General knowledge question answer part 67 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 67 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 67 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 67
01. 2020-র ‘Summer Olympic’কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A) টোকিও
B) বেজিং
C) বার্লিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বেজিং
02. কোন চলচ্চিত্র 64 তম ‘ফিল্ম ফেয়ার 2019’ এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে?
A) রাজি
B) কেদারন
C) সঞ্জু
D) বাধাই হো
সঠিক উত্তর: রাজি
03. ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হন?
A) পিনাকি চন্দ্র ঘোষ
B) বিরাপ্পা পাইলি
C) আন্না হাজার
D) এর কেউই নন
সঠিক উত্তর: পিনাকি চন্দ্র ঘোষ
04. ‘স্মৃতি মন্ধানা’ কোন খেলার সাথে যুক্ত?
A) হকি
B) ফুটবল
C) ক্রিকেট
D) টেবিল টেনিস
সঠিক উত্তর: ক্রিকেট
05. 1928 সালে ‘বরদলুই সত্যাগ্রহ’ আন্দোলনের নেতা কে ছিলেন?
A) সর্দার বল্লভভাই প্যাটেল
B) মহাদেব দেশাই
C) মহাত্মা গান্ধী
D) কেউ নয়
সঠিক উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল
06. মেডিকেল কলেজ কলকাতা, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
A) 1840
B) 1857
C) 1835
D) 1823
সঠিক উত্তর: 1835
07. ‘পাল বংশ’ কোথায় রাজত্ব করেছিল ?
A) বিহার
B) দিল্লী
C) মধ্যপ্রদেশ
D) মহারাষ্ট্র
সঠিক উত্তর: বিহার
08. দিল্লীর প্রাচীন নাম কী ছিল ?
A) গয়া
B) পাটলিপুত্র
C) অযোধ্যা
D) ইন্দ্রপ্রস্থ
সঠিক উত্তর: ইন্দ্রপ্রস্থ
09. কে 1905 সালে ‘ঢাকা অনুশীলন সমিতি’ স্থাপন করেছিলেন ?
A) বারীন্দ্র কুমার ঘোষ
B) পুলিন বিহারী দাস
C) কেশবচন্দ্র সেন
D) ক্ষুদিরাম বসু
সঠিক উত্তর: পুলিন বিহারী দাস
10. ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ কে প্রতিষ্ঠা করেন ?
A) রাসবিহারী বোস
B) সূর্য সেন
C) সুভাষ চন্দ্র বোস
D) চিত্তরঞ্জন দাশ
সঠিক উত্তর: সূর্য সেন
11. নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়?
A) ৫০০ টাকা
B) ১ টাকা
C) ২০০০ টাকা
D) ১০০ টাকা
সঠিক উত্তর: ১ টাকা
12. টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?
A) অতিবেগুনি রশ্মি
B) মাইক্রো তরঙ্গ
C) অবলোহিত তরঙ্গ
D) X রশ্মি
সঠিক উত্তর: মাইক্রো তরঙ্গ
13. গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয়, তাহলে হল—
A) গোলাকার অবতল দর্পণ
B) গোলাকার উত্তল দর্পণ
C) সমতল দর্পণ
D) অধিবৃত্তাকার অবতল দর্পণ
সঠিক উত্তর: অধিবৃত্তাকার অবতল দর্পণ
14. অতি নিম্নতাপমাত্রায় ঘঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হল—
A) সাইটোজেনিকস
B) ক্রায়োজেনিকস
C) রেফ্রিজেনিকস
D) ফ্রোজেনিকস
সঠিক উত্তর: ক্রায়োজেনিকস
15. রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয়—
A) ভেক্টর
B) কন্ডাকটর
C) ড্রোনস
D) ট্রান্সমিটার
সঠিক উত্তর: ভেক্টর
16. পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন ?
A) এলি হুইটনি
B) যোনাস সল্ক
C) লুই পাস্তুর
D) কোনরাড জুস
সঠিক উত্তর: যোনাস সল্ক
17. কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক, তা হল—
A) অস্ট্রেলিয়া
B) জার্মানি
C) ইংল্যান্ড
D) স্পেন
সঠিক উত্তর: স্পেন
18. হিরোশিমাতে ফেলা পারমানবিক বোমাটির সাংকেতিক নাম কী?
A) লিটল বয়
B) ফ্যাট ম্যান
C) থিন বয়
D) বিগ বয়
সঠিক উত্তর: লিটল বয়
19. ‘অনিলা দেবী’ ছদ্মনামে কে পরিচিত ছিলেন?
A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B) গগনেন্দ্রনাথ ঠাকুর
C) নারায়ন দেবনাথ
D) আশাপূর্ণা দেবী
সঠিক উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
20. ‘জ্যাব’কথাটি কোন খেলার সাথে যুক্ত?
A) বক্সিং
B) ক্রিকেট
C) ফুটবল
D) লন টেনিস
সঠিক উত্তর: বক্সিং
21. ২০১৯ এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলংকৃত করেছিলেন?
A) সাউথ আফ্রিকা
B) ইজরায়েল
C) রাশিয়া
D) আমেরিকা
সঠিক উত্তর: সাউথ আফ্রিকা
22. নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
A) ফুটবল
B) হকি
C) ব্যাডমিন্টন
D) ক্রিকেট
সঠিক উত্তর: ফুটবল
23. গিরীশ কানরাট কিসের সাথে যুক্ত ছিলেন?
A) বিজ্ঞান
B) নাটক
C) খেলা
D) জাদুবিদ্যা
সঠিক উত্তর: নাটক
24. ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন?
A) পি টি উষা
B) ঊষা সচদেব
C) কর্ণাম মালেশ্বরী
D) এর কেউই নন
সঠিক উত্তর: কর্ণাম মালেশ্বরী
25. ‘The future of India’ কার লেখা?
A) বিমল জালান
B) অনুরাগ মাথুর
C) দীপক চোপড়া
D) অমিতাভ ঘোষ
সঠিক উত্তর: বিমল জালান
Read more :: General knowledge question answer part 66
No comments:
Post a Comment