General Knowledge Question Answer Part 02 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 02 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 02 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General Knowledge Question Answer Part 02
01. ফোর্ট উইলিয়াম দুর্গটি কার নামে নির্মিত?
A) রাজা তৃতীয় উইলিয়াম
B) রাজা দ্বিতীয় উইলিয়াম
C) রাজা প্রথম চার্লস
D) রানী এলিজাবেথ
সঠিক উত্তর: রাজা তৃতীয় উইলিয়াম
02. কলকাতা নগরীর পত্তন কে করেছিলেন?
A) ওয়ারেন হেস্টিংস
B) চার্লস ডায়ার
C) লর্ড বেন্টিং
D) জব চার্নক
সঠিক উত্তর: জব চার্নক
03. কলকাতা নগরী কবে স্থাপিত হয়েছিল?
A) ১৬৯০ খ্রিস্টাব্দে ২৪ আগস্ট
B) ১৬৯০ খ্রিস্টাব্দে ১৭ আগস্ট
C) ১৬৯০ খ্রিস্টাব্দে ২৫ আগস্ট
D) ১৬৯০ খ্রিস্টাব্দে ১ আগস্ট
সঠিক উত্তর:১৬৯০ খ্রিস্টাব্দে ২৪ আগস্ট
04. পশ্চিমবঙ্গে কবে প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল?
A) ১৯৬৭ খ্রিস্টাব্দে
B) ১৯৭০ খ্রিস্টাব্দে
C) ১৯৬৮ খ্রিস্টাব্দে
D) ১৯৬৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৯৬৭ খ্রিস্টাব্দে
05. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
A) ডঃ বিধান চন্দ্র রায়
B) প্রফুল্ল সেন
C) প্রফুল্ল চন্দ্র ঘোষ
D) অজয় কুমার মুখোপাধ্যায়
সঠিক উত্তর: প্রফুল্ল চন্দ্র ঘোষ
06. পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মাত্র একজন মহিলা রাজ্যপালপথ অলংকৃত করেছিলেন। তিনি কে?
A) পদ্মজা নাইডু
B) ইন্দিরা গান্ধী
C) সরোজিনী নাইডু
D) এদের কেউ নন
সঠিক উত্তর: পদ্মজা নাইডু
07. কোন দেশের রাজধানী মানামা?
A) বাহারিন
B) কুয়েত
C) ওমান
D) লেবানন
সঠিক উত্তর: বাহারিন
08. ভারতের বর্তমান সেনাপ্রধান কে?
A) নির্মল কুমার
B) ভি কে সিং
C) শংকর রায়চৌধুরী
D) অনন্ত কুমার
সঠিক উত্তর: ভি কে সিং
09. পাকিস্তান রাষ্ট্রের জন্ম কবে হয়েছিল?
A) ১৯৪৭ সালের ১৫ আগস্ট
B) ১৯৪৭ সালের ১২ আগস্ট
C) ১৯৪৭ সালের ১৪ আগস্ট
D) ১৯৪৭ সালের ১৩ আগস্ট
সঠিক উত্তর: ১৯৪৭ সালের ১৪ আগস্ট
10. শ্রীলংকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল-
A) পিদুরুতালাগালা
B) থাংশু
C) ইয়াম
D) আলপস
সঠিক উত্তর: পিদুরুতালাগালা
11. শ্রীলংকার জাতীয় ভাষা কি?
A) তামিল
B) সিংহলি
C) তেলুগু
D) কন্নড়
সঠিক উত্তর: সিংহলি
12. শ্রীলংকার দীর্ঘতম নদী কোনটি?
A) মহাবলিগঙ্গা
B) পূর্ণা
C) অনুরাধা
D) জাক্ষনা
সঠিক উত্তর: মহাবলিগঙ্গা
13. ভারত এবং শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে?
A) চীনা উপসাগর
B) বঙ্গোপসাগর
C) মান্নান উপসাগর
D) পক প্রণালী
সঠিক উত্তর: মান্নান উপসাগর
14. মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি?
A) ইরাবদি
B) কোশী
C) অমরাবতী
D) গণ্ডক
সঠিক উত্তর: ইরাবদি
15. ভারত এবং শ্রীলংকার মধ্যে কোন প্রণালী অবস্থিত?
A) সুয়েজ
B) বারবোদাস
C) পক প্রণালী
D) জিব্রাল্টার
সঠিক উত্তর: পক প্রণালী
16. মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
A) কাকাবোরাজি
B) ইয়ানম
C) থিম্পু
D) থাঙ্গু
সঠিক উত্তর: কাকাবোরাজি
17. ভারতের সহযোগিতায় ভুটানে যে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে সেটির নাম কি?
A) বাগমতি
B) থিম্পু
C) চুখা
D) পারাং
সঠিক উত্তর: চুখা
18. ভুটানের দীর্ঘতম নদী কোনটি?
A) রায়ডাক
B) তিস্তা
C) মানস
D) সংকোশ
সঠিক উত্তর: মানস
19. নেপালের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি?
A) কারাকোরাম
B) মাউন্ট এভারেস্ট
C) কাঞ্চনজঙ্ঘা
D) নন্দা দেবী
সঠিক উত্তর: মাউন্ট এভারেস্ট
20. তিব্বত, নেপাল, ভুটান এবং পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কোন রাজ্য রয়েছে?
A) সিকিম
B) মিজোরাম
C) ত্রিপুরা
D) অসম
সঠিক উত্তর: সিকিম
21. ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি?
A) অন্ধ্রপ্রদেশ
B) মধ্যপ্রদেশ
C) আসাম
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ
22. কোন দেশের অলিখিত সংবিধান আছে?
A) আমেরিকা যুক্তরাষ্ট্র
B) ফ্রান্স
C) গ্রেট ব্রিটেন
D) ভারত
সঠিক উত্তর: গ্রেট ব্রিটেন
23. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
A) অ্যারিস্টটল
B) গ্রীন
C) মার্কস
D) প্লেটো
সঠিক উত্তর: অ্যারিস্টটল
24. কোন শহরটিকে 'গোলাপি শহর' নামে অভিহিত করা হয়ে থাকে?
A) দিল্লি
B) ভারতপুর
C) জয়পুর
D) মুম্বাই
সঠিক উত্তর: জয়পুর
25. সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত?
A) যোধপুর
B) বিকানির
C) জয়সমীর
D) পোখরান
সঠিক উত্তর: জয়সলমীর
Read more :: General Knowledge Question Answer Part 01
No comments:
Post a Comment