Breaking

Tuesday, October 1, 2024

October 01, 2024

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫

01. সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল ? A) কৃষিকার্য B) শিকার C) বাণিজ্য D) গবাদি পালন সঠিক উত্তর: কৃষিকার্য 02. মহেন-জো-দারো কথাটির অর্থ কি ? A) সীমান্তবর্তী নগর B) মৃতের স্তুপ C) শান্তির দেশ D) জীবিতের স্বপ্ন সঠিক উত্তর: মৃতের স্তুপ 03. নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল ? A) লোহা B) রুপা C) তামা D) ব্রোঞ্জ সঠিক উত্তর: লোহা 04. সিন্ধু সভ্যতায় নিচের কোন জন্তুর কোন উল্লেখ পাওয়া যায়নি ? A) উট B) হাতি C) গরু D)  ঘোড়া সঠিক উত্তর: ঘোড়া 05. হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কি ছিল? A) মহালক্ষী B) কালী C) শিব D) উপরের কোনোটিই নয় সঠিক উত্তর: শিব 06. সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কি দিয়ে নির্মিত হয়েছিল ? A) ইট B) কাঠ C) প্রস্তর D) বাঁশ সঠিক উত্তর: ইট 07. সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল ? A) মেসোপটেমিয়া B) শ্রীলংকা C) গ্রীস D) ইজিপ্ট সঠিক উত্তর: মেসোপটেমিয়া 08. হরপ্পা সভ্যতার অস্ত্র ও নৃত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশিরভাগ কি দিয়ে তৈরি হয়েছিল? A) লোহা ও তামা B) প্রস্তর ও কাঠ C) তামা ও ব্রোঞ্জ D) প্রস্তর সঠিক উত্তর: তামা ও ব্রোঞ্জ 09. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি ? A) ঋগবেদ B) সামবেদ C) যজুর্বেদ D) অথর্ববেদ সঠিক উত্তর: ঋগবেদ 10. কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে ? A) ঋগবেদ B) যজুর্বেদ C) অথর্ববেদ D) সামবেদ সঠিক উত্তর: ঋগবেদ 11. বেদের অপর নাম কী? A) পুরান B) উপনিষদ C) শ্রুতি D) জাতক সঠিক উত্তর: শ্রুতি 12. কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময়ে গান হিসেবে গাওয়া হত ? A) ঋগবেদ B) সামবেদ C) অথর্ববেদ D) যজুর্বেদ সঠিক উত্তর: সামবেদ 13. ঋগবেদে কতগুলি স্তোত্র আছে ? A) 224 B) 864 C) 1028 D) 1800 সঠিক উত্তর: 1028 14. পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল ? A) ইউরোপ B) মধ্য এশিয়া C) পারস্য অঞ্চল D) দক্ষিণ-পূর্ব এশিয়া সঠিক উত্তর: মধ্য এশিয়া 15. নিচের কোন অঞ্চলে আর্যজাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে? A) গুজরাট B) পাঞ্জাব C) কাশ্মীর D) সিন্ধু সঠিক উত্তর: পাঞ্জাব 16. কোন বেদে যাগ-যজ্ঞ ও ক্রিয়া-কলাপের নির্দেশ দেওয়া আছে? A) ঋগবেদ B) অথর্ববেদ C) যজুর্বেদ D) সামবেদ সঠিক উত্তর: যজুর্বেদ 17. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন ? A) লুম্বিনী B) সারনাথ C) বোধিগয়া D) বৈশালী সঠিক উত্তর: লুম্বিনী 18. প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তাঁর জীবনের শেষ ভাগে জৈন ধর্মের ধর্মান্তরিত হয়েছিলেন? A) অশোক B) বিম্বিসার C) চন্দ্রগুপ্ত D) অজাতশত্রু সঠিক উত্তর: চন্দ্রগুপ্ত 19. আদি বৌদ্ধ ধর্ম গ্রন্থ নিজের কোন ভাষায় লেখা হয়েছিল ? A) সংস্কৃত B) পালি C) মগধী D) উপরের কোনোটিই নয় সঠিক উত্তর: পালি 20. কার শাসনকালে ভারতের জৈন ধর্মের প্রসার ঘটেছিল ? A) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য B) হর্ষবর্ধন C) সমুদ্র গুপ্ত D) চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য

