General knowledge question answer part 32 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 32 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 32 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 32
01. বীরবলের আসল নাম কী ছিল ?
A) মহেশ দাস
B) শ্যাম দাস
C) রাম দাস
D) ভগবান দাস
সঠিক উত্তর: মহেশ দাস
02. ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন ?
A) প্রথম বাজিরাও
B) দ্বিতীয় বাজিরাও
C) বালাজি বাজিরাও
D) মাধবরাও
সঠিক উত্তর: বালাজি বাজিরাও
03. কোন শিলা লিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি 'দেবনামপিয়া' দিয়ে নয় ?
A) বাহাঁপুর
B) মহাস্থান
C) তক্ষশীলা
D) মাস্কি
সঠিক উত্তর: মাস্কি
04. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে—
A) ভূমধ্যসাগর
B) লোহিত সাগর
C) আটলান্টিক মহাসাগর
D) পারস্য উপসাগর
সঠিক উত্তর: ভূমধ্যসাগর
05. ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
A) ভোপাল
B) সিমলা
C) লখনৌ
D) দেরাদুন
সঠিক উত্তর: দেরাদুন
06. পৃথিবীর শুষ্ক তম মরুভূমি হল ?
A) সাহারা
B) গোবি
C) আটাকামা
D) থর
সঠিক উত্তর: আটাকামা
07. জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত—
A) মধ্যপ্রদেশ
B) আসাম
C) তামিলনাড়ু
D) পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর: পশ্চিমবঙ্গ
08. মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত ?
A) মহারাষ্ট্রের কয়না নদী
B) উত্তরপ্রদেশের বেতোয়া নদী
C) গুজরাটের তাপ্তি নদী
D) ওড়িশার মহানদী
সঠিক উত্তর: উত্তরপ্রদেশের বেতোয়া নদী
09. "কালো" মাটির অন্য প্রচলিত নাম কী ?
A) রেগুর
B) ভাবর
C) ভাঙড়
D) থাদার
সঠিক উত্তর: রেগুর
10. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন—
A) রাজ্যসভা দ্বারা
B) লোকসভা দ্বারা
C) সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা
D) সংসদের সদস্য দ্বারা
সঠিক উত্তর: সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা
11. ভারতের আয়কর হল—
A) অপ্রত্যক্ষ এবং প্রগতিশীল
B) প্রত্যক্ষ এবং আনুপাতিক
C) অপ্রত্যক্ষ এবং আনুপাতিক
D) প্রত্যক্ষ এবং প্রগতিশীল
সঠিক উত্তর: প্রত্যক্ষ এবং প্রগতিশীল
12. গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থা নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ ?
A) এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক
B) এশিয়ান উন্নয়ন ব্যাংক
C) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
D) বিশ্ব ব্যাংক
সঠিক উত্তর: আন্তর্জাতিক মুদ্রা তহবিল
13. লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসেবে উল্লেখ করা হয়—
A) নিফটি
B) সেনসেক্স
C) ফুটসি (এফটিএসই)
D) ব্রেন্ট
সঠিক উত্তর: ফুটসি (এফটিএসই)
14. নিম্নলিখিত বিভাগের কোনটি ভারত তার জি.ডি.পি. -এর সর্বাধিক অংশ লাভ করে ?
A) নির্মাণক্ষেত্র
B) কৃষিক্ষেত্র
C) সেবাক্ষেত্র
D) উৎপাদনক্ষেত্র
সঠিক উত্তর: সেবাক্ষেত্র
15. নিচের কোনটি রিজার্ভ ব্যাংক (আর.বি.আই) -এর কাজ নয় ?
A) সরকারের ব্যাংকার
B) সাধারণ মানুষের আমানত গ্রহণকারী
C) ব্যাংক নোট ইস্যু করা
D) বাণিজ্যিক ব্যাংকগুলির নগদ সংরক্ষণের প্রহরী
সঠিক উত্তর: সাধারণ মানুষের আমানত গ্রহণকারী
16. নিউটনের প্রথম গতিসূত্র টি পরিচিত হয়েছে—
A) জড়তার মূলনীতি
B) স্থির নীতি
C) আপেক্ষিকতার মূলনীতি
D) কার্যকারিতা নীতি
সঠিক উত্তর: জড়তার মূলনীতি
17. 'গোবর' গ্যাসের প্রধান উপাদান হল—
A) মিথেন
B) ইথেন
C) হাইড্রোজেন
D) কার্বন ডাই অক্সাইড
সঠিক উত্তর: মিথেন
18. নিম্নলিখিত একক গুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় ?
A) ওহম
B) কুলম্ব
C) অ্যাংস্ট্রম
D) সিমেন
সঠিক উত্তর: অ্যাংস্ট্রম
19. নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি—
A) বল
B) ভর
C) জড়তা
D) ঘনত্ব
সঠিক উত্তর: বল
20. সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে ?
A) নিউক্লিয়ার ফিউশন
B) রাসায়নিক বিক্রিয়া
C) নিউক্লিয়ার ফিশন
D) ফোটোইলেক্ট্রিক প্রভাব
সঠিক উত্তর: নিউক্লিয়ার ফিউশন
21. রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে হয়—
A) বয়েলের সূত্র
B) নিউটনের সূত্র
C) পাস্কালের সূত্র
D) কেপলারের সূত্র
সঠিক উত্তর: নিউটনের সূত্র
22. বাণিজ্যিক সার ষগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকা সম্ভাবনা সবচেয়ে কম ?
A) ফসফরাস
B) সিলিকন
C) নাইট্রোজেন
D) পটাশিয়াম
সঠিক উত্তর: সিলিকন
23. নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি ?
A) হীরক
B) গ্রাফাইট
C) কাঠকয়লা
D) কোক
সঠিক উত্তর: হীরক
24. নিম্নলিখিত নোবেল গ্যাসের মধ্যে যেটি বায়ুমন্ডলে অনুপস্থিত সেটি হল—
A) হিলিয়াম
B) রেডন
C) জেনন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: রেডন
25. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয় ?
A) আলফা
B) বিটা
C) গামা
D) ডেল্টা
সঠিক উত্তর: গামা
Read more:: General knowledge question answer part 31
No comments:
Post a Comment