Breaking

Tuesday, July 23, 2024

General knowledge question answer part 60

General knowledge question answer part 60
General knowledge question answer part 60

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 60 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 60 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 60

01. বীরবলের আসল নাম কী ছিল ? A) মহেশ দাস B) শ্যাম দাস C) রাম দাস D) ভগবান দাস সঠিক উত্তর: মহেশ দাস 02. ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন ? A) প্রথম বাজিরাও B) দ্বিতীয় বাজিরাও C) বালাজি বাজিরাও D) মাধবরাও সঠিক উত্তর: বালাজি বাজিরাও 03. কোন শিলা লিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি 'দেবনামপিয়া' দিয়ে নয় ? A) বাহাঁপুর B) মহাস্থান C) তক্ষশীলা D) মাস্কি সঠিক উত্তর: মাস্কি 04. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে— A) ভূমধ্যসাগর B) লোহিত সাগর C) আটলান্টিক মহাসাগর D)  পারস্য উপসাগর সঠিক উত্তর: ভূমধ্যসাগর 05. ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? A) ভোপাল B) সিমলা C) লখনৌ D) দেরাদুন সঠিক উত্তর: দেরাদুন 06. পৃথিবীর শুষ্ক তম মরুভূমি হল ? A) সাহারা B) গোবি C) আটাকামা D) থর সঠিক উত্তর: আটাকামা 07. জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত— A) মধ্যপ্রদেশ B) আসাম C) তামিলনাড়ু D) পশ্চিমবঙ্গ সঠিক উত্তর: পশ্চিমবঙ্গ 08. মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত ? A) মহারাষ্ট্রের কয়না নদী B) উত্তরপ্রদেশের বেতোয়া নদী C) গুজরাটের তাপ্তি নদী D) ওড়িশার মহানদী সঠিক উত্তর: উত্তরপ্রদেশের বেতোয়া নদী 09. "কালো" মাটির অন্য প্রচলিত নাম কী ? A) রেগুর B) ভাবর C) ভাঙড় D) থাদার সঠিক উত্তর: রেগুর 10. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন— A) রাজ্যসভা দ্বারা B) লোকসভা দ্বারা C) সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা D) সংসদের সদস্য দ্বারা সঠিক উত্তর: সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা 11. 'লাল কুর্তা' বা 'রেড শার্ট' বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন ? A) মহম্মদ আলী জিন্নাহ B) খান আব্দুল গফফর খান C) রঞ্জিত সিংহ D) নেতাজি সুভাষ সঠিক উত্তর: খান আব্দুল গফফর খান 12. সাম্প্রদায়িক বাটোয়ারা কে চালু করেছিলেন ? A) মহম্মদ আলী জিন্নাহ B) বি আর আম্বেদকর C) র‍্যামসে ম্যাকডোনাল্ড D) লর্ড মাউন্টব্যাটেন সঠিক উত্তর: র‍্যামসে ম্যাকডোনাল্ড 13. 'ইন্ডিয়া ইনডিপেনডেনস লিগ' কে গঠন করেন ? A) মানবেন্দ্রনাথ রায় B) রাসবিহারী বসু C) বিঠলভাই প্যাটেল D) মৌলানা আবুল কালাম আজাদ সঠিক উত্তর: রাসবিহারী বসু 14. মাউন্টব্যাটেনের পরিকল্পনা কবে ঘোষিত হয় ? A) ১৯৪৭ খ্রি., ৩ মে B) ১৯৪৭ খ্রি., ৩ মার্চ C) ১৯৪৭ খ্রি., ৩ জুন D) ১৯৪৮ খ্রি., ৩ জানুয়ারি সঠিক উত্তর: ১৯৪৭ খ্রি., ৩ জুন 15. গণপরিষদের সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল কবে ? A) ডিসেম্বর ১৯, ১৯৪৬ খ্রি. B) ডিসেম্বর ৯, ১৯৪৬ খ্রি. C) ডিসেম্বর ৯, ১৯৪৭ খ্রি. D) ডিসেম্বর ৫, ১৯৪৮ খ্রি. সঠিক উত্তর: ডিসেম্বর ৯, ১৯৪৬ খ্রি. 16. সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন ? A) রাজেন্দ্রপ্রসাদ B) জওহরলাল নেহেরু C) বি আর আম্বেদকর D) মহাত্মা গান্ধি সঠিক উত্তর: বি আর আম্বেদকর 17. পাকিস্তানের করাচিতে সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের সভাপতি কে ছিলেন ? A) মহম্মদ আলি জিন্নাহ B) হুমায়ুন কবীর C) মৌলানা মহম্মদ আলি D) শাহনওয়াজ খান সঠিক উত্তর: মহম্মদ আলি জিন্নাহ 18. কাকে ভারতের 'গ্রান্ড ওল্ড ম্যান' বলা হয় ? A) অরবিন্দ ঘোষ B) বিপিনচন্দ্র পাল C) বালগঙ্গাধর তিলক D) দাদাভাই নওরোজি সঠিক উত্তর: দাদাভাই নওরোজি 19. মোবাইল যুগের তাম্র মুদ্রার নাম কী ছিল ? A) মনা B) দাম C) টাকা D) কোনোটিই নয় সঠিক উত্তর: দাম 20. তাজমহলের প্রধান স্থাপতি কে ছিলেন ? A) ফারুক বেগ B) ওস্তাদ ইশা C) বেবাদল খাঁ D) শাহজাহান সঠিক উত্তর: ওস্তাদ ইশা 21. ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন ? A) বলদেব দাস B) বেবাদল খাঁ C) ফারুক বেগ D) আবুল সাহান সঠিক উত্তর: বেবাদল খাঁ 22. আগ্রার অন্ধপক্ষী বলে কে অভিহিত হন ? A) সুরদাস B) বাজ বাহাদুর C) তানসেন D) বৈজুবাওড়া সঠিক উত্তর: সুরদাস 23. গুরু নানকের মৃত্যুর পর শিখ জাতির দ্বিতীয় গুরু কে হন ? A) রামদাস B) অমর দাস C) অঙ্গদ D) অর্জুন সঠিক উত্তর: অঙ্গদ 24. অমৃতসরের স্বর্ণমন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয় ? A) গুরু অঙ্গদ B) গুরু অর্জুন C) গুরু রামদাস D) গুরুনানক সঠিক উত্তর: গুরু রামদাস 25. 'আদি গ্রন্থ' বা 'গ্রন্থসাহিব' কে রচনা করেন ? A) গুরু অর্জুন B) রামদাস C) গুরুনানক D) তেগবাহাদুর সঠিক উত্তর: গুরু অর্জুন

No comments:

Post a Comment