Breaking

Friday, January 3, 2025

January 03, 2025

WBPSC Clearkship MCQ question in Bengali Part 14

WBPSC Clearkship MCQ question in Bengali Part 14
WBPSC Clearkship MCQ question in Bengali Part 14
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 14 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 14 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship MCQ question in Bengali Part 14

01. সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? A) A গ্রুপ B) B গ্রুপ C) AB গ্রুপ D) O গ্রুপ সঠিক উত্তর: O গ্রুপ 02. আলোর ক্ষুদ্রতম কণিকার নাম? A) ফোটন কণা B) ক্রোটন কণা C) প্রোটন কণা D) ক্রিপটন কণা সঠিক উত্তর: ফোটন কণা 03. মানুষের মস্তিষ্কে বৃহত্তম অংশ কোনটি? A) সেরিব্রাম B) সেরিবেলাম C) হাইপোথ্যালামাস D) গুরুমস্তিষ্ক সঠিক উত্তর: সেরিব্রাম 04. শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? A) ভিটামিন A B) ভিটামিন B C) ভিটামিন C D) ভিটামিন D সঠিক উত্তর: ভিটামিন D 05. রসায়নের রাজা কাকে বলা হয়? A) নাইট্রিক অ্যাসিড B) সালফিউরিক অ্যাসিড C) নাইট্রোজেন D) কোনটিই নয় সঠিক উত্তর: সালফিউরিক অ্যাসিড 06. কোন গ্রন্থির সাহায্যে BMR নিয়ন্ত্রিত হয়? A) অ্যাড্রিনালিন গ্রন্থি B) পাইনাল গ্রন্থি C) পিটুইটারি গ্রন্থি D) থাইরয়েড গ্রন্থি সঠিক উত্তর: থাইরয়েড গ্রন্থি 07. ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলে? A) Mycology B) Phychology C) Entomology D) Virology সঠিক উত্তর: Mycology 08. রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? A) কন্ডাকটর B) ভেক্টর C) ট্রান্সমিটার D) কোনটিই নয় সঠিক উত্তর: ভেক্টর 09. অনুচক্রিকার গড় আয়ু কত দিন? A) ১০ দিন B) ১১ দিন C) ১৩ দিন D) ১৫ দিন সঠিক উত্তর: ১০ দিন 10. প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? A) স্নায়ু কোষ B) যকৃত কোষ C) রক্তকণিকা কোষ D) পেশী কোষ সঠিক উত্তর: স্নায়ু কোষ 11. কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি? A) বেগুনি B) লাল C) হলুদ D) সাদা সঠিক উত্তর: বেগুনি 12. খাদ্য লবনের রাসায়নিক নাম কি? A) ক্যালসিয়াম অক্সাইড B) সোডিয়াম ক্লোরাইড C) সোডিয়াম কার্বনেট D) কার্বলিক ক্লোরাইড সঠিক উত্তর: সোডিয়াম ক্লোরাইড 13. মস্তিষ্কের বাইরের আবরণীকে কি বলে? A) প্লুরা B) পেরিকার্ডিয়াম C) মেনিনজেস D) কোনোটিই নয় সঠিক উত্তর: মেনিনজেস 14. রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? A) সিঙ্কোনা B) সর্পগন্ধা C) আফিম D) বেলেডানা সঠিক উত্তর: সর্পগন্ধা 15. সাবান, রং, কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহার করা হয়? A) NaOH B) HNO3 C) AgNO3 D) AgNO3 সঠিক উত্তর: NaOH 16. বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বিবর্ণ হয়? A) হাইড্রোজেন সালফাইট B) কার্বন ডাই অক্সাইড C) হিলিয়াম D) নাইট্রোজেন সঠিক উত্তর: হাইড্রোজেন সালফাইট 17. দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? A) হাইড্রোফোন B) রেনগেজ C) স্যালিনোমিটার D) ক্রোনোমিটার সঠিক উত্তর: স্যালিনোমিটার 18. হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে কি বলে? A) Anthropology B) Physiology C) Cardiology D) Haematology সঠিক উত্তর: Cardiology 19. রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাধাকে কি বলে? A) পায়কিলোসাইট B) ডায়াপেডেসিস C) থ্রমবোসিস D) প্রোথ্রোম্বিন সঠিক উত্তর: থ্রমবোসিস 20. ডিমের সাদা অংশে নিম্নের কোন প্রোটিন বেশি থাকে? A) অ্যালবুমিন B) কেরাটিন C) গ্লোবিউলিন D) মায়োসিন সঠিক উত্তর: অ্যালবুমিন

