Breaking

Tuesday, May 14, 2024

General knowledge question answer part 12

General knowledge question answer part 12
General knowledge question answer part 12
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 12 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 12 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 12

01. ভারতের কোন ব্যাংক প্রথম ISO শংসাপত্র পায় ? A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক B) বিজয়া ব্যাংক C) এলাহাবাদ ব্যাংক D) কানাড়া ব্যাংক সঠিক উত্তর: কানাড়া ব্যাংক 02. ২০০৩ সালের কোন রাজ্যে প্রথম ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু করা হয় ? A) হরিয়ানা B) গুজরাট C) তামিলনাড়ু D) পশ্চিমবঙ্গ সঠিক উত্তর: হরিয়ানা 03. ভারতের কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম ATM পরিষেবা চালু করে ? A) HDFC ব্যাংক B) AXIS ব্যাংক C) SBI D) ICICI ব্যাংক সঠিক উত্তর: ICICI ব্যাংক 04. সরকারের SEZ নীতি কবে ঘোষিত হয় ? A) এপ্রিল ১৯৯৯ B) এপ্রিল ২০০০ C) মার্চ ২০০১ D)  মার্চ ২০০২ সঠিক উত্তর: এপ্রিল ২০০০ 05. বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কত সালে বলবৎ হয় ? A) ১৯৭৩ সালে B) ১৯৭২ সালে C) ১৯৭৭ সালে D) ১৯৭৪ সালে সঠিক উত্তর: ১৯৭৩ সালে 06. রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ? A) চেন্নাই B) বেঙ্গালুরু C) মুম্বাই D) কলকাতা সঠিক উত্তর: মুম্বাই 07. ভারত আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সদস্য হয়েছিল কবে ? A) ১৯৪৬ সালের ১ মার্চ B) ১৯৪৭ সালের ১৫ আগস্ট C) ১৯৪৭ সালের ১ মার্চ D) ১৯৪৬ সালের ১৫ আগস্ট সঠিক উত্তর: ১৯৪৬ সালের ১ মার্চ 08.ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়- A) ১৯৩৫ সালের ১ এপ্রিল B) ১৯৪৩ সালের ৪ মার্চ C) ১৯৫০ সালের ২ ডিসেম্বর D) ১৯৪৭ সালের ২১ জুন সঠিক উত্তর: ১৯৩৫ সালের ১ এপ্রিল 09.ভারতে কোন কমিটি সর্বপ্রথম কালো টাকার হিসাব করেছিল ? A) স্বামীনাথন কমিটি B) ভগবতী কমিটি C) ওয়াংচু কমিটি D) নার্সিংহোম কমিটি সঠিক উত্তর: ওয়াংচু কমিটি 10. ভারতের প্রথম বিদেশী পুঁজি কী ? A) ফরাসি পুঁজি B) ব্রিটিশ পুঁজি C) জার্মান পুঁজি D) মার্কিন পুঁজি সঠিক উত্তর: ব্রিটিশ পুঁজি 11. কত সালে কয়লাখনির জাতীয়করণ করা হয় ? A) জানুয়ারি ১৯৭৩ B) জানুয়ারি ১৯৫১ C) জানুয়ারি ১৯৭৮ D) আগস্ট ১৯৪৭ সঠিক উত্তর: জানুয়ারি ১৯৭৩ 12. 'অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন' স্থাপিত হয় কবে ? A) ১৯৫৩ B) ১৯৫৭ C) ১৯৫৬ D) ১৯৫২ সঠিক উত্তর: ১৯৫৬ 13. ভারতে পরিবার পরিকল্পনা কর্মসূচি যে সালে গ্রহণ করা হয়েছিল- A) ১৯৫৫ B) ১৯৫৩ C) ১৯৫২ D) ১৯৯১ সঠিক উত্তর: ১৯৫২ 14. কোন পরিকল্পনাকে 'জনগণের পরিকল্পনা' বলা হয় ? A) প্রথম পরিকল্পনা B) দ্বিতীয় পরিকল্পনা C) চতুর্থ পরিকল্পনা D) পঞ্চম পরিকল্পনা সঠিক উত্তর: পঞ্চম পরিকল্পনা 15. ভারতে প্রথম অর্থনৈতিক পরিকল্পনার সময়কাল- A) ১৯৫১-৫৬ B) ১৯৫২-৫৭ C) ১৯৫০-৫৫ D) ১৯৫৬-৬১ সঠিক উত্তর: ১৯৫১-৫৬ 16. মরশুমি বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায় ? A) শিক্ষা ক্ষেত্রে B) পরিবহন ক্ষেত্রে C) শিল্প ক্ষেত্রে D) কৃষি ক্ষেত্রে সঠিক উত্তর: কৃষি ক্ষেত্রে 17. ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে ? A) ১ জানুয়ারি B) ৩১ মার্চ C) ১ এপ্রিল D) ২৮ ফেব্রুয়ারি সঠিক উত্তর: ১ এপ্রিল 18. নিচের কোনটি পরোক্ষ কর নয় ? A) সম্পদ কর B) বিক্রয় কর C) প্রমোদ কর D) কোনোটিই নয় সঠিক উত্তর: সম্পদ কর 19. নিচের কোনটি প্রত্যক্ষ কর নয় ? A) সম্পদ কর B) আয় কর C) প্রমোদ কর D) কর্পোরেশন কর সঠিক উত্তর: প্রমোদ কর 20. স্বর্ণজয়ন্তী শহরি রোজগার যোজনা কোন সালে প্রবর্তিত হয় ? A) ১৯৯১-৯২ B) ১৯৯৫-৯৬ C) ২০০০-২০০১ D) ১৯৯৭-৯৮ সঠিক উত্তর: ১৯৯৭-৯৮ 21. রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়- A) ১৯৫০ সালের আগস্ট মাসে B) ১৯৪৭ সালের আগস্ট মাসে C) ১৯৪৮ সালের মার্চ মাসে D) ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে সঠিক উত্তর: ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে 22. এক টাকার ওপরে কাগজের নোট ও মুদ্রা প্রকাশ করে- A) অর্থমন্ত্রক B) রাষ্ট্রপতি C) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া D) যোজনা মন্ত্রক সঠিক উত্তর: অর্থমন্ত্রক 23. ভারতের প্রথম শিল্পনীতি কত সালে ঘোষিত হয় ? A) ১৯৪৫ B) ১৯৪৭ C) ১৯৫২ D) ১৯৪৮ সঠিক উত্তর: ১৯৪৮ 24. রাশি কয় প্রকার ? A) তিন প্রকার B) চার প্রকার C) পাঁচ প্রকার D) দুই প্রকার সঠিক উত্তর: দুই প্রকার 25. স্কেলার রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো- A) মান B) মান ও দিক C) দিক D) কোনোটিই নয় সঠিক উত্তর: মান

No comments:

Post a Comment