Breaking

Tuesday, May 21, 2024

General knowledge question answer part 25

General knowledge question answer part 25
General knowledge question answer part 25
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 25 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 25 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 25


01. মহাবীর এর আগে কতজন তীর্থঙ্কর ছিলেন ?
A) 22 জন
B) 26 জন
C) 20 জন
D) 23 জন
সঠিক উত্তর: 23 জন

02. মহাবীরের পূর্বতম তীর্থঙ্করের নাম কী ?
A) পার্শ্বনাথ
B) বর্ধমান
C) গোসান
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: পার্শ্বনাথ

03. মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন ?
A) গৌতম
B) গোসান
C) পার্শ্বনাথ
D) ঋষভ
সঠিক উত্তর: গোসান

04. কোথায় মহাবীর দেহ ত্যাগ করেন ?
A) পাটনা
B) বৈশালী
C) পাটলিপুত্র
D) পাবা
সঠিক উত্তর: পাবা

05. গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন ?
A) তরাই অঞ্চলে
B) পাটনা
C) নেপালের তরাই অঞ্চলের লুম্বিনিতে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: নেপালের তরাই অঞ্চলের লুম্বিনিতে

06. বুদ্ধ সর্বপ্রথম তার ধর্মমত প্রচার করেন কোথায় ?
A) পাটলিপুত্র
B) কাশী
C) সারনাথ
D) অবন্তী
সঠিক উত্তর: সারনাথ

07. গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন ?
A) কুশিনগরে
B) কুন্দপুরে
C) সারনাথে
D) কপিলাবস্তুতে
সঠিক উত্তর: কুশিনগরে

08. বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষার লেখা ?
A) সংস্কৃত
B) খরোষ্ঠী
C) পালি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: পালি

09. আলেকজান্ডারের শিক্ষক ছিলেন—
A) ফিলিপ
B) প্লেটো
C) অ্যারিস্টটল
D) সেলুকাস
সঠিক উত্তর: অ্যারিস্টটল

10. কত সালে আলেকজান্ডারের মৃত্যু হয় ?
A) 323 খ্রিস্টাব্দে পূ.
B) 328 খ্রিস্টাব্দে পূ.
C) 325 খ্রিস্টাব্দে পূ.
D) 300 খ্রিস্টাব্দে পূ.
সঠিক উত্তর: 323 খ্রিস্টাব্দে পূ.

11. আলেকজান্ডারের হাত থেকে কে ভারতকে উদ্ধার করেন ?
A) পুরু
B) চন্দ্রগুপ্ত মৌর্য
C) চাণক্য
D) মহাপদ্মনন্দ
সঠিক উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য

12. গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন ?
A) সাতবাহন
B) কুষাণ
C) চোল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সাতবাহন

13. 'শকারি' উপাধি কে নিয়েছিলেন ?
A) প্রথম চন্দ্রগুপ্ত
B) সমুদ্রগুপ্ত
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

14. কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
A) কুজল কতফিসেস
B) বিম কতফিসেস
C) দ্বিতীয় কদফিসেস
D) কনিষ্ক
সঠিক উত্তর: কনিষ্ক

15. শকাব্দ প্রচলন করেন কে ?
A) কনিষ্ক
B) সমুদ্রগুপ্ত
C) শকারি
D) চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তর: কনিষ্ক

16. কোন বছর থেকে 'শকাব্দ' প্রচলিত হয় ?
A) 78 খ্রিস্টপূর্বাব্দ
B) 72 খ্রিস্টাব্দ
C) 75 খ্রিষ্টাব্দ
D) 78 খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: 78 খ্রিষ্টাব্দ

17. কনিষ্কের রাজধানীর নাম—
A) পাটলিপুত্র
B) খোটান
C) পুরুষপূর বা পেশোয়ার
D) ইয়ারখন্দ
সঠিক উত্তর: পুরুষপূর বা পেশোয়ার

18. কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন ?
A) জৈন ধর্ম
B) ইসলাম ধর্ম
C) হিন্দুধর্ম
D) মহাজন বৌদ্ধধর্ম
সঠিক উত্তর: মহাজন বৌদ্ধধর্ম

19. দ্বিতীয় 'অশোক' কাকে বলা হয় ?
A) কনিষ্ককে
B) মিনান্দারকে
C) গন্ডফাফার্নিসকে
D) এদের কেউ নয়
সঠিক উত্তর: কনিষ্ককে

20. 'বুদ্ধচরিত' কার রচনা ?
A) অশ্বঘোষ
B) অশোক
C) উপগুপ্ত
D) নাগার্জুন
সঠিক উত্তর: অশ্বঘোষ

21. 'বজ্রসূচি' কার রচনা ?
A) অশ্বঘোষ
B) বসুবন্ধু
C) নাগার্জুন
D) চরক
সঠিক উত্তর: অশ্বঘোষ

22. প্রজ্ঞাপারমিতা সূত্র-এর রচয়িতা কে ?
A) বসুবন্ধু
B) অশ্বঘোষ
C) নাগার্জুন
D) এদের কেউ নয়
সঠিক উত্তর: নাগার্জুন

23. কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে ?
A) মৌর্য যুগে
B) কুষাণ যুগে
C) পল্লব যুগে
D) গুপ্ত যুগে
সঠিক উত্তর: কুষাণ যুগে

24. প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
A) হরিচন্দ্র
B) মিহির ভোজ
C) নাগভট্ট
D) বৎসরাজ
সঠিক উত্তর: মিহির ভোজ

25. খাজুরাহের মন্দিরগুলি কোন রাজাদের কীর্তি ?
A) চালুক্য
B) চের
C) চোল
D) চান্দেল্লা
সঠিক উত্তর: চান্দেল্লা

No comments:

Post a Comment