Saturday, December 28, 2024

December 28, 2024

RRB NTPC GK in Bengali Part 10

RRB NTPC GK in Bengali Part 10
RRB NTPC GK in Bengali Part 10
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 10 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব। সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 10 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 10

01. নিচের পন্ডিত যমজ শহর নয় ?
A) হায়দ্রাবাদ—সেকেন্দ্রাবাদ
B) দুর্গাপুর—আসানসোল
C) দিল্লি—নিউদিল্লি
D) কলকাতা—হাওড়া
সঠিক উত্তর: দিল্লি—নিউদিল্লি

02. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হবে ?
A) ২২ শে ডিসেম্বর
B) ২২ শে সেপ্টেম্বর
C) ৪ ঠা জানুয়ারি
D) ২১ শে জুন
সঠিক উত্তর: ৪ ঠা জানুয়ারি

03. শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কী ?
A) ওয়াজির
B) মুনসেফ
C) শিকদার-ই-শিকদারান
D) দেওয়ান-ই-রামানত
সঠিক উত্তর: ওয়াজির

04. আকবরের আমলে অর্থমন্ত্রীকে কী বলা হত ?
A) ভকিল
B) দেওয়ান 
C) মিরবক্সী
D) সদর-ই-শিকদারান
সঠিক উত্তর: দেওয়ান 

05. 'লাইফ ডিভাইন' গ্রন্থটির রচয়িতা কে?
A) বিবেকানন্দ
B) শ্রীরামকৃষ্ণ
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) শ্রী অরবিন্দ
সঠিক উত্তর: শ্রী অরবিন্দ

06. আটাকামা মরুভূমি কোথায়?
A) চিলি
B) ব্রাজিল
C) কলম্বিয়া
D) পেরু
সঠিক উত্তর: চিলি

07. জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কোথায় বসে ?
A) বোম্বে
B) কলকাতা
C) লাহোর
D) সুরাটে
সঠিক উত্তর: বোম্বে

08. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় কোথায় জন্মগ্রহণ করেছিল ?
A) সিমলা
B) এলগিন রোড
C) জোড়াসাঁকো
D) কলুটোলা
সঠিক উত্তর: জোড়াসাঁকো

09. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেন ?
A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B) বিম্বিসার
C) বিন্দুসার
D) স্কন্দগুপ্ত
সঠিক উত্তর: বিন্দুসার

10. বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন ?
A) অমিত্রঘাত
B) একরাট
C) ভারতের রক্ষাকর্তা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অমিত্রঘাত

11. মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে ?
A) 1929 সালে
B) 1934 সালে
C) 1942 সালে 
D) 1931 সালে
সঠিক উত্তর: 1929 সালে

12. কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
A) 1823
B) 1835
C) 1840
D) 1857
সঠিক উত্তর: 1835

13. ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে সরলিকৃত করা হয় কোন খ্রিস্টাব্দের নাগরিকতা সংশোধনী আইন অনুসারে ?
A) 1955
B) 2000
C) 2003
D) 2008
সঠিক উত্তর: 2003

14. কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকারদ দ্বৈত নাগরিকতা প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে ?
A) 10 টি 
B) 16 টি 
C) 20 টি 
D) 25 টি 
সঠিক উত্তর: 16 টি 

