General knowledge question answer part 12
General knowledge question answer part 12 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 12 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 12 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 12
01. ভারতের কোন ব্যাংক প্রথম ISO শংসাপত্র পায় ?
A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
B) বিজয়া ব্যাংক
C) এলাহাবাদ ব্যাংক
D) কানাড়া ব্যাংক
সঠিক উত্তর: কানাড়া ব্যাংক
02. ২০০৩ সালের কোন রাজ্যে প্রথম ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু করা হয় ?
A) হরিয়ানা
B) গুজরাট
C) তামিলনাড়ু
D) পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর: হরিয়ানা
03. ভারতের কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম ATM পরিষেবা চালু করে ?
A) HDFC ব্যাংক
B) AXIS ব্যাংক
C) SBI
D) ICICI ব্যাংক
সঠিক উত্তর: ICICI ব্যাংক
04. সরকারের SEZ নীতি কবে ঘোষিত হয় ?
A) এপ্রিল ১৯৯৯
B) এপ্রিল ২০০০
C) মার্চ ২০০১
D) মার্চ ২০০২
সঠিক উত্তর: এপ্রিল ২০০০
05. বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কত সালে বলবৎ হয় ?
A) ১৯৭৩ সালে
B) ১৯৭২ সালে
C) ১৯৭৭ সালে
D) ১৯৭৪ সালে
সঠিক উত্তর: ১৯৭৩ সালে
06. রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
A) চেন্নাই
B) বেঙ্গালুরু
C) মুম্বাই
D) কলকাতা
সঠিক উত্তর: মুম্বাই
07. ভারত আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সদস্য হয়েছিল কবে ?
A) ১৯৪৬ সালের ১ মার্চ
B) ১৯৪৭ সালের ১৫ আগস্ট
C) ১৯৪৭ সালের ১ মার্চ
D) ১৯৪৬ সালের ১৫ আগস্ট
সঠিক উত্তর: ১৯৪৬ সালের ১ মার্চ
08.ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়-
A) ১৯৩৫ সালের ১ এপ্রিল
B) ১৯৪৩ সালের ৪ মার্চ
C) ১৯৫০ সালের ২ ডিসেম্বর
D) ১৯৪৭ সালের ২১ জুন
সঠিক উত্তর: ১৯৩৫ সালের ১ এপ্রিল
09.ভারতে কোন কমিটি সর্বপ্রথম কালো টাকার হিসাব করেছিল ?
A) স্বামীনাথন কমিটি
B) ভগবতী কমিটি
C) ওয়াংচু কমিটি
D) নার্সিংহোম কমিটি
সঠিক উত্তর: ওয়াংচু কমিটি
10. ভারতের প্রথম বিদেশী পুঁজি কী ?
A) ফরাসি পুঁজি
B) ব্রিটিশ পুঁজি
C) জার্মান পুঁজি
D) মার্কিন পুঁজি
সঠিক উত্তর: ব্রিটিশ পুঁজি
11. কত সালে কয়লাখনির জাতীয়করণ করা হয় ?
A) জানুয়ারি ১৯৭৩
B) জানুয়ারি ১৯৫১
C) জানুয়ারি ১৯৭৮
D) আগস্ট ১৯৪৭
সঠিক উত্তর: জানুয়ারি ১৯৭৩
12. 'অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন' স্থাপিত হয় কবে ?
A) ১৯৫৩
B) ১৯৫৭
C) ১৯৫৬
D) ১৯৫২
সঠিক উত্তর: ১৯৫৬
13. ভারতে পরিবার পরিকল্পনা কর্মসূচি যে সালে গ্রহণ করা হয়েছিল-
A) ১৯৫৫
B) ১৯৫৩
C) ১৯৫২
D) ১৯৯১
সঠিক উত্তর: ১৯৫২
14. কোন পরিকল্পনাকে 'জনগণের পরিকল্পনা' বলা হয় ?
A) প্রথম পরিকল্পনা
B) দ্বিতীয় পরিকল্পনা
C) চতুর্থ পরিকল্পনা
D) পঞ্চম পরিকল্পনা
সঠিক উত্তর: পঞ্চম পরিকল্পনা
15. ভারতে প্রথম অর্থনৈতিক পরিকল্পনার সময়কাল-
A) ১৯৫১-৫৬
B) ১৯৫২-৫৭
C) ১৯৫০-৫৫
D) ১৯৫৬-৬১
সঠিক উত্তর: ১৯৫১-৫৬
16. মরশুমি বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায় ?
A) শিক্ষা ক্ষেত্রে
B) পরিবহন ক্ষেত্রে
C) শিল্প ক্ষেত্রে
D) কৃষি ক্ষেত্রে
সঠিক উত্তর: কৃষি ক্ষেত্রে
17. ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে ?
A) ১ জানুয়ারি
B) ৩১ মার্চ
C) ১ এপ্রিল
D) ২৮ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: ১ এপ্রিল
18. নিচের কোনটি পরোক্ষ কর নয় ?
A) সম্পদ কর
B) বিক্রয় কর
C) প্রমোদ কর
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সম্পদ কর
19. নিচের কোনটি প্রত্যক্ষ কর নয় ?
A) সম্পদ কর
B) আয় কর
C) প্রমোদ কর
D) কর্পোরেশন কর
সঠিক উত্তর: প্রমোদ কর
20. স্বর্ণজয়ন্তী শহরি রোজগার যোজনা কোন সালে প্রবর্তিত হয় ?
A) ১৯৯১-৯২
B) ১৯৯৫-৯৬
C) ২০০০-২০০১
D) ১৯৯৭-৯৮
সঠিক উত্তর: ১৯৯৭-৯৮
21. রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়-
A) ১৯৫০ সালের আগস্ট মাসে
B) ১৯৪৭ সালের আগস্ট মাসে
C) ১৯৪৮ সালের মার্চ মাসে
D) ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে
সঠিক উত্তর: ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে
22. এক টাকার ওপরে কাগজের নোট ও মুদ্রা প্রকাশ করে-
A) অর্থমন্ত্রক
B) রাষ্ট্রপতি
C) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
D) যোজনা মন্ত্রক
সঠিক উত্তর: অর্থমন্ত্রক
23. ভারতের প্রথম শিল্পনীতি কত সালে ঘোষিত হয় ?
A) ১৯৪৫
B) ১৯৪৭
C) ১৯৫২
D) ১৯৪৮
সঠিক উত্তর: ১৯৪৮
24. রাশি কয় প্রকার ?
A) তিন প্রকার
B) চার প্রকার
C) পাঁচ প্রকার
D) দুই প্রকার
সঠিক উত্তর: দুই প্রকার
25. স্কেলার রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো-
A) মান
B) মান ও দিক
C) দিক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মান
Read more:: General knowledge question answer part 11
No comments:
Post a Comment