General knowledge question answer part 16
General knowledge question answer part 16 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 16 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 16 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 16
01. নিচের কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম ?
A) চিনি
B) সাধারণ লবণ
C) ইউরিয়া
D) গ্লুকোজ
সঠিক উত্তর: সাধারণ লবণ
02. কোন বিকারক কাপড়ের রং বিবর্ণ করে ?
A) সালফার ডাইঅক্সাইড
B) সোডিয়াম ক্লোরাইড
C) কার্বন ডাইঅক্সাইড
D) সালফার ট্রাইঅক্সাইড
সঠিক উত্তর: সালফার ডাইঅক্সাইড
03. হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়াও আর কোন গ্যাস রাখা হয় ?
A) নাইট্রোজেন
B) হিলিয়াম
C) কার্বন-ডাই-অক্সাইড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হিলিয়াম
04. বায়ুমণ্ডলের কোন গ্যাস দ্রবণের সহায়ক ?
A) জলীয় বাষ্প
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) কার্বন ডাই অক্সাইড
সঠিক উত্তর: অক্সিজেন
05. সমস্ত অ্যাসিডে কোনটি অবশ্যই থাকবে ?
A) ক্লোরিন
B) অক্সিজেন
C) সালফার
D) হাইড্রোজেন
সঠিক উত্তর: হাইড্রোজেন
06. কৃত্রিম সিল্ক নীচের কোন নামে পরিচিত ?
A) রেয়ন
B) ডেক্রন
C) সাইবার গ্লাস
D) নাইলন
সঠিক উত্তর: রেয়ন
07. 'কপার ডেমন' বলতে কোন ধাতুকে বোঝায় ?
A) নিকেল
B) দস্তা
C) টিন
D) লোহা
সঠিক উত্তর: নিকেল
08. অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কী বলে ?
A) ডাউন পদ্ধতি
B) এবার পদ্ধতি
C) স্পর্শ পদ্ধতি
D) হল পদ্ধতি
সঠিক উত্তর: হল পদ্ধতি
09. নিচের কোন কণার ভর সর্বাপেক্ষা কম ?
A) আলফা
B) বিটা
C) প্রোটন
D) ফোটন
সঠিক উত্তর: ফোটন
10. সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মূল কোনটি ?
A) নাইট্রোজেন
B) অক্সিজেন
C) ক্লোরিন
D) ফ্লুরিন
সঠিক উত্তর: ফ্লুরিন
11. লেড পেনসিলের সিস প্রকৃতপক্ষে কী ?
A) সিসা
B) চারকোল
C) গ্রাফাইট
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: গ্রাফাইট
12. নিচের কোনটি নোবেল গ্যাস নয় ?
A) রেডন
B) নিয়ন
C) ব্রোমিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ব্রোমিন
13. দর্পণে প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয় ?
A) সিলভার নাইট্রেট
B) সিলভার অক্সাইড
C) জিংক নাইট্রেট
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সিলভার নাইট্রেট
14. প্রকৃতিতে কোনটি মুক্ত অবস্থায় পাওয়া যায় ?
A) সোনা
B) দস্তা
C) রুপা
D) সোডিয়াম
সঠিক উত্তর: সোনা
15. পদার্থের চতুর্থ অবস্থা কোনটি ?
A) পারদ
B) প্লাজমা
C) শুষ্ক বরফ
D) LPG
সঠিক উত্তর: প্লাজমা
16. নিজের কোনটিতে আগুন সহজে লাগে না বা আগুন ছড়ায় না ?
A) তুলো বা সুতি
B) নাইলন
C) টেরিকট
D) পলিয়েস্টার
সঠিক উত্তর: তুলো বা সুতি
17. বায়ুতে বিভিন্ন গ্যাসের অনুপাত—
A) অজানা
B) নির্দিষ্ট
C) বিভিন্ন জায়গায় বিভিন্ন
D) শহরাঞ্চলের শিল্পায়নের ওপর নির্ভরশীল নয়
সঠিক উত্তর: বিভিন্ন জায়গায় বিভিন্ন
18. গাছপালা ধ্বংসের কারণে বায়ুতে কোন গ্যাসের পরিমাণ বাড়ছে ?
A) কার্বন ডাইঅক্সাইড
B) হাইড্রোজেন
C) ওজোন
D) নাইট্রোজেন
সঠিক উত্তর: কার্বন ডাইঅক্সাইড
19. কুয়াশা হল—
A) গ্যাসে গ্যাসের দ্রবণ
B) গ্যাসে কঠিনের দ্রবণ
C) গ্যাসে তরলের দ্রবণ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: গ্যাসে তরলের দ্রবণ
20. কোশপ্রাচীর থাকে—
A) প্রাণীকোশে
B) সোয়ান কোশে
C) উদ্ভিদ কোশে
D) সব কোশে
সঠিক উত্তর: উদ্ভিদ কোশে
21. আপৎকালীন হরমোন কোনটি ?
A) TSH
B) অ্যাড্রিনালিন
C) অক্সিন
D) STH
সঠিক উত্তর: অ্যাড্রিনালিন
22. রিকেট রো কোন ভিটামিনের অভাবে হয় ?
A) B
B) A
C) D
D) C
সঠিক উত্তর: D
23. বংশগতির একক কী ?
A) নেফ্রন
B) জাইগোট
C) জনন কোশ
D) জিন
সঠিক উত্তর: জিন
24. সর্বজনীন গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ?
A) O
B) AB
C) A
D) B
সঠিক উত্তর: AB
25. জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয় ?
A) যকৃৎ
B) পিওথলি
C) অগ্নাশয়
D) প্লিহা
সঠিক উত্তর: যকৃৎ
Read more:: General knowledge question answer part 15
No comments:
Post a Comment