Breaking

Friday, August 30, 2024

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

01. ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে ___ থেকে ?
A) বাবাবুদান পাহাড়
B) বোনাই
C) কেওনঝার
D) বাইলাডিলা
সঠিক উত্তর: বাবাবুদান পাহাড়

02. গুজরাটের প্রধান বন্দর হল ?
A) সুরাট
B) পোরবন্দর
C) ওখা
D) কান্ডালা
সঠিক উত্তর: কান্ডালা

03. ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
A) দার্জিলিং
B) গুয়াহাটি
C) শিলিগুড়ি
D) তেজপুর
সঠিক উত্তর: শিলিগুড়ি

04. নিম্নলিখিত কোনটি ভারতের রুঢ় নামে পরিচিত ?
A) মুম্বাই
B) নতুন দিল্লি
C) কানপুর
D) দুর্গাপুর
সঠিক উত্তর: দুর্গাপুর

05. কোন রাজ্যে গুগুনিয়া পাহাড়টি অবস্থিত ?
A) পশ্চিমবঙ্গ
B) ঝাড়খন্ড
C) মধ্যপ্রদেশ
D) হিমাচল প্রদেশ
সঠিক উত্তর: পশ্চিমবঙ্গ

06. ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ICG) জন্য প্রথম একাডেমি কোথায় গড়ে ওঠে চলেছে ?
A) কেরালা
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: কর্ণাটক

07. ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে ?
A) হায়দ্রাবাদকে
B) মুম্বাইকে
C) চেন্নাইকে
D) কানপুর কে
সঠিক উত্তর: চেন্নাইকে

08. ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী হল ?
A) লুনি
B) তাপ্তি
C) নর্মদা
D) মাহি
সঠিক উত্তর: লুনি

09. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল ?
A) আর্যভট্ট
B) স্পট
C) মার্কারি
D) টাইরাস-১
সঠিক উত্তর: আর্যভট্ট

10. আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত ?
A) মধ্য প্রদেশ
B) কেরালা
C) হিমাচল প্রদেশ
D) তেলেঙ্গানা
সঠিক উত্তর: কেরালা

11. উত্তরপ্রদেশের রাজধানী হল ?
A) এলাহাবাদ
B) পাটনা
C) দিল্লি
D) লক্ষ্মৌ
সঠিক উত্তর: লক্ষ্মৌ

12. সাতপুরা হল ?
A) ভঙ্গিল পর্বত
B) আগ্নেয় পর্বত
C) স্তূপ পর্বত
D) অবশিষ্ট পর্বত
সঠিক উত্তর: স্তূপ পর্বত

13. উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর হল ?
A) বিশাখাপত্তনম
B) তুতিকোরিন
C) গোপালপুর
D) পারাদ্বীপ
সঠিক উত্তর: পারাদ্বীপ

14. শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত ___ নদীতে ?
A) কাবেরী
B) গোদাবরী
C) কৃষ্ণা
D) মহানদী
সঠিক উত্তর: কাবেরী

15. বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হল ?
A) ট্রপোস্ফিয়ার
B) মেসোস্ফিয়ার
C) স্ট্যাটোস্ফিয়ার
D) আয়নোস্ফিয়ার
সঠিক উত্তর: আয়নোস্ফিয়ার

16. ভারতের বৃহত্তম লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত ?
A) হিমাচল প্রদেশ
B) হরিয়ানা
C) পাঞ্জাব
D) মধ্যপ্রদেশ 
সঠিক উত্তর: হিমাচল প্রদেশ

17. খনিজ তেল কোন শিলার তরল রূপ ?
A) আগ্নেয় শিলা
B) পাললিক শিলা
C) রূপান্তরিত শিলা
D) চূর্ণকময় শিলা
সঠিক উত্তর: পাললিক শিলা

18. "ডেকান ট্রাপ" গঠিত হয়েছে প্রধানত কোন শিলা দ্বারা ?
A) আগ্নেয় শিলা
B) আগ্নেয় ও রূপান্তরিত শিলা
C) পাললিক ও রূপান্তরিত শিলা
D) রূপান্তরিত শিলা
সঠিক উত্তর: আগ্নেয় শিলা

19. ভারতের চা উৎপাদনে ____ রাজ্যের স্থান প্রথম ?
A) পশ্চিমবঙ্গ
B) অসম
C) কর্ণাটক
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: অসম

20. বেমানান শব্দটির চিহ্নিত কর ?
A) পানাজি
B) শিমলা
C) কানপুর
D) গ্যাংটক
সঠিক উত্তর: কানপুর

21. ভারতের প্রথম বায়োমেডিকেল উদ্যান কোন রাজ্যে গড়ে উঠেছে ?
A) কর্ণাটক
B) তামিলনাড়ু
C) মহারাষ্ট্র
D) কেরালা
সঠিক উত্তর: কেরালা

22. উত্তরাংশের একমাত্র রাজ্য যা আকবর জয় করতে পারেননি সেটি হল ?
A) কাশ্মীর
B) বাংলা
C) বিহার
D) আসাম
সঠিক উত্তর: আসাম

23. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল ?
A) মাউন্ট এভারেস্ট
B) কাঞ্চনজঙ্ঘা
C) নাঙ্গা পর্বত
D) K2
সঠিক উত্তর: K2

24. সালেম লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ?
A) কর্ণাটক রাজ্যে
B) মধ্য প্রদেশ রাজ্যে
C) তামিলনাড়ু রাজ্যে
D) ওড়িশা রাজ্যে
সঠিক উত্তর: তামিলনাড়ু রাজ্যে

25. গোদাবরী নদীর একটি প্রধান উপনদী হল ?
A) ইন্দ্রাবতী
B) বেদবতী
C) সিনা
D) ভীমা
সঠিক উত্তর: ইন্দ্রাবতী 

No comments:

Post a Comment