Breaking

Saturday, May 18, 2024

General knowledge question answer part 17

General knowledge question answer part 17
General knowledge question answer part 17
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 17 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 17 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 17

01. বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি ?
A) ব্রাজিলের কসমস
B) ইংল্যান্ডের শোফিল্ড ক্লাব
C) আর্জেন্টিনার বোকা জুনিয়রস
D) ইতালির মিলান ক্লাব
সঠিক উত্তর: ইংল্যান্ডের শোফিল্ড ক্লাব

02. 'আজুরি' কাদের বলা হয় ?
A) হলুদ জার্সির ব্রাজিল
B) লাল জার্সির রাশিয়া
C) নীল জার্সি ইতালি
D) লাল জার্সির ইংল্যান্ড
সঠিক উত্তর: নীল জার্সি ইতালি

03. একমাত্র খেলোয়ার জিনি ফুটবল ও ক্রিকেট দুটির এই বিশ্বকাপ খেলেছেন ?
A) ভিভ রিচার্ডস
B) মারিও জাগালো
C) ওলেগ সালেঙ্কো
D) কোনদিন নয়
সঠিক উত্তর: ভিভ রিচার্ডস

04. প্রথম অ্যাফ্রো এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
A) হায়দ্রাবাদ
B) দিল্লি
C) নাইরোবি
D)  কোনোটিই নয়
সঠিক উত্তর: হায়দ্রাবাদ

05. জুলে রিমে কাপটির শিল্পী আবেল লেবলিউর কোন দেশের লোক ছিলেন ?
A) ইতালি
B) ব্রাজিল
C) আর্জেন্টিনা
D) ফ্রান্স
সঠিক উত্তর: ফ্রান্স

06. কোন দেশ ১৯৩০ সালে ফুটবল প্রথম বিশ্বকাপ জেতে ?
A) ব্রাজিল
B) ইতালি
C) জার্মানি
D) উরুগুয়ে
সঠিক উত্তর: উরুগুয়ে

07. প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয় ?
A) ১৯৩০
B) ১৯২৬
C) ১৯৩৪
D) ১৯২৮
সঠিক উত্তর: ১৯৩০

08. এ পর্যন্ত সবচেয়ে বেশিবার এশিয়ান গেমসের আসর কোথায় হয়েছে ?
A) লন্ডনে
B) দিল্লিতে
C) ব্যাংককে
D) হিরোশিমাতে
সঠিক উত্তর: ব্যাংককে

09. প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
A) দিল্লিতে
B) টোকিওতে
C) ম্যানিলাতে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: দিল্লিতে

10. প্রথম শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয় ?
A) আমেরিকা
B) ইংল্যান্ড
C) সুইজারল্যান্ড
D) ফ্রান্স
সঠিক উত্তর: ফ্রান্স

11. এশিয়া মহাদেশে প্রথম অলিম্পিকের আসর কত সালে বসে ?
A) ১৯৫৬
B) ১৯৬০
C) ১৯৬৪
D) ১৯৬৮
সঠিক উত্তর: ১৯৬৪

12. পৃথিবীতে কোথায় প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল ?
A) গ্রিসে
B) মিশরে
C) ভারতে
D) চিনে
সঠিক উত্তর: গ্রিসে

13. আধুনিক অলিম্পিক গেমস কত সালে শুরু হয় ?
A) ১৮৯৬
B) ১৯০৪
C) ১৮৯২
D) ১৯০০
সঠিক উত্তর: ১৮৯৬

14. ক্যারম খেলাতে কতগুলি গুটি থাকে ?
A) ১৭টি
B) ২০টি
C) ১৯টি
D) ১২টি
সঠিক উত্তর: ১৯টি

15. ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হয় ?
A) ২৬ মাইল
B) ২৭ মাইল
C) ২৬ মাইল ৩৮৫ গজ
D) ২৮ মাইল ২৮০ গজ
সঠিক উত্তর: ২৬ মাইল ৩৮৫ গজ

16. ভারত কোন সালে প্রথম অলিম্পিক হকিতে অংশ নেয় ?
A) ১৯২৮
B) ১৯৪৮
C) ১৯০৮
D) ১৯৩৬
সঠিক উত্তর: ১৯২৮

17. ভারত এ পর্যন্ত কতবার অলিম্পিক হকিতে সোনা জিতেছে ?
A) মোট আটবার
B) মোট পাঁচবার
C) মোট সাতবার
D) মোট চারবার
সঠিক উত্তর: মোট আটবার

18. হকি খেলাটি প্রথম কি নামে পরিচিত ছিল ?
A) ইয়ট
B) সাপুরা
C) ইসক
D) কমক
সঠিক উত্তর: কমক

19. ভারতের কোন খেলোয়াড় প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ?
A) মনসুর আলী খান পতৌদি
B) রণজিৎ সিংজি
C) লালা অমরনাথ
D) কপিল দেব
সঠিক উত্তর: লালা অমরনাথ

20. কোন ক্রিকেটার ২০০৯ সালে অর্জুন পুরস্কার পান ?
A) বীরেন্দ্র সেহবাগ
B) জাহির খান
C) সুরেশ রায়না
D) গৌতম গম্ভীর
সঠিক উত্তর: গৌতম গম্ভীর

21. রঞ্জি ট্রফি টি কোন মহান খেলোয়ারের নামে নামাঙ্কিকিত ?
A) রণজিৎ সিংজি
B) রণজিত ডালমিয়া
C) রনজিত গাইকোয়াড়
D) এদের কেউ নন
সঠিক উত্তর: রণজিৎ সিংজি

22. ভারত যে বছর বিশ্বকাপ ক্রিকেট জয় করে সেবার ফাইনালে 'ম্যান অব দ্য ম্যাচ' -এর সম্মান কে পেয়েছিলেন ?
A) কপিল দেব
B) সুনীল গাভাসকর
C) মহিন্দার অমরনাথ
D) রজার বিনি
সঠিক উত্তর: মহিন্দার অমরনাথ

23. ভারত কোন সালে ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হয়েছিল ?
A) ১৯৭৭
B) ১৯৮৫
C) ১৯৮৩
D) ১৯৭৯
সঠিক উত্তর: ১৯৮৩

24. 2010-এ হকি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
A) ব্রিটেন
B) জাপান
C) ভারত
D) পাকিস্তান
সঠিক উত্তর: ভারত

25. খেলার জগতে বিশেষ অবদানের জন্য অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় ?
A) ১৯৬৩
B) ১৯৬১
C) ১৯৬৫
D) ১৯৫৯
সঠিক উত্তর: ১৯৬১

Read more:: General knowledge question answer part 16

No comments:

Post a Comment