General knowledge question answer part 23
General knowledge question answer part 23 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 23 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 23 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 23
01. ফুসফুসের আবরণ কে কী বলা হয় ?
A) প্লুরা
B) প্লাসেন্টা
C) হৃদঝিল্লি
D) সবকটিই
সঠিক উত্তর: প্লুরা
02. হৃৎপিন্ডের আবরণ কে কী বলে ?
A) পেরিকারডিয়াম
B) রেটিকুলাম
C) প্লাসেন্টা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: পেরিকারডিয়াম
03. BMR বাড়ায় যে হরমোনটি তা হল—
A) ADH
B) থাইরক্সিন
C) অ্যাড্রিনালিন
D) ইনসুলিন
সঠিক উত্তর: থাইরক্সিন
04. সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে ?
A) ভিটামিন A
B) ভিটামিন B
C) ভিটামিন C
D) ভিটামিন D
সঠিক উত্তর: ভিটামিন D
05. সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে ?
A) কার্বোহাইড্রেট
B) প্রোটিন
C) লবণ
D) স্নেহজাতীয়
সঠিক উত্তর: স্নেহজাতীয়
06. ভিটামিন D-এর অভাবে বয়স্কদের কোন রোগ হয় ?
A) রাতকানা
B) অস্টিওম্যালেরিয়া
C) স্কার্ভি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অস্টিওম্যালেরিয়া
07. রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
A) A
B) B
C) C
D) D
সঠিক উত্তর: D
08. রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
A) A
B) B
C) C
D) D
সঠিক উত্তর: A
09. নিচের কোন উদ্ভিদ হরমোনটি বৃদ্ধিরধক ?
A) অক্সিন
B) কাইনিন
C) অ্যাবসাইসিক অ্যাসিড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অ্যাবসাইসিক অ্যাসিড
10. তাপৎকালীন হরমোন কোনটি ?
A) অ্যাড্রিনালিন
B) অক্সিন
C) TSH
D) STH
সঠিক উত্তর: অ্যাড্রিনালিন
11. সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী হল—
A) অ্যামিবা
B) প্যারামিসিয়াম
C) ইউগ্লিনা
D) তারামাছ
সঠিক উত্তর: ইউগ্লিনা
12. সালোকসংশ্লেষ পাতার যে কলায় সংঘটিত হয় তার নাম কী ?
A) ভাজক কলা
B) মেসোফিল কলা
C) সংবহন কলা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মেসোফিল কলা
13. মানব দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে ?
A) হাইড্রোজেন
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) কার্বন
সঠিক উত্তর: কার্বন
14. মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কী ?
A) বৃক্ক
B) হৃদপিন্ড
C) যকৃৎ
D) মূত্রথলি
সঠিক উত্তর: যকৃৎ
15. ELISA কোন রোগ নির্ণয়ের পদ্ধতি ?
A) ক্যান্সার
B) AIDS
C) যক্ষা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: AIDS
16. পেনিসিলিয়াম কোন শ্রেণিভুক্ত ?
A) শৈবাল
B) ছত্রাক
C) ব্যাকটেরিয়া
D) মস
সঠিক উত্তর: ছত্রাক
17. বংশগতির একক কী ?
A) জনন কোশ
B) নেফ্রন
C) জাইগোট
D) জিন
সঠিক উত্তর:
18. কাকের রাসায়নিক দূত বলা হয় ?
A) উৎসেচক
B) হরমোন
C) শুক্রাণু
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হরমোন
19. কুকুরের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্যকারী অঙ্গ হল ?
A) লোম
B) ত্বক
C) জিভ
D) কোনদিনই নয়
সঠিক উত্তর: কোনদিনই নয়
20. সর্বজনীন গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ?
A) O
B) A
C) B
D) AB
সঠিক উত্তর: AB
21. সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্ত কে বলা হয় ?
A) O
B) B
C) AB
D) A
সঠিক উত্তর: O
22. জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে ?
A) অগ্নাশয়
B) প্লিহা
C) যকৃৎ
D) প্রিওথলি
সঠিক উত্তর: যকৃৎ
23. ব্যথা ও জ্বরের জন্য নিচের কোন ঔষধটি বহুল প্রচলিত ?
A) মরফিন
B) ডাটুরিন
C) অ্যাসপিরিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অ্যাসপিরিন
24. আয়োডিনের অভাবে কী রোগ হয় ?
A) রাতকানা
B) বেরিবেরি
C) গলগন্ড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: গলগন্ড
25. নিচের কোন অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করানো হয় ?
A) যকৃৎ
B) অগ্নাশয়
C) পাকস্থলী
D) বৃক্ক
সঠিক উত্তর: বৃক্ক
Read more:: General knowledge question answer part 22
No comments:
Post a Comment