General knowledge question answer part 68 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 68 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 68 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 68
01. ‘যোজনা কমিশনের’ পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ?
A) লোকপাল
B) নীতি আয়োগ
C) অর্থ কমিশন
D) লোকাযুক্ত
সঠিক উত্তর: নীতি আয়োগ
02. ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী ?
A) FANUC
B) COMAU
C) MOTOMAN
D) BRABO
সঠিক উত্তর: BRABO
03. কিসের বেগ মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ?
A) জাহাজ
B) বুলেট ট্রেন
C) চিতাবাঘ
D) ম্যাগলেভ
সঠিক উত্তর: জাহাজ
04. নিম্নের কোন “তাপ” পরিমাপের একক—
A) ভোল্ট
B) নিউটন
C) জুল
D) ফ্লাক্স
সঠিক উত্তর: জুল
05. ‘কাপড় কাচার সোডা’
A) সোডিয়াম কার্বনেট
B) সোডিয়াম ক্লোরাইড
C) ক্যালসিয়াম কার্বনেট
D) হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট
সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট
06. নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ?
A) আলু
B) সূর্যমুখী
C) মটরশুঁটি
D) জোয়ার
সঠিক উত্তর: মটরশুঁটি
07. 'হাইড্রোপনিক্স' কথাটি কিসের সাথে যুক্ত?
A) হাইড্রোজেন যুক্ত যৌগ
B) জল
C) বংশ পরম্পরা
D) মাটি ছাড়া গাছের প্রতিপালন
সঠিক উত্তর: মাটি ছাড়া গাছের প্রতিপালন
08. খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়?
A) অ্যাসিটিক অ্যাসিড
B) বেনজোয়িক অ্যাসিড
C) সোডিয়াম বাই কার্বনেট
D) টারটারিক অ্যাসিড
সঠিক উত্তর: বেনজোয়িক অ্যাসিড
09. কম্পিউটারের প্রথম ভাষা ছিল ?
A) PASCAL
B) COBOL
C) FOXPRO
D) FORTRAN
সঠিক উত্তর: FORTRAN
10. ‘ক্রোয়েশিয়া’র রাজধানী কী ?
A) হেলসিঙ্কি
B) তিরানা
C) জাগ্ৰেব
D) লা পাজ
সঠিক উত্তর: জাগ্ৰেব
11. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কুরদ্বয়ের সমষ্টি 12 এবং পার্থক্য 6। দুই অংক বিশিষ্ট সংখ্যাটি কত?
A) 75
B) 93
C) 60
D) 84
সঠিক উত্তর: 93
12. পাঁচটি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড-এর ব্যবধানে বাঁজতে শুরু করে। এক ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে ?
A) 8
B) 12
C) 5
D) 10
সঠিক উত্তর: 10
13. সচিন তেন্ডুলকরের 11 ইনিংসের একটি নির্দিষ্ট রান রয়েছে। 12 তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তার নতুন গড় কত ?
A) 62
B) 66
C) 60
D) 65
সঠিক উত্তর: 65
14. তিনটি সংখ্যার গড় 77। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। সংখ্যা তিনটি নির্ণয় করুন—
A) 88,44,22
B) 132,66,33
C) 44,22,11
D) 40,20,10
সঠিক উত্তর: 132,66,33
15. একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে?
A) 6.5
B) 7
C) 6.75
D) 6.25
সঠিক উত্তর: 6.25
16. একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন। সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত ?
A) 680 টাকা
B) 612 টাকা
C) 720 টাকা
D) টাকা 600
সঠিক উত্তর: 612 টাকা
17. 700 টাকা রাম, সেম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং সিয়াম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত ?
A) 300 টাকা
B) 400 টাকা
C) 500 টাকা
D) 200 টাকা
সঠিক উত্তর: 400 টাকা
18. দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13। সংখ্যা দুটির গুণফল নির্ণয় করুন ?
A) 114
B) 315
C) 325
D) 104
সঠিক উত্তর: 114
19. 38 তম প্যারালাল বিভক্ত করে—
A) ভারত ও পাকিস্তান
B) ভারত ও নেপাল
C) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
D) ভিয়েতনাম ও কম্পুচিয়া
সঠিক উত্তর: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
20. একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে ?
A) একদিন পিছিয়ে যায়
B) অর্ধেক দিন এগিয়ে যায়
C) অর্ধেক দিন পিছিয়ে যায়
D) একদিন এগিয়ে যায়
সঠিক উত্তর: একদিন পিছিয়ে যায়
21. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কোথায় অবস্থিত ?
A) ভারত মহাসাগর
B) আরব সাগর
C) হিমালয়
D) আন্টার্টিকা
সঠিক উত্তর: আন্টার্টিকা
22. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল—
A) বিন্ধ্য
B) আরাবল্লী
C) হিমালয়
D) নীলগিরি
সঠিক উত্তর: আরাবল্লী
23. নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ?
A) ক্যাবিনেট মিশন পরিকল্পনা
B) ওয়াভেল পরিকল্পনা
C) সাইমন কমিশন
D) ক্রিপস মিশন
সঠিক উত্তর: ক্যাবিনেট মিশন পরিকল্পনা
24. ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ?
A) কর্ণাটক
B) পশ্চিমবঙ্গ
C) জম্মু ও কাশ্মীর
D) আসাম
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর
25. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন ?
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B) পিঙ্গালী ভেঙ্কাইয়া
C) অবনীন্দ্রনাথ ঠাকুর
D) পদ্মনাভান
সঠিক উত্তর: পিঙ্গালী ভেঙ্কাইয়া
Read more :: General knowledge question answer part 67
No comments:
Post a Comment