Breaking

Friday, May 17, 2024

General knowledge question answer part 14

General knowledge question answer part 14
General knowledge question answer part 14


সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 14 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 14 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 14

01. খনিজ শিলার ভিতর সবচেয়ে বেশি পরিমাণে আছে কোন উপাদান ?
A) অক্সিজেন
B) অ্যালুমিনিয়াম
C) হাইড্রোজেন
D) সিলিকন
সঠিক উত্তর: সিলিকন

02. বায়ুমণ্ডলের কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ?
A) কার্বন-ডাই-অক্সাইড
B) অক্সিজেন
C) ওজোন
D) হিলিয়াম
সঠিক উত্তর: ওজোন

03. সব পতনশীল বস্তুর ত্বরণ এই সমান— এটি কে আবিস্কার করেন ?
A) আর্যভট্ট
B) নিউটন
C) পাস্কাল
D) গ্যালিলিও
সঠিক উত্তর: গ্যালিলিও

04. এক অশ্বক্ষমতা = কত ওয়াট ?
A) ৬২৫ ওয়াট
B) ৮১৬ ওয়াট
C) ৫২০ ওয়াট
D) ৭৪৬ ওয়াট
সঠিক উত্তর: ৭৪৬ ওয়াট

05. মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা ?
A) নাইট্রোজেন
B) সালফার
C) হাইড্রোজেন
D) গ্রাফাইট
সঠিক উত্তর: হাইড্রোজেন

06. লেবুর রস নিংড়োনোর যন্ত্র কোন শ্রেণীর লিভার ?
A) প্রথম
B) দ্বিতীয়
C) তৃতীয়
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: দ্বিতীয়

07. কোন পরিবাহীর রোধ কিসের সমানুপাতিক ?
A) তড়িৎ প্রবাহ
B) পরিবাহীর আয়তন
C) পরিবাহীর দৈর্ঘ্য
D) বিভব
সঠিক উত্তর: পরিবাহীর দৈর্ঘ্য

08. কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়, কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপের—
A) সুপরিবাহী
B) কুপরিবাহী
C) অন্তরক
D) অর্ধপরিবাহী
সঠিক উত্তর: কুপরিবাহী

09. মানুষবাহি বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয় ?
A) হিলিয়াম
B) হাইড্রোজেন
C) নিয়ন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হিলিয়াম

10. বর্ণালী সৃষ্টির কারণ আলোর—
A) প্রতিফলন
B) প্রতিসরণ
C) বিচ্ছুরণ
D) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
সঠিক উত্তর: বিচ্ছুরণ

11. গ্রীনহাউস প্রভাব কী ?
A) ওজোন স্তর বেড়ে যাওয়া
B) কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যাওয়া
C) ওজোন স্তর কমে যাওয়া
D) পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া
সঠিক উত্তর: পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া

12. পেট্রোলের রাসায়নিক নাম হল—
A) ইথার
B) ইথিলিন
C) গ্যাসোলিন
D) ডিজেল
সঠিক উত্তর: গ্যাসোলিন

13. কাপড় কাচার সোডা হল—
A) সোডিয়াম হাইড্রোক্সাইড
B) সোডিয়াম কার্বনেট
C) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
D) সোডিয়াম বাই-কার্বনেট
সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট

14. অ্যামালগাম বা পারদ সংকরের একটি নিশ্চিত উপাদান হল—
A) নিকেল
B) আয়রন
C) পারদ
D) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: পারদ

15. ফল পাকানোর কাজে কোনটি ব্যবহৃত হয় ?
A) ইথিলিন
B) মিথেন
C) ইথেন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইথিলিন

16. ধাতুর ওপর দস্তার আস্তরণ দেওয়াকে কী বলে ?
A) দস্তালেপন
B) তড়িৎ লেপন
C) গ্যালভানাইজেশন
D) ভালকানাইজেশন
সঠিক উত্তর: গ্যালভানাইজেশন

17. পিতলের উপাদান হলো—
A) তামা ও টিন
B) তামা ও রুপা
C) তামা ও দস্তা 
D) রুপা ও দস্তা
সঠিক উত্তর: তামা ও দস্তা 

18. তরল অধাতু কোনটি ?
A) ব্রোমিন
B) বোরণ
C) কার্বন
D) আয়োডিন
সঠিক উত্তর: ব্রোমিন

19. নিচের কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ?
A) মিথেন
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) হাইড্রোজেন
সঠিক উত্তর: মিথেন

20. ক্যাথোড রশ্মিতে যে তরিদাহিত কণিকা থাকে তা    কী ?
A) প্রোটন
B) ইলেকট্রন
C) পজিট্রন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইলেকট্রন

21. কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় ?
A) পিট
B) অ্যানথ্রাসাইট
C) বিটুমিনাস
D) লিগনাইট
সঠিক উত্তর: অ্যানথ্রাসাইট

22. সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটি ?
A) ইথিলিন
B) ইথেন
C) মিথেন
D) প্রোপেন
সঠিক উত্তর: মিথেন

23. কার্বাইড গ্যাসবাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি
হল—
A) মিথেন
B) ইথেন
C) ইথিলিন
D) অ্যাসিটিলিন
সঠিক উত্তর: অ্যাসিটিলিন

24. ক্যালামাইন কোন মৌলের আকরিক ?
A) ক্যালশিয়াম
B) জিংক
C) অ্যালুমিনিয়াম
D) ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: জিংক

25. সোনার অলংকার তৈরীর সময় সোনার সঙ্গে খাদ হিসেবে কী মেশানো হয় ?
A) তামা
B) রুপা
C) দস্তা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: তামা

No comments:

Post a Comment