Breaking

Tuesday, July 30, 2024

General knowledge question answer part 67

General knowledge question answer part 67
General knowledge question answer part 67

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 67 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 67 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 67

01. 2020-র ‘Summer Olympic’কোথায় অনুষ্ঠিত হয়েছে? A) টোকিও B) বেজিং C) বার্লিন D) কোনোটিই নয় সঠিক উত্তর: বেজিং 02. কোন চলচ্চিত্র 64 তম ‘ফিল্ম ফেয়ার 2019’ এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে? A) রাজি B) কেদারন C) সঞ্জু D) বাধাই হো সঠিক উত্তর: রাজি 03. ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হন? A) পিনাকি চন্দ্র ঘোষ B) বিরাপ্পা পাইলি C) আন্না হাজার D) এর কেউই নন সঠিক উত্তর: পিনাকি চন্দ্র ঘোষ 04. ‘স্মৃতি মন্ধানা’ কোন খেলার সাথে যুক্ত? A) হকি B) ফুটবল C) ক্রিকেট D)  টেবিল টেনিস সঠিক উত্তর: ক্রিকেট 05. 1928 সালে ‘বরদলুই সত্যাগ্রহ’ আন্দোলনের নেতা কে ছিলেন? A) সর্দার বল্লভভাই প্যাটেল B) মহাদেব দেশাই C) মহাত্মা গান্ধী D) কেউ নয় সঠিক উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল 06. মেডিকেল কলেজ কলকাতা, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ? A) 1840 B) 1857 C) 1835 D) 1823 সঠিক উত্তর: 1835 07. ‘পাল বংশ’ কোথায় রাজত্ব করেছিল ? A) বিহার B) দিল্লী C) মধ্যপ্রদেশ D) মহারাষ্ট্র সঠিক উত্তর: বিহার 08. দিল্লীর প্রাচীন নাম কী ছিল ? A) গয়া B) পাটলিপুত্র C) অযোধ্যা D) ইন্দ্রপ্রস্থ সঠিক উত্তর: ইন্দ্রপ্রস্থ 09. কে 1905 সালে ‘ঢাকা অনুশীলন সমিতি’ স্থাপন করেছিলেন ? A) বারীন্দ্র কুমার ঘোষ B) পুলিন বিহারী দাস C) কেশবচন্দ্র সেন D) ক্ষুদিরাম বসু সঠিক উত্তর: পুলিন বিহারী দাস 10. ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ কে প্রতিষ্ঠা করেন ? A) রাসবিহারী বোস B) সূর্য সেন C) সুভাষ চন্দ্র বোস D) চিত্তরঞ্জন দাশ সঠিক উত্তর: সূর্য সেন 11. নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? A) ৫০০ টাকা B) ১ টাকা C) ২০০০ টাকা D) ১০০ টাকা সঠিক উত্তর: ১ টাকা 12. টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? A) অতিবেগুনি রশ্মি B) মাইক্রো তরঙ্গ C) অবলোহিত তরঙ্গ D) X রশ্মি সঠিক উত্তর: মাইক্রো তরঙ্গ 13. গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয়, তাহলে হল— A) গোলাকার অবতল দর্পণ B) গোলাকার উত্তল দর্পণ C) সমতল দর্পণ D) অধিবৃত্তাকার অবতল দর্পণ সঠিক উত্তর: অধিবৃত্তাকার অবতল দর্পণ 14. অতি নিম্নতাপমাত্রায় ঘঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হল— A) সাইটোজেনিকস B) ক্রায়োজেনিকস C) রেফ্রিজেনিকস D) ফ্রোজেনিকস সঠিক উত্তর: ক্রায়োজেনিকস 15. রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয়— A) ভেক্টর B) কন্ডাকটর C) ড্রোনস D) ট্রান্সমিটার সঠিক উত্তর: ভেক্টর 16. পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন ? A) এলি হুইটনি B) যোনাস সল্ক C) লুই পাস্তুর D) কোনরাড জুস সঠিক উত্তর: যোনাস সল্ক 17. কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক, তা হল— A) অস্ট্রেলিয়া B) জার্মানি C) ইংল্যান্ড D) স্পেন সঠিক উত্তর: স্পেন 18. হিরোশিমাতে ফেলা পারমানবিক বোমাটির সাংকেতিক নাম কী? A) লিটল বয় B) ফ্যাট ম্যান C) থিন বয় D) বিগ বয় সঠিক উত্তর: লিটল বয় 19. ‘অনিলা দেবী’ ছদ্মনামে কে পরিচিত ছিলেন? A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় B) গগনেন্দ্রনাথ ঠাকুর C) নারায়ন দেবনাথ D) আশাপূর্ণা দেবী সঠিক উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 20. ‘জ্যাব’কথাটি কোন খেলার সাথে যুক্ত? A) বক্সিং B) ক্রিকেট C) ফুটবল D) লন টেনিস সঠিক উত্তর: বক্সিং 21. ২০১৯ এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলংকৃত করেছিলেন? A) সাউথ আফ্রিকা B) ইজরায়েল C) রাশিয়া D) আমেরিকা সঠিক উত্তর: সাউথ আফ্রিকা 22. নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? A) ফুটবল B) হকি C) ব্যাডমিন্টন D) ক্রিকেট সঠিক উত্তর: ফুটবল 23. গিরীশ কানরাট কিসের সাথে যুক্ত ছিলেন? A) বিজ্ঞান B) নাটক C) খেলা D) জাদুবিদ্যা সঠিক উত্তর: নাটক 24. ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? A) পি টি উষা B) ঊষা সচদেব C) কর্ণাম মালেশ্বরী D) এর কেউই নন সঠিক উত্তর: কর্ণাম মালেশ্বরী 25. ‘The future of India’ কার লেখা? A) বিমল জালান B) অনুরাগ মাথুর C) দীপক চোপড়া D) অমিতাভ ঘোষ সঠিক উত্তর: বিমল জালান

No comments:

Post a Comment