General knowledge question answer part 46
General knowledge question answer part 46 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 46 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 46 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 46
01. রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয় ?
A) ১৮৬৩
B) ১৮৫০
C) ১৮৭০
D) ১৮৬৮
সঠিক উত্তর: ১৮৬৩
02. রেড ক্রস ডে কবে পালিত হয় ?
A) ১১ জুলাই
B) ১৬ সেপ্টেম্বর
C) ৮ মে
D) ৮ জুন
সঠিক উত্তর: ৮ মে
03. সম্প্রীতি আবিষ্কৃত নতুন যন্ত্র আইপ্যাড কোন কোম্পানির ?
A) HP
B) APPLE
C) IBM
D) TCS
সঠিক উত্তর: APPLE
04. ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার, যেটি প্রধানত ধ্বংস করে—
A) ডেটা
B) যন্ত্রাদি
C) প্রোগ্রাম
D) হার্ডওয়ার
সঠিক উত্তর: ডেটা
05. কম্পিউটারে উইন্ডোজ হল—
A) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
B) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
C) অপারেটিং সিস্টেম
D) হার্ডওয়্যার
সঠিক উত্তর: অপারেটিং সিস্টেম
06. টেলিফোনের সঙ্গে কম্পিউটারের সংযোগ ঘটায় নিচের কোনটি ?
A) মোডেম
B) স্ক্যানার
C) প্রিন্টার
D) রম
সঠিক উত্তর: মোডেম
07. কম্পিউটার বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
A) চার্লস ব্যাবেজ
B) লেডি অগাস্টা
C) হারম্যান হোলেরিথা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: চার্লস ব্যাবেজ
08. কোন প্রজন্মের কম্পিউটারের নলেজ ইনফর্মেশন প্রসেস সিস্টেম ব্যবহৃত ?
A) দ্বিতীয়
B) তৃতীয়
C) পঞ্চম
D) চতুর্থ
সঠিক উত্তর: পঞ্চম
09. ইন্টারনেটের ব্যবহার কোন মহাদেশের সবচেয়ে বেশি ?
A) উত্তর আমেরিকা
B) ইউরোপ
C) দক্ষিণ আমেরিকা
D) এশিয়া
সঠিক উত্তর: এশিয়া
10. নিচের গণ্ডি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় ?
A) Excel
B) Ms-word
C) Amipro
D) Word Perfect
সঠিক উত্তর:
11. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী ?
A) কোন অক্ষরের উচ্চতা
B) কোন অক্ষরের আকৃতির ধরন
C) কোন অক্ষরের স্টাইল
D) আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম
সঠিক উত্তর: আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম
12. প্রসেসরকে নিয়ন্ত্রণ করে ?
A) অপারেটিং সিস্টেম
B) এপ্লিকেশন সফটওয়্যার
C) হার্ড ডিক্স
D) কি-বোর্ড
সঠিক উত্তর: অপারেটিং সিস্টেম
13. অপারেটিং সিস্টেম হল—
A) কম্পিউটার চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার
B) অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম
C) এক ধরনের অ্যাসেম্বলার
D) এক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
সঠিক উত্তর: কম্পিউটার চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার
14. কমপাইলার প্রকৃতপক্ষে কী ?
A) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম
B) এক ধরনের অপারেটিং সিস্টেম
C) এক ধরনের ইন্টারপ্রেটর
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম
15. কার্নেল কী ?
A) হার্ডওয়ার
B) মেমরির অংশ
C) অপারেটিং সিস্টেমের অংশ
D) ইউজার ইন্টারফেস
সঠিক উত্তর: অপারেটিং সিস্টেমের অংশ
16. কোশের সমবিভাজনকে কী বিভাজন বলা হয় ?
A) এমাইটোসিস
B) মিয়োসিস
C) ফটোলাইসিস
D) মাইটোসিস
সঠিক উত্তর: মাইটোসিস
17. জিনোমে যে সংখ্যক ক্রোমোজোম থাকে তা হলো—
A) হ্যাপ্লয়েড
B) ডিপ্লয়েড
C) ট্রিপ্লয়েড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হ্যাপ্লয়েড
18. কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয় ?
A) জাইলেম
B) সীভনল
C) কৈশিক নল
D) ফ্লোয়েম
সঠিক উত্তর: জাইলেম
19. কোন কলার মাধ্যমে উদ্ভিদ খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানের সংবহন করে ?
A) ফ্লোয়েম
B) জাইলেম
C) ট্র্যাকিড
D) প্যারেনকাইমা
সঠিক উত্তর: ফ্লোয়েম
20. লোহিত কণিকার রঙ্গকপদার্থটি হল—
A) বেসোফিল
B) হিমোগ্লোবিন
C) ক্রমোফিল
D) মনোসাইট
সঠিক উত্তর: হিমোগ্লোবিন
21. বাষ্পমোচনের জন্য কোনটি প্রধানতম দায়ী—
A) গলগি বডি
B) ক্রিস্টি
C) স্টোমাটা
D) গ্ৰানা
সঠিক উত্তর: স্টোমাটা
22. সালোকসংশ্লেষের প্রধান রঙ্গক কী ?
A) ক্যারোটিন
B) ক্লোরোফিল
C) বেসোফিল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ক্লোরোফিল
23. হিল বিকারক কাকে বলে ?
A) NADP
B) RUBP
C) PGA
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: NADP
24. পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণক্ষমতা কত ?
A) ৩ লিটার
B) ৫ লিটার
C) ৬ লিটার
D) ৮ লিটার
সঠিক উত্তর: ৬ লিটার
25. শ্বসনকালে ক-টি ATP অণু উৎপন্ন হয় ?
A) ৩০
B) ৩৫
C) ৩৮
D) ৪০
সঠিক উত্তর: ৩৮
Read more :: General knowledge question answer pat 45
No comments:
Post a Comment