Breaking

Friday, September 13, 2024

General knowledge question answer part 71

General knowledge question answer part 71
General knowledge question answer part 71

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 71 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 71 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 71

01. আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন ?
A) তবলা
B) বাঁশি
C) সরোদ 
D) সেতার 
সঠিক উত্তর: সেতার

02. সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে ?
A) 1976
B) 1950
C) 1978
D) 1652
সঠিক উত্তর: 1976

03. 2011 সালের সেনসাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ?
A) 43.2%
B) 59.2%
C) 77.08%
D) 79.2%
সঠিক উত্তর: 77.08%

04. 'গীত গোবিন্দ' রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন
A) লক্ষণ সেন
B) দেব পাল
C) ধর্মপাল
D) বল্লাল সেন 
সঠিক উত্তর: লক্ষণ সেন

05. কে ‘শের-এ-পাঞ্জাব’ নামে পরিচিত ছিলেন ?
A) ভগৎ সিং
B) জয়প্রকাশ নারায়ণ
C) লালা লাজপত রায়
D) রাম মনোহর লোহিয়া
সঠিক উত্তর: লালা লাজপত রায়

06. একমাত্র মহিলা সাম্রাঞ্জী যিনি দিল্লির সিংহাসনে আসীন, হয়েছিলেন তার নাম ?
A) নূর জাহান
B) জাহানারা
C) মমতাজ মহল
D) রাজিয়া সুলতানা
সঠিক উত্তর: রাজিয়া সুলতানা

07. ‘ঝুম’কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয় ?
A) উত্তরপূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন
B) উত্তরপূর্ব ভারতের কৃষিকাজ
C) উত্তরপূর্ব ভারতের প্রচলিত নাচ
D) উত্তর পূর্ব ভারতের উপজাতীয় দেবী
সঠিক উত্তর: উত্তরপূর্ব ভারতের কৃষিকাজ

08. সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্ব পূর্ণ রাজ্যটি হল ?
A) পশ্চিমবঙ্গ
B) মহারাষ্ট্র
C) উত্তর প্রদেশ
D) বিহার
সঠিক উত্তর: বিহার

09. নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়?
A) গ্রীষ্মকালীন অধিবেশন
B) শীতকালীন অধিবেশন
C) বর্ষাকালীন অধিবেশন
D) বাজেট অধিবেশন
সঠিক উত্তর: গ্রীষ্মকালীন অধিবেশন

10. তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয় ?
A) 1952
B) 1977
C) 2000
D) 2005
সঠিক উত্তর: 2005

11. টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন ?
A) সোলেম
B) জে.এল.বেয়ার্ড 
C) জন নেপিয়ার
D) শকলে
সঠিক উত্তর: জে.এল.বেয়ার্ড 

12. ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে কে পরিচিত ?
A) মাইকেল মধুসূদন দত্ত
B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D) কালীপ্রসন্ন সিংহ
সঠিক উত্তর: কালীপ্রসন্ন সিংহ

13. ‘সিটি অফ প্যালেস’ কাকে বলা হয় ?
A) জয়পুর
B) দিল্লী
C) কলকাতা
D) হায়দ্রাবাদ
সঠিক উত্তর: কলকাতা

14. 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
A) রাশিয়া
B) দক্ষিণ কোরিয়া
C) অস্ট্রেলিয়া
D) ফিনল্যান্ড
সঠিক উত্তর: দক্ষিণ কোরিয়া

15. প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
A) 1930
B) 1924
C) 1950
D) 1958
সঠিক উত্তর: 1930

16. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কী ?
A) আওয়ামী ন্যাশনাল পার্টি
B) পাকিস্তান পিপলস পার্টি
C) তহরিক-ই-ইনসাফ
D) জামাত-এ-ইসলামী
সঠিক উত্তর: তহরিক-ই-ইনসাফ

17. ‘পথের পাঁচালী’র রচয়িতা কে ?
A) আশাপূর্ণা দেবী
B) সত্যজিৎ রায়
C) বুদ্ধদেব গুহ
D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

18. ‘স্বচ্ছ সমীক্ষা’ অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হল ?
A) কলকাতা
B) চেন্নাই
C) ইন্দোর
D) মুম্বাই
সঠিক উত্তর: ইন্দোর

19. কোন রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতির প্রয়োজন হয় ?
A) ত্রিপুরা
B) নাগাল্যান্ড
C) ওড়িশা
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর

20. ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন ?
A) ভারতের রাষ্ট্রপতি
B) প্রতিরক্ষা মন্ত্রী 
C) প্রধানমন্ত্রী 
D) স্থলবাহিনীর প্রধান
সঠিক উত্তর: ভারতের রাষ্ট্রপতি

21. উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয় ?
A) 40 বছর
B) 30 বছর
C) 35 বছর
D) 25 বছর
সঠিক উত্তর: 35 বছর

22. রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান কে ?
A) উপরাষ্ট্রপতি
B) রাষ্ট্রপতি
C) মুখ্যমন্ত্রী
D) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: মুখ্যমন্ত্রী

23. মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন ?
A) লোকসভা
B) মুখ্যমন্ত্রী
C) রাজ্যসভা
D) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: লোকসভা

24. অর্থবিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন ?
A) রাজ্যপাল
B) মুখ্যমন্ত্রী
C) রাষ্ট্রপতি
D) স্পিকার
সঠিক উত্তর: স্পিকার

25. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
A) মহাত্মা গান্ধী
B) ইন্দিরা গান্ধী 
C) জওহরলাল নেহেরু 
D) রাজেন্দ্র প্রসাদ 
সঠিক উত্তর: জওহরলাল নেহেরু

No comments:

Post a Comment