী সভাপতি কে ছিলেন ?
A) জওহরলাল নেহেরু
B) মহাত্মা গান্ধী
C) কে.এন. মুন্সী
D) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
সঠিক উত্তর: ডঃ রাজেন্দ্রপ্রসাদ

15. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
A) লর্ড বেন্টিংক
B) লর্ড ক্যানিং
C) লর্ড ওয়েলেসলি
D) লর্ড হেস্টিংস
সঠিক উত্তর: লর্ড ক্যানিং

16. কেকের দেশ কাকে বলা হয় ?
A) স্কটল্যান্ডকে
B) আমেরিকাকে
C) আয়ারল্যান্ডকে
D) ভারতবর্ষকে
সঠিক উত্তর: স্কটল্যান্ডকে

17. ভারতীয় বিপ্লবীদের জননী রূপে কে খ্যাত ছিলেন ?
A) মাদাম কামা
B) মাতঙ্গিনী হাজরা
C) ভগিনী নিবেদিতা
D) অ্যানি বেসান্ত
সঠিক উত্তর: মাদাম কামা

18. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি ?
A) ভারত সভা
B) ভারতের জাতীয় কংগ্রেস
C) বঙ্গভাষা প্রকাশিকা সভা
D) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
সঠিক উত্তর: ভারত সভা

19. নীলদর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন ?
A) মাইকেল মধুসূদন দত্ত
B) গিরিশচন্দ্র ঘোষ
C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D) দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

20. "বন্দেমাতরম" কে রচনা করেছিলেন ?
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) রজনীকান্ত সেন
D) অবনীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

21. কে বিন্ধ্য অধিপতি নামে পরিচিত ?
A) অশোক
B) চন্দ্রগুপ্ত মৌর্য
C) গৌতমীপুত্র সাতকর্ণী
D) শিমুখ
সঠিক উত্তর: গৌতমীপুত্র সাতকর্ণী

22. এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে ?
A) হর্ষবর্ধন
B) কনিষ্ক
C) অশোক
D) সমুদ্রগুপ্ত
সঠিক উত্তর: সমুদ্রগুপ্ত

23. ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কী ?
A) রাজতরঙ্গিনী
B) মহাভারত
C) রামায়ণ
D) বেদ
সঠিক উত্তর: বেদ

24. হিন্দু কলেজ স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে ?
A) 1817 খ্রিস্টাব্দে
B) 1856 খ্রিস্টাব্দে
C) 1905 খ্রিস্টাব্দে
D) 1918 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1817 খ্রিস্টাব্দে

25. গৌতম বুদ্ধের পুত্রের নাম কী ছিল ?
A) রাহুল
B) আনন্দ
C) মহেন্দ্র
D) উপালি
সঠিক উত্তর: রাহুল

Saturday, August 24, 2024

August 24, 2024

সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০১ ।। General science in bengali part- 01

সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০১ ।। General science in bengali part- 01
সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০১ ।। General science in bengali part- 01

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০১ ।। General science in bengali part- 01 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০১ ।। General science in bengali part- 01 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০১ 

01. বেকিং পাউডারের রাসায়নিক নাম কি?
A) সোডিয়াম ক্লোরাইড
B) সোডিয়াম কার্বনেট
C) সোডিয়াম বাই কার্বনেট
D) জিঙ্ক অক্সাইড
সঠিক উত্তর: সোডিয়াম বাই কার্বনেট

02. মিউটেশন তত্ত্বের জনক কে?
A) উইলিয়াম হার্ভে
B) কার্ল ল্যান্ডস্টেইনার
C) ডারউইন
D) হুগো দ্য ভ্রিস
সঠিক উত্তর: হুগো দ্য ভ্রিস

03. ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়?
A) থিওফ্রাস্টাস
B) অ্যারিস্টটল
C) লিনিয়াস
D) রক্সবার্গ
সঠিক উত্তর: লিনিয়াস

04. ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি?
A) CaCo2
B) CaCo3
C) CaCo
D) Ca2Co3
সঠিক উত্তর: CaCo3

05. ফুসফুসের আবরণীকে কি বলা হয়?
A) পেরিকার্ডিয়াম
B) প্লুরা
C) মায়োকার্ডিয়াম
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: প্লুরা

06. নিম্নের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?
A) প্ল্যাটিপাস
B) হেজহগ
C) ক্যাঙ্গারু
D) লরিস
সঠিক উত্তর: প্ল্যাটিপাস

07. মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত?
A) ১২টি
B) ১২ জোড়া
C) ৪৬টি
D) ২৪ জোড়া
সঠিক উত্তর: ১২ জোড়া

08. কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেছিলেন?
A) রবার্ট ক্রুক
B) লিউয়েনহুক
C) রবার্ট হুক
D) রবার্ট ব্রাউন
সঠিক উত্তর: রবার্ট হুক

09. পীতবিন্দু কোথায় অবস্থিত?
A) পাকস্থলীতে
B) চোখের রেটিনায়
C) কানের নিচে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: চোখের রেটিনায়

10. আম্লিক দ্রবণের pH মান কি?
A) ৭ এর কম
B) ৭ এর বেশি
C) ৭
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ৭ এর কম

11. কোন গ্রন্থির সাহায্যে BMR নিয়ন্ত্রিত হয়?
A) অ্যাড্রিনালিন গ্রন্থি
B) পাইনাল গ্রন্থি
C) পিটুইটারি গ্রন্থি
D) থাইরয়েড গ্রন্থি
সঠিক উত্তর: থাইরয়েড গ্রন্থি

12. ডিপথেরিয়া কি ঘটিত রোগ?
A) ব্যাকটেরিয়া
B) ভাইরাস
C) ছত্রাক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ব্যাকটেরিয়া

13. সিলভার নাইট্রেটের রসায়নিক সংকেত কি?
A) AgNO3
B) PbNO2
C) PbNO3
D) Ag2NO3
সঠিক উত্তর: AgNO3

14. নিম্নের কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়?
A) থাইরক্সিন
B) অ্যান্টিডিউরেটিক হরমোন
C) অ্যাড্রিনালিন
D) সোমাটোট্রফিন হরমোন
সঠিক উত্তর: অ্যাড্রিনালিন

15. সোডিয়াম বাই কার্বনেট-এর রাসায়নিক সংকেত কি?
A) NaHCO3
B) NaCO3
C) Na3CO2
D) NaH2CO3
সঠিক উত্তর: NaHCO3

16. পোড়া চুনের রাসায়নিক নাম কি?
A) ক্যালসিয়াম অক্সাইড
B) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
C) সোডিয়াম ক্লোরাইড
D) সালফার
সঠিক উত্তর: ক্যালসিয়াম অক্সাইড

17. হরমোন কে আবিষ্কার করেছিলেন?
A) ওয়াটসন ও ক্রিক
B) বেলিস ও স্টারলিং
C) লিউইয়েন হুক
D) ওয়াল্টার ফ্লেমিং
সঠিক উত্তর: বেলিস ও স্টারলিং

18. এপিকালচার কিসের সঙ্গে যুক্ত?
A) উদ্যান পালন
B) মৌমাছি পালন
C) ফল উৎপাদন
D) আঙুর চাষ
সঠিক উত্তর: মৌমাছি পালন

19. ক্লোরিনের যোজ্যতা কত?
A) ১
B) ৩
C) ৬
D) ৭
সঠিক উত্তর: ১

20. ভিটামিন A-এর রাসায়নিক নাম কি?
A) রেটিনল
B) বায়োটিন
C) ক্যালসিফেরোল
D) টোকোফেরোল
সঠিক উত্তর: রেটিনল