Saturday, September 28, 2024

September 28, 2024

ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২

ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২
ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২

01. কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হল সংবিধানে প্রবেশের চাবিকাঠি ?
A) আরনেষ্ট বার্কার 
B) কে. সি. হোয়ার
C) ড. বি. আর. আম্বেদকর
D) জী. অষ্টিন
সঠিক উত্তর: আরনেষ্ট বার্কার 

02. কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় ?
A) ভারত 
B) কানাডা 
C) আমেরিকা 
D) ব্রিটেন 
সঠিক উত্তর: ভারত

03. প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয় ?
A) প্রথমে
B) মাঝখানে
C) শেষে
D) যেকোনো অংশে
সঠিক উত্তর: প্রথমে

04. বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল ?
A) জাপান
B) চীন
C) আমেরিকা
D)  ভারত
সঠিক উত্তর: আমেরিকা

05. ‘কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা’— কোন খ্রিস্টাব্দে হয়েছিল ?
A) 1962
B) 1973
C) 1983
D) 1995
সঠিক উত্তর: 1973

06. কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে, ‘প্রস্তাবনা হল ভারতীয় সংবিধানের একটি অংশ’ ?
A) মিনার্ভা মিলস মামলা
B) মানেকা গান্ধী মামলা
C) কেশবানন্দ ভারতী মামলা
D) বেরুবাড়ি মামলা
সঠিক উত্তর: কেশবানন্দ ভারতী মামলা

07. ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ?
A) মৌলিক অধিকার
B) মৌলিক কর্তব্য
C) প্রস্তাবনা
D) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
সঠিক উত্তর: প্রস্তাবনা

08. কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে ?
A) 100
B) 150
C) 169
D) 178
সঠিক উত্তর: 169

09. ভারতীয় সংবিধানের 5-11 ধারায় কোন বিষয়টি ব্যাখ্যাত হয়েছে ?
A) মৌলিক অধিকার
B) মৌলিক কর্তব্য
C) নাগরিকত্ব
D) রাজ্যের সীমানা পরিবর্তন
সঠিক উত্তর: নাগরিকত্ব

10. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, নাগরিকতা সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তব্য নিয়ন্ত্রিত হবে ?
A) 11
B) 12
C) 13
D)14
সঠিক উত্তর: 11

11. ভারতীয় নাগরিকতা আইন কোন খ্রিস্টাব্দে পাশ হয় ?
A) 1950
B) 1955
C) 1952
D) 1967
সঠিক উত্তর: 1955

12. 1955 খ্রিস্টাব্দের নাগরিকতা আইনটি নিচের কোন খ্রিস্টাব্দে সংশোধিত হয় ?
A) 2000
B) 2001
C) 1003
D) 2007
সঠিক উত্তর: 2003

13. ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে সরলিকৃত করা হয় কোন খ্রিস্টাব্দের নাগরিকতা সংশোধনী আইন অনুসারে ?
A) 1955
B) 2000
C) 2003
D) 2008
সঠিক উত্তর: 2003

14. কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকারদ দ্বৈত নাগরিকতা প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে ?
A) 10 টি 
B) 16 টি 
C) 20 টি 
D) 25 টি 
সঠিক উত্তর: 16 টি 

15. বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি ?
A) ভারত
B) আমেরিকা
C) ব্রিটেন
D) চীন
সঠিক উত্তর: ব্রিটেন

16. কোন দেশের সুপ্রিমকোর্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইনকে বাতিল করতে পারেনা ?
A) ব্রিটেন
B) ভারত
C) আমেরিকা
D) ভারত ও ব্রিটেন
সঠিক উত্তর: ব্রিটেন

17. কোন দেশের সুপ্রিমকোর্টের বিচারবিভাগীয় পর্যালোচনার ক্ষমতাটি নেই ?
A) ভারত
B) ব্রিটেন
C) আমেরিকা
D) ভারত ও ব্রিটেন
সঠিক উত্তর: ব্রিটেন

