Breaking

Wednesday, May 22, 2024

General knowledge question answer part 27

General knowledge question answer part 27
General knowledge question answer part 27
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 27 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 27 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 27


01. গুপ্ত বংশের শেষ সম্রাট কে ?
A) প্রথম কুমারগুপ্ত
B) বিষ্ণুগুপ্ত
C) স্কন্দগুপ্ত
D) বৃহদ্রোথ
সঠিক উত্তর: বিষ্ণুগুপ্ত

02. কত খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন ?
A) 600 খ্রিস্টাব্দে
B) 610 খ্রিস্টাব্দে
C) 602 খ্রিস্টাব্দে
D) 606 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 606 খ্রিস্টাব্দে

03. 'হর্ষচরিত'-এর রচয়িতা কে ?
A) হর্ষবর্ধন
B) অশ্বঘোষ
C) বানভট্ট
D) এরা কেউ নন
সঠিক উত্তর: বানভট্ট

04. কাদম্বরী কার রচনা ?
A) কুমারিল ভট্ট
B) বানভট্ট
C) পতঞ্জলি
D)  পাণিনি
সঠিক উত্তর: বানভট্ট

05. হর্ষবর্ধনের আমলে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন ?
A) হিউয়েন সাঙ
B) ফা-হিয়েন
C) সি-ইউ-কি
D) এরা কেউ নন
সঠিক উত্তর: হিউয়েন সাঙ

06. হিউয়েন সাঙ রচিত গ্রন্থটির নাম কী ?
A) ইন্ডিকা
B) ইউ চি
C) সি-ইউ-কি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সি-ইউ-কি

07. গৌড় বা বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন ?
A) দেব পাল
B) লক্ষণ সেন
C) বল্লাল সেন
D) শশাঙ্ক
সঠিক উত্তর: শশাঙ্ক

08. শশাঙ্কের রাজধানীর নাম ছিল—
A) ঢাকা
B) গৌড় 
C) কর্ণসুবর্ণ
D) দাভক
সঠিক উত্তর: কর্ণসুবর্ণ

09. পাল বংশের প্রথম রাজা কে ছিলেন ?
A) মহিপাল
B) দেবপাল
C) ধর্মপাল
D) গোপাল
সঠিক উত্তর: গোপাল

10. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
A) রামপাল
B) দেবপাল
C) ধর্মপাল
D) প্রথম মহীপাল
সঠিক উত্তর: দেবপাল

11. 'পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধীরাজ' উপাধি কে গ্রহণ করেন ?
A) গোপাল
B) দেবপাল
C) রামপাল
D) ধর্মপাল
সঠিক উত্তর: ধর্মপাল

12. বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি ?
A) তক্ষশিলা
B) নালন্দা
C) বিক্রমশীলা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: তক্ষশিলা

13. বাংলাদেশের কৌলিন্য প্রথার প্রবর্তক—
A) বল্লাল সেন
B) লক্ষণ সেন
C) শশাঙ্ক
D) বিজয় সেন
সঠিক উত্তর: বল্লাল সেন

14. বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কার আদেশে নির্মিত হয়েছিল ?
A) হর্ষবর্ধন
B) বল্লাল সেন
C) ধর্মপাল
D) দেব পাল
সঠিক উত্তর: ধর্মপাল

15. সোমপুরি, ওদন্তপুরী মহাবিহারগুলির নির্মাতা কে ?
A) ধর্মপাল
B) সমুদ্রগুপ্ত
C) দেবপাল
D) মহীপাল
সঠিক উত্তর: ধর্মপাল

16. শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
A) তক্ষশীলা
B) নালন্দা
C) সোমপুরী
D) বিক্রমশিলা
সঠিক উত্তর: নালন্দা

17. সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন ?
A) বিক্রমাদিত্য
B) বিম্বিসার
C) অশোক
D) ধর্মপাল
সঠিক উত্তর: অশোক

18. প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট কোন যুগের লোক ?
A) কুষান
B) গুপ্ত
C) মৌর্য
D) পুষ্যভূতি
সঠিক উত্তর: গুপ্ত

19. 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' গ্রন্থ দুটির রচয়িতা কে ?
A) বল্লাল সেন
B) লক্ষণ সেন
C) উমাপতি
D) ধোয়ী
সঠিক উত্তর: বল্লাল সেন

20. সংস্কৃত সাহিত্যের বিখ্যাত দূতকাব্য 'পবনদূতম' কে রচনা করেন ?
A) অনিরুদ্ধ ভট্ট
B) উমাপতি ধর
C) ধোয়ী
D) হলায়ুধ
সঠিক উত্তর: ধোয়ী

21. 'গীতগোবিন্দ' কে রচনা করেন ?
A) উমাপতি ধর
B) জয়দেব
C) সর্বানন্দ
D) শূলপাণি
সঠিক উত্তর: জয়দেব

22. ধীমান ও বিতপাল কোন যুগের শিল্পী ছিলেন ?
A) গুপ্ত যুগ
B) পাল যুগ
C) সেন যুগ
D) কুষাণ যুগ
সঠিক উত্তর: পাল যুগ

23. হিন্দু আইন 'দায়ভাগ'-এর রচয়িতা কে ?
A) লক্ষণ সেন
B) জীমূতবাহন
C) সর্বানন্দ
D) হলায়ুধ
সঠিক উত্তর: জীমূতবাহন

24. দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত ?
A) ওড়িশা
B) মহারাষ্ট্র
C) রাজস্থানের আবু পাহাড়
D) বিহার
সঠিক উত্তর: রাজস্থানের আবু পাহাড়

25. রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত ?
A) কর্ণাটক
B) তাঞ্জোর
C) পান্ড্য
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: তাঞ্জোর

No comments:

Post a Comment