Breaking

Tuesday, April 30, 2024

General Knowledge Question Answer Part 01

General Knowledge Question Answer Part 01
General Knowledge Question Answer Part 01

সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 01 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 01 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General Knowledge Question Answer Part 01

01. সূর্যোদয়ের দেশ কোনটি ?
A) জাপান
B) উত্তর কোরিয়া
C) চীন
D) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর: জাপান
 
02. ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?
A) আর্যভট্ট
B) রোহিনি-১
C) ভাস্কর
D) অ্যাপোলো
সঠিক উত্তর: আর্যভট্ট
 
03. রামধনুর দেশ কোনটি ?
A) মায়ানমার
B) কিমার্টি
C) নবদ্বীপ
D) ত্রিবেণী
সঠিক উত্তর: নবদ্বীপ

04. প্যাগোডার দেশ কাকে বলে?
A) মায়ানমার
B) ভারত
C) জাপান
D) তিব্বত 
সঠিক উত্তর: মায়ানমার

05 কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল‌‌?
A) ১৯৮৪ খ্রিস্টাব্দে
B) ১৯২৫ খ্রিস্টাব্দে
C) ১৯৮৭ খ্রিস্টাব্দে
D) ১৯৮৬ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৯৮৪ খ্রিস্টাব্দে

06. 'বর্তমান ভারত' কে রচনা করেন?
A) রামমোহন রায়
B) স্বামী বিবেকানন্দ
C) অরবিন্দ ঘোষ
D) বিদ্যাসাগর
সঠিক উত্তর: স্বামী বিবেকানন্দ

07. জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কোথায় বসে?
A) বোম্বে
B) কলকাতা
C) লাহোর
D) সুরাটে
সঠিক উত্তর: বোম্বে

08. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় কোথায় জন্মগ্রহণ করেছিল?
A) সিমলা
B) এলগিন রোড
C) জোড়াসাঁকো
D) কলুটোলা
সঠিক উত্তর: জোড়াসাঁকো

09. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) ফজলুল হক
C) সুভাষচন্দ্র বসু
D) দেশবন্ধু চিত্র রঞ্জন দাস
সঠিক উত্তর: সুভাষচন্দ্র বসু

10. বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯৩২ খ্রিস্টাব্দে
B) ১৯৩৪ খ্রিস্টাব্দে
C) ১৯৩১ খ্রিস্টাব্দ
D) ১৯৩৩ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর: ১৯৩১ খ্রিস্টাব্দ

11. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
A) আশুতোষ মুখোপাধ্যায়
B) সুরেন্দ্রনাথ বসু
C) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
D) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

12. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
A) শ্রীমতি ফাতেমা বিবি
B) শ্রীমতি পদ্মা খাস্তগীর
C) শ্রীমতি মঞ্জুলা 
D) এদের মধ্যে কেউ নন
সঠিক উত্তর: শ্রীমতি পদ্মা খাস্তগীর

13. কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন?
A) কর্নেল হিক
B) জেমস রক
C) ওয়ারেন হেস্টিংস
D) কর্নেল কিক
সঠিক উত্তর: কর্নেল হিক

14. কলকাতা কর্পোরেশনের মেয়র পদে কে  সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন?
A) নেতাজি সুভাষচন্দ্র বসু
B) দেশবন্ধু চিত্ররঞ্জন দাস
C) ফজলুল হক
D) দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত
সঠিক উত্তর: দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত

15. কলকাতা কর্পোরেশনের প্রথম ডেপুটি মেয়র কে ছিলেন?
A) দেশবন্ধু চিত্র রঞ্জন দাস
B) হাসান সুরাবদ্দি
C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D) এদের মধ্যে কেউ নন
সঠিক উত্তর: হাসান সুরাবদ্দি

16. কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
A) ১৯১৪ খ্রিস্টাব্দে
B) ১৯১৮ খ্রিস্টাব্দে
C) ১৯২০ খ্রিস্টাব
D) ১৯১৬ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৯১৪ খ্রিস্টাব্দে

17. কলকাতা মেডিকেল কলেজ কার আমলে প্রতিষ্ঠিত হয়?
A) লর্ড বেন্টিং
B) লর্ড হেস্টিংস
C) লর্ড ডালহৌসি
D) লর্ড মিন
সঠিক উত্তর: লর্ড বেন্টিং

18. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
A) ১৮১৭ খ্রিস্টাব্দে
B) ১৮১৪ খ্রিস্টাব্দে
C) ১৮১৮ খ্রিস্টাব্দে
D) ১৮১৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে

19. কলকাতায় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল?
A) ১৭৭৪ খ্রিস্টাব্দে
B) ১৯৮১ খ্রিস্টাব্দে
C) ১৭৮০ খ্রিস্টাব্দে
D) ১৭৮৫ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৭৭৪ খ্রিস্টাব্দে

20. কলকাতায় কোন কলেজটি প্রথম প্রতিষ্ঠিত হয়?
A) প্রেসিডেন্সি কলেজ
B) বেথুন কলেজ
C) ফোর্ট উইলিয়াম কলেজ
D) সেন্ট জেভিয়ার্স কলেজ
সঠিক উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজ

21. কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি?
A) বেঙ্গল গেজেট 
B) ক্যালকাটা গেজেট
C) ক্যালকাটা ক্রনিকল
D) দ্য স্টেটসম্যান
সঠিক উত্তর: বেঙ্গল গেজেট  

22. কলকাতায় প্রথম সংবাদপত্র কোন সালে প্রকাশিত হয়েছিল?
A) ১৭৯৮ খ্রিস্টাব্দে
B) ১৭৭৯ খ্রিস্টাব্দে
C) ১৭৯০ খ্রিস্টাব্দ
D) ১৭৮০ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৭৭৯ খ্রিস্টাব্দে

23. কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল?
A) ১৯১১ খ্রিস্টাব্দ
B) ১৯১০ খ্রিস্টাব্দ
C) ১৯০৮ খ্রিস্টাব্দ
D) ১৯০৫ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দ 

24. কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত হয়?
A) ১৭৮০ খ্রিস্টাব্দ
B) ১৭৭২ খ্রিস্টাব
C) ১৭৮৫ খ্রিস্টাব্দ
D) ১৭৭৬ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর: ১৭৭২ খ্রিস্টাব

25. গঙ্গা নদীর মোহনা থেকে কলকাতা কত দূরে অবস্থিত?
A) ১৩০  কিমি
B) ১১০ কিমি
C) ১৪০ সেমি
D) ১২৮ কিমি
সঠিক উত্তর: ১৩০  কিমি

No comments:

Post a Comment