Breaking

Monday, September 23, 2024

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫

01. সাতপুরা হল—
A) ভঙ্গিল পর্বত
B) আগ্নেয় পর্বত
C) স্তুপ পর্বত
D) অবশিষ্ট পর্বত
সঠিক উত্তর: স্তুপ পর্বত

02. পশ্চিমবঙ্গ রাজ্যের ফুল কোনটি ?
A) পদ্ম
B) গোলাপ
C) শেফালী/জুঁই
D) সূর্যমুখী
সঠিক উত্তর: শেফালী/জুঁই

03. ভারতীয় উপপুল রক্ষী বাহিনী (ICG) জন্য প্রথম একাডেমি কোথায় গড়ে উঠেছে ?
A) কর্ণাটক
B) কেরালা 
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: কর্ণাটক

04. ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে _ থেকে
A) বাবাবুদান পাহাড়
B) বোনাই
C) কেওনঝাড়
D) বাইলাডিলা
সঠিক উত্তর: বাবাবুদান পাহাড়

05. গুজরাটের প্রধান বন্দর কোনটি ?
A) পোরবন্দর
B) সুরাট
C) ওখা
D) কান্ডালা
সঠিক উত্তর: কান্ডালা

06. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল ?
A) মাউন্ট এভারেস্ট
B) কাঞ্চনজঙ্ঘা
C) K2
D) নাঙ্গা পর্বত
সঠিক উত্তর: K2

07. মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম মহিলা কে ?
A) বাচেন্দ্রি পাল
B) সুদীপ্তা সেনগুপ্ত
C) মহাশ্বতা দেবী
D) উর্মিতা সেনগুপ্ত
সঠিক উত্তর: বাচেন্দ্রি পাল

08. ভারতের চা উৎপাদনে কোন রাজ্যের স্থান প্রথম ?
A) কর্ণাটক
B) পশ্চিমবঙ্গ
C) অসম
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: অসম

09. ‘আধুনিক শিল্প দানব’ বলা হয় __ শিল্পকে ?
A) মোটরগাড়ি নির্মাণ
B) লৌহ ইস্পাত
C) পেট্রোরাসায়নিক
D) জাহাজ নির্মাণ
সঠিক উত্তর: পেট্রোরাসায়নিক

10. কাকী আবার উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত ?
A) মহারাষ্ট্র
B) রাজস্থান
C) কেরল
D) গুজরাট
সঠিক উত্তর: গুজরাট

11. দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা কত ?
A) 600-700 মিটার
B) 400-800 মিটার
C) 700-900 মিটার
D) 500-800 মিটার
সঠিক উত্তর: 600-700 মিটার

12. ভুটানের পার্লামেন্ট কি নামে পরিচিত ?
A) তশগদু
B) ডুমা
C) মজলিস
D) পাইথু হুলটা
সঠিক উত্তর: তশগদু

13. ভারতের প্রথম এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা কোন শহরে চালু হয়েছে ?
A) দিল্লি
B) মুম্বাই
C) বেঙ্গালুরু
D) চেন্নাই
সঠিক উত্তর: বেঙ্গালুরু

14. কোনটি উত্তরবঙ্গের নদী নয়?
A) জলঢাকা
B) কালজানি
C) হলদি
D) রায়ডাক
সঠিক উত্তর: হলদি

15. অন্তরাষ্ট্রীয় মাতৃভাষা দিবস কবে পালন করা হয় ?
A) 19 ফেব্রুয়ারি
B) 22 ফেব্রুয়ারি
C) 21 ফেব্রুয়ারি
D) 28 ফেব্রুয়ারি
সঠিক উত্তর: 21 ফেব্রুয়ারি

16. লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত ?
A) নীল
B) টেমস
C) টাইগ্রীস
D) রাইন
সঠিক উত্তর: টেমস

17. ম্যানগ্রোভ এর বন কোথায় পাওয়া যায় ?
A) মধ্যপ্রদেশে
B) সুন্দরবনে
C) বাঁকুড়ায়
D) নর্মদা ব-দ্বীপে
সঠিক উত্তর: সুন্দরবনে

18. নাগার্জুনসাগর বহুমুখী নদী প্রকল্প _ নদীর জল ব্যবহার করে ?
A) কৃষ্ণা
B) নর্মদা
C) ঝিলাম
D) শোন
সঠিক উত্তর: কৃষ্ণা

19. লখনৌ _ নদীর উপকূলে অবস্থিত ?
A) যমুনা
B) গঙ্গা
C) গোমতী
D) রবি
সঠিক উত্তর: গোমতী

20. ভারতের ‘Doctors Day’ পালন করা হয় 1 জুলাই এই দিবসটি প্রথম কোন বছর থেকে পালন করা শুরু হয় ভারতে?
A) 1984 সাল
B) 1951 সাল
C) 1985 সাল
D) 1991 সাল
সঠিক উত্তর: 1991 সাল

No comments:

Post a Comment