WBPSC Clearkship
September 14, 2024
WBPSC Clearkship Mock Test in Bengali Part - 01
WBPSC Clearkship Mock Test in Bengali Part - 01
WBPSC Clearkship Mock Test in Bengali Part - 01 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship Mock Test in Bengali Part - 01 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship Mock Test in Bengali Part - 01 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
WBPSC Clearkship Mock Test in Bengali Part - 01
01. সুপার ট্যাকেল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
A) কবাডি
B) খো-খো
C) হকি
D) বেসবল
সঠিক উত্তর: কবাডি
02. ভারতের সর্বাধিক সংখ্যক রামসার সাইট কোন রাজ্যে রয়েছে?
A) উত্তরাখণ্ড
B) মধ্যপ্রদেশ
C) তামিলনাড়ু
D) তেলেঙ্গানা
সঠিক উত্তর: তামিলনাড়ু
03. আইহোল প্রশস্তি কার লেখা?
A) রবিকীর্তি
B) হরিষেণ
C) সোমদেব
D) জয়দেব
সঠিক উত্তর: রবিকীর্তি
04. IMF-এর পুরো নাম কি?
A) International Monetary Foundation
B) International Monetary Fund
C) International Marketing Fund
D) International Major Foundation
সঠিক উত্তর: International Monetary Fund
05. স্যাডলার কমিশন কিসের সঙ্গে যুক্ত?
A) ব্যাঙ্কিং
B) শিক্ষা
C) কুটির শিল্প
D) বস্ত্র শিল্প
সঠিক উত্তর: শিক্ষা
06. ভারতের স্পেস সিটি কাকে বলা হয়?
A) মুম্বাই
B) বেঙ্গালুরু
C) শ্রীহরিকোটা
D) আহমেদাবাদ
সঠিক উত্তর: বেঙ্গালুরু
07. ডান্ডি পদযাত্রা কবে শুরু হয়?
A) ১৯১১ সালে
B) ১৯২৪ সালে
C) ১৯৩০ সালে
D) ১৯৫৯ সালে
সঠিক উত্তর: ১৯৩০ সালে
08. দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
A) দুর্গা খোটে
B) রুবি মায়ার্স
C) দেবিকা রানী
D) কানন দেবী
সঠিক উত্তর: দেবিকা রানী
09. কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
A) দ্বিতীয় মহিপাল
B) ধর্মপাল
C) অজাতশত্রু
D) বিম্বিসার
সঠিক উত্তর: দ্বিতীয় মহিপাল
10. প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগটি হয়?
A) বেরিবেরি
B) রিকেট
C) পেলেগ্রা
D) কোয়াশিওরকর
সঠিক উত্তর: কোয়াশিওরকর
11. ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে?
A) ৩৬২
B) ৩৬৪
C) ৩৬৭
D) ৩৬৮
সঠিক উত্তর: ৩৬৮
12. RBI-এর সদর দফতর কোথায় অবস্থিত?
A) নিউ দিল্লি
B) মুম্বাই
C) কলকাতা
D) পুনে
সঠিক উত্তর: মুম্বাই
13. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত নয়?
A) দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
B) সুন্দরবন জাতীয় উদ্যান
C) ভিক্টোরিয়া মেমোরিয়াল
D) শান্তিনিকেতন
সঠিক উত্তর: ভিক্টোরিয়া মেমোরিয়াল
14. ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাঙ্ক কোনটি?
A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
B) এলাহাবাদ ব্যাঙ্ক
C) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
D) ব্যাঙ্ক অফ হিন্দুস্তান
সঠিক উত্তর: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
15. National Unity Day কবে পালন করা হয়?
A) ১০ই মে
B) ১৬ই জুলাই
C) ২৫শে সেপ্টেম্বর
D) ৩১শে অক্টোবর
সঠিক উত্তর: ৩১শে অক্টোবর
16. URL-এর পুরো নাম কি?
A) Uniform Resource Locator
B) Uniform Resource Link
C) Unified Resource Link
D) Unified Resource Locator
সঠিক উত্তর: Uniform Resource Locator
17. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়?
A) ১৫ই আগস্ট
B) ১০ই ডিসেম্বর
C) ৫ই জানুয়ারি
D) ২১শে ফেব্রুয়ারি
সঠিক উত্তর: ১০ই ডিসেম্বর
18. IPL এ ২০০টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন-
A) Jasprit Bumrah
B) Yuzvendra Chahal
C) T Natarajan
D) Harshal Patel
সঠিক উত্তর: Yuzvendra Chahal
19. ভারতের কোন রাজ্যে প্রথম Multipurpose Green Hydrogen Pilot Project এর উদ্বোধন করা হল?
A) হিমাচল প্রদেশে
B) উত্তরাখণ্ডে
C) উত্তরপ্রদেশে
D) গুজরাটে
সঠিক উত্তর: হিমাচল প্রদেশে
20. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম?
A) অরুণাচল প্রদেশ
B) ছত্তিশগড়
C) গোয়া
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: অরুণাচল প্রদেশ