Breaking

Thursday, September 19, 2024

সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৩ | General science in bengali part- 03

সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৩ | General science in bengali part- 03
সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০৩ ।। General science in bengali part- 03

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০৩ ।। General science in bengali part- 03 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০৩ ।। General science in bengali part- 03 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

সাধারণ বিজ্ঞান, বাংলা পর্ব ০৩

01. ভিটামিন A-এর রাসায়নিক নাম কি?
A) রেটিনল
B) বায়োটিন
C) ক্যালসিফেরোল
D) টোকোফেরোল
সঠিক উত্তর: রেটিনল

02. মিউটেশন তত্ত্বের জনক কে?
A) উইলিয়াম হার্ভে
B) কার্ল ল্যান্ডস্টেইনার
C) ডারউইন
D) হুগো দ্য ভ্রিস
সঠিক উত্তর: হুগো দ্য ভ্রিস

03. পোড়া চুনের রাসায়নিক নাম কি?
A) ক্যালসিয়াম অক্সাইড
B) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
C) সোডিয়াম ক্লোরাইড
D) সালফার
সঠিক উত্তর: ক্যালসিয়াম অক্সাইড

04. সোডিয়াম বাই কার্বনেট-এর রাসায়নিক সংকেত কি?
A) NaHCO3
B) NaCO3
C) Na3CO2
D) NaH2CO3
সঠিক উত্তর: NaHCO3

05. ডিপথেরিয়া কি ঘটিত রোগ?
A) ব্যাকটেরিয়া
B) ভাইরাস
C) ছত্রাক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ব্যাকটেরিয়া

06. ক্লোরিনের যোজ্যতা কত?
A) ১
B) ৩
C) ৬
D) ৭
সঠিক উত্তর: ১

07. বেকিং পাউডারের রাসায়নিক নাম কি?
A) সোডিয়াম ক্লোরাইড
B) সোডিয়াম কার্বনেট
C) সোডিয়াম বাই কার্বনেট
D) জিঙ্ক অক্সাইড
সঠিক উত্তর: সোডিয়াম বাই কার্বনেট

08. ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি?
A) CaCo2
B) CaCo3
C) CaCo
D) Ca2Co3
সঠিক উত্তর: CaCo3

09. ফুসফুসের আবরণীকে কি বলা হয়?
A) পেরিকার্ডিয়াম
B) প্লুরা
C) মায়োকার্ডিয়াম
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: প্লুরা

10. নিম্নের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?
A) প্ল্যাটিপাস
B) হেজহগ
C) ক্যাঙ্গারু
D) লরিস
সঠিক উত্তর: প্ল্যাটিপাস
 
11. পীতবিন্দু কোথায় অবস্থিত?
A) পাকস্থলীতে
B) চোখের রেটিনায়
C) কানের নিচে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: চোখের রেটিনায়

12. ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়?
A) থিওফ্রাস্টাস
B) অ্যারিস্টটল
C) লিনিয়াস
D) রক্সবার্গ
সঠিক উত্তর: লিনিয়াস

13. মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত?
A) ১২টি
B) ১২ জোড়া
C) ৪৬টি
D) ২৪ জোড়া
সঠিক উত্তর: ১২ জোড়া

14. নিম্নের কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়?
A) থাইরক্সিন
B) অ্যান্টিডিউরেটিক হরমোন
C) অ্যাড্রিনালিন
D) সোমাটোট্রফিন হরমোন
সঠিক উত্তর: অ্যাড্রিনালিন
 
15. কোন গ্রন্থির সাহায্যে BMR নিয়ন্ত্রিত হয়?
A) অ্যাড্রিনালিন গ্রন্থি
B) পাইনাল গ্রন্থি
C) পিটুইটারি গ্রন্থি
D) থাইরয়েড গ্রন্থি
সঠিক উত্তর: থাইরয়েড গ্রন্থি

16. হরমোন কে আবিষ্কার করেছিলেন?
A) ওয়াটসন ও ক্রিক
B) বেলিস ও স্টারলিং
C) লিউইয়েন হুক
D) ওয়াল্টার ফ্লেমিং
সঠিক উত্তর: বেলিস ও স্টারলিং

17. আম্লিক দ্রবণের pH মান কি?
A) ৭ এর কম
B) ৭ এর বেশি
C) ৭
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ৭ এর কম

18. সিলভার নাইট্রেটের রসায়নিক সংকেত কি?
A) AgNO3
B) PbNO2
C) PbNO3
D) Ag2NO3
সঠিক উত্তর: AgNO3

19. এপিকালচার কিসের সঙ্গে যুক্ত?
A) উদ্যান পালন
B) মৌমাছি পালন
C) ফল উৎপাদন
D) আঙুর চাষ
সঠিক উত্তর: মৌমাছি পালন

20. কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেছিলেন?
A) রবার্ট ক্রুক
B) লিউয়েনহুক
C) রবার্ট হুক
D) রবার্ট ব্রাউন
সঠিক উত্তর: রবার্ট হুক

No comments:

Post a Comment