18. কোন দেশের সুপ্রিমকোর্ট মৌলিক অধিকারগুলির পরিবর্তন বা সংশোধন করতে পারে ?
A) আমেরিকা
B) ভারত
C) ব্রিটেন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: আমেরিকা

19. ভারতের মৌলিক অধিকারবিরোধী যে কোন আইনকে বাতিল করতে পারে—
A) শুধুমাত্র হাইকোর্ট
B) শুধুমাত্র সুপ্রিমকোর্ট
C) সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই

20. নিচের কোন অধিকারটি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি বিশেষের উপরও বর্তায় ?
A) 17 ধারা
B) 18 ধারা
C) 24 ধারা
D) সবগুলিই 
সঠিক উত্তর: সবগুলিই


Monday, September 23, 2024

September 23, 2024

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫

01. সাতপুরা হল—
A) ভঙ্গিল পর্বত
B) আগ্নেয় পর্বত
C) স্তুপ পর্বত
D) অবশিষ্ট পর্বত
সঠিক উত্তর: স্তুপ পর্বত

02. পশ্চিমবঙ্গ রাজ্যের ফুল কোনটি ?
A) পদ্ম
B) গোলাপ
C) শেফালী/জুঁই
D) সূর্যমুখী
সঠিক উত্তর: শেফালী/জুঁই

03. ভারতীয় উপপুল রক্ষী বাহিনী (ICG) জন্য প্রথম একাডেমি কোথায় গড়ে উঠেছে ?
A) কর্ণাটক
B) কেরালা 
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: কর্ণাটক

04. ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে _ থেকে
A) বাবাবুদান পাহাড়
B) বোনাই
C) কেওনঝাড়
D) বাইলাডিলা
সঠিক উত্তর: বাবাবুদান পাহাড়

05. গুজরাটের প্রধান বন্দর কোনটি ?
A) পোরবন্দর
B) সুরাট
C) ওখা
D) কান্ডালা
সঠিক উত্তর: কান্ডালা

06. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল ?
A) মাউন্ট এভারেস্ট
B) কাঞ্চনজঙ্ঘা
C) K2
D) নাঙ্গা পর্বত
সঠিক উত্তর: K2

07. মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম মহিলা কে ?
A) বাচেন্দ্রি পাল
B) সুদীপ্তা সেনগুপ্ত
C) মহাশ্বতা দেবী
D) উর্মিতা সেনগুপ্ত
সঠিক উত্তর: বাচেন্দ্রি পাল

08. ভারতের চা উৎপাদনে কোন রাজ্যের স্থান প্রথম ?
A) কর্ণাটক
B) পশ্চিমবঙ্গ
C) অসম
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: অসম

09. ‘আধুনিক শিল্প দানব’ বলা হয় __ শিল্পকে ?
A) মোটরগাড়ি নির্মাণ
B) লৌহ ইস্পাত
C) পেট্রোরাসায়নিক
D) জাহাজ নির্মাণ
সঠিক উত্তর: পেট্রোরাসায়নিক

10. কাকী আবার উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত ?
A) মহারাষ্ট্র
B) রাজস্থান
C) কেরল
D) গুজরাট
সঠিক উত্তর: গুজরাট

11. দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা কত ?
A) 600-700 মিটার
B) 400-800 মিটার
C) 700-900 মিটার
D) 500-800 মিটার
সঠিক উত্তর: 600-700 মিটার

12. ভুটানের পার্লামেন্ট কি নামে পরিচিত ?
A) তশগদু
B) ডুমা
C) মজলিস
D) পাইথু হুলটা
সঠিক উত্তর: তশগদু

13. ভারতের প্রথম এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা কোন শহরে চালু হয়েছে ?
A) দিল্লি
B) মুম্বাই
C) বেঙ্গালুরু
D) চেন্নাই
সঠিক উত্তর: বেঙ্গালুরু

14. কোনটি উত্তরবঙ্গের নদী নয়?
A) জলঢাকা
B) কালজানি
C) হলদি
D) রায়ডাক
সঠিক উত্তর: হলদি

