Breaking

Wednesday, August 21, 2024

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২

01. বিশ্বের একমাত্র floating national park কোনটি?
A) Keibul Lamjao National Park
B) Keoladeo National Park
C) Jim Corbett National Park
D) Periyar National Park
সঠিক উত্তর: Keibul Lamjao National Park

02. ভারতের উচ্চতম বাঁধ কোনটি?
A) হিরাকুদ বাঁধ
B) তেহরি বাঁধ
C) নাগার্জুন বাঁধ
D) গান্ধী সাগর বাঁধ
সঠিক উত্তর: তেহরি বাঁধ

03. কত সালে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছিল?
A) ২০০০ সালে
B) ২০০৪ সালে
C) ২০০৫ সালে
D) ২০০৭ সালে
সঠিক উত্তর: ২০০০ সালে

04. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলো উৎপাদন করা হয়?
A) গুজরাট
B) ঝাড়খণ্ড
C) রাজস্থান
D) ছত্তিশগড়
সঠিক উত্তর: গুজরাট

05. ভারতের সবচেয়ে পুরনো লৌহ-ইস্পাত কারখানা কোনটি?
A) IISCO
B) TISCO
C) SAIL
D) ESL
সঠিক উত্তর: TISCO

06. লোথিয়ান দ্বীপ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
A) উত্তর ২৪ পরগণা
B) দক্ষিণ ২৪ পরগণা
C) জলপাইগুড়ি
D) বাঁকুড়া
সঠিক উত্তর: দক্ষিণ ২৪ পরগণা

07. প্রেইরী তৃণভূমি প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়?
A) অস্ট্রেলিয়া
B) উত্তর আমেরিকা
C) নিউজিল্যান্ড
D) কেনিয়া
সঠিক উত্তর: উত্তর আমেরিকা

08. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ-
A) চিল্কা হ্রদ
B) পুষ্কর হ্রদ
C) পুলিকট হ্রদ
D) উলার হ্রদ
সঠিক উত্তর: চিল্কা হ্রদ

09. নিম্নের কোন রাজ্যে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে?
A) অরুণাচল প্রদেশ
B) মণিপুর
C) মধ্যপ্রদেশ
D) ঝাড়খন্ড
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ

10. অন্ধ্রপ্রদেশ ভেঙে নিম্নের কোন রাজ্যটি গঠিত হয়েছিল?
A) ছত্তিশগড়
B) কর্ণাটক
C) তেলেঙ্গানা
D) হরিয়ানা
সঠিক উত্তর: তেলেঙ্গানা

11. ভারতের হলুদ শহর কাকে বলা হয়?
A) আজমের
B) জয়সালমির
C) কোটা
D) বিকানের
সঠিক উত্তর: জয়সালমির

12. নৌটঙ্কি কোন রাজ্যের নৃত্য?
A) উত্তরপ্রদেশ
B) হরিয়ানা
C) পাঞ্জাব
D) রাজস্থান
সঠিক উত্তর: উত্তরপ্রদেশ

13. ভাকরা নাঙ্গল বাঁধ কোন রাজ্যে অবস্থিত?
A) পাঞ্জাব
B) ঝাড়খণ্ড
C) কর্ণাটক
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: পাঞ্জাব

14. সুখনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
A) রাজস্থান
B) চন্ডিগড়
C) মধ্যপ্রদেশ
D) উত্তরপ্রদেশ
সঠিক উত্তর: চন্ডিগড়

15. মঞ্জিরা কোন নদীর উপনদী?
A) দামোদর
B) মহানদী
C) গোদাবরী
D) সুবর্ণরেখা
সঠিক উত্তর: গোদাবরী

16. রূপালী বিপ্লব কিসের সঙ্গে যুক্ত?
A) ডিম উৎপাদন
B) আলু উৎপাদন
C) তুলো উৎপাদন
D) তৈলবীজ উৎপাদন
সঠিক উত্তর: ডিম উৎপাদন

17. Yenna Waterfall ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) কর্ণাটক
B) মহারাষ্ট্র
C) তেলেঙ্গানা
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: মহারাষ্ট্র

18. অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত?
A) কৃষ্ণা
B) কাবেরী
C) মহানদী
D) গোদাবরী
সঠিক উত্তর: কৃষ্ণা

19. রবি শস্য কোন ঋতুতে রোপন করা হয়?
A) গ্রীষ্মকাল
B) শীতকাল
C) হেমন্তকাল
D) বসন্তকাল
সঠিক উত্তর: শীতকাল

20. Duduma Waterfalls ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) ঝাড়খন্ড
B) উত্তরাখণ্ড
C) গোয়া
D) ওড়িশা
সঠিক উত্তর: ওড়িশা


No comments:

Post a Comment