Breaking

Monday, July 15, 2024

General knowledge question answer part 53

General knowledge question answer part 53
General knowledge question answer part 53

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 53 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 53 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 53

01. ফুসফুসের আবরণ কে কী বলা হয় ? A) প্লুরা B) প্লাসেন্টা C) হৃদঝিল্লি D) সবকটিই সঠিক উত্তর: প্লুরা 02. হৃৎপিন্ডের আবরণ কে কী বলে ? A) পেরিকারডিয়াম B) রেটিকুলাম C) প্লাসেন্টা D) কোনোটিই নয় সঠিক উত্তর: পেরিকারডিয়াম 03. BMR বাড়ায় যে হরমোনটি তা হল— A) ADH B) থাইরক্সিন C) অ্যাড্রিনালিন D) ইনসুলিন সঠিক উত্তর: থাইরক্সিন 04. সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে ? A) ভিটামিন A B) ভিটামিন B C) ভিটামিন C D) ভিটামিন D সঠিক উত্তর: ভিটামিন D 05. সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে ? A) কার্বোহাইড্রেট B) প্রোটিন C) লবণ D) স্নেহজাতীয় সঠিক উত্তর: স্নেহজাতীয় 06. ভিটামিন D-এর অভাবে বয়স্কদের কোন রোগ হয় ? A) রাতকানা B) অস্টিওম্যালেরিয়া C) স্কার্ভি D) কোনোটিই নয় সঠিক উত্তর: অস্টিওম্যালেরিয়া 07. রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় ? A) A B) B C) C D) D সঠিক উত্তর: D 08. রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ? A) A B) B C) C D) D সঠিক উত্তর: A 09. নিচের কোন উদ্ভিদ হরমোনটি বৃদ্ধিরধক ? A) অক্সিন B) কাইনিন C) অ্যাবসাইসিক অ্যাসিড D) কোনোটিই নয় সঠিক উত্তর: অ্যাবসাইসিক অ্যাসিড 10. তাপৎকালীন হরমোন কোনটি ? A) অ্যাড্রিনালিন B) অক্সিন C) TSH D) STH সঠিক উত্তর: অ্যাড্রিনালিন 11. ফাইটোপ্লাঙ্কটন উপাদানটি হলো জলজ বস্তুতন্ত্রের— A) বিয়োজক B) উৎপাদক C) খাদক D) পরিবর্তক সঠিক উত্তর: উৎপাদক 12. নিচের কোনটি পরোক্ষ কর নয় ? A) প্রমোদ কর B) বিক্রয় কর C) সম্পদ কর D) কোনোটিই নয় সঠিক উত্তর: সম্পদ কর 13. গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত ? A) হর্ষবর্ধন B) শশাঙ্ক C) লক্ষণ সেন D) দেব পাল সঠিক উত্তর: শশাঙ্ক 14. তাম্রলিপি কার সঙ্গে সম্পর্কিত ? A) কনিষ্ক B) বল্লাল সেন C) হর্ষবর্ধন D) কেউই নয় সঠিক উত্তর: হর্ষবর্ধন 15. হর্ষ চরিত্র কার রচনা ? A) হর্ষবর্ধন B) বানভট্ট C) হরিসেন D) কেউই নয় সঠিক উত্তর: বানভট্ট 16. রামচরিত -এর রচয়িতা কে ? A) সন্ধ্যাকর নন্দী B) জয়দেব C) অনিরুদ্ধ D) শুভাকর গুপ্ত সঠিক উত্তর: সন্ধ্যাকর নন্দী 17. রাজতরঙ্গিনী-এর রচয়িতা কে ? A) উমাপতি ধর B) বিলহন C) কলহন D) ধোয়ী সঠিক উত্তর: কলহন 18. 'আইন-ই-আকবরী' কার রচনা ? A) বাদাউনি B) আবুল ফজল C) ফিরিসতা D) কেউই নন সঠিক উত্তর: আবুল ফজল 19. দ্বিতীয় 'অশোক' কাকে বলা হয় ? A) কনিষ্ককে B) মিনান্দারকে C) গন্ডফাফার্নিসকে D) এদের কেউ নয় সঠিক উত্তর: কনিষ্ককে 20. 'বুদ্ধচরিত' কার রচনা ? A) অশ্বঘোষ B) অশোক C) উপগুপ্ত D) নাগার্জুন সঠিক উত্তর: অশ্বঘোষ 21. 'বজ্রসূচি' কার রচনা ? A) অশ্বঘোষ B) বসুবন্ধু C) নাগার্জুন D) চরক সঠিক উত্তর: অশ্বঘোষ 22. প্রজ্ঞাপারমিতা সূত্র-এর রচয়িতা কে ? A) বসুবন্ধু B) অশ্বঘোষ C) নাগার্জুন D) এদের কেউ নয় সঠিক উত্তর: নাগার্জুন 23. কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে ? A) মৌর্য যুগে B) কুষাণ যুগে C) পল্লব যুগে D) গুপ্ত যুগে সঠিক উত্তর: কুষাণ যুগে 24. প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ? A) হরিচন্দ্র B) মিহির ভোজ C) নাগভট্ট D) বৎসরাজ সঠিক উত্তর: মিহির ভোজ 25. খাজুরাহের মন্দিরগুলি কোন রাজাদের কীর্তি ? A) চালুক্য B) চের C) চোল D) চান্দেল্লা সঠিক উত্তর: চান্দেল্লা

No comments:

Post a Comment