15. অন্তরাষ্ট্রীয় মাতৃভাষা দিবস কবে পালন করা হয় ?
A) 19 ফেব্রুয়ারি
B) 22 ফেব্রুয়ারি
C) 21 ফেব্রুয়ারি
D) 28 ফেব্রুয়ারি
সঠিক উত্তর: 21 ফেব্রুয়ারি

16. লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত ?
A) নীল
B) টেমস
C) টাইগ্রীস
D) রাইন
সঠিক উত্তর: টেমস

17. ম্যানগ্রোভ এর বন কোথায় পাওয়া যায় ?
A) মধ্যপ্রদেশে
B) সুন্দরবনে
C) বাঁকুড়ায়
D) নর্মদা ব-দ্বীপে
সঠিক উত্তর: সুন্দরবনে

18. নাগার্জুনসাগর বহুমুখী নদী প্রকল্প _ নদীর জল ব্যবহার করে ?
A) কৃষ্ণা
B) নর্মদা
C) ঝিলাম
D) শোন
সঠিক উত্তর: কৃষ্ণা

19. লখনৌ _ নদীর উপকূলে অবস্থিত ?
A) যমুনা
B) গঙ্গা
C) গোমতী
D) রবি
সঠিক উত্তর: গোমতী

20. ভারতের ‘Doctors Day’ পালন করা হয় 1 জুলাই এই দিবসটি প্রথম কোন বছর থেকে পালন করা শুরু হয় ভারতে?
A) 1984 সাল
B) 1951 সাল
C) 1985 সাল
D) 1991 সাল
সঠিক উত্তর: 1991 সাল

September 23, 2024

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

01. আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন ? A) চন্দ্রগুপ্ত মৌর্য B) পুরু C) বিম্বিসার D) ধননন্দ সঠিক উত্তর: ধননন্দ 02. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ? A) লর্ড ওয়াভেল B) স্যার পেথিক লরেন্স C) এ. ভি. আলেকজান্ডার D) এর কেউই নন সঠিক উত্তর: লর্ড ওয়াভেল 03. কোন ইউরোপীয় প্রথম ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন ? A) দুপ্লে B) ওয়ারেন হেস্টিংস C) ক্লাইভ D) কর্নওয়ালিস সঠিক উত্তর: দুপ্লে 04. সুপ্রিম কোর্ট ‘basic স্ট্রাকচার’ মতবাদ প্রকাশ করে ? A) অজয় হাসিয়া কেসে B) কেশবানন্দ ভারতি কেসে C) ভালোবাসা কেসে D) এর কোনোটিই নয় সঠিক উত্তর: কেশবানন্দ ভারতি কেসে 05. কোন চোলরাজা বাংলাদেশ আক্রমণ করেন ? A) রাজেন্দ্র B) রাজাধিরাজ C) রাজরাজ D) কুলোত্তুঙ্গ সঠিক উত্তর: রাজেন্দ্র 06. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ? A) 1920 খ্রিস্টাব্দে B) 1930 খ্রিস্টাব্দে C1942 খ্রিস্টাব্দে D) 1950 খ্রিষ্টাব্দে সঠিক উত্তর: 1930 খ্রিস্টাব্দে 07. কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল ? A) 1 অক্টোবর, 1939 B) 11 মে, 1941 C) 1 সেপ্টেম্বর, 1942 D) 10 আগস্ট, 1940 সঠিক উত্তর: 1 সেপ্টেম্বর, 1942 08. মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল ? A) 1929 সালে B) 1934 সালে C) 1942 সালে D) 1945 সালে সঠিক উত্তর: 1929 সালে 09. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ? A) বালগঙ্গাধর তিলক B) দয়ানন্দ সরস্বতী C) রানাডে D) দেশমুখ সঠিক উত্তর: দয়ানন্দ সরস্বতী 10. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ? A) জুলাই, 1947 B) আগস্ট, 1947 C) জুন, 1946 D) আগস্ট, 1946 সঠিক উত্তর: জুলাই, 1947 11. কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ? A) 1848 B) 1857 C) 1823 D) 1835 সঠিক উত্তর: 1835 12. পাল বংশ কোথায় রাজত্ব করেছিল ? A) মধ্যপ্রদেশ B) মহারাষ্ট্র C) বিহার D) দিল্লি সঠিক উত্তর: বিহার 13. দিল্লির প্রাচীন নাম কী ? A) ইন্দ্রপ্রস্থ B) পাটলিপুত্র C) অযোধ্যা D) গয়া সঠিক উত্তর: ইন্দ্রপ্রস্থ 14. ভারতের প্রথম মুদ্রণ খানা কোথায় স্থাপিত হয়েছিল ? A) বাঁকুড়া B) বারাসাত C) হুগলি D) হাওড়া সঠিক উত্তর: হুগলি 15. এ দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল ? A) জাহাঙ্গীর B) আকবর C) ঔরঙ্গজেব D) শাহজাহান সঠিক উত্তর: শাহজাহান 16. কোন গভর্নর জেনারেল ফোর্টউইলিয়াম কলেজ স্থাপন করেন ? A) ওয়েলেসলি B) লর্ড বেন্টিং C) লর্ড কার্জন D) লর্ড রিপন সঠিক উত্তর: ওয়েলেসলি 17. কায়াৎ কোন দেশের মুদ্রা ? A) জার্মানি B) নেপাল C) মালয়েশিয়া D) মায়ানমার সঠিক উত্তর: মায়ানমার 18. ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ কে প্রতিষ্ঠা করেছিলেন ? A) রাসবিহারী বোস B) চিত্তরঞ্জন দাস C) সূর্য সেন D) সুভাষচন্দ্র বোস সঠিক উত্তর: সূর্য সেন 19. কত সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল তা হল— A) 1945 B) 1911 C) 1912 D) 1913 সঠিক উত্তর: 1911 20. অজন্তা গুহাচিত্র কোন সময়কার ? A) গুপ্ত বংশ B) মৌর্য বংশ C) পাল বংশ D) রাষ্ট্রকূট বংশ সঠিক উত্তর: গুপ্ত বংশ