15. ELISA কোন রোগ নির্ণয়ের পদ্ধতি ?
A) ক্যান্সার
B) AIDS
C) যক্ষা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: AIDS

16. পেনিসিলিয়াম কোন শ্রেণিভুক্ত ?
A) শৈবাল
B) ছত্রাক
C) ব্যাকটেরিয়া
D) মস
সঠিক উত্তর: ছত্রাক

17. বায়ুতে বিভিন্ন গ্যাসের অনুপাত—
A) অজানা
B) নির্দিষ্ট
C) বিভিন্ন জায়গায় বিভিন্ন
D) শহরাঞ্চলের শিল্পায়নের ওপর নির্ভরশীল নয়
সঠিক উত্তর: বিভিন্ন জায়গায় বিভিন্ন

18. গাছপালা ধ্বংসের কারণে বায়ুতে কোন গ্যাসের পরিমাণ বাড়ছে ?
A) কার্বন ডাইঅক্সাইড
B) হাইড্রোজেন
C) ওজোন 
D) নাইট্রোজেন
সঠিক উত্তর: কার্বন ডাইঅক্সাইড

19. কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী কলারসিপ পায়নি ?
A) 72%
B) 50%
C) 76%
D) 75%
সঠিক উত্তর: 76%

20. 8,24,36 এবং 54-র ল.সা.গু কত ?
A) 105
B) 216
C) 432
D) 54
সঠিক উত্তর: 216

Thursday, December 26, 2024

December 26, 2024

RRB NTPC GK in Bengali Part 09

RRB NTPC GK in Bengali Part 09
RRB NTPC GK in Bengali Part 09
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 09 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব। সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 09 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 09

01. ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? A) সিন্ধু B) নর্মদা C) কাবেরী D) ব্রহ্মপুত্র সঠিক উত্তর: ব্রহ্মপুত্র 02. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? A) সিয়াচেন B) গঙ্গোত্রী C) জেমু D) কোনোটিই নয় সঠিক উত্তর: সিয়াচেন 03. গোটিপুয়া কোন রাজ্যের নৃত্য? A) মহারাষ্ট্র B) ওড়িশা C) কেরালা D) অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর: ওড়িশা 04. রাশিয়ার মুদ্রার নাম কি? A) রুপি B) দিনার C) ডলার D) রুবেল সঠিক উত্তর: রুবেল 05. Somasila Dam ভারতের কোন রাজ্যে অবস্থিত? A) মিজোরাম B) হরিয়ানা C) সিকিম D) অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ 06. রামেশ মিশ্র কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? A) সন্তুর B) সারেঙ্গি C) তবলা D) বাঁশি সঠিক উত্তর: সারেঙ্গি 07. মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি? A) দিনার B) পাউন্ড C) রিয়াল D) ডলার সঠিক উত্তর: ডলার 08. নন্দাদেবী কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? A) তামিলনাড়ু B) সিকিম C) উত্তরাখণ্ড D) পশ্চিমবঙ্গ সঠিক উত্তর: উত্তরাখণ্ড 09. ফুটবল খেলার সঙ্গে যুক্ত নিম্নের কোন ট্রফিটি? A) বিজয় হাজারে ট্রফি B) ধ্যানচাঁদ ট্রফি C) সন্তোষ ট্রফি D) খৈতান ট্রফি সঠিক উত্তর: সন্তোষ ট্রফি 10. উলার লেকটি কোথায় অবস্থিত? A) জম্মু-কাশ্মীর B) লাদাখ C) হিমাচলপ্রদেশ D) সিকিম সঠিক উত্তর: জম্মু-কাশ্মীর 11. বেইজিং কোন দেশের রাজধানী? A) ভুটান B) ভিয়েতনাম C) জাপান D) চীন সঠিক উত্তর: চীন 12. ভারতের সবচেয়ে বৃহত্তম রামসার সাইট কোনটি? A) চিল্কা হ্রদ B) রেণুকা জলাভূমি C) সুন্দরবন D) যশবন্ত সাগর সঠিক উত্তর: সুন্দরবন 13. নিউইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? A) রাইন B) ইউফ্রেটিস C) টেমস D) হাডসন সঠিক উত্তর: হাডসন 14. আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? A) সরোদ B) তবলা C) সেতার D) বাঁশি সঠিক উত্তর: সরোদ 15. World Athletics Day কবে পালন করা হয়? A) ১২ই মার্চ B) ৭ই মে C) ২২শে জুলাই D) ২৯শে সেপ্টেম্বর সঠিক উত্তর: ৭ই মে 16. কোন রাজ্যের Khola Chili জিআই ট্যাগ পেয়েছে? A) কেরালা B) পাঞ্জাব C) মধ্যপ্রদেশ D) গোয়া সঠিক উত্তর: গোয়া 17. City of Destiny ভারতের কোন শহরকে বলা হয়? A) শ্রীনগর B) বিশাখাপত্তনম C) বেঙ্গালুরু D) আজমের সঠিক উত্তর: বিশাখাপত্তনম 18. লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? A) রাইন B) টাইগ্রিস C) টেমস D) হাডসন সঠিক উত্তর: টেমস 19. মানস জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? A) কেরালা B) উত্তরাখন্ড C) আসাম D) বিহার সঠিক উত্তর: আসাম 20. P. Shyam Nikhil কোন খেলার সঙ্গে যুক্ত? A) দৌড় B) দাবা C) কবাডি D) টেবিল টেনিস সঠিক উত্তর: দাবা

