General Knowledge Question Answer Part 03
General Knowledge Question Answer Part 03 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 03 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 03 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General Knowledge Question Answer Part 03
01. ভারতের কোন রাজ্যটি আয়তনে সবথেকে বড়?
A) মধ্যপ্রদেশ
B) উত্তর প্রদেশ
C) রাজস্থান
D) মহারাষ্ট্র
সঠিক উত্তর: রাজস্থান
02. ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়?
A) ১৯৭২ সালে
B) ১৯৭০ সালে
C) ১৯৭৪ সালে
D) ১৯৭৩ সালে
সঠিক উত্তর: ১৯৭৪ সালে
03. দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পায়?
A) ১৯৫৬ সালে
B) ১৯৫০ সালে
C) ১৯৫৪ সালে
D) ১৯৫৮ সালে
সঠিক উত্তর: ১৯৫৬ সালে
04. দাদরা ও নগর হাভেলির প্রধান বিচারালয় হল?
A) মুম্বাই
B) কেরালা
C) দিল্লি
D) চন্ডিগড়
সঠিক উত্তর: ) মুম্বাই
05. ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হল?
A) পুদুচেরি
B) সিকিম
C) গোয়া
D) কেরালা
সঠিক উত্তর: সিকিম
06. মনিপুর কে 'ভারতের মনি' কে বলতেন?
A) জওহরলাল নেহের
B) প্রফুল্ল ঘোষ
C) জাকির হোসেন
D) ইন্দিরা গান্ধী
সঠিক উত্তর: জওহরলাল নেহের
07. 'আরব সাগরের রানী' আমি পরিচিত-
A) কোহিমা
B) কোচি
C) চন্ডিগড়
D) কলকাতা
সঠিক উত্তর: কোচি
08. ভারতের দুধের বালতি বলা হয়?
A) পশ্চিমবঙ্গকে
B) মেঘালয়কে
C) হরিয়ানাকে
D) কেরালাকে
সঠিক উত্তর: হরিয়ানাকে
09. ভারতের জাতীয় পতাকা ভারতীয় জনগণকে উৎসর্গ করা হলো -
A) ১৯৪৭ সালের ৮ আগস্ট মধ্যরাতে
B) ১৯৪৮ সালের ১০ ফেব্রুয়ারি দুপুরে
C) ১৯৪৭ সালের ১৪ই আগস্ট মধ্যরাতে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ১৯৪৭ সালের ৮ আগস্ট মধ্যরাতে
10. ভারতীয় গণপরিষদে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়-
A) ১৯৪৭ সালের ১ মেয়ে
B) ১৯৪৮ সালের ২০ অক্টোবর
C) ১৯৪৭ সালের ২২ জুলাই
D) ১৯৪৮ সালের ৭ আগস্ট
সঠিক উত্তর: ১৯৪৭ সালের ২২ জুলাই
11. 'জনগণমন' -কে ভারতীয় জাতীয় সংগীত হিসেবে গণ্য করা হয়-
A) ২৪ জানুয়ারি ১৯৫০
B) ১১ মার্চ ১৯৫০
C) ১৫ আগস্ট ১৯৪৭
D) ১৪ আগস্ট ১৯৪৮
সঠিক উত্তর: ১৯৪৭ সালের ২২ জুলাই
12. ভারতের জাতীয় প্রতীকে ক-টি সিংহ দেখা যায়-
A) তিনটি
B) চারটি
C) দুটি
D) একটি
সঠিক উত্তর: তিনটি
13. ভারতের স্বাধীনতা লাভের আগে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকার নিচের কোনটি ছিল?
A) চরকা
B) ছাতা
C) ধানের শীষ
D) কাস্তে
সঠিক উত্তর: চরকা
14. দুর্গাপুর কি নামে পরিচিত?
A) ভারতের রুর
B) ভারতের ম্যানচেস্টার
C) ভারতের লন্ডন
D) ভারতের চেমসফোর্ড
সঠিক উত্তর: ভারতের রুর
15. নিচের কোনটি ভারতীয় নৌবাহিনীর প্রথম বায়ুযান বহনকারী জাহাজ?
A) আই এন এস বিক্রান্ত
B) আই এন এস বিরাট
C) আই এন এস শক্তি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: আই এন এস বিক্রান্ত
16. দক্ষিণাত্যের কাশী নামে কোন শহরটি পরিচিত?
A) বিশাখাপত্তনম
B) কন্যাকুমারী
C) পুদুচেরি
D) মাদুরাই
সঠিক উত্তর: মাদুরাই
17. সাত পাহাড়ের শহর কোনটি?
A) রোম
B) ভ্যাটিক্যান সিটি
C) প্যালেস্টাইন
D) এথেন্স
সঠিক উত্তর: রোম
18. কোন নদীটি পরিচিত স্বর্ণরেনুর নদী নামে?
A) ইয়াংসিং কিয়াং
B) গঙ্গা
C) নীল
D) মিসিসিপি মৌসৌরী
সঠিক উত্তর: ইয়াংসিং কিয়াং
19. ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশটি?
A) অ্যালবেনিয়া
B) তুরস্ক
C) গ্রীস
D) রোমানিয়া
সঠিক উত্তর: তুরস্ক
20. ভারতের প্রবেশদ্বার হিসেবে কোন শহরটি পরিচিত?
A) কলকাতা
B) গুজরাট
C) দিল্লি
D) মুম্বাই
সঠিক উত্তর: মুম্বাই
21. প্যাগোডার দেশ কাকে বলে?
A) ভারত
B) মায়ানমার
C) জাপান
D) তিব্বত
সঠিক উত্তর: মায়ানমার
22. পঞ্চ নদের দেশ কাকে বলে?
A) পাঞ্জাব
B) মোট্রিল
C) গোল্ডারল্যান্ড
D) গুজরাট
সঠিক উত্তর: পাঞ্জাব
23. কোন দেশ ইউরোপের ক্রীড়া ভূমি নামে পরিচিত?
A) সুইজারল্যান্ড
B) জার্মানি
C) ইটালি
D) স্পেন
সঠিক উত্তর: সুইজারল্যান্ড
24. 'আইফেল টাওয়ার' কোথায় আছে?
A) প্যারিস
B) লন্ডন
C) রোম
D) মক্কা
সঠিক উত্তর: প্যারিস
25. মায়ানমারের মুদ্রার নাম কি?
A) কিয়াত
B) নীরা
C) রুপি
D)উয়ান
সঠিক উত্তর: কিয়াত
Read more ::General Knowledge Question Answer Part 02
No comments:
Post a Comment