Breaking

Thursday, June 27, 2024

General knowledge question answer part 47

General knowledge question answer part 47
General knowledge question answer part 47

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 47 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 47 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 47

01. ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো- A) মান ও দিক B) মান C) দিক D) কোনোটিই নয় সঠিক উত্তর: মান ও দিক 02. নিচের কোনটি এককহীন রাশি ? A) আপেক্ষিক তাপ B) আপেক্ষিক গুরুত্ব C) উষ্ণতা D) কোনোটিই নয় সঠিক উত্তর: আপেক্ষিক গুরুত্ব 03. পৃথিবীর কেন্দ্রে g-এর মান হল- A) সর্বাধিক B) শূন্য C) ভূপৃষ্ঠের সমান D) ভূপৃষ্ঠের অর্ধেক সঠিক উত্তর: শূন্য 04. চলন্ত বাস ব্রেক কষলে বাঁসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় যে কারণে তা হলো- A) গতিজাড্য B) স্থিতিজাড্য C) দুটোই D)  কোনোটিই নয় সঠিক উত্তর: স্থিতিজাড্য 05. রকেটের কার্যনীতি কীসের ওপর প্রতিষ্ঠিত ? A) শক্তির সংরক্ষণ B) ভরের সংরক্ষণ C) ভরবেগের সংরক্ষণ D) কোনোটিই নয় সঠিক উত্তর: ভরবেগের সংরক্ষণ 06. প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থান কোথায় ? A) ভার ও প্রযুক্ত বলের মাঝে B) দণ্ডের প্রান্তে C) মাঝে ও প্রান্তে D) কোনোটিই নয় সঠিক উত্তর: ভার ও প্রযুক্ত বলের মাঝে 07. দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের কোথায় থাকে ? A) মাঝে B) মাঝে ও প্রান্তে C) প্রান্তে D) কোনোটিই নয় সঠিক উত্তর: মাঝে 08. তৃতীয় শ্রেণীর লিভারে বল দণ্ডের কোথায় থাকে ? A) মাঝে ও প্রান্তে B) মাঝে C) প্রান্তে D) কোনোটিই নয় সঠিক উত্তর: মাঝে 09. মরুভূমির মরীচিকার কারণ হলো- A) প্রতিফলন B) বিক্ষেপণ C) ব্যতিচার D) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সঠিক উত্তর: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন 10. জলে আংশিক ডোবানো সোজা দন্ডকে বাঁকা দেখানোর কারণ হলো- A) প্রতিফলন B) প্রতিসরণ C) ব্যতিচার D) সমাবর্তন সঠিক উত্তর: প্রতিসরণ 11. সিনেমার পর্দা কীরূপ হওয়া উচিত ? A) সাদা ও মসৃণ B) রঙিন ও অমসৃণ C) রঙিন ও মসৃণ D) সাদা ও অমসৃণ সঠিক উত্তর: সাদা ও অমসৃণ 12. 'অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন' স্থাপিত হয় কবে ? A) ১৯৫৩ B) ১৯৫৭ C) ১৯৫৬ D) ১৯৫২ সঠিক উত্তর: ১৯৫৬ 13. ভারতে পরিবার পরিকল্পনা কর্মসূচি যে সালে গ্রহণ করা হয়েছিল- A) ১৯৫৫ B) ১৯৫৩ C) ১৯৫২ D) ১৯৯১ সঠিক উত্তর: ১৯৫২ 14. কোন পরিকল্পনাকে 'জনগণের পরিকল্পনা' বলা হয় ? A) প্রথম পরিকল্পনা B) দ্বিতীয় পরিকল্পনা C) চতুর্থ পরিকল্পনা D) পঞ্চম পরিকল্পনা সঠিক উত্তর: পঞ্চম পরিকল্পনা 15. ভারতে প্রথম অর্থনৈতিক পরিকল্পনার সময়কাল- A) ১৯৫১-৫৬ B) ১৯৫২-৫৭ C) ১৯৫০-৫৫ D) ১৯৫৬-৬১ সঠিক উত্তর: ১৯৫১-৫৬ 16. মরশুমি বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায় ? A) শিক্ষা ক্ষেত্রে B) পরিবহন ক্ষেত্রে C) শিল্প ক্ষেত্রে D) কৃষি ক্ষেত্রে সঠিক উত্তর: কৃষি ক্ষেত্রে 17. ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে ? A) ১ জানুয়ারি B) ৩১ মার্চ C) ১ এপ্রিল D) ২৮ ফেব্রুয়ারি সঠিক উত্তর: ১ এপ্রিল 18. নিচের কোনটি পরোক্ষ কর নয় ? A) সম্পদ কর B) বিক্রয় কর C) প্রমোদ কর D) কোনোটিই নয় সঠিক উত্তর: সম্পদ কর 19. কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল কোন পরিকল্পনাকালে ? A) চতুর্থ B) পঞ্চম C) দ্বিতীয় D) তৃতীয় সঠিক উত্তর: পঞ্চম 20. স্বাধীনতার পরে প্রথম আধুনিক এক টাকার মুদ্রা চালু হয়- A) ডিসেম্বর ১৯৬২ B) জুলাই ১৯৬২ C) এপ্রিল ১৯৬৭ D) আগস্ট ১৯৬৫ সঠিক উত্তর: জুলাই ১৯৬২ 21. দশমিক পদ্ধতি অনুসারে প্রথম এক পয়সার মুদ্রা চালু হয়েছিল কবে ? A) জুলাই ১৯৬২ B) মার্চ ১৯৬৩ C) এপ্রিল ১৯৬৭ D) মার্চ ১৯৬২ সঠিক উত্তর: মার্চ ১৯৬২ 22. অন্যান্য ব্যাংকের নিকাশঘর রূপে কোন ব্যাংক কাজ করে ? A) রিজার্ভ ব্যাংক B) গ্রামীণ ব্যাংক C) স্টেট ব্যাংক D) সমবায় ব্যাংক সঠিক উত্তর: রিজার্ভ ব্যাংক 23. কোন ভাইসরয়ের আমলে বাজেট প্রথার প্রবর্তন হয়েছিল ? A) ক্যানিং B) এলগিন C) রিপন D) ডালহৌসি সঠিক উত্তর: ক্যানিং 24. সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যে ক্ষেত্রে- A) গম B) পাট C) ধান D) চা সঠিক উত্তর: গম 25. বিশ্ব বাণিজ্য সংস্থা নিম্নলিখিত কোন সংস্থার নতুন নাম ? A) ইকোনমিক সোশ্যাল কাউন্সিল B) আই এম এফ C) আই এফ সি D) গ্যাট সঠিক উত্তর: গ্যাট

No comments:

Post a Comment