General knowledge question answer part 27
General knowledge question answer part 27 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 27 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 27 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 27
01. গুপ্ত বংশের শেষ সম্রাট কে ?
A) প্রথম কুমারগুপ্ত
B) বিষ্ণুগুপ্ত
C) স্কন্দগুপ্ত
D) বৃহদ্রোথ
সঠিক উত্তর: বিষ্ণুগুপ্ত
02. কত খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন ?
A) 600 খ্রিস্টাব্দে
B) 610 খ্রিস্টাব্দে
C) 602 খ্রিস্টাব্দে
D) 606 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 606 খ্রিস্টাব্দে
03. 'হর্ষচরিত'-এর রচয়িতা কে ?
A) হর্ষবর্ধন
B) অশ্বঘোষ
C) বানভট্ট
D) এরা কেউ নন
সঠিক উত্তর: বানভট্ট
04. কাদম্বরী কার রচনা ?
A) কুমারিল ভট্ট
B) বানভট্ট
C) পতঞ্জলি
D) পাণিনি
সঠিক উত্তর: বানভট্ট
05. হর্ষবর্ধনের আমলে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন ?
A) হিউয়েন সাঙ
B) ফা-হিয়েন
C) সি-ইউ-কি
D) এরা কেউ নন
সঠিক উত্তর: হিউয়েন সাঙ
06. হিউয়েন সাঙ রচিত গ্রন্থটির নাম কী ?
A) ইন্ডিকা
B) ইউ চি
C) সি-ইউ-কি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সি-ইউ-কি
07. গৌড় বা বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন ?
A) দেব পাল
B) লক্ষণ সেন
C) বল্লাল সেন
D) শশাঙ্ক
সঠিক উত্তর: শশাঙ্ক
08. শশাঙ্কের রাজধানীর নাম ছিল—
A) ঢাকা
B) গৌড়
C) কর্ণসুবর্ণ
D) দাভক
সঠিক উত্তর: কর্ণসুবর্ণ
09. পাল বংশের প্রথম রাজা কে ছিলেন ?
A) মহিপাল
B) দেবপাল
C) ধর্মপাল
D) গোপাল
সঠিক উত্তর: গোপাল
10. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
A) রামপাল
B) দেবপাল
C) ধর্মপাল
D) প্রথম মহীপাল
সঠিক উত্তর: দেবপাল
11. 'পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধীরাজ' উপাধি কে গ্রহণ করেন ?
A) গোপাল
B) দেবপাল
C) রামপাল
D) ধর্মপাল
সঠিক উত্তর: ধর্মপাল
12. বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি ?
A) তক্ষশিলা
B) নালন্দা
C) বিক্রমশীলা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: তক্ষশিলা
13. বাংলাদেশের কৌলিন্য প্রথার প্রবর্তক—
A) বল্লাল সেন
B) লক্ষণ সেন
C) শশাঙ্ক
D) বিজয় সেন
সঠিক উত্তর: বল্লাল সেন
14. বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কার আদেশে নির্মিত হয়েছিল ?
A) হর্ষবর্ধন
B) বল্লাল সেন
C) ধর্মপাল
D) দেব পাল
সঠিক উত্তর: ধর্মপাল
15. সোমপুরি, ওদন্তপুরী মহাবিহারগুলির নির্মাতা কে ?
A) ধর্মপাল
B) সমুদ্রগুপ্ত
C) দেবপাল
D) মহীপাল
সঠিক উত্তর: ধর্মপাল
16. শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
A) তক্ষশীলা
B) নালন্দা
C) সোমপুরী
D) বিক্রমশিলা
সঠিক উত্তর: নালন্দা
17. সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন ?
A) বিক্রমাদিত্য
B) বিম্বিসার
C) অশোক
D) ধর্মপাল
সঠিক উত্তর: অশোক
18. প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট কোন যুগের লোক ?
A) কুষান
B) গুপ্ত
C) মৌর্য
D) পুষ্যভূতি
সঠিক উত্তর: গুপ্ত
19. 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' গ্রন্থ দুটির রচয়িতা কে ?
A) বল্লাল সেন
B) লক্ষণ সেন
C) উমাপতি
D) ধোয়ী
সঠিক উত্তর: বল্লাল সেন
20. সংস্কৃত সাহিত্যের বিখ্যাত দূতকাব্য 'পবনদূতম' কে রচনা করেন ?
A) অনিরুদ্ধ ভট্ট
B) উমাপতি ধর
C) ধোয়ী
D) হলায়ুধ
সঠিক উত্তর: ধোয়ী
21. 'গীতগোবিন্দ' কে রচনা করেন ?
A) উমাপতি ধর
B) জয়দেব
C) সর্বানন্দ
D) শূলপাণি
সঠিক উত্তর: জয়দেব
22. ধীমান ও বিতপাল কোন যুগের শিল্পী ছিলেন ?
A) গুপ্ত যুগ
B) পাল যুগ
C) সেন যুগ
D) কুষাণ যুগ
সঠিক উত্তর: পাল যুগ
23. হিন্দু আইন 'দায়ভাগ'-এর রচয়িতা কে ?
A) লক্ষণ সেন
B) জীমূতবাহন
C) সর্বানন্দ
D) হলায়ুধ
সঠিক উত্তর: জীমূতবাহন
24. দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত ?
A) ওড়িশা
B) মহারাষ্ট্র
C) রাজস্থানের আবু পাহাড়
D) বিহার
সঠিক উত্তর: রাজস্থানের আবু পাহাড়
25. রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত ?
A) কর্ণাটক
B) তাঞ্জোর
C) পান্ড্য
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: তাঞ্জোর
Read more:: General knowledge question answer part 26
No comments:
Post a Comment