Breaking

Friday, September 13, 2024

সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০২ ।। General science in bengali part- 02

সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০২ ।। General science in bengali part- 02
সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০২ ।। General science in bengali part- 02

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০২ ।। General science in bengali part- 02 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০২ ।। General science in bengali part- 02 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০২

01. নিম্নলিখিত কোনটি তরল অধাতু?
A) পারদ
B) ব্রোমিন
C) হিলিয়াম
D) কার্বন
সঠিক উত্তর: ব্রোমিন

02. জলের প্লবতার সূত্র কে আবিষ্কার করেছিলেন?
A) নিউটন
B) আর্কিমিডিস
C) লিনিয়াস
D) থমসন
সঠিক উত্তর: আর্কিমিডিস

03. কম্পাঙ্কের SI একক কি?
A) আর্গ
B) হার্জ
C) ওহম
D) ক্যান্ডেলা
সঠিক উত্তর: হার্জ

04. সোডিয়াম বাই কার্বনেট-এর রাসায়নিক সংকেত কি?
A) NaHCO3
B) NaCO3
C) Na3CO2
D) NaH2CO3
সঠিক উত্তর: NaHCO3

05. প্যারামেসিয়ামের গমন অঙ্গ কোনটি?
A) ক্ষণপদ
B) সিলিয়া
C) ফ্ল্যাজেলা
D) প্লিওপড
সঠিক উত্তর: সিলিয়া

06. নিম্নলিখিত কোনটি সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ কোনটি?
A) টিউলিপ
B) সূর্যমুখী
C) লজ্জাবতী
D) পদ্ম
সঠিক উত্তর: লজ্জাবতী

07. অ্যাসিটিক অ্যাসিড কিসে থাকে?
A) ভিনিগার
B) দই
C) আঙুর
D) তেঁতুল
সঠিক উত্তর: ভিনিগার

08. কোষ বিভাজন কে আবিষ্কার করেছিলেন?
A) রবার্ট হুক
B) লিউয়েন হুক
C) ওয়াল্টার ফ্লেমিং
D) ওয়াটসন ও ক্রিক
সঠিক উত্তর: ওয়াল্টার ফ্লেমিং

09. নিম্নের কোন অংশটি শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়?
A) ক্লোরোপ্লাস্ট
B) সাইটোপ্লাজম
C) কোষঝিল্লি
D) গলগি বডি
সঠিক উত্তর: ক্লোরোপ্লাস্ট

10. মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত?
A) ১২টি
B) ১২ জোড়া
C) ৪৬টি
D) ২৪ জোড়া
সঠিক উত্তর: ১২ জোড়া

11. পারদের স্ফুটনাঙ্ক কত?
A) ২৩২°C
B) ৩৫৭°C
C) ৬৬০°C
D) ৯৬১°C
সঠিক উত্তর: ৩৫৭°C

12. মৌমাছির হুল থেকে কোন অ্যাসিড পাওয়া যায়?
A) ওলিক অ্যাসিড
B) স্টিয়ারিক অ্যাসিড
C) অ্যাসিটিক অ্যাসিড
D) ফরমিক অ্যাসিড
সঠিক উত্তর: ফরমিক অ্যাসিড

13. নিউট্রন কে আবিষ্কার করেছিলেন?
A) জে জে থমসন
B) জেমস স্যাডউইক
C) আর্নেস্ট রাদারফোর্ড
D) ইউজেন গোল্ডস্টেইন
সঠিক উত্তর: জেমস স্যাডউইক

14. সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম?
A) ভিটামিন B1
B) ভিটামিন B5
C) ভিটামিন B12
D) ভিটামিন D
সঠিক উত্তর: ভিটামিন B12

15. রক্তক্ষরণ কোন ভিটামিনের অভাবে হয়?
A) ভিটামিন A
B) ভিটামিন B12
C) ভিটামিন D
D) ভিটামিন K
সঠিক উত্তর: ভিটামিন K

16. কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়?
A) মাইটোসিস
B) মিয়োসিস
C) অ্যামাইটোসিস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মাইটোসিস

17. ব্রোঞ্জে কোন কোন উপাদান দিয়ে তৈরি?
A) তামা ও টিন
B) তামা ও দস্তা
C) দস্তা ও নিকেল
D) তামা ও সীসা
সঠিক উত্তর: তামা ও টিন

18. ক্লোরিনের কয়টি আইসোটোপ?
A) ২টি
B) ৩টি
C) ৪টি
D) ৫টি
সঠিক উত্তর: ২টি

19. উদ্ভিদের চলন কত প্রকারের?
A) ২ প্রকার
B) ৩ প্রকার
C) ৪ প্রকার
D) ৫ প্রকার
সঠিক উত্তর: ৩ প্রকার

20. ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কি?
A) CaCO3
B) CaCO2
C) Ca2CO3
D) Ca3CO2
সঠিক উত্তর: CaCO3

No comments:

Post a Comment