Breaking

Saturday, May 4, 2024

General Knowledge Question Answer Part 02

General Knowledge Question Answer Part 02
General Knowledge Question Answer Part 02
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 02 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 02 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General Knowledge Question Answer Part 02

01. ফোর্ট উইলিয়াম দুর্গটি কার নামে নির্মিত?
A) রাজা তৃতীয় উইলিয়াম
B) রাজা দ্বিতীয় উইলিয়াম
C) রাজা প্রথম চার্লস
D) রানী এলিজাবেথ
সঠিক উত্তর: রাজা তৃতীয় উইলিয়াম
 
02. কলকাতা নগরীর পত্তন কে করেছিলেন?
A) ওয়ারেন হেস্টিংস
B) চার্লস ডায়ার
C) লর্ড বেন্টিং
D) জব চার্নক 
সঠিক উত্তর: জব চার্নক 
 
03. কলকাতা নগরী কবে স্থাপিত হয়েছিল?
A) ১৬৯০ খ্রিস্টাব্দে ২৪ আগস্ট
B) ১৬৯০ খ্রিস্টাব্দে ১৭ আগস্ট
C) ১৬৯০ খ্রিস্টাব্দে ২৫ আগস্ট
D) ১৬৯০ খ্রিস্টাব্দে ১ আগস্ট
সঠিক উত্তর:১৬৯০ খ্রিস্টাব্দে ২৪ আগস্ট 

04. পশ্চিমবঙ্গে কবে প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল?
A) ১৯৬৭ খ্রিস্টাব্দে 
B) ১৯৭০ খ্রিস্টাব্দে
C) ১৯৬৮ খ্রিস্টাব্দে
D) ১৯৬৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৯৬৭ খ্রিস্টাব্দে 

05. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
A) ডঃ বিধান চন্দ্র রায়
B) প্রফুল্ল সেন
C) প্রফুল্ল চন্দ্র ঘোষ
D) অজয় কুমার মুখোপাধ্যায়
সঠিক উত্তর: প্রফুল্ল চন্দ্র ঘোষ

06. পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মাত্র একজন মহিলা রাজ্যপালপথ অলংকৃত করেছিলেন। তিনি কে?
A) পদ্মজা নাইডু
B) ইন্দিরা গান্ধী
C) সরোজিনী নাইডু 
D) এদের কেউ নন
সঠিক উত্তর: পদ্মজা নাইডু

07. কোন দেশের রাজধানী মানামা?
A) বাহারিন 
B) কুয়েত
C) ওমান
D) লেবানন
সঠিক উত্তর: বাহারিন 

08. ভারতের বর্তমান সেনাপ্রধান কে?
A) নির্মল কুমার
B) ভি কে সিং
C) শংকর রায়চৌধুরী
D) অনন্ত কুমার
সঠিক উত্তর: ভি কে সিং 

09. পাকিস্তান রাষ্ট্রের জন্ম কবে হয়েছিল?
A) ১৯৪৭ সালের ১৫ আগস্ট
B) ১৯৪৭ সালের ১২ আগস্ট
C) ১৯৪৭ সালের ১৪ আগস্ট
D) ১৯৪৭ সালের ১৩ আগস্ট
সঠিক উত্তর: ১৯৪৭ সালের ১৪ আগস্ট

10. শ্রীলংকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল-
A) পিদুরুতালাগালা 
B) থাংশু
C) ইয়াম
D) আলপস
সঠিক উত্তর: পিদুরুতালাগালা 

11. শ্রীলংকার জাতীয় ভাষা কি?
A) তামিল
B) সিংহলি
C) তেলুগু
D) কন্নড়
সঠিক উত্তর: সিংহলি

12. শ্রীলংকার দীর্ঘতম নদী কোনটি?
A) মহাবলিগঙ্গা
B) পূর্ণা
C) অনুরাধা
D) জাক্ষনা
সঠিক উত্তর: মহাবলিগঙ্গা

13. ভারত এবং শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে?
A) চীনা উপসাগর
B) বঙ্গোপসাগর
C) মান্নান উপসাগর
D) পক প্রণালী
সঠিক উত্তর: মান্নান উপসাগর

14. মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি?
A) ইরাবদি
B) কোশী
C) অমরাবতী
D) গণ্ডক
সঠিক উত্তর: ইরাবদি 

15. ভারত এবং শ্রীলংকার মধ্যে কোন প্রণালী অবস্থিত?
A) সুয়েজ
B) বারবোদাস
C) পক প্রণালী
D) জিব্রাল্টার
সঠিক উত্তর: পক প্রণালী

16. মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
A) কাকাবোরাজি
B) ইয়ানম
C) থিম্পু
D) থাঙ্গু
সঠিক উত্তর: কাকাবোরাজি

17. ভারতের সহযোগিতায় ভুটানে যে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে সেটির নাম কি?
A) বাগমতি
B) থিম্পু
C) চুখা
D) পারাং
সঠিক উত্তর: চুখা

18. ভুটানের দীর্ঘতম নদী কোনটি?
A) রায়ডাক
B) তিস্তা
C) মানস
D) সংকোশ
সঠিক উত্তর: মানস

19. নেপালের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি?
A) কারাকোরাম 
B) মাউন্ট এভারেস্ট
C) কাঞ্চনজঙ্ঘা 
D) নন্দা দেবী
সঠিক উত্তর: মাউন্ট এভারেস্ট

20. তিব্বত, নেপাল, ভুটান এবং পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কোন রাজ্য রয়েছে?
A) সিকিম
B) মিজোরাম
C) ত্রিপুরা
D) অসম
সঠিক উত্তর: সিকিম

21. ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি?
A) অন্ধ্রপ্রদেশ
B) মধ্যপ্রদেশ
C) আসাম
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ

22. কোন দেশের অলিখিত সংবিধান আছে?
A) আমেরিকা যুক্তরাষ্ট্র
B) ফ্রান্স
C) গ্রেট ব্রিটেন
D) ভারত
সঠিক উত্তর: গ্রেট ব্রিটেন

23. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
A) অ্যারিস্টটল
B) গ্রীন
C) মার্কস
D) প্লেটো
সঠিক উত্তর: অ্যারিস্টটল

24. কোন শহরটিকে 'গোলাপি শহর' নামে অভিহিত করা হয়ে থাকে?
A) দিল্লি
B) ভারতপুর
C) জয়পুর
D) মুম্বাই
সঠিক উত্তর: জয়পুর

25. সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত?
A) যোধপুর
B) বিকানির
C) জয়সমীর
D) পোখরান
সঠিক উত্তর: জয়সলমীর

No comments:

Post a Comment