General Knowledge Question Answer Part 01
General Knowledge Question Answer Part 01 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 01 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 01 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General Knowledge Question Answer Part 01
01. সূর্যোদয়ের দেশ কোনটি ?
A) জাপান
B) উত্তর কোরিয়া
C) চীন
D) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর: জাপান
02. ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?
A) আর্যভট্ট
B) রোহিনি-১
C) ভাস্কর
D) অ্যাপোলো
সঠিক উত্তর: আর্যভট্ট
03. রামধনুর দেশ কোনটি ?
A) মায়ানমার
B) কিমার্টি
C) নবদ্বীপ
D) ত্রিবেণী
সঠিক উত্তর: নবদ্বীপ
04. প্যাগোডার দেশ কাকে বলে?
A) মায়ানমার
B) ভারত
C) জাপান
D) তিব্বত
সঠিক উত্তর: মায়ানমার
05 কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল?
A) ১৯৮৪ খ্রিস্টাব্দে
B) ১৯২৫ খ্রিস্টাব্দে
C) ১৯৮৭ খ্রিস্টাব্দে
D) ১৯৮৬ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৯৮৪ খ্রিস্টাব্দে
06. 'বর্তমান ভারত' কে রচনা করেন?
A) রামমোহন রায়
B) স্বামী বিবেকানন্দ
C) অরবিন্দ ঘোষ
D) বিদ্যাসাগর
সঠিক উত্তর: স্বামী বিবেকানন্দ
07. জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কোথায় বসে?
A) বোম্বে
B) কলকাতা
C) লাহোর
D) সুরাটে
সঠিক উত্তর: বোম্বে
08. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় কোথায় জন্মগ্রহণ করেছিল?
A) সিমলা
B) এলগিন রোড
C) জোড়াসাঁকো
D) কলুটোলা
সঠিক উত্তর: জোড়াসাঁকো
09. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) ফজলুল হক
C) সুভাষচন্দ্র বসু
D) দেশবন্ধু চিত্র রঞ্জন দাস
সঠিক উত্তর: সুভাষচন্দ্র বসু
10. বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯৩২ খ্রিস্টাব্দে
B) ১৯৩৪ খ্রিস্টাব্দে
C) ১৯৩১ খ্রিস্টাব্দ
D) ১৯৩৩ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর: ১৯৩১ খ্রিস্টাব্দ
11. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
A) আশুতোষ মুখোপাধ্যায়
B) সুরেন্দ্রনাথ বসু
C) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
D) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
12. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
A) শ্রীমতি ফাতেমা বিবি
B) শ্রীমতি পদ্মা খাস্তগীর
C) শ্রীমতি মঞ্জুলা
D) এদের মধ্যে কেউ নন
সঠিক উত্তর: শ্রীমতি পদ্মা খাস্তগীর
13. কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন?
A) কর্নেল হিক
B) জেমস রক
C) ওয়ারেন হেস্টিংস
D) কর্নেল কিক
সঠিক উত্তর: কর্নেল হিক
14. কলকাতা কর্পোরেশনের মেয়র পদে কে সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন?
A) নেতাজি সুভাষচন্দ্র বসু
B) দেশবন্ধু চিত্ররঞ্জন দাস
C) ফজলুল হক
D) দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত
সঠিক উত্তর: দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত
15. কলকাতা কর্পোরেশনের প্রথম ডেপুটি মেয়র কে ছিলেন?
A) দেশবন্ধু চিত্র রঞ্জন দাস
B) হাসান সুরাবদ্দি
C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D) এদের মধ্যে কেউ নন
সঠিক উত্তর: হাসান সুরাবদ্দি
16. কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
A) ১৯১৪ খ্রিস্টাব্দে
B) ১৯১৮ খ্রিস্টাব্দে
C) ১৯২০ খ্রিস্টাব
D) ১৯১৬ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৯১৪ খ্রিস্টাব্দে
17. কলকাতা মেডিকেল কলেজ কার আমলে প্রতিষ্ঠিত হয়?
A) লর্ড বেন্টিং
B) লর্ড হেস্টিংস
C) লর্ড ডালহৌসি
D) লর্ড মিন
সঠিক উত্তর: লর্ড বেন্টিং
18. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
A) ১৮১৭ খ্রিস্টাব্দে
B) ১৮১৪ খ্রিস্টাব্দে
C) ১৮১৮ খ্রিস্টাব্দে
D) ১৮১৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে
19. কলকাতায় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল?
A) ১৭৭৪ খ্রিস্টাব্দে
B) ১৯৮১ খ্রিস্টাব্দে
C) ১৭৮০ খ্রিস্টাব্দে
D) ১৭৮৫ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৭৭৪ খ্রিস্টাব্দে
20. কলকাতায় কোন কলেজটি প্রথম প্রতিষ্ঠিত হয়?
A) প্রেসিডেন্সি কলেজ
B) বেথুন কলেজ
C) ফোর্ট উইলিয়াম কলেজ
D) সেন্ট জেভিয়ার্স কলেজ
সঠিক উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজ
21. কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি?
A) বেঙ্গল গেজেট
B) ক্যালকাটা গেজেট
C) ক্যালকাটা ক্রনিকল
D) দ্য স্টেটসম্যান
সঠিক উত্তর: বেঙ্গল গেজেট
22. কলকাতায় প্রথম সংবাদপত্র কোন সালে প্রকাশিত হয়েছিল?
A) ১৭৯৮ খ্রিস্টাব্দে
B) ১৭৭৯ খ্রিস্টাব্দে
C) ১৭৯০ খ্রিস্টাব্দ
D) ১৭৮০ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৭৭৯ খ্রিস্টাব্দে
23. কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল?
A) ১৯১১ খ্রিস্টাব্দ
B) ১৯১০ খ্রিস্টাব্দ
C) ১৯০৮ খ্রিস্টাব্দ
D) ১৯০৫ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দ
24. কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত হয়?
A) ১৭৮০ খ্রিস্টাব্দ
B) ১৭৭২ খ্রিস্টাব
C) ১৭৮৫ খ্রিস্টাব্দ
D) ১৭৭৬ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর: ১৭৭২ খ্রিস্টাব
25. গঙ্গা নদীর মোহনা থেকে কলকাতা কত দূরে অবস্থিত?
A) ১৩০ কিমি
B) ১১০ কিমি
C) ১৪০ সেমি
D) ১২৮ কিমি
সঠিক উত্তর: ১৩০ কিমি
No comments:
Post a Comment