Saturday, September 21, 2024

September 21, 2024

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

01. OPEC-এর সদর দফতর কোথায় অবস্থিত?
A) ভিয়েনা
B) কাঠমান্ডু
C) জেনেভা
D) ব্রাসেলস
সঠিক উত্তর: ভিয়েনা

02. যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
A) কাবেরী
B) সবরমতী
C) শরাবতী
D) নর্মদা 
সঠিক উত্তর: শরাবতী

03. পশ্চিমবঙ্গের সঙ্গে কটি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে?
A) ৩
B) ৪
C) ৫
D) ৬
সঠিক উত্তর: ৫

04. নিম্নের কোনটি গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ?
A) পরেশনাথ
B) পরেশনাথ
C) নকরেক
D) জিন্দাগাধা
সঠিক উত্তর: নকরেক 

05. কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে?
A) বিহার
B) ঝাড়খণ্ড
C) ওড়িশা
D) সিকিম
সঠিক উত্তর: সিকিম

06. মুদুমালাই অভয়ারণ্য ভারতের কোথায় রয়েছে?
A) তামিলনাড়ু
B) কর্ণাটক
C) কেরল
D) তেলেঙ্গানা
সঠিক উত্তর: তামিলনাড়ু

07. হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
A) কলকাতা
B) পূর্ব মেদিনীপুর
C) বর্ধমান
D) হাওড়া
সঠিক উত্তর: পূর্ব মেদিনীপুর

08. ইলোরা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) ওড়িশা
B) মহারাষ্ট্র
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ

09. গারবা কোন রাজ্যের নৃত্য?
A) গুজরাট
B) পাঞ্জাব
C) হরিয়ানা
D) রাজস্থান
সঠিক উত্তর: গুজরাট

10. পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) মহারাষ্ট্র
B) অন্ধ্রপ্রদেশ
C) মণিপুর
D) কেরল
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ

11. নকরেক জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) আসাম
B) হিমাচল প্রদেশ
C) মেঘালয়
D) উত্তরাখণ্ড
সঠিক উত্তর: মেঘালয়

12. আনাইমুদি কোন রাজ্যে অবস্থিত?
A) তামিলনাড়ু
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) কেরালা
সঠিক উত্তর: কেরালা

