General knowledge question answer part 54 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 54 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 54 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 54
01. মহাবীর এর আগে কতজন তীর্থঙ্কর ছিলেন ?
A) 22 জন
B) 26 জন
C) 20 জন
D) 23 জন
সঠিক উত্তর: 23 জন
02. মহাবীরের পূর্বতম তীর্থঙ্করের নাম কী ?
A) পার্শ্বনাথ
B) বর্ধমান
C) গোসান
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: পার্শ্বনাথ
03. মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন ?
A) গৌতম
B) গোসান
C) পার্শ্বনাথ
D) ঋষভ
সঠিক উত্তর: গোসান
04. কোথায় মহাবীর দেহ ত্যাগ করেন ?
A) পাটনা
B) বৈশালী
C) পাটলিপুত্র
D) পাবা
সঠিক উত্তর: পাবা
05. গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন ?
A) তরাই অঞ্চলে
B) পাটনা
C) নেপালের তরাই অঞ্চলের লুম্বিনিতে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: নেপালের তরাই অঞ্চলের লুম্বিনিতে
06. বুদ্ধ সর্বপ্রথম তার ধর্মমত প্রচার করেন কোথায় ?
A) পাটলিপুত্র
B) কাশী
C) সারনাথ
D) অবন্তী
সঠিক উত্তর: সারনাথ
07. গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন ?
A) কুশিনগরে
B) কুন্দপুরে
C) সারনাথে
D) কপিলাবস্তুতে
সঠিক উত্তর: কুশিনগরে
08. বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষার লেখা ?
A) সংস্কৃত
B) খরোষ্ঠী
C) পালি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: পালি
09. আলেকজান্ডারের শিক্ষক ছিলেন—
A) ফিলিপ
B) প্লেটো
C) অ্যারিস্টটল
D) সেলুকাস
সঠিক উত্তর: অ্যারিস্টটল
10. কত সালে আলেকজান্ডারের মৃত্যু হয় ?
A) 323 খ্রিস্টাব্দে পূ.
B) 328 খ্রিস্টাব্দে পূ.
C) 325 খ্রিস্টাব্দে পূ.
D) 300 খ্রিস্টাব্দে পূ.
সঠিক উত্তর: 323 খ্রিস্টাব্দে পূ.
11. র্যাফাইডস নিচের কোন ধরনের যৌগ ?
A) নাইট্রোজেন যৌগ
B) ক্যালসিয়াম কার্বনেট
C) ক্যালসিয়াম অক্সালেট কেলাস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ক্যালসিয়াম অক্সালেট কেলাস
12. মটর গাছের মূলের অর্বুদে বসবাস করে নীচের কোন ব্যাকটেরিয়া ?
A) রাইজোবিয়াম
B) ক্লসট্রিডিয়াম
C) ক্লোরোবিয়াম
D) কোনটিই নয়
সঠিক উত্তর: রাইজোবিয়াম
13. মানবদেহের হৃদপিন্ডের স্বাভাবিক ওজন গড়ে কত ?
A) ২৮০ গ্রাম
B) ২৫০ গ্রাম
C) ৩০০ গ্রাম
D) ৩৫০ গ্রাম
সঠিক উত্তর: ৩০০ গ্রাম
14. প্যারামিসিয়াম-এর গমন অঙ্গের নাম কী ?
A) সন্ধিপদ
B) সিলিয়া
C) ক্ষণপদ
D) ফ্ল্যাজেলা
সঠিক উত্তর: সিলিয়া
15. উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমোন হলো—
A) অক্সিন
B) সাইটোকাইনিন
C) জিব্বেলিন
D) জুভেনাইল
সঠিক উত্তর: অক্সিন
16. পতঙ্গের নির্মোচনের নিয়ন্ত্রক হরমোন কে কী বলা হয় ?
A) নিউরোহরমোন
B) ট্রপিকহরমোন
C) অক্সিন
D) জুভেনাইল হরমোন
সঠিক উত্তর: জুভেনাইল হরমোন
17. রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ হরমোন কোনটি ?
A) থাইমোসিন
B) ইনসুলিন
C) অ্যাড্রেনালিন
D) ইনসুলিন ও গ্লুকাগন
সঠিক উত্তর: ইনসুলিন ও গ্লুকাগন
18. ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয় ?
A) গ্লুকাগন
B) ইনসুলিন
C) গ্যাস্ট্রিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইনসুলিন
19. সিন্ধু সভ্যতার বাড়িগুলি কী দ্বারা তৈরি ?
A) পোড়া মাটির ইট
B) মাটি
C) পাথর
D) কাঠ
সঠিক উত্তর: পোড়া মাটির ইট
20. হিন্দু সভ্যতা বাসীদের কোন জন্তু অজ্ঞাত ছিল ?
A) ঘোড়া
B) কুকুর
C) গরু
D) মোষ
সঠিক উত্তর: ঘোড়া
21. সিন্ধু সভ্যতা বাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না ?
A) সোনা
B) লোহা
C) তামা
D) রুপো
সঠিক উত্তর: তামা
22. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
A) ভাগবত
B) মহাকাব্য
C) বেদ
D) পুরান
সঠিক উত্তর: বেদ
23. বেদের অপর নাম কী ?
A) শ্রুতি
B) স্মৃতি
C) সাম
D) ঋক
সঠিক উত্তর: শ্রুতি
24. মহাভারতের রচয়িতা কে ?
A) বাল্মিকী
B) বেদব্যাস
C) তুলসিদাস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বেদব্যাস
25. বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে ?
A) ইন্দ্র
B) বরুণ
C) মরুৎ
D) দৌঃ
সঠিক উত্তর: ইন্দ্র
Read more :: General knowledge question answer part 53
No comments:
Post a Comment