Breaking

Saturday, August 3, 2024

General knowledge question answer part 68

General knowledge question answer part 68
General knowledge question answer part 68

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 68 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 68 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 68

01. ‘যোজনা কমিশনের’ পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ? A) লোকপাল B) নীতি আয়োগ C) অর্থ কমিশন D) লোকাযুক্ত সঠিক উত্তর: নীতি আয়োগ 02. ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী ? A) FANUC B) COMAU C) MOTOMAN D) BRABO সঠিক উত্তর: BRABO 03. কিসের বেগ মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ? A) জাহাজ B) বুলেট ট্রেন C) চিতাবাঘ D) ম্যাগলেভ সঠিক উত্তর: জাহাজ 04. নিম্নের কোন “তাপ” পরিমাপের একক— A) ভোল্ট B) নিউটন C) জুল D) ফ্লাক্স সঠিক উত্তর: জুল 05. ‘কাপড় কাচার সোডা’ A) সোডিয়াম কার্বনেট B) সোডিয়াম ক্লোরাইড C) ক্যালসিয়াম কার্বনেট D) হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট 06. নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ? A) আলু B) সূর্যমুখী C) মটরশুঁটি D) জোয়ার সঠিক উত্তর: মটরশুঁটি 07. 'হাইড্রোপনিক্স' কথাটি কিসের সাথে যুক্ত? A) হাইড্রোজেন যুক্ত যৌগ B) জল C) বংশ পরম্পরা D) মাটি ছাড়া গাছের প্রতিপালন সঠিক উত্তর: মাটি ছাড়া গাছের প্রতিপালন 08. খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? A) অ্যাসিটিক অ্যাসিড B) বেনজোয়িক অ্যাসিড C) সোডিয়াম বাই কার্বনেট D) টারটারিক অ্যাসিড সঠিক উত্তর: বেনজোয়িক অ্যাসিড 09. কম্পিউটারের প্রথম ভাষা ছিল ? A) PASCAL B) COBOL C) FOXPRO D) FORTRAN সঠিক উত্তর: FORTRAN 10. ‘ক্রোয়েশিয়া’র রাজধানী কী ? A) হেলসিঙ্কি B) তিরানা C) জাগ্ৰেব D) লা পাজ সঠিক উত্তর: জাগ্ৰেব 11. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কুরদ্বয়ের সমষ্টি 12 এবং পার্থক্য 6। দুই অংক বিশিষ্ট সংখ্যাটি কত? A) 75 B) 93 C) 60 D) 84 সঠিক উত্তর: 93 12. পাঁচটি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড-এর ব্যবধানে বাঁজতে শুরু করে। এক ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে ? A) 8 B) 12 C) 5 D) 10 সঠিক উত্তর: 10 13. সচিন তেন্ডুলকরের 11 ইনিংসের একটি নির্দিষ্ট রান রয়েছে। 12 তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তার নতুন গড় কত ? A) 62 B) 66 C) 60 D) 65 সঠিক উত্তর: 65 14. তিনটি সংখ্যার গড় 77। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। সংখ্যা তিনটি নির্ণয় করুন— A) 88,44,22 B) 132,66,33 C) 44,22,11 D) 40,20,10 সঠিক উত্তর: 132,66,33 15. একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে? A) 6.5 B) 7 C) 6.75 D) 6.25 সঠিক উত্তর: 6.25 16. একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন। সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত ? A) 680 টাকা B) 612 টাকা C) 720 টাকা D) টাকা 600 সঠিক উত্তর: 612 টাকা 17. 700 টাকা রাম, সেম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং সিয়াম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত ? A) 300 টাকা B) 400 টাকা C) 500 টাকা D) 200 টাকা সঠিক উত্তর: 400 টাকা 18. দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13। সংখ্যা দুটির গুণফল নির্ণয় করুন ? A) 114 B) 315 C) 325 D) 104 সঠিক উত্তর: 114 19. 38 তম প্যারালাল বিভক্ত করে— A) ভারত ও পাকিস্তান B) ভারত ও নেপাল C) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া D) ভিয়েতনাম ও কম্পুচিয়া সঠিক উত্তর: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া 20. একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে ? A) একদিন পিছিয়ে যায় B) অর্ধেক দিন এগিয়ে যায় C) অর্ধেক দিন পিছিয়ে যায় D) একদিন এগিয়ে যায় সঠিক উত্তর: একদিন পিছিয়ে যায় 21. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কোথায় অবস্থিত ? A) ভারত মহাসাগর B) আরব সাগর C) হিমালয় D) আন্টার্টিকা সঠিক উত্তর: আন্টার্টিকা 22. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল— A) বিন্ধ্য B) আরাবল্লী C) হিমালয় D) নীলগিরি সঠিক উত্তর: আরাবল্লী 23. নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ? A) ক্যাবিনেট মিশন পরিকল্পনা B) ওয়াভেল পরিকল্পনা C) সাইমন কমিশন D) ক্রিপস মিশন সঠিক উত্তর: ক্যাবিনেট মিশন পরিকল্পনা 24. ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ? A) কর্ণাটক B) পশ্চিমবঙ্গ C) জম্মু ও কাশ্মীর D) আসাম সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর 25. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন ? A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় B) পিঙ্গালী ভেঙ্কাইয়া C) অবনীন্দ্রনাথ ঠাকুর D) পদ্মনাভান সঠিক উত্তর: পিঙ্গালী ভেঙ্কাইয়া

No comments:

Post a Comment