13. ভেম্বানাদ হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) কর্ণাটক
B) অন্ধ্রপ্রদেশ
C) কেরালা
D) তেলেঙ্গানা
সঠিক উত্তর: কেরালা

14. আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস কবে পালন করা হয়?
A) ২৬শে এপ্রিল
B) ২৯শে জুন
C) ১২ই আগস্ট
D) ২২শে অক্টোবর
সঠিক উত্তর: ২৯শে জুন

15. নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) পাঞ্জাব
B) উত্তরপ্রদেশ
C) গুজরাট
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: গুজরাট

16. ভারতের কোন রাজ্যে দুগ্ধ গবেষণাগার অবস্থিত?
A) হরিয়ানা
B) উত্তরপ্রদেশ
C) উত্তরাখণ্ড
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: হরিয়ানা

17. ব্যারাকপুর কোন নদীর তীরে অবস্থিত?
A) হুগলি
B) ভাগীরথী
C) ইছামতী
D) তিস্তা
সঠিক উত্তর: হুগলি

18. ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি?
A) দার্জিলিং চা
B) জাফরান
C) তুলাইপাঞ্জি চাল
D) এলাচ
সঠিক উত্তর: দার্জিলিং চা

19. পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি?
A) মেছো বিড়াল
B) সিংহ
C) গন্ডার
D) ভাল্লুক
সঠিক উত্তর: মেছো বিড়াল

20. কাঞ্চনজঙ্ঘা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?
A) কারাকোরাম
B) হিমালয়
C) নীলগিরি
D) কুমায়ুন
সঠিক উত্তর: হিমালয়

Thursday, September 19, 2024

September 19, 2024

সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৩ | General science in bengali part- 03

সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৩ | General science in bengali part- 03
সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০৩ ।। General science in bengali part- 03

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০৩ ।। General science in bengali part- 03 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০৩ ।। General science in bengali part- 03 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০৩

01. ভিটামিন A-এর রাসায়নিক নাম কি?
A) রেটিনল
B) বায়োটিন
C) ক্যালসিফেরোল
D) টোকোফেরোল
সঠিক উত্তর: রেটিনল

02. মিউটেশন তত্ত্বের জনক কে?
A) উইলিয়াম হার্ভে
B) কার্ল ল্যান্ডস্টেইনার
C) ডারউইন
D) হুগো দ্য ভ্রিস
সঠিক উত্তর: হুগো দ্য ভ্রিস

03. পোড়া চুনের রাসায়নিক নাম কি?
A) ক্যালসিয়াম অক্সাইড
B) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
C) সোডিয়াম ক্লোরাইড
D) সালফার
সঠিক উত্তর: ক্যালসিয়াম অক্সাইড

04. সোডিয়াম বাই কার্বনেট-এর রাসায়নিক সংকেত কি?
A) NaHCO3
B) NaCO3
C) Na3CO2
D) NaH2CO3
সঠিক উত্তর: NaHCO3

05. ডিপথেরিয়া কি ঘটিত রোগ?
A) ব্যাকটেরিয়া
B) ভাইরাস
C) ছত্রাক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ব্যাকটেরিয়া

06. ক্লোরিনের যোজ্যতা কত?
A) ১
B) ৩
C) ৬
D) ৭
সঠিক উত্তর: ১

07. বেকিং পাউডারের রাসায়নিক নাম কি?
A) সোডিয়াম ক্লোরাইড
B) সোডিয়াম কার্বনেট
C) সোডিয়াম বাই কার্বনেট
D) জিঙ্ক অক্সাইড
সঠিক উত্তর: সোডিয়াম বাই কার্বনেট

08. ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি?
A) CaCo2
B) CaCo3
C) CaCo
D) Ca2Co3
সঠিক উত্তর: CaCo3

09. ফুসফুসের আবরণীকে কি বলা হয়?
A) পেরিকার্ডিয়াম
B) প্লুরা
C) মায়োকার্ডিয়াম
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: প্লুরা

10. নিম্নের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?
A) প্ল্যাটিপাস
B) হেজহগ
C) ক্যাঙ্গারু
D) লরিস
সঠিক উত্তর: প্ল্যাটিপাস
 
