Breaking

Monday, September