ভারতের ইতিহাস
October 01, 2024
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫ |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫
01. সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল ?
A) কৃষিকার্য
B) শিকার
C) বাণিজ্য
D) গবাদি পালন
সঠিক উত্তর: কৃষিকার্য
02. মহেন-জো-দারো কথাটির অর্থ কি ?
A) সীমান্তবর্তী নগর
B) মৃতের স্তুপ
C) শান্তির দেশ
D) জীবিতের স্বপ্ন
সঠিক উত্তর: মৃতের স্তুপ
03. নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল ?
A) লোহা
B) রুপা
C) তামা
D) ব্রোঞ্জ
সঠিক উত্তর: লোহা
04. সিন্ধু সভ্যতায় নিচের কোন জন্তুর কোন উল্লেখ পাওয়া যায়নি ?
A) উট
B) হাতি
C) গরু
D) ঘোড়া
সঠিক উত্তর: ঘোড়া
05. হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কি ছিল?
A) মহালক্ষী
B) কালী
C) শিব
D) উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর: শিব
06. সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কি দিয়ে নির্মিত হয়েছিল ?
A) ইট
B) কাঠ
C) প্রস্তর
D) বাঁশ
সঠিক উত্তর: ইট
07. সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল ?
A) মেসোপটেমিয়া
B) শ্রীলংকা
C) গ্রীস
D) ইজিপ্ট
সঠিক উত্তর: মেসোপটেমিয়া
08. হরপ্পা সভ্যতার অস্ত্র ও নৃত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশিরভাগ কি দিয়ে তৈরি হয়েছিল?
A) লোহা ও তামা
B) প্রস্তর ও কাঠ
C) তামা ও ব্রোঞ্জ
D) প্রস্তর
সঠিক উত্তর: তামা ও ব্রোঞ্জ
09. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি ?
A) ঋগবেদ
B) সামবেদ
C) যজুর্বেদ
D) অথর্ববেদ
সঠিক উত্তর: ঋগবেদ
10. কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে ?
A) ঋগবেদ
B) যজুর্বেদ
C) অথর্ববেদ
D) সামবেদ
সঠিক উত্তর: ঋগবেদ
11. বেদের অপর নাম কী?
A) পুরান
B) উপনিষদ
C) শ্রুতি
D) জাতক
সঠিক উত্তর: শ্রুতি
12. কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময়ে গান হিসেবে গাওয়া হত ?
A) ঋগবেদ
B) সামবেদ
C) অথর্ববেদ
D) যজুর্বেদ
সঠিক উত্তর: সামবেদ
13. ঋগবেদে কতগুলি স্তোত্র আছে ?
A) 224
B) 864
C) 1028
D) 1800
সঠিক উত্তর: 1028
14. পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল ?
A) ইউরোপ
B) মধ্য এশিয়া
C) পারস্য অঞ্চল
D) দক্ষিণ-পূর্ব এশিয়া
সঠিক উত্তর: মধ্য এশিয়া
15. নিচের কোন অঞ্চলে আর্যজাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে?
A) গুজরাট
B) পাঞ্জাব
C) কাশ্মীর
D) সিন্ধু
সঠিক উত্তর: পাঞ্জাব
16. কোন বেদে যাগ-যজ্ঞ ও ক্রিয়া-কলাপের নির্দেশ দেওয়া আছে?
A) ঋগবেদ
B) অথর্ববেদ
C) যজুর্বেদ
D) সামবেদ
সঠিক উত্তর: যজুর্বেদ
17. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন ?
A) লুম্বিনী
B) সারনাথ
C) বোধিগয়া
D) বৈশালী
সঠিক উত্তর: লুম্বিনী
18. প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তাঁর জীবনের শেষ ভাগে জৈন ধর্মের ধর্মান্তরিত হয়েছিলেন?
A) অশোক
B) বিম্বিসার
C) চন্দ্রগুপ্ত
D) অজাতশত্রু
সঠিক উত্তর: চন্দ্রগুপ্ত
19. আদি বৌদ্ধ ধর্ম গ্রন্থ নিজের কোন ভাষায় লেখা হয়েছিল ?
A) সংস্কৃত
B) পালি
C) মগধী
D) উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর: পালি
20. কার শাসনকালে ভারতের জৈন ধর্মের প্রসার ঘটেছিল ?
A) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
B) হর্ষবর্ধন
C) সমুদ্র গুপ্ত
D) চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
Read more : ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