11. পীতবিন্দু কোথায় অবস্থিত?
A) পাকস্থলীতে
B) চোখের রেটিনায়
C) কানের নিচে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: চোখের রেটিনায়

12. ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়?
A) থিওফ্রাস্টাস
B) অ্যারিস্টটল
C) লিনিয়াস
D) রক্সবার্গ
সঠিক উত্তর: লিনিয়াস

13. মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত?
A) ১২টি
B) ১২ জোড়া
C) ৪৬টি
D) ২৪ জোড়া
সঠিক উত্তর: ১২ জোড়া

14. নিম্নের কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়?
A) থাইরক্সিন
B) অ্যান্টিডিউরেটিক হরমোন
C) অ্যাড্রিনালিন
D) সোমাটোট্রফিন হরমোন
সঠিক উত্তর: অ্যাড্রিনালিন
 
15. কোন গ্রন্থির সাহায্যে BMR নিয়ন্ত্রিত হয়?
A) অ্যাড্রিনালিন গ্রন্থি
B) পাইনাল গ্রন্থি
C) পিটুইটারি গ্রন্থি
D) থাইরয়েড গ্রন্থি
সঠিক উত্তর: থাইরয়েড গ্রন্থি

16. হরমোন কে আবিষ্কার করেছিলেন?
A) ওয়াটসন ও ক্রিক
B) বেলিস ও স্টারলিং
C) লিউইয়েন হুক
D) ওয়াল্টার ফ্লেমিং
সঠিক উত্তর: বেলিস ও স্টারলিং

17. আম্লিক দ্রবণের pH মান কি?
A) ৭ এর কম
B) ৭ এর বেশি
C) ৭
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ৭ এর কম

18. সিলভার নাইট্রেটের রসায়নিক সংকেত কি?
A) AgNO3
B) PbNO2
C) PbNO3
D) Ag2NO3
সঠিক উত্তর: AgNO3

19. এপিকালচার কিসের সঙ্গে যুক্ত?
A) উদ্যান পালন
B) মৌমাছি পালন
C) ফল উৎপাদন
D) আঙুর চাষ
সঠিক উত্তর: মৌমাছি পালন

20. কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেছিলেন?
A) রবার্ট ক্রুক
B) লিউয়েনহুক
C) রবার্ট হুক
D) রবার্ট ব্রাউন
সঠিক উত্তর: রবার্ট হুক

Tuesday, September 17, 2024

September 17, 2024

WBPSC Clearkship Mock Test in Bengali Part 02

WBPSC Clearkship Mock Test in Bengali Part 02
WBPSC Clearkship Mock Test in Bengali Part 02

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship Mock Test in Bengali Part 02 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship Mock Test in Bengali Part 02 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship Mock Test in Bengali Part 02

01. চেরাপুঞ্জির নতুন নাম কি ?
A) সোহরা
B) জোহরা
C) মোহরা
D) গোহরা
সঠিক উত্তর: সোহরা

02. শিলং কোন রাজ্যের রাজধানী ?
A) রাজস্থান
B) সিকিম
C) মেঘালয়
D) মনিপুর
সঠিক উত্তর: মেঘালয়

03. ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা -
A) এক স্তরীয়
B) দুই স্তরীয়
C) তিন স্তরীয়
D) চার স্তরীয়
সঠিক উত্তর: তিন স্তরীয়

04. খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
A) কুস্তি
B) বক্সিং
C) দাবা
D) তাস
সঠিক উত্তর: দাবা

05. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ?
A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
B) রাসবিহারী বসুকে
C) বিপিনচন্দ্র পালকে
D) অরবিন্দ ঘোষকে
সঠিক উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে

06. ভারত কেশরী কাপ কোন খেলার সাথে যুক্ত ?
A) টেবিল টেনিস
B) কুস্তি
C) ফুটবল
D) বিলিয়ার্ডস
সঠিক উত্তর: কুস্তি

07. নীল নদ কোথায় পতিত হয়েছে ?
A) বঙ্গোপসাগরে
B) আরবসাগরে
C) কৃষ্ণসাগরে
D) ভূমধ্যসাগরে
সঠিক উত্তর: ভূমধ্যসাগরে

08. কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় ?
A) বোম্বে
B) দিল্লি
C) মাদ্রাজ
D) লাহোর
সঠিক উত্তর: লাহোর

09. কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ?
A) কলহন
B) বাণভট্ট
C) হেমচন্দ্র
D) এঁদের কেউই নন
সঠিক উত্তর: বাণভট্ট

10. অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
A) আম্বেদকর
B) সুভাষচন্দ্র বসু
C) মহাত্মা গান্ধী
D) জওহরলাল নেহেরু
সঠিক উত্তর: মহাত্মা গান্ধী

11. রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত ?
A) মুম্বই
B) কার্নাল
C) চন্ডিগড়
D) ভোপাল
সঠিক উত্তর: কার্নাল

12. 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক ?
A) অমিতাভ ঘোষ
B) অনিতা দেশাই
C) বিক্রম শেঠ
D) কিরণ দেশাই
সঠিক উত্তর: অমিতাভ ঘোষ

13. পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে প্রথম কে শপথ নিয়েছিলেন ?
A) ডি এন মিত্র
B) ড হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়
C) কৈলাসনাথ কায়স্থ
D) চক্রবর্তী রাজাগোপালচারী
সঠিক উত্তর: চক্রবর্তী রাজাগোপালচারী

14. বাংলার বার্ক নামে পরিচিত কে ?
A) বাঘাযতিন
B) বিপিনচন্দ্র পাল
C) অরবিন্দ ঘোষ
D) রামতনু লাহিড়ী
সঠিক উত্তর: বিপিনচন্দ্র পাল

15. নির্বাচন কমিশনের ক্ষমতা কোন ধারায় বর্ণিত রয়েছে ?
A) 355 ধারা
B) 382 ধারা
C) 324 ধারা
D) 286 ধারা
সঠিক উত্তর: 324 ধারা

16. ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোনটি ?
A) দিঘা
B) পুরী
C) মেরিনা
D) গোয়া
সঠিক উত্তর: মেরিনা

17. একক সময়ে বস্তুর সরণকে কি বলা হয় ?
A) বেগ
B) মন্দন
C) দ্রুতি
D) ত্বরণ
সঠিক উত্তর: বেগ

18. রেশম উৎপাদনের জন্য রেশমকীট প্রতিপালনের বিদ্যাকে কি বলে ?
A) Floriculture
B) Apiculture
C) Sericulture
D) Silviculture
সঠিক উত্তর: Sericulture

19. নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
A) 1939 খ্রি.
B) 1941 খ্রি.
C) 1943 খ্রি.
D) 1945 খ্রি.
সঠিক উত্তর: 1941 খ্রি.

20. খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন ?
A) মোবারক খলজি
B) আলাউদ্দিন খলজি
C) জালালউদ্দিন খলজি
D) এঁদের মধ্যে কেউ নন
সঠিক উত্তর: মোবারক খলজি

21. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হয়েছিলেন ?
A) শ্রীমতী ফতেমা বিবি
B) শ্রীমতী মঞ্জুলা
C) শ্রীমতী পদ্মা খাস্তগীর
D) এঁদের মধ্যে কেউ নন
সঠিক উত্তর: শ্রীমতী পদ্মা খাস্তগীর

22. স্বর্ণকমল ফিল্ম আদি শঙ্করাচার্য কোন ভাষায় তৈরি হয়েছিল ?
A) তামিল
B) তেলেগু
C) হিন্দি
D) সংস্কৃত
সঠিক উত্তর: সংস্কৃত

23. আফিং গাছের কাঁচা ফলের ত্বকে কি পাওয়া যায় ?
A) মরফিন
B) ডাটুরিন
C) অ্যাট্রোপিন
A) নিকোটিন
সঠিক উত্তর: মরফিন

25. দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হল ?
A) লিরা
B) রান্ড
C) উওন
D) কিয়াত
সঠিক উত্তর: রান্ড

25. কোন ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ?
A) আশাপূর্ণা দেবী
B) অমৃতা প্রিতম
C) মহাদেবী বর্মা
D) এঁদের কেউই নন
সঠিক উত্তর: আশাপূর্ণা দেবী