Tuesday, December 3, 2024

December 03, 2024

WBPSC Clearkship MCQ question in Bengali Part 13

WBPSC Clearkship MCQ question in Bengali Part 13
WBPSC Clearkship MCQ question in Bengali Part 13
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 13 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 13 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship MCQ question in Bengali Part 13

01. ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি?
A) Bandipur Tiger Reserve
B) Nameri Tiger Reserve
C) Bor Tiger Reserve
D) Ranipur Tiger Reserve
সঠিক উত্তর: Bor Tiger Reserve

02. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বার্ষিক আর্থিক বিবৃতির সঙ্গে সম্পর্কিত?
A) ১১০
B) ১১২ 
C) ১১৬
D) ১১৮
সঠিক উত্তর: ১১২

03. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়?
A) ২৮শে ফেব্রুয়ারি
B) ২৮শে মার্চ
C) ২৮শে সেপ্টেম্বর
D) ২৮শে নভেম্বর
সঠিক উত্তর: ২৮শে ফেব্রুয়ারি

04. মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
A) গঙ্গা
B) কাবেরী
C) নর্মদা
D) তাপ্তি
সঠিক উত্তর: নর্মদা

05. দুধসাগর জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) মেঘালয়
b) কর্ণাটক
c) মহারাষ্ট্র
d) গোয়া
সঠিক উত্তর: গোয়া

06. আলোর ক্ষুদ্রতম কণিকার নাম?
A) ফোটন কণা 
B) ক্রোটন কণা
C) প্রোটন কণা
D) ক্রিপটন কণা
সঠিক উত্তর: ফোটন কণা

07. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি?
A) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর 
B) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
C) তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর
D) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর
সঠিক উত্তর: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর 

08. HIV সংক্রমণের কারণে নিম্নের কোন রোগটি হয়?
A) প্লেগ
B) এইডস
C) জন্ডিস
D) টিউবারকোলোসিস
সঠিক উত্তর: এইডস

09. পুনর্নবীকরণযোগ্য শক্তি নিম্নের কোনটি?
A) পেট্রোলিয়াম
B) খনিজ তেল
C) কয়লা
D) জল 
সঠিক উত্তর: জল 

10. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি?
A) সোডিয়াম কার্বনেট
B) ক্যালসিয়াম কার্বনেট
C) সোডিয়াম হাইড্রক্সাইড
D) ক্যালসিয়াম অক্সাইড
সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট

11. জেরোফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়?
A) ভিটামিন A 
B) ভিটামিন B
C) ভিটামিন D
D) ভিটামিন K
সঠিক উত্তর: ভিটামিন A 

12. নিম্নের কোন দেশ সাহারা মরুভূমিকে স্পর্শ করেনা?
A) আলজেরিয়া
B) মিশর
C) লিবিয়া
D) নাইজার
সঠিক উত্তর: নাইজার

13. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি?
A) নন্দাদেবী
B) নীলগিরি
C) মানস
D) কানহা
সঠিক উত্তর: নীলগিরি

14. লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে রয়েছে?
A) ভারত ও চিন
B) ভারত ও বাংলাদেশ
C) ভারত ও পাকিস্তান
D) ভারত ও শ্রীলঙ্কা
সঠিক উত্তর: ভারত ও চিন

15. কোন রাজ্যের Charaideo Maidam ভারতের ৪৩ তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে?
A) আসাম
B) ঝাড়খন্ড
C) মধ্যপ্রদেশে
D) উত্তরাখণ্ড
সঠিক উত্তর: আসাম

16. Manika Batra কোন খেলার সঙ্গে যুক্ত?
A) কুস্তি
B) এয়ার পিস্তল
C) বক্সিং
D) টেবিল টেনিস 
সঠিক উত্তর: টেবিল টেনিস

17. বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
A) ১৭৫৮ সালে
B) ১৭৭৪ সালে
C) ১৭৯২ সালে
D) ১৮০২ সালে 
সঠিক উত্তর: ১৮০২ সালে

18. পান্না হীরক খনি ভারতের কোথায় অবস্থিত?
A) বিহার
B) উত্তরপ্রদেশ
C) মধ্যপ্রদেশ 
D) হরিয়ানা
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ

19. চক্রবর্তী রাজাগোপালাচারী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন?
A) ১৯৫২ সালে
B) ১৯৫৪ সালে 
C) ১৯৬০ সালে
D) ১৯৬২ সালে
সঠিক উত্তর: ১৯৫৪ সালে

20. ভারতের কোন রাজ্যকে Tiger state of India বলা হয়?
A) গুজরাট
B) পশ্চিমবঙ্গ
C) হিমাচল প্রদেশ
D) মধ্যপ্রদেশ 
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ 

Monday, December 2, 2024

December 02, 2024

RRB NTPC GK in Bengali Part 08

RRB NTPC GK in Bengali Part 08
RRB NTPC GK in Bengali Part 08
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 08 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব। সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 08 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 08

01. ধ্যানচাঁদ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
A) সাহিত্য
B) চলচ্চিত্র
C) সঙ্গীত
D) ক্রীড়া XNVN
সঠিক উত্তর: 

02. রত্নাবলী গ্রন্থটি কার লেখা?
A) পাণিনি
B) হর্ষবর্ধন XVC 
C) বল্লাল সেন
D) কালিদাস
সঠিক উত্তর: 

03. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথা থেকে?
A) গঙ্গোত্রী হিমবাহ
B) যমুনেত্রী হিমবাহ
C) জেমু হিমবাহ
D) সিয়াচেন হিমবাহ
সঠিক উত্তর: গঙ্গোত্রী হিমবাহ

04. সোডা ক্রিস্টাল নামে পরিচিত-
A) হাইড্রোজেন
B) সোডিয়াম কার্বনেট
C) ক্যালসিয়াম কার্বনেট
D) সোডিয়াম সালফেট
সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট

05. পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
A) উত্তরাখন্ড
B) কর্ণাটক
C) আসাম
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ

06. পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত এম ভেঙ্কাইয়া নাইডু কোন রাজ্যের বাসিন্দা?
A) তামিলনাড়ু
B) বিহার
C) তেলেঙ্গানা
D) অন্ধ্রপ্রদেশ
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ

07. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
A) নর্মদা
B) ভাগীরথী
C) কৃষ্ণা
D) গঙ্গা
সঠিক উত্তর: কৃষ্ণা

