Breaking

Monday, May 20, 2024

General knowledge question answer part 22

General knowledge question answer part 22
General knowledge question answer part 22
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 22 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 22 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 22

01. মানুষের রক্তে অক্সিজেনের বাহ কে ?
A) লোহিতকনিকা
B) হিমোগ্লোবিন
C) শ্বেতকনিকা
D) লসিকা
সঠিক উত্তর: হিমোগ্লোবিন

02. নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না ?
A) রেনিন
B) পেপসিন
C) ট্রিপসিন
D) কাইমোট্রিপসিন
সঠিক উত্তর: রেনিন

03. শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হল—
A) লাইকেন
B) মনোট্রোপা
C) রাস্না
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: লাইকেন

04. বাষ্পমোচন বেশি হয় কখন ?
A) শরৎকালে
B) বর্ষাকালে
C) গ্রীষ্মকালে
D) শীতকাল
সঠিক উত্তর: গ্রীষ্মকালে

05. প্রধান শ্বসনবস্তূ কী ?
A) লিপিড
B) সুক্রোজ 
C) গ্লুকোজ
D) শ্বেতসার 
সঠিক উত্তর: গ্লুকোজ

06. একক শর্করাকে কী বলা হয় ?
A) মনোস্যাকারাইড
B) পলিস্যাকারাইড
C) ডাইস্যাকারাইড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মনোস্যাকারাইড

07. স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয় ?
A) A
B) C
C) D
D) B
সঠিক উত্তর: C

08. নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য ?
A) B
B) C
C) E
D) A
সঠিক উত্তর: B

09. নিচের কোন ভিটামিন স্নেহ পদার্থের দ্রব্য ?
A) K
B) P
C) C
D) B
সঠিক উত্তর: K

10. চিংড়ির রক্ত রঞ্জক কী ?
A) হিমোগ্লোবিন
B) হিমোসায়ানিন
C) মায়োগ্লোবিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হিমোসায়ানিন

11. র‍্যাফাইডস নিচের কোন ধরনের যৌগ ?
A) নাইট্রোজেন যৌগ
B) ক্যালসিয়াম কার্বনেট
C) ক্যালসিয়াম অক্সালেট কেলাস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ক্যালসিয়াম অক্সালেট কেলাস

12. মটর গাছের মূলের অর্বুদে  বসবাস করে নীচের কোন ব্যাকটেরিয়া ?
A) রাইজোবিয়াম
B) ক্লসট্রিডিয়াম
C) ক্লোরোবিয়াম
D) কোনটিই নয়
সঠিক উত্তর: রাইজোবিয়াম

13. মানবদেহের হৃদপিন্ডের স্বাভাবিক ওজন গড়ে কত ?
A) ২৮০ গ্রাম
B) ২৫০ গ্রাম
C) ৩০০ গ্রাম
D) ৩৫০ গ্রাম
সঠিক উত্তর: ৩০০ গ্রাম

14. প্যারামিসিয়াম-এর গমন অঙ্গের নাম কী ?
A) সন্ধিপদ
B) সিলিয়া
C) ক্ষণপদ
D) ফ্ল্যাজেলা
সঠিক উত্তর: সিলিয়া

15. উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমোন হলো—
A) অক্সিন
B) সাইটোকাইনিন
C) জিব্বেলিন
D) জুভেনাইল
সঠিক উত্তর: অক্সিন

16. পতঙ্গের নির্মোচনের নিয়ন্ত্রক হরমোন কে কী বলা হয় ?
A) নিউরোহরমোন
B) ট্রপিকহরমোন
C) অক্সিন
D) জুভেনাইল হরমোন
সঠিক উত্তর: জুভেনাইল হরমোন

17. রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ হরমোন কোনটি ?
A) থাইমোসিন
B) ইনসুলিন
C) অ্যাড্রেনালিন
D) ইনসুলিন ও গ্লুকাগন
সঠিক উত্তর: ইনসুলিন ও গ্লুকাগন

18. ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয় ?
A) গ্লুকাগন
B) ইনসুলিন
C) গ্যাস্ট্রিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইনসুলিন

19. বংশবিদ্যার জনক কে ?
A) মেন্ডেল
B) ল্যামার্ক
C) মেন্ডেলিভ
D) বেনেডেন
সঠিক উত্তর: মেন্ডেল

20. জীব বিদ্যার নিউটন কাকে বলে ?
A) ল্যামার্ক
B) লিনিয়াস
C) ডারউইন
D) এর কেউই নয়
সঠিক উত্তর: ডারউইন

21. কফি প্রস্তুত হয়—
A) ফুল থেকে
B) ছাল থেকে
C) বীজ থেকে
D) পাতা থেকে
সঠিক উত্তর: বীজ থেকে

22. কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটির নাম—
A) অক্সিন
B) সাইটোকাইনিন
C) ইথিলিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইথিলিন

23. ডায়াবেটিস রোগে আক্রান্ত অঙ্গ হলো—
A) প্লিহা
B) যকৃৎ 
C) অগ্নাশয়
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: কোনোটিই নয়

24. কোন প্রক্রিয়ায় জীবদেহে শক্তির মুক্তি ঘটে ?
A) শ্বসন
B) সালোকসংশ্লেষ
C) ফটোলাইসিস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: শ্বসন

25. ক্লোরোমাইসেটিন ঔষধ কোন রোগের জন্য ব্যবহৃত হয় ?
A) যক্ষা
B) ম্যালেরিয়া
C) টাইফয়েড
D) রক্তচাপ
সঠিক উত্তর: টাইফয়েড

No comments:

Post a Comment