Breaking

Friday, May 17, 2024

General knowledge question answer part 16

General knowledge question answer part 16
General knowledge question answer part 16
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 16 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 16 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 16

01. নিচের কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম ?
A) চিনি
B) সাধারণ লবণ
C) ইউরিয়া
D) গ্লুকোজ
সঠিক উত্তর: সাধারণ লবণ

02. কোন বিকারক কাপড়ের রং বিবর্ণ করে ?
A) সালফার ডাইঅক্সাইড
B) সোডিয়াম ক্লোরাইড
C) কার্বন ডাইঅক্সাইড
D) সালফার ট্রাইঅক্সাইড
সঠিক উত্তর: সালফার ডাইঅক্সাইড

03. হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়াও আর কোন গ্যাস রাখা হয় ?
A) নাইট্রোজেন
B) হিলিয়াম
C) কার্বন-ডাই-অক্সাইড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হিলিয়াম

04. বায়ুমণ্ডলের কোন গ্যাস দ্রবণের সহায়ক ?
A) জলীয় বাষ্প
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) কার্বন ডাই অক্সাইড
সঠিক উত্তর: অক্সিজেন

05. সমস্ত অ্যাসিডে কোনটি অবশ্যই থাকবে ?
A) ক্লোরিন
B) অক্সিজেন
C) সালফার
D) হাইড্রোজেন
সঠিক উত্তর: হাইড্রোজেন

06. কৃত্রিম সিল্ক নীচের কোন নামে পরিচিত ?
A) রেয়ন
B) ডেক্রন 
C) সাইবার গ্লাস
D) নাইলন
সঠিক উত্তর: রেয়ন

07. 'কপার ডেমন' বলতে কোন ধাতুকে বোঝায় ?
A) নিকেল
B) দস্তা
C) টিন
D) লোহা
সঠিক উত্তর: নিকেল

08. অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কী বলে ?
A) ডাউন পদ্ধতি
B) এবার পদ্ধতি
C) স্পর্শ পদ্ধতি
D) হল পদ্ধতি
সঠিক উত্তর: হল পদ্ধতি

09. নিচের কোন কণার ভর সর্বাপেক্ষা কম ?
A) আলফা
B) বিটা
C) প্রোটন
D) ফোটন
সঠিক উত্তর: ফোটন

10. সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মূল কোনটি ?
A) নাইট্রোজেন
B) অক্সিজেন
C) ক্লোরিন
D) ফ্লুরিন
সঠিক উত্তর: ফ্লুরিন

11. লেড পেনসিলের সিস প্রকৃতপক্ষে কী ?
A) সিসা
B) চারকোল
C) গ্রাফাইট
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: গ্রাফাইট

12. নিচের কোনটি নোবেল গ্যাস নয় ?
A) রেডন
B) নিয়ন
C) ব্রোমিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ব্রোমিন

13. দর্পণে প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয় ?
A) সিলভার নাইট্রেট
B) সিলভার অক্সাইড
C) জিংক নাইট্রেট
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সিলভার নাইট্রেট

14. প্রকৃতিতে কোনটি মুক্ত অবস্থায় পাওয়া যায় ?
A) সোনা
B) দস্তা
C) রুপা
D) সোডিয়াম
সঠিক উত্তর: সোনা

15. পদার্থের চতুর্থ অবস্থা কোনটি ?
A) পারদ
B) প্লাজমা
C) শুষ্ক বরফ
D) LPG
সঠিক উত্তর: প্লাজমা

16. নিজের কোনটিতে আগুন সহজে লাগে না বা আগুন ছড়ায় না ?
A) তুলো বা সুতি
B) নাইলন
C) টেরিকট
D) পলিয়েস্টার
সঠিক উত্তর: তুলো বা সুতি

17. বায়ুতে বিভিন্ন গ্যাসের অনুপাত—
A) অজানা
B) নির্দিষ্ট
C) বিভিন্ন জায়গায় বিভিন্ন
D) শহরাঞ্চলের শিল্পায়নের ওপর নির্ভরশীল নয়
সঠিক উত্তর: বিভিন্ন জায়গায় বিভিন্ন

18. গাছপালা ধ্বংসের কারণে বায়ুতে কোন গ্যাসের পরিমাণ বাড়ছে ?
A) কার্বন ডাইঅক্সাইড
B) হাইড্রোজেন
C) ওজোন 
D) নাইট্রোজেন
সঠিক উত্তর: কার্বন ডাইঅক্সাইড

19. কুয়াশা হল—
A) গ্যাসে গ্যাসের দ্রবণ
B) গ্যাসে কঠিনের দ্রবণ
C) গ্যাসে তরলের দ্রবণ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: গ্যাসে তরলের দ্রবণ

20. কোশপ্রাচীর থাকে—
A) প্রাণীকোশে
B) সোয়ান কোশে
C) উদ্ভিদ কোশে
D) সব কোশে
সঠিক উত্তর: উদ্ভিদ কোশে

21. আপৎকালীন হরমোন কোনটি ?
A) TSH
B) অ্যাড্রিনালিন
C) অক্সিন
D) STH
সঠিক উত্তর: অ্যাড্রিনালিন

22. রিকেট রো কোন ভিটামিনের অভাবে হয় ?
A) B
B) A
C) D
D) C
সঠিক উত্তর: D

23. বংশগতির একক কী ?
A) নেফ্রন
B) জাইগোট
C) জনন কোশ
D) জিন
সঠিক উত্তর: জিন

24. সর্বজনীন গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ?
A) O
B) AB
C) A
D) B
সঠিক উত্তর: AB 

25. জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয় ?
A) যকৃৎ
B) পিওথলি
C) অগ্নাশয়
D) প্লিহা
সঠিক উত্তর: যকৃৎ


No comments:

Post a Comment