General knowledge question answer part 13 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 13 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 13 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 13
01. ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো-
A) মান ও দিক
B) মান
C) দিক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মান ও দিক
02. নিচের কোনটি এককহীন রাশি ?
A) আপেক্ষিক তাপ
B) আপেক্ষিক গুরুত্ব
C) উষ্ণতা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: আপেক্ষিক গুরুত্ব
03. পৃথিবীর কেন্দ্রে g-এর মান হল-
A) সর্বাধিক
B) শূন্য
C) ভূপৃষ্ঠের সমান
D) ভূপৃষ্ঠের অর্ধেক
সঠিক উত্তর: শূন্য
04. চলন্ত বাস ব্রেক কষলে বাঁসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় যে কারণে তা হলো-
A) গতিজাড্য
B) স্থিতিজাড্য
C) দুটোই
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: স্থিতিজাড্য
05. রকেটের কার্যনীতি কীসের ওপর প্রতিষ্ঠিত ?
A) শক্তির সংরক্ষণ
B) ভরের সংরক্ষণ
C) ভরবেগের সংরক্ষণ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভরবেগের সংরক্ষণ
06. প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থান কোথায় ?
A) ভার ও প্রযুক্ত বলের মাঝে
B) দণ্ডের প্রান্তে
C) মাঝে ও প্রান্তে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভার ও প্রযুক্ত বলের মাঝে
07. দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের কোথায় থাকে ?
A) মাঝে
B) মাঝে ও প্রান্তে
C) প্রান্তে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মাঝে
08. তৃতীয় শ্রেণীর লিভারে বল দণ্ডের কোথায় থাকে ?
A) মাঝে ও প্রান্তে
B) মাঝে
C) প্রান্তে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মাঝে
09. মরুভূমির মরীচিকার কারণ হলো-
A) প্রতিফলন
B) বিক্ষেপণ
C) ব্যতিচার
D) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
সঠিক উত্তর: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
10. জলে আংশিক ডোবানো সোজা দন্ডকে বাঁকা দেখানোর কারণ হলো-
A) প্রতিফলন
B) প্রতিসরণ
C) ব্যতিচার
D) সমাবর্তন
সঠিক উত্তর: প্রতিসরণ
11. সিনেমার পর্দা কীরূপ হওয়া উচিত ?
A) সাদা ও মসৃণ
B) রঙিন ও অমসৃণ
C) রঙিন ও মসৃণ
D) সাদা ও অমসৃণ
সঠিক উত্তর: সাদা ও অমসৃণ
12. নিচের কোনটি প্রাথমিক বর্ণ নয় ?
A) সবুজ
B) কালো
C) লাল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: কালো
13. লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কিরূপ দেখায় ?
A) কালো
B) সবুজ
C) লাল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: কালো
14. সমান পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভিন্ন ভর সংখ্যার পরমাণু গুলি পরস্পরের—
A) আইসোটোন
B) আইসোবার
C) আইসোটোপ
D) উপরের সব কটিই
সঠিক উত্তর: আইসোটোপ
15. সমান ভর সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলিকে বলে পরস্পরের—
A) আইসোটোন
B) আইসোটোপ
C) আইসোবার
D) আইসোমাস
সঠিক উত্তর: আইসোবার
16. সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলি পরস্পরের—
A) আইসোবার
B) আইসোটোন
C) আইসোটোপ
D) আইসোমার
সঠিক উত্তর: আইসোটোন
17. দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে ?
A) সাধারণ হাইড্রোজেন
B) প্রোটিয়াম
C) ডয়টেরিয়াম
D) ট্রাইটিয়াম
সঠিক উত্তর: ডয়টেরিয়াম
18. তিন ভর সংখ্যার হাইড্রোজেনকে কী বলে ?
A) প্রোটিয়াম
B) ভারী হাইড্রোজেন
C) ডয়টেরিয়াম
D) ট্রাইটিয়াম
সঠিক উত্তর: ট্রাইটিয়াম
19. তড়িৎপ্রবাহের ব্যবহারিক একক হল—
A) ভোল্ট
B) কুলম্ব
C) ওহম
D) অ্যামপিয়ার
সঠিক উত্তর: অ্যামপিয়ার
20. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি ?
A) গ্রাফাইট
B) তামা
C) টাংস্টেন
D) প্লাটিনাম
সঠিক উত্তর: টাংস্টেন
21. কলকারখানার বয়লারে যে জল ব্যবহৃত হয় তা হল—
A) খর জল
B) মৃদু জল
C) পাতিত জল
D) বিশুদ্ধ জল
সঠিক উত্তর: মৃদু জল
22. বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে—এর প্রবক্তা কে ?
A) গ্যালিলিও
B) নিউটন
C) কেপলার
D) আইনস্টাইন
সঠিক উত্তর: নিউটন
23. আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলের সেটি হল—
A) অ্যালকোহল
B) কেরোসিন
C) জল
D) পারদ
সঠিক উত্তর: জল
24. নিচের কোন ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয় ?
A) ক্রোমিয়াম
B) প্যালাডিয়াম
C) টাইটানিয়াম
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: টাইটানিয়াম
25. জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কী পরিবর্তন হয় ?
A) বাড়তে থাকে
B) কমতে থাকে
C) একই থাকে
D) কমবেশি হয়
সঠিক উত্তর: একই থাকে
Read more:: General knowledge question answer part 12
No comments:
Post a Comment