ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪
01. OPEC-এর সদর দফতর কোথায় অবস্থিত?
A) ভিয়েনা
B) কাঠমান্ডু
C) জেনেভা
D) ব্রাসেলস
সঠিক উত্তর: ভিয়েনা
02. যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
A) কাবেরী
B) সবরমতী
C) শরাবতী
D) নর্মদা
সঠিক উত্তর: শরাবতী
03. পশ্চিমবঙ্গের সঙ্গে কটি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে?
A) ৩
B) ৪
C) ৫
D) ৬
সঠিক উত্তর: ৫
04. নিম্নের কোনটি গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ?
A) পরেশনাথ
B) পরেশনাথ
C) নকরেক
D) জিন্দাগাধা
সঠিক উত্তর: নকরেক
05. কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে?
A) বিহার
B) ঝাড়খণ্ড
C) ওড়িশা
D) সিকিম
সঠিক উত্তর: সিকিম
06. মুদুমালাই অভয়ারণ্য ভারতের কোথায় রয়েছে?
A) তামিলনাড়ু
B) কর্ণাটক
C) কেরল
D) তেলেঙ্গানা
সঠিক উত্তর: তামিলনাড়ু
07. হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
A) কলকাতা
B) পূর্ব মেদিনীপুর
C) বর্ধমান
D) হাওড়া
সঠিক উত্তর: পূর্ব মেদিনীপুর
08. ইলোরা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) ওড়িশা
B) মহারাষ্ট্র
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ
09. গারবা কোন রাজ্যের নৃত্য?
A) গুজরাট
B) পাঞ্জাব
C) হরিয়ানা
D) রাজস্থান
সঠিক উত্তর: গুজরাট
10. পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) মহারাষ্ট্র
B) অন্ধ্রপ্রদেশ
C) মণিপুর
D) কেরল
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ
11. নকরেক জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) আসাম
B) হিমাচল প্রদেশ
C) মেঘালয়
D) উত্তরাখণ্ড
সঠিক উত্তর: মেঘালয়
12. আনাইমুদি কোন রাজ্যে অবস্থিত?
A) তামিলনাড়ু
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) কেরালা
সঠিক উত্তর: কেরালা
13. ভেম্বানাদ হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) কর্ণাটক
B) অন্ধ্রপ্রদেশ
C) কেরালা
D) তেলেঙ্গানা
সঠিক উত্তর: কেরালা
14. আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস কবে পালন করা হয়?
A) ২৬শে এপ্রিল
B) ২৯শে জুন
C) ১২ই আগস্ট
D) ২২শে অক্টোবর
সঠিক উত্তর: ২৯শে জুন
15. নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) পাঞ্জাব
B) উত্তরপ্রদেশ
C) গুজরাট
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: গুজরাট
16. ভারতের কোন রাজ্যে দুগ্ধ গবেষণাগার অবস্থিত?
A) হরিয়ানা
B) উত্তরপ্রদেশ
C) উত্তরাখণ্ড
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: হরিয়ানা
17. ব্যারাকপুর কোন নদীর তীরে অবস্থিত?
A) হুগলি
B) ভাগীরথী
C) ইছামতী
D) তিস্তা
সঠিক উত্তর: হুগলি
18. ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি?
A) দার্জিলিং চা
B) জাফরান
C) তুলাইপাঞ্জি চাল
D) এলাচ
সঠিক উত্তর: দার্জিলিং চা
19. পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি?
A) মেছো বিড়াল
B) সিংহ
C) গন্ডার
D) ভাল্লুক
সঠিক উত্তর: মেছো বিড়াল
20. কাঞ্চনজঙ্ঘা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?
A) কারাকোরাম
B) হিমালয়
C) নীলগিরি
D) কুমায়ুন
সঠিক উত্তর: হিমালয়
Read more :: ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩
No comments:
Post a Comment