General knowledge question answer part 60 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 60 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 60 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 60
01. বীরবলের আসল নাম কী ছিল ?
A) মহেশ দাস
B) শ্যাম দাস
C) রাম দাস
D) ভগবান দাস
সঠিক উত্তর: মহেশ দাস
02. ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন ?
A) প্রথম বাজিরাও
B) দ্বিতীয় বাজিরাও
C) বালাজি বাজিরাও
D) মাধবরাও
সঠিক উত্তর: বালাজি বাজিরাও
03. কোন শিলা লিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি 'দেবনামপিয়া' দিয়ে নয় ?
A) বাহাঁপুর
B) মহাস্থান
C) তক্ষশীলা
D) মাস্কি
সঠিক উত্তর: মাস্কি
04. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে—
A) ভূমধ্যসাগর
B) লোহিত সাগর
C) আটলান্টিক মহাসাগর
D) পারস্য উপসাগর
সঠিক উত্তর: ভূমধ্যসাগর
05. ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
A) ভোপাল
B) সিমলা
C) লখনৌ
D) দেরাদুন
সঠিক উত্তর: দেরাদুন
06. পৃথিবীর শুষ্ক তম মরুভূমি হল ?
A) সাহারা
B) গোবি
C) আটাকামা
D) থর
সঠিক উত্তর: আটাকামা
07. জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত—
A) মধ্যপ্রদেশ
B) আসাম
C) তামিলনাড়ু
D) পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর: পশ্চিমবঙ্গ
08. মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত ?
A) মহারাষ্ট্রের কয়না নদী
B) উত্তরপ্রদেশের বেতোয়া নদী
C) গুজরাটের তাপ্তি নদী
D) ওড়িশার মহানদী
সঠিক উত্তর: উত্তরপ্রদেশের বেতোয়া নদী
09. "কালো" মাটির অন্য প্রচলিত নাম কী ?
A) রেগুর
B) ভাবর
C) ভাঙড়
D) থাদার
সঠিক উত্তর: রেগুর
10. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন—
A) রাজ্যসভা দ্বারা
B) লোকসভা দ্বারা
C) সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা
D) সংসদের সদস্য দ্বারা
সঠিক উত্তর: সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা
11. 'লাল কুর্তা' বা 'রেড শার্ট' বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন ?
A) মহম্মদ আলী জিন্নাহ
B) খান আব্দুল গফফর খান
C) রঞ্জিত সিংহ
D) নেতাজি সুভাষ
সঠিক উত্তর: খান আব্দুল গফফর খান
12. সাম্প্রদায়িক বাটোয়ারা কে চালু করেছিলেন ?
A) মহম্মদ আলী জিন্নাহ
B) বি আর আম্বেদকর
C) র্যামসে ম্যাকডোনাল্ড
D) লর্ড মাউন্টব্যাটেন
সঠিক উত্তর: র্যামসে ম্যাকডোনাল্ড
13. 'ইন্ডিয়া ইনডিপেনডেনস লিগ' কে গঠন করেন ?
A) মানবেন্দ্রনাথ রায়
B) রাসবিহারী বসু
C) বিঠলভাই প্যাটেল
D) মৌলানা আবুল কালাম আজাদ
সঠিক উত্তর: রাসবিহারী বসু
14. মাউন্টব্যাটেনের পরিকল্পনা কবে ঘোষিত হয় ?
A) ১৯৪৭ খ্রি., ৩ মে
B) ১৯৪৭ খ্রি., ৩ মার্চ
C) ১৯৪৭ খ্রি., ৩ জুন
D) ১৯৪৮ খ্রি., ৩ জানুয়ারি
সঠিক উত্তর: ১৯৪৭ খ্রি., ৩ জুন
15. গণপরিষদের সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল কবে ?
A) ডিসেম্বর ১৯, ১৯৪৬ খ্রি.
B) ডিসেম্বর ৯, ১৯৪৬ খ্রি.
C) ডিসেম্বর ৯, ১৯৪৭ খ্রি.
D) ডিসেম্বর ৫, ১৯৪৮ খ্রি.
সঠিক উত্তর: ডিসেম্বর ৯, ১৯৪৬ খ্রি.
16. সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন ?
A) রাজেন্দ্রপ্রসাদ
B) জওহরলাল নেহেরু
C) বি আর আম্বেদকর
D) মহাত্মা গান্ধি
সঠিক উত্তর: বি আর আম্বেদকর
17. পাকিস্তানের করাচিতে সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের সভাপতি কে ছিলেন ?
A) মহম্মদ আলি জিন্নাহ
B) হুমায়ুন কবীর
C) মৌলানা মহম্মদ আলি
D) শাহনওয়াজ খান
সঠিক উত্তর: মহম্মদ আলি জিন্নাহ
18. কাকে ভারতের 'গ্রান্ড ওল্ড ম্যান' বলা হয় ?
A) অরবিন্দ ঘোষ
B) বিপিনচন্দ্র পাল
C) বালগঙ্গাধর তিলক
D) দাদাভাই নওরোজি
সঠিক উত্তর: দাদাভাই নওরোজি
19. মোবাইল যুগের তাম্র মুদ্রার নাম কী ছিল ?
A) মনা
B) দাম
C) টাকা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: দাম
20. তাজমহলের প্রধান স্থাপতি কে ছিলেন ?
A) ফারুক বেগ
B) ওস্তাদ ইশা
C) বেবাদল খাঁ
D) শাহজাহান
সঠিক উত্তর: ওস্তাদ ইশা
21. ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন ?
A) বলদেব দাস
B) বেবাদল খাঁ
C) ফারুক বেগ
D) আবুল সাহান
সঠিক উত্তর: বেবাদল খাঁ
22. আগ্রার অন্ধপক্ষী বলে কে অভিহিত হন ?
A) সুরদাস
B) বাজ বাহাদুর
C) তানসেন
D) বৈজুবাওড়া
সঠিক উত্তর: সুরদাস
23. গুরু নানকের মৃত্যুর পর শিখ জাতির দ্বিতীয় গুরু কে হন ?
A) রামদাস
B) অমর দাস
C) অঙ্গদ
D) অর্জুন
সঠিক উত্তর: অঙ্গদ
24. অমৃতসরের স্বর্ণমন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয় ?
A) গুরু অঙ্গদ
B) গুরু অর্জুন
C) গুরু রামদাস
D) গুরুনানক
সঠিক উত্তর: গুরু রামদাস
25. 'আদি গ্রন্থ' বা 'গ্রন্থসাহিব' কে রচনা করেন ?
A) গুরু অর্জুন
B) রামদাস
C) গুরুনানক
D) তেগবাহাদুর
সঠিক উত্তর: গুরু অর্জুন
Read more :: General knowledge question answer part 59
No comments:
Post a Comment