Breaking

Tuesday, May 14, 2024

General knowledge question answer part 13

General knowledge question answer part 13
General knowledge question answer part 13
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 13 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 13 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 13

01. ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো-
A) মান ও দিক 
B) মান
C) দিক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মান ও দিক 

02. নিচের কোনটি এককহীন রাশি ?
A) আপেক্ষিক তাপ
B) আপেক্ষিক গুরুত্ব
C) উষ্ণতা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: আপেক্ষিক গুরুত্ব

03. পৃথিবীর কেন্দ্রে g-এর মান হল-
A) সর্বাধিক
B) শূন্য
C) ভূপৃষ্ঠের সমান
D) ভূপৃষ্ঠের অর্ধেক
সঠিক উত্তর: শূন্য

04. চলন্ত বাস ব্রেক কষলে বাঁসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় যে কারণে তা হলো-
A) গতিজাড্য
B) স্থিতিজাড্য
C) দুটোই
D)  কোনোটিই নয়
সঠিক উত্তর: স্থিতিজাড্য

05. রকেটের কার্যনীতি কীসের ওপর প্রতিষ্ঠিত ?
A) শক্তির সংরক্ষণ
B) ভরের সংরক্ষণ
C) ভরবেগের সংরক্ষণ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভরবেগের সংরক্ষণ

06. প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থান কোথায় ?
A) ভার ও প্রযুক্ত বলের মাঝে
B) দণ্ডের প্রান্তে
C) মাঝে ও প্রান্তে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভার ও প্রযুক্ত বলের মাঝে

07. দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের কোথায় থাকে ?
A) মাঝে
B) মাঝে ও প্রান্তে
C) প্রান্তে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মাঝে

08. তৃতীয় শ্রেণীর লিভারে বল দণ্ডের কোথায় থাকে ?
A) মাঝে ও প্রান্তে
B) মাঝে
C) প্রান্তে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মাঝে

09. মরুভূমির মরীচিকার কারণ হলো-
A) প্রতিফলন
B) বিক্ষেপণ
C) ব্যতিচার
D) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
সঠিক উত্তর: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

10. জলে আংশিক ডোবানো সোজা দন্ডকে বাঁকা দেখানোর কারণ হলো-
A) প্রতিফলন
B) প্রতিসরণ
C) ব্যতিচার
D) সমাবর্তন
সঠিক উত্তর: প্রতিসরণ

11. সিনেমার পর্দা কীরূপ হওয়া উচিত ?
A) সাদা ও মসৃণ 
B) রঙিন ও অমসৃণ
C) রঙিন ও মসৃণ
D) সাদা ও অমসৃণ
সঠিক উত্তর: সাদা ও অমসৃণ

12. নিচের কোনটি প্রাথমিক বর্ণ নয় ?
A) সবুজ
B) কালো
C) লাল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: কালো

13. লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কিরূপ দেখায় ?
A) কালো
B) সবুজ
C) লাল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: কালো

14. সমান পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভিন্ন ভর সংখ্যার পরমাণু গুলি পরস্পরের—
A) আইসোটোন
B) আইসোবার
C) আইসোটোপ
D) উপরের সব কটিই
সঠিক উত্তর: আইসোটোপ

15. সমান ভর সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলিকে বলে পরস্পরের—
A) আইসোটোন
B) আইসোটোপ
C) আইসোবার
D) আইসোমাস
সঠিক উত্তর: আইসোবার

16. সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলি পরস্পরের—
A) আইসোবার
B) আইসোটোন
C) আইসোটোপ
D) আইসোমার
সঠিক উত্তর: আইসোটোন

17. দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে ?
A) সাধারণ হাইড্রোজেন
B) প্রোটিয়াম
C) ডয়টেরিয়াম
D) ট্রাইটিয়াম
সঠিক উত্তর: ডয়টেরিয়াম

18. তিন ভর সংখ্যার হাইড্রোজেনকে কী বলে ?
A) প্রোটিয়াম
B) ভারী হাইড্রোজেন
C) ডয়টেরিয়াম
D) ট্রাইটিয়াম
সঠিক উত্তর: ট্রাইটিয়াম

19. তড়িৎপ্রবাহের ব্যবহারিক একক হল—
A) ভোল্ট
B) কুলম্ব
C) ওহম
D) অ্যামপিয়ার
সঠিক উত্তর: অ্যামপিয়ার

20. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি ?
A) গ্রাফাইট
B) তামা
C) টাংস্টেন
D) প্লাটিনাম
সঠিক উত্তর: টাংস্টেন

21. কলকারখানার বয়লারে যে জল ব্যবহৃত হয় তা হল—
A) খর জল
B) মৃদু জল
C) পাতিত জল
D) বিশুদ্ধ জল
সঠিক উত্তর: মৃদু জল

22. বাইরে থেকে বল প্রয়োগ না করলে  স্থির বস্তু চিরকাল স্থির থাকে—এর প্রবক্তা কে ?
A) গ্যালিলিও
B) নিউটন
C) কেপলার
D) আইনস্টাইন
সঠিক উত্তর: নিউটন

23. আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলের সেটি হল—
A) অ্যালকোহল
B) কেরোসিন
C) জল
D) পারদ
সঠিক উত্তর: জল

24. নিচের কোন ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয় ?
A) ক্রোমিয়াম
B) প্যালাডিয়াম
C) টাইটানিয়াম
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: টাইটানিয়াম

25. জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কী পরিবর্তন হয় ?
A) বাড়তে থাকে
B) কমতে থাকে
C) একই থাকে
D) কমবেশি হয়
সঠিক উত্তর: একই থাকে

No comments:

Post a Comment