08. পরিব্রাজক গ্রন্থটি কার লেখা?
A) স্বামী বিবেকানন্দ
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) রাজা রামমোহন রায়
D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: স্বামী বিবেকানন্দ

09. প্রতি 1° দ্রাঘিমার সময়ের পার্থক্য কত?
A) ১ মিনিট
B) ৪ মিনিট
C) ৭ মিনিট
D) ৯ মিনিট
সঠিক উত্তর: ৪ মিনিট

10. মনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত?
A) ফুটবল
B) হকি
C) দাবা
D) টেনিস
সঠিক উত্তর: হকি

11.তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
A) ময়ূরক্ষী
B) গঙ্গা
C) ভাগীরথী
D) শতদ্রু
সঠিক উত্তর: ভাগীরথী

12. The Race of My Life – বইটি কার লেখা ?
A) মিলখা সিং
B) সুনীল ছেত্রী
C) শচীন টেন্ডুলকার
D) কপিল দেব
সঠিক উত্তর: মিলখা সিং

13. কলকাতা সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯৭১ সালে
B) ১৯৭২ সালে
C) ১৯৭৩ সালে
D) ১৯৭৪ সালে
সঠিক উত্তর: ১৯৭৪ সালে

14. কার্বনের কতগুলি আইসোটোপ থাকে?
A) ১ টি
B) ২ টি
C) ৩ টি
D) ৫ টি
সঠিক উত্তর: ৩ টি

15. সি ভি রমন কোন বিষয়ের নোবেল পুরস্কার পেয়েছিলেন?
A) গণিত
B) পদার্থবিজ্ঞান
C) ফিজিওলজি
D) রসায়ন
সঠিক উত্তর: পদার্থবিজ্ঞান

16. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলো উৎপাদন করা হয়?
A) গুজরাট
B) ঝাড়খণ্ড
C) রাজস্থান
D) ছত্তিশগড়
সঠিক উত্তর: গুজরাট

17. গুরুশিখর শৃঙ্গ কোন রাজ্যে রয়েছে?
A) মধ্যপ্রদেশ
B) গুজরাট
C) পাঞ্জাব
D) রাজস্থান
সঠিক উত্তর: রাজস্থান

18. বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়?
A) 5ই সেপ্টেম্বর
B) 7ই সেপ্টেম্বর
C) 8ই সেপ্টেম্বর
D) 9ই সেপ্টেম্বর
সঠিক উত্তর: 8ই সেপ্টেম্বর

19. বেরিবেরি রোগটি কোন ভিটামিনের অভাবে দেখা যায়?
A) ভিটামিন A
B) ভিটামিন B1
C) ভিটামিন B3
D) ভিটামিন D
সঠিক উত্তর: ভিটামিন B1

20. ভারতের ডায়মন্ড সিটি কোন শহরকে বলা হয়?
A) আহমেদাবাদ
B) মাদুরাই
C) সুরাট
D) জামশেদপুর
সঠিক উত্তর: সুরাট

Thursday, November 28, 2024

November 28, 2024

RRB NTPC GK in Bengali Part 07

RRB NTPC GK in Bengali Part 07
RRB NTPC GK in Bengali Part 07
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 07 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব। সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 07 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 07

01. জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কোথায় বসে?
A) বোম্বে
B) কলকাতা
C) লাহোর
D) সুরাটে
সঠিক উত্তর: বোম্বে

02. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় কোথায় জন্মগ্রহণ করেছিল?
A) সিমলা
B) এলগিন রোড
C) জোড়াসাঁকো
D) কলুটোলা
সঠিক উত্তর: জোড়াসাঁকো

03. কোন দেশের রাজধানী মানামা?
A) বাহারিন 
B) কুয়েত
C) ওমান
D) লেবানন
সঠিক উত্তর: বাহারিন 

04. ভারতের বর্তমান সেনাপ্রধান কে?
A) নির্মল কুমার
B) ভি কে সিং
C) শংকর রায়চৌধুরী
D) অনন্ত কুমার
সঠিক উত্তর: ভি কে সিং 

05. ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হল? 
A) পুদুচেরি
B) সিকিম
C) গোয়া
D) কেরালা
সঠিক উত্তর: সিকিম

06. মনিপুর কে 'ভারতের মনি' কে বলতেন?
A) জওহরলাল নেহের
B) প্রফুল্ল ঘোষ
C) জাকির হোসেন
D) ইন্দিরা গান্ধী
সঠিক উত্তর: জওহরলাল নেহের

07. শ্রীলংকার জাতীয় পাখি কোনটি?
A) বনমোরগ
B) ময়ূর
C) উটপাখি
D)স্কাইলার্ক
সঠিক উত্তর: বনমোরগ

08. আমেরিকার জাতীয় খেলা কোনটি?
A) ফুটবল
B) ক্রিকেট
C) বেসবল
D) ভলিবল
সঠিক উত্তর: বেসবল

09. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
A) ভাগবত
B) বেদ
C) পুরান
D) মহাকাব্য
সঠিক উত্তর: বেদ

10. বেদের অপর নাম কী?
A) শ্রুতি
B) স্মৃতি
C) সাম
D)ঋক
সঠিক উত্তর: শ্রুতি

11.'লুসাই' কোন অঞ্চলের উপজাতি?
A) মনিপুর
B) ত্রিপুরা
C) নাগাল্যান্ড
D) মিজোরাম
সঠিক উত্তর: ত্রিপুরা

12. ভেমবানাদ কয়াল কোথায় অবস্থিত?
A) কেরালা
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু 
সঠিক উত্তর: কেরালা

13. কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন ?
A) কর্নেল হিক
B) জেমস রক
C) ওয়ারেন হেস্টিংস
D) কর্নেল কিক
সঠিক উত্তর: কর্নেল হিক

14. কলকাতা কর্পোরেশনের মেয়র পদে কে  সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন ?
A) নেতাজি সুভাষচন্দ্র বসু
B) দেশবন্ধু চিত্ররঞ্জন দাস
C) ফজলুল হক
D) দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত
সঠিক উত্তর: দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত

15. অর্থনীতির জনক কাকে বলা হয় ?
A) অধ্যাপক স্যুমপিটার
B) অ্যাডাম স্মিথ 
C) অধ্যাপক রিকার্ডো
D) নর্ম্যান বোরলাগ
সঠিক উত্তর: অ্যাডাম স্মিথ 

16. কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোন ভূমিকা নেই ?
A) পাঞ্জাব
B) নাগাল্যান্ড
C) কেরালা
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর

17. পিতলের উপাদান হলো—
A) তামা ও টিন
B) তামা ও রুপা
C) তামা ও দস্তা 
D) রুপা ও দস্তা
সঠিক উত্তর: তামা ও দস্তা 

18. তরল অধাতু কোনটি ?
A) ব্রোমিন
B) বোরণ
C) কার্বন
D) আয়োডিন
সঠিক উত্তর: ব্রোমিন

19. যদুগোডা কোন ধাতু প্রাপ্তির কারণে বিখ্যাত ?
A) অ্যালুমিনিয়াম
B) ক্যালসিয়াম
C) ইউরেনিয়াম
D) তামা
সঠিক উত্তর: ইউরেনিয়াম

20. লাইম ওয়াটারে কী আছে ?
A) সোডিয়াম হাইড্রক্সাইড
B) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
C) সোডিয়াম কার্বনেট
D) ক্যালসিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: ক্যালসিয়াম হাইড্রক্সাইড

Wednesday, November 20, 2024

November 20, 2024

WBPSC Clearkship MCQ question in Bengali Part 12

WBPSC Clearkship MCQ question in Bengali Part 12
WBPSC Clearkship MCQ question in Bengali Part 12
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 12 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 12 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship MCQ question in Bengali Part 12

01. রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয় ? A) ১৮৬৩ B) ১৮৫০ C) ১৮৭০ D) ১৮৬৮ সঠিক উত্তর: ১৮৬৩ 02. রেড ক্রস ডে কবে পালিত হয় ? A) ১১ জুলাই B) ১৬ সেপ্টেম্বর C) ৮ মে D) ৮ জুন সঠিক উত্তর: ৮ মে 03. সম্প্রীতি আবিষ্কৃত নতুন যন্ত্র আইপ্যাড কোন কোম্পানির ? A) HP B) APPLE C) IBM D) TCS সঠিক উত্তর: APPLE 04. ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার, যেটি প্রধানত ধ্বংস করে— A) ডেটা B) যন্ত্রাদি C) প্রোগ্রাম D)  হার্ডওয়ার সঠিক উত্তর: ডেটা 05. কম্পিউটারে উইন্ডোজ হল— A) অ্যাপ্লিকেশন সফটওয়্যার B) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C) অপারেটিং সিস্টেম D) হার্ডওয়্যার সঠিক উত্তর: অপারেটিং সিস্টেম 06. আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন ? A) চন্দ্রগুপ্ত মৌর্য B) পুরু C) বিম্বিসার D) ধননন্দ সঠিক উত্তর: ধননন্দ 07. কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন ? A) রাজরাজ B) রাজেন্দ্র C) রাজাধীরাজ D) কোনোটিই নয় সঠিক উত্তর: রাজেন্দ্র 08. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ? A) 1920 খ্রিস্টাব্দে B) 1935 খ্রিস্টাব্দে C) 1930 খ্রিস্টাব্দে D) 1942 খ্রিস্টাব্দে সঠিক উত্তর: 1930 খ্রিস্টাব্দে 09. ভারতীয় গণমাধ্যমের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন ? A) বিজয় যোশী B) কে.সি.রায় C) অভীক সরকার D) এন.কে.সিং সঠিক উত্তর: অভীক সরকার 10. জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত ? A) সাধারণ পরিষদ B) নিরাপত্তা পরিষদ C) আন্তর্জাতিক আদালত D) ট্রাস্টি পরিষদ সঠিক উত্তর: সাধারণ পরিষদ 11. স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? A) টলুইন B) বিউটেন C) প্রোপেন D) ফেনল সঠিক উত্তর: টলুইন 12. খনিজ পদার্থ ‘ফ্লোরি’ এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? A) দুর্বল দাঁত B) অ্যানিমিয়া C) গয়টার D) ক্ষুধামান্দ্য সঠিক উত্তর: দুর্বল দাঁত 13. কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? A) বর্ষাকালে B) গরমকালে C) শীতকালে D) বসন্তকালে সঠিক উত্তর: শীতকালে 14. ফল সংক্রান্ত বিদ্যা কে কী বলে ? A) পোমোলজি B) অ্যান্থোলজি C) পেরোলজি D) স্পার্মোলজি সঠিক উত্তর: পোমোলজি 15. নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ? A) মাখন B) মাছ C) দুধ D) লেটুস সঠিক উত্তর: মাছ 16. একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন। সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত ? A) 680 টাকা B) 612 টাকা C) 720 টাকা D) টাকা 600 সঠিক উত্তর: 612 টাকা 17. 700 টাকা রাম, সেম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং সিয়াম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত ? A) 300 টাকা B) 400 টাকা C) 500 টাকা D) 200 টাকা সঠিক উত্তর: 400 টাকা 18. দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13। সংখ্যা দুটির গুণফল নির্ণয় করুন ? A) 114 B) 315 C) 325 D) 104 সঠিক উত্তর: 114 19. কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী কলারসিপ পায়নি ? A) 72% B) 50% C) 76% D) 75% সঠিক উত্তর: 76% 20. 8,24,36 এবং 54-র ল.সা.গু কত ? A) 105 B) 216 C) 432 D) 54 সঠিক উত্তর: 216