General knowledge question answer part 19 |
01. রাষ্ট্রসঙ্ঘের অস্থায়ী সদস্য দেশগুলির কার্যকাল কত বছর ?
A) ৬
B) ৫
C) ৪
D) ২
সঠিক উত্তর: ২
02. রাষ্ট্রসংঘের প্রধান সংখ্যা ক-টি ?
A) ৪
B) ৩
C) ৬
D) ৫
সঠিক উত্তর: ৬
03. রাষ্ট্রসংঘের সর্ব প্রধান পরিষদ কী ?
A) আন্তর্জাতিক আদালত
B) সাধারণ সভা
C) সচিবালয়
D) নিরাপত্তা পরিষদ
সঠিক উত্তর: নিরাপত্তা পরিষদ
04. রাষ্ট্রপুঞ্জের 'বিশ্ব মহাকাশ সপ্তাহ' পালিত হয় কবে ?
A) ৪-১০ অক্টোবর
B) ৬-১২ সেপ্টেম্বর
C) ৬-১২ অক্টোবর
D) ৫-১২ নভেম্বর
সঠিক উত্তর: ৪-১০ অক্টোবর
05. রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কোন দেশের আদিবাসী ছিলেন ?
A) মায়ানমার
B) নরওয়ে
C) সুইডেন
D) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর: নরওয়ে
06. বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব কে ?
A) শশী থারুর
B) বান কি মুন
C) কোফি আন্নান
D) এদের কেউ নন
সঠিক উত্তর: বান কি মুন
07. রাষ্ট্রসংঘেরর বর্তমান সচিব কোন দেশের আদিবাসী ?
A) মায়ানমার
B) জাপান
C) উত্তর কোরিয়া
D) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর: উত্তর কোরিয়া
08. ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কবে গঠিত হয়েছে ?
A) ১ মার্চ ১৯৪৬
B) ২৪ অক্টোবর ১৯৪৫
C) ১ জানুয়ারি ১৯৪৮
D) ১ মার্চ ১৯৪৭
সঠিক উত্তর: ১ মার্চ ১৯৪৭
09. IMF-এর সদর দফতর কোথায় ?
A) প্যারিস
B) নিউইয়র্ক
C) ওয়াশিংটন
D) জেনেভা
সঠিক উত্তর: ওয়াশিংটন
10. IMF-এর আঞ্চলিক দফতর দুটি কোথায় ?
A) জেনেভা ও নিউইয়ার্ক
B) প্যারিস ও নিউইয়র্ক
C) প্যারিস ও জেনেভা
D) এর কোনোটিই নয়
সঠিক উত্তর: প্যারিস ও জেনেভা
11. বিশ্বব্যাংক-এর আর-এক নাম কী ?
A) IFC
B) IMF
C) IFB
D) IBRD
সঠিক উত্তর: IBRD
12. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় ?
A) ম্যানিলা
B) নিউইয়র্ক
C) জেনেভা
D) ওয়াশিংটন
সঠিক উত্তর: ওয়াশিংটন
13. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দফতর কোথায় অবস্থিত ?
A) ম্যানিলা
B) টোকিও
C) কুয়ালালামপুর
D) জাকার্তা
সঠিক উত্তর: ম্যানিলা
14. ADB কবে গঠিত হয় ?
A) ১৯৬৮
B) ১৯৬৫
C) ১৯৬৬
D) ১৯৫৬
সঠিক উত্তর: ১৯৬৬
15. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত ?
A) প্যারিস
B) জেনেভা
C) নিউইয়র্ক
D) দ্য হেগ
সঠিক উত্তর: দ্য হেগ
16. বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি ?
A) ৯ জুন
B) ৯ জুলাই
C) ১১ আগস্ট
D) ১১ জুলাই
সঠিক উত্তর: ১১ জুলাই
17. আজ পর্যন্ত আন্তর্জাতিক আদালতে ভারত থেকে কতজন মুখ্য ন্যায়াধীশ নির্বাচিত হয়েছেন ?
A) ৩
B) ৪
C) ২
D) ৭
সঠিক উত্তর: ৩
18. উন্নয়নশীল দেশের শিশু মায়েদের জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে কোন সংস্থা অর্থ দান করে ?
A) UNICEF
B) UNFPA
C) UNDP
D) UNESCO
সঠিক উত্তর: UNICEF
19. কোন সংস্থা উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা এবং পরিবার নিমন্ত্রণে সহায়তা করে ?
A) UNICEF
B) UNDP
C) IFAD
D) UNFPA
সঠিক উত্তর: UNFPA
20. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO)-এর সদর দপ্তর কোথায় ?
A) প্যারিস
B) ওয়াশিংটন
C) নিউইয়র্ক
D) জেনেভা
সঠিক উত্তর: জেনেভা
21. ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজগণ (ILO)-এর সদর দফতর কোথায় অবস্থিত ?
A) জেনেভা
B) নিউইয়র্ক
C) প্যারিস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: জেনেভা
22. জেনারেল এগ্রিমেন্ট অব্ ট্রেড অ্যান্ড ট্যারিফ (GAAT)-এর পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে ?
A) IMF
B) ITU
C) WHO
D) WTO
সঠিক উত্তর: WTO
23. বিশ্ব হেরিটেজ দিবস পালিত হয় কোন্ দিনটি ?
A) ১২ মার্চ
B) ১২ এপ্রিল
C) ১৮ মে
D) ১৮ এপ্রিল
সঠিক উত্তর: ১৮ এপ্রিল
24. ইউরোপিয়ান পার্লামেন্ট-এর সদর দফতর কোথায় অবস্থিত ?
A) বন
B) প্যারিস
C) লন্ডন
D) ব্রাসেলস
সঠিক উত্তর: ব্রাসেলস
25. 2010 সালের সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
A) থিম্পু
B) কলম্বো
C) ইসলামাবাদ
D) কাঠমান্ডু
সঠিক উত্তর:
Read more:: General knowledge question answer part 18
No comments:
Post a Comment