General knowledge question answer part 53 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 53 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 53 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 53
01. ফুসফুসের আবরণ কে কী বলা হয় ?
A) প্লুরা
B) প্লাসেন্টা
C) হৃদঝিল্লি
D) সবকটিই
সঠিক উত্তর: প্লুরা
02. হৃৎপিন্ডের আবরণ কে কী বলে ?
A) পেরিকারডিয়াম
B) রেটিকুলাম
C) প্লাসেন্টা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: পেরিকারডিয়াম
03. BMR বাড়ায় যে হরমোনটি তা হল—
A) ADH
B) থাইরক্সিন
C) অ্যাড্রিনালিন
D) ইনসুলিন
সঠিক উত্তর: থাইরক্সিন
04. সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে ?
A) ভিটামিন A
B) ভিটামিন B
C) ভিটামিন C
D) ভিটামিন D
সঠিক উত্তর: ভিটামিন D
05. সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে ?
A) কার্বোহাইড্রেট
B) প্রোটিন
C) লবণ
D) স্নেহজাতীয়
সঠিক উত্তর: স্নেহজাতীয়
06. ভিটামিন D-এর অভাবে বয়স্কদের কোন রোগ হয় ?
A) রাতকানা
B) অস্টিওম্যালেরিয়া
C) স্কার্ভি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অস্টিওম্যালেরিয়া
07. রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
A) A
B) B
C) C
D) D
সঠিক উত্তর: D
08. রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
A) A
B) B
C) C
D) D
সঠিক উত্তর: A
09. নিচের কোন উদ্ভিদ হরমোনটি বৃদ্ধিরধক ?
A) অক্সিন
B) কাইনিন
C) অ্যাবসাইসিক অ্যাসিড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অ্যাবসাইসিক অ্যাসিড
10. তাপৎকালীন হরমোন কোনটি ?
A) অ্যাড্রিনালিন
B) অক্সিন
C) TSH
D) STH
সঠিক উত্তর: অ্যাড্রিনালিন
11. ফাইটোপ্লাঙ্কটন উপাদানটি হলো জলজ বস্তুতন্ত্রের—
A) বিয়োজক
B) উৎপাদক
C) খাদক
D) পরিবর্তক
সঠিক উত্তর: উৎপাদক
12. নিচের কোনটি পরোক্ষ কর নয় ?
A) প্রমোদ কর
B) বিক্রয় কর
C) সম্পদ কর
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সম্পদ কর
13. গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত ?
A) হর্ষবর্ধন
B) শশাঙ্ক
C) লক্ষণ সেন
D) দেব পাল
সঠিক উত্তর: শশাঙ্ক
14. তাম্রলিপি কার সঙ্গে সম্পর্কিত ?
A) কনিষ্ক
B) বল্লাল সেন
C) হর্ষবর্ধন
D) কেউই নয়
সঠিক উত্তর: হর্ষবর্ধন
15. হর্ষ চরিত্র কার রচনা ?
A) হর্ষবর্ধন
B) বানভট্ট
C) হরিসেন
D) কেউই নয়
সঠিক উত্তর: বানভট্ট
16. রামচরিত -এর রচয়িতা কে ?
A) সন্ধ্যাকর নন্দী
B) জয়দেব
C) অনিরুদ্ধ
D) শুভাকর গুপ্ত
সঠিক উত্তর: সন্ধ্যাকর নন্দী
17. রাজতরঙ্গিনী-এর রচয়িতা কে ?
A) উমাপতি ধর
B) বিলহন
C) কলহন
D) ধোয়ী
সঠিক উত্তর: কলহন
18. 'আইন-ই-আকবরী' কার রচনা ?
A) বাদাউনি
B) আবুল ফজল
C) ফিরিসতা
D) কেউই নন
সঠিক উত্তর: আবুল ফজল
19. দ্বিতীয় 'অশোক' কাকে বলা হয় ?
A) কনিষ্ককে
B) মিনান্দারকে
C) গন্ডফাফার্নিসকে
D) এদের কেউ নয়
সঠিক উত্তর: কনিষ্ককে
20. 'বুদ্ধচরিত' কার রচনা ?
A) অশ্বঘোষ
B) অশোক
C) উপগুপ্ত
D) নাগার্জুন
সঠিক উত্তর: অশ্বঘোষ
21. 'বজ্রসূচি' কার রচনা ?
A) অশ্বঘোষ
B) বসুবন্ধু
C) নাগার্জুন
D) চরক
সঠিক উত্তর: অশ্বঘোষ
22. প্রজ্ঞাপারমিতা সূত্র-এর রচয়িতা কে ?
A) বসুবন্ধু
B) অশ্বঘোষ
C) নাগার্জুন
D) এদের কেউ নয়
সঠিক উত্তর: নাগার্জুন
23. কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে ?
A) মৌর্য যুগে
B) কুষাণ যুগে
C) পল্লব যুগে
D) গুপ্ত যুগে
সঠিক উত্তর: কুষাণ যুগে
24. প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
A) হরিচন্দ্র
B) মিহির ভোজ
C) নাগভট্ট
D) বৎসরাজ
সঠিক উত্তর: মিহির ভোজ
25. খাজুরাহের মন্দিরগুলি কোন রাজাদের কীর্তি ?
A) চালুক্য
B) চের
C) চোল
D) চান্দেল্লা
সঠিক উত্তর: চান্দেল্লা
Read more :: General knowledge question answer part 52
No comments:
Post a Comment