Breaking

Tuesday, July 16, 2024

General knowledge question answer part 54

General knowledge question answer part 54
General knowledge question answer part 54

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 54 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 54 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 54

01. মহাবীর এর আগে কতজন তীর্থঙ্কর ছিলেন ? A) 22 জন B) 26 জন C) 20 জন D) 23 জন সঠিক উত্তর: 23 জন 02. মহাবীরের পূর্বতম তীর্থঙ্করের নাম কী ? A) পার্শ্বনাথ B) বর্ধমান C) গোসান D) কোনোটিই নয় সঠিক উত্তর: পার্শ্বনাথ 03. মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন ? A) গৌতম B) গোসান C) পার্শ্বনাথ D) ঋষভ সঠিক উত্তর: গোসান 04. কোথায় মহাবীর দেহ ত্যাগ করেন ? A) পাটনা B) বৈশালী C) পাটলিপুত্র D) পাবা সঠিক উত্তর: পাবা 05. গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন ? A) তরাই অঞ্চলে B) পাটনা C) নেপালের তরাই অঞ্চলের লুম্বিনিতে D) কোনোটিই নয় সঠিক উত্তর: নেপালের তরাই অঞ্চলের লুম্বিনিতে 06. বুদ্ধ সর্বপ্রথম তার ধর্মমত প্রচার করেন কোথায় ? A) পাটলিপুত্র B) কাশী C) সারনাথ D) অবন্তী সঠিক উত্তর: সারনাথ 07. গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন ? A) কুশিনগরে B) কুন্দপুরে C) সারনাথে D) কপিলাবস্তুতে সঠিক উত্তর: কুশিনগরে 08. বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষার লেখা ? A) সংস্কৃত B) খরোষ্ঠী C) পালি D) কোনোটিই নয় সঠিক উত্তর: পালি 09. আলেকজান্ডারের শিক্ষক ছিলেন— A) ফিলিপ B) প্লেটো C) অ্যারিস্টটল D) সেলুকাস সঠিক উত্তর: অ্যারিস্টটল 10. কত সালে আলেকজান্ডারের মৃত্যু হয় ? A) 323 খ্রিস্টাব্দে পূ. B) 328 খ্রিস্টাব্দে পূ. C) 325 খ্রিস্টাব্দে পূ. D) 300 খ্রিস্টাব্দে পূ. সঠিক উত্তর: 323 খ্রিস্টাব্দে পূ. 11. র‍্যাফাইডস নিচের কোন ধরনের যৌগ ? A) নাইট্রোজেন যৌগ B) ক্যালসিয়াম কার্বনেট C) ক্যালসিয়াম অক্সালেট কেলাস D) কোনোটিই নয় সঠিক উত্তর: ক্যালসিয়াম অক্সালেট কেলাস 12. মটর গাছের মূলের অর্বুদে বসবাস করে নীচের কোন ব্যাকটেরিয়া ? A) রাইজোবিয়াম B) ক্লসট্রিডিয়াম C) ক্লোরোবিয়াম D) কোনটিই নয় সঠিক উত্তর: রাইজোবিয়াম 13. মানবদেহের হৃদপিন্ডের স্বাভাবিক ওজন গড়ে কত ? A) ২৮০ গ্রাম B) ২৫০ গ্রাম C) ৩০০ গ্রাম D) ৩৫০ গ্রাম সঠিক উত্তর: ৩০০ গ্রাম 14. প্যারামিসিয়াম-এর গমন অঙ্গের নাম কী ? A) সন্ধিপদ B) সিলিয়া C) ক্ষণপদ D) ফ্ল্যাজেলা সঠিক উত্তর: সিলিয়া 15. উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমোন হলো— A) অক্সিন B) সাইটোকাইনিন C) জিব্বেলিন D) জুভেনাইল সঠিক উত্তর: অক্সিন 16. পতঙ্গের নির্মোচনের নিয়ন্ত্রক হরমোন কে কী বলা হয় ? A) নিউরোহরমোন B) ট্রপিকহরমোন C) অক্সিন D) জুভেনাইল হরমোন সঠিক উত্তর: জুভেনাইল হরমোন 17. রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ হরমোন কোনটি ? A) থাইমোসিন B) ইনসুলিন C) অ্যাড্রেনালিন D) ইনসুলিন ও গ্লুকাগন সঠিক উত্তর: ইনসুলিন ও গ্লুকাগন 18. ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয় ? A) গ্লুকাগন B) ইনসুলিন C) গ্যাস্ট্রিন D) কোনোটিই নয় সঠিক উত্তর: ইনসুলিন 19. সিন্ধু সভ্যতার বাড়িগুলি কী দ্বারা তৈরি ? A) পোড়া মাটির ইট B) মাটি C) পাথর D) কাঠ সঠিক উত্তর: পোড়া মাটির ইট 20. হিন্দু সভ্যতা বাসীদের কোন জন্তু অজ্ঞাত ছিল ? A) ঘোড়া B) কুকুর C) গরু D) মোষ সঠিক উত্তর: ঘোড়া 21. সিন্ধু সভ্যতা বাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না ? A) সোনা B) লোহা C) তামা D) রুপো সঠিক উত্তর: তামা 22. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ? A) ভাগবত B) মহাকাব্য C) বেদ D) পুরান সঠিক উত্তর: বেদ 23. বেদের অপর নাম কী ? A) শ্রুতি B) স্মৃতি C) সাম D) ঋক সঠিক উত্তর: শ্রুতি 24. মহাভারতের রচয়িতা কে ? A) বাল্মিকী B) বেদব্যাস C) তুলসিদাস D) কোনোটিই নয় সঠিক উত্তর: বেদব্যাস 25. বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে ? A) ইন্দ্র B) বরুণ C) মরুৎ D) দৌঃ সঠিক উত্তর: ইন্দ্র

No comments:

Post a Comment