General knowledge question answer part 17 |
01. বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি ?
A) ব্রাজিলের কসমস
B) ইংল্যান্ডের শোফিল্ড ক্লাব
C) আর্জেন্টিনার বোকা জুনিয়রস
D) ইতালির মিলান ক্লাব
সঠিক উত্তর: ইংল্যান্ডের শোফিল্ড ক্লাব
02. 'আজুরি' কাদের বলা হয় ?
A) হলুদ জার্সির ব্রাজিল
B) লাল জার্সির রাশিয়া
C) নীল জার্সি ইতালি
D) লাল জার্সির ইংল্যান্ড
সঠিক উত্তর: নীল জার্সি ইতালি
03. একমাত্র খেলোয়ার জিনি ফুটবল ও ক্রিকেট দুটির এই বিশ্বকাপ খেলেছেন ?
A) ভিভ রিচার্ডস
B) মারিও জাগালো
C) ওলেগ সালেঙ্কো
D) কোনদিন নয়
সঠিক উত্তর: ভিভ রিচার্ডস
04. প্রথম অ্যাফ্রো এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
A) হায়দ্রাবাদ
B) দিল্লি
C) নাইরোবি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হায়দ্রাবাদ
05. জুলে রিমে কাপটির শিল্পী আবেল লেবলিউর কোন দেশের লোক ছিলেন ?
A) ইতালি
B) ব্রাজিল
C) আর্জেন্টিনা
D) ফ্রান্স
সঠিক উত্তর: ফ্রান্স
06. কোন দেশ ১৯৩০ সালে ফুটবল প্রথম বিশ্বকাপ জেতে ?
A) ব্রাজিল
B) ইতালি
C) জার্মানি
D) উরুগুয়ে
সঠিক উত্তর: উরুগুয়ে
07. প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয় ?
A) ১৯৩০
B) ১৯২৬
C) ১৯৩৪
D) ১৯২৮
সঠিক উত্তর: ১৯৩০
08. এ পর্যন্ত সবচেয়ে বেশিবার এশিয়ান গেমসের আসর কোথায় হয়েছে ?
A) লন্ডনে
B) দিল্লিতে
C) ব্যাংককে
D) হিরোশিমাতে
সঠিক উত্তর: ব্যাংককে
09. প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
A) দিল্লিতে
B) টোকিওতে
C) ম্যানিলাতে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: দিল্লিতে
10. প্রথম শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয় ?
A) আমেরিকা
B) ইংল্যান্ড
C) সুইজারল্যান্ড
D) ফ্রান্স
সঠিক উত্তর: ফ্রান্স
11. এশিয়া মহাদেশে প্রথম অলিম্পিকের আসর কত সালে বসে ?
A) ১৯৫৬
B) ১৯৬০
C) ১৯৬৪
D) ১৯৬৮
সঠিক উত্তর: ১৯৬৪
12. পৃথিবীতে কোথায় প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল ?
A) গ্রিসে
B) মিশরে
C) ভারতে
D) চিনে
সঠিক উত্তর: গ্রিসে
13. আধুনিক অলিম্পিক গেমস কত সালে শুরু হয় ?
A) ১৮৯৬
B) ১৯০৪
C) ১৮৯২
D) ১৯০০
সঠিক উত্তর: ১৮৯৬
14. ক্যারম খেলাতে কতগুলি গুটি থাকে ?
A) ১৭টি
B) ২০টি
C) ১৯টি
D) ১২টি
সঠিক উত্তর: ১৯টি
15. ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হয় ?
A) ২৬ মাইল
B) ২৭ মাইল
C) ২৬ মাইল ৩৮৫ গজ
D) ২৮ মাইল ২৮০ গজ
সঠিক উত্তর: ২৬ মাইল ৩৮৫ গজ
16. ভারত কোন সালে প্রথম অলিম্পিক হকিতে অংশ নেয় ?
A) ১৯২৮
B) ১৯৪৮
C) ১৯০৮
D) ১৯৩৬
সঠিক উত্তর: ১৯২৮
17. ভারত এ পর্যন্ত কতবার অলিম্পিক হকিতে সোনা জিতেছে ?
A) মোট আটবার
B) মোট পাঁচবার
C) মোট সাতবার
D) মোট চারবার
সঠিক উত্তর: মোট আটবার
18. হকি খেলাটি প্রথম কি নামে পরিচিত ছিল ?
A) ইয়ট
B) সাপুরা
C) ইসক
D) কমক
সঠিক উত্তর: কমক
19. ভারতের কোন খেলোয়াড় প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ?
A) মনসুর আলী খান পতৌদি
B) রণজিৎ সিংজি
C) লালা অমরনাথ
D) কপিল দেব
সঠিক উত্তর: লালা অমরনাথ
20. কোন ক্রিকেটার ২০০৯ সালে অর্জুন পুরস্কার পান ?
A) বীরেন্দ্র সেহবাগ
B) জাহির খান
C) সুরেশ রায়না
D) গৌতম গম্ভীর
সঠিক উত্তর: গৌতম গম্ভীর
21. রঞ্জি ট্রফি টি কোন মহান খেলোয়ারের নামে নামাঙ্কিকিত ?
A) রণজিৎ সিংজি
B) রণজিত ডালমিয়া
C) রনজিত গাইকোয়াড়
D) এদের কেউ নন
সঠিক উত্তর: রণজিৎ সিংজি
22. ভারত যে বছর বিশ্বকাপ ক্রিকেট জয় করে সেবার ফাইনালে 'ম্যান অব দ্য ম্যাচ' -এর সম্মান কে পেয়েছিলেন ?
A) কপিল দেব
B) সুনীল গাভাসকর
C) মহিন্দার অমরনাথ
D) রজার বিনি
সঠিক উত্তর: মহিন্দার অমরনাথ
23. ভারত কোন সালে ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হয়েছিল ?
A) ১৯৭৭
B) ১৯৮৫
C) ১৯৮৩
D) ১৯৭৯
সঠিক উত্তর: ১৯৮৩
24. 2010-এ হকি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
A) ব্রিটেন
B) জাপান
C) ভারত
D) পাকিস্তান
সঠিক উত্তর: ভারত
25. খেলার জগতে বিশেষ অবদানের জন্য অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় ?
A) ১৯৬৩
B) ১৯৬১
C) ১৯৬৫
D) ১৯৫৯
সঠিক উত্তর: ১৯৬১
Read more:: General knowledge question answer part 16
No comments:
Post a Comment