General knowledge question answer part 47 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 47 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 47 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 47
01. ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো-
A) মান ও দিক
B) মান
C) দিক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মান ও দিক
02. নিচের কোনটি এককহীন রাশি ?
A) আপেক্ষিক তাপ
B) আপেক্ষিক গুরুত্ব
C) উষ্ণতা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: আপেক্ষিক গুরুত্ব
03. পৃথিবীর কেন্দ্রে g-এর মান হল-
A) সর্বাধিক
B) শূন্য
C) ভূপৃষ্ঠের সমান
D) ভূপৃষ্ঠের অর্ধেক
সঠিক উত্তর: শূন্য
04. চলন্ত বাস ব্রেক কষলে বাঁসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় যে কারণে তা হলো-
A) গতিজাড্য
B) স্থিতিজাড্য
C) দুটোই
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: স্থিতিজাড্য
05. রকেটের কার্যনীতি কীসের ওপর প্রতিষ্ঠিত ?
A) শক্তির সংরক্ষণ
B) ভরের সংরক্ষণ
C) ভরবেগের সংরক্ষণ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভরবেগের সংরক্ষণ
06. প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থান কোথায় ?
A) ভার ও প্রযুক্ত বলের মাঝে
B) দণ্ডের প্রান্তে
C) মাঝে ও প্রান্তে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভার ও প্রযুক্ত বলের মাঝে
07. দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের কোথায় থাকে ?
A) মাঝে
B) মাঝে ও প্রান্তে
C) প্রান্তে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মাঝে
08. তৃতীয় শ্রেণীর লিভারে বল দণ্ডের কোথায় থাকে ?
A) মাঝে ও প্রান্তে
B) মাঝে
C) প্রান্তে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মাঝে
09. মরুভূমির মরীচিকার কারণ হলো-
A) প্রতিফলন
B) বিক্ষেপণ
C) ব্যতিচার
D) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
সঠিক উত্তর: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
10. জলে আংশিক ডোবানো সোজা দন্ডকে বাঁকা দেখানোর কারণ হলো-
A) প্রতিফলন
B) প্রতিসরণ
C) ব্যতিচার
D) সমাবর্তন
সঠিক উত্তর: প্রতিসরণ
11. সিনেমার পর্দা কীরূপ হওয়া উচিত ?
A) সাদা ও মসৃণ
B) রঙিন ও অমসৃণ
C) রঙিন ও মসৃণ
D) সাদা ও অমসৃণ
সঠিক উত্তর: সাদা ও অমসৃণ
12. 'অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন' স্থাপিত হয় কবে ?
A) ১৯৫৩
B) ১৯৫৭
C) ১৯৫৬
D) ১৯৫২
সঠিক উত্তর: ১৯৫৬
13. ভারতে পরিবার পরিকল্পনা কর্মসূচি যে সালে গ্রহণ করা হয়েছিল-
A) ১৯৫৫
B) ১৯৫৩
C) ১৯৫২
D) ১৯৯১
সঠিক উত্তর: ১৯৫২
14. কোন পরিকল্পনাকে 'জনগণের পরিকল্পনা' বলা হয় ?
A) প্রথম পরিকল্পনা
B) দ্বিতীয় পরিকল্পনা
C) চতুর্থ পরিকল্পনা
D) পঞ্চম পরিকল্পনা
সঠিক উত্তর: পঞ্চম পরিকল্পনা
15. ভারতে প্রথম অর্থনৈতিক পরিকল্পনার সময়কাল-
A) ১৯৫১-৫৬
B) ১৯৫২-৫৭
C) ১৯৫০-৫৫
D) ১৯৫৬-৬১
সঠিক উত্তর: ১৯৫১-৫৬
16. মরশুমি বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায় ?
A) শিক্ষা ক্ষেত্রে
B) পরিবহন ক্ষেত্রে
C) শিল্প ক্ষেত্রে
D) কৃষি ক্ষেত্রে
সঠিক উত্তর: কৃষি ক্ষেত্রে
17. ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে ?
A) ১ জানুয়ারি
B) ৩১ মার্চ
C) ১ এপ্রিল
D) ২৮ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: ১ এপ্রিল
18. নিচের কোনটি পরোক্ষ কর নয় ?
A) সম্পদ কর
B) বিক্রয় কর
C) প্রমোদ কর
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সম্পদ কর
19. কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল কোন পরিকল্পনাকালে ?
A) চতুর্থ
B) পঞ্চম
C) দ্বিতীয়
D) তৃতীয়
সঠিক উত্তর: পঞ্চম
20. স্বাধীনতার পরে প্রথম আধুনিক এক টাকার মুদ্রা চালু হয়-
A) ডিসেম্বর ১৯৬২
B) জুলাই ১৯৬২
C) এপ্রিল ১৯৬৭
D) আগস্ট ১৯৬৫
সঠিক উত্তর: জুলাই ১৯৬২
21. দশমিক পদ্ধতি অনুসারে প্রথম এক পয়সার মুদ্রা চালু হয়েছিল কবে ?
A) জুলাই ১৯৬২
B) মার্চ ১৯৬৩
C) এপ্রিল ১৯৬৭
D) মার্চ ১৯৬২
সঠিক উত্তর: মার্চ ১৯৬২
22. অন্যান্য ব্যাংকের নিকাশঘর রূপে কোন ব্যাংক কাজ করে ?
A) রিজার্ভ ব্যাংক
B) গ্রামীণ ব্যাংক
C) স্টেট ব্যাংক
D) সমবায় ব্যাংক
সঠিক উত্তর: রিজার্ভ ব্যাংক
23. কোন ভাইসরয়ের আমলে বাজেট প্রথার প্রবর্তন হয়েছিল ?
A) ক্যানিং
B) এলগিন
C) রিপন
D) ডালহৌসি
সঠিক উত্তর: ক্যানিং
24. সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যে ক্ষেত্রে-
A) গম
B) পাট
C) ধান
D) চা
সঠিক উত্তর: গম
25. বিশ্ব বাণিজ্য সংস্থা নিম্নলিখিত কোন সংস্থার নতুন নাম ?
A) ইকোনমিক সোশ্যাল কাউন্সিল
B) আই এম এফ
C) আই এফ সি
D) গ্যাট
সঠিক উত্তর: গ্যাট
Read more :: General knowledge question answer part 46
No comments:
Post a Comment