Breaking

Monday, May 20, 2024

General knowledge question answer part 19

General knowledge question answer part 19
General knowledge question answer part 19
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 19 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 19 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 19

01. রাষ্ট্রসঙ্ঘের অস্থায়ী সদস্য দেশগুলির কার্যকাল কত বছর ?
A) ৬
B) ৫
C) ৪
D) ২
সঠিক উত্তর: ২

02. রাষ্ট্রসংঘের প্রধান সংখ্যা ক-টি ?
A) ৪
B) ৩
C) ৬
D) ৫
সঠিক উত্তর: ৬

03. রাষ্ট্রসংঘের সর্ব প্রধান পরিষদ কী ?
A) আন্তর্জাতিক আদালত
B) সাধারণ সভা
C) সচিবালয়
D) নিরাপত্তা পরিষদ
সঠিক উত্তর: নিরাপত্তা পরিষদ

04. রাষ্ট্রপুঞ্জের 'বিশ্ব মহাকাশ সপ্তাহ' পালিত হয় কবে ?
A) ৪-১০ অক্টোবর
B) ৬-১২ সেপ্টেম্বর
C) ৬-১২ অক্টোবর
D) ৫-১২ নভেম্বর
সঠিক উত্তর: ৪-১০ অক্টোবর

05. রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কোন দেশের আদিবাসী ছিলেন ?
A) মায়ানমার
B) নরওয়ে
C) সুইডেন
D) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর: নরওয়ে

06. বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব কে ?
A) শশী থারুর
B) বান কি মুন
C) কোফি আন্নান
D) এদের কেউ নন
সঠিক উত্তর: বান কি মুন

07. রাষ্ট্রসংঘেরর বর্তমান সচিব কোন দেশের আদিবাসী ?
A) মায়ানমার
B) জাপান
C) উত্তর কোরিয়া
D) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর: উত্তর কোরিয়া

08. ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কবে গঠিত হয়েছে ?
A) ১ মার্চ ১৯৪৬
B) ২৪ অক্টোবর ১৯৪৫
C) ১ জানুয়ারি ১৯৪৮
D) ১ মার্চ ১৯৪৭
সঠিক উত্তর: ১ মার্চ ১৯৪৭

09. IMF-এর সদর দফতর কোথায় ?
A) প্যারিস
B) নিউইয়র্ক
C) ওয়াশিংটন
D) জেনেভা
সঠিক উত্তর: ওয়াশিংটন

10. IMF-এর আঞ্চলিক দফতর দুটি কোথায় ?
A) জেনেভা ও নিউইয়ার্ক
B) প্যারিস ও নিউইয়র্ক
C) প্যারিস ও জেনেভা
D) এর কোনোটিই নয়
সঠিক উত্তর: প্যারিস ও জেনেভা

11. বিশ্বব্যাংক-এর আর-এক নাম কী ?
A) IFC
B) IMF
C) IFB
D) IBRD
সঠিক উত্তর: IBRD

12. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় ?
A) ম্যানিলা
B) নিউইয়র্ক
C) জেনেভা
D) ওয়াশিংটন
সঠিক উত্তর: ওয়াশিংটন

13. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দফতর কোথায় অবস্থিত ?
A) ম্যানিলা
B) টোকিও
C) কুয়ালালামপুর
D) জাকার্তা
সঠিক উত্তর: ম্যানিলা

14. ADB কবে গঠিত হয় ?
A) ১৯৬৮
B) ১৯৬৫
C) ১৯৬৬
D) ১৯৫৬
সঠিক উত্তর: ১৯৬৬

15. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত ?
A) প্যারিস
B) জেনেভা
C) নিউইয়র্ক
D) দ্য হেগ
সঠিক উত্তর: দ্য হেগ

16. বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি ?
A) ৯ জুন
B) ৯ জুলাই
C) ১১ আগস্ট
D) ১১ জুলাই
সঠিক উত্তর: ১১ জুলাই

17. আজ পর্যন্ত আন্তর্জাতিক আদালতে ভারত থেকে কতজন মুখ্য ন্যায়াধীশ নির্বাচিত হয়েছেন ?
A) ৩
B) ৪
C) ২
D) ৭
সঠিক উত্তর: ৩

18. উন্নয়নশীল দেশের শিশু মায়েদের জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে কোন সংস্থা অর্থ দান করে ?
A) UNICEF
B) UNFPA
C) UNDP
D) UNESCO
সঠিক উত্তর: UNICEF

19. কোন সংস্থা উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা এবং পরিবার নিমন্ত্রণে সহায়তা করে ?
A) UNICEF
B) UNDP
C) IFAD
D) UNFPA
সঠিক উত্তর: UNFPA

20. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO)-এর সদর দপ্তর কোথায় ?
A) প্যারিস
B) ওয়াশিংটন
C) নিউইয়র্ক
D) জেনেভা
সঠিক উত্তর: জেনেভা

21. ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজগণ (ILO)-এর সদর দফতর কোথায় অবস্থিত ?
A) জেনেভা
B) নিউইয়র্ক
C) প্যারিস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: জেনেভা

22. জেনারেল এগ্রিমেন্ট অব্ ট্রেড অ্যান্ড ট্যারিফ (GAAT)-এর পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে ?
A) IMF
B) ITU
C) WHO
D) WTO
সঠিক উত্তর: WTO

23. বিশ্ব হেরিটেজ দিবস পালিত হয় কোন্ দিনটি ?
A) ১২ মার্চ
B) ১২ এপ্রিল
C) ১৮ মে
D) ১৮ এপ্রিল
সঠিক উত্তর: ১৮ এপ্রিল

24. ইউরোপিয়ান পার্লামেন্ট-এর সদর দফতর কোথায় অবস্থিত ?
A) বন
B) প্যারিস
C) লন্ডন
D) ব্রাসেলস
সঠিক উত্তর: ব্রাসেলস

25. 2010 সালের সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
A) থিম্পু
B) কলম্বো
C) ইসলামাবাদ
D) কাঠমান্ডু
সঠিক উত্তর: 

Read more:: General knowledge question answer part 18


No comments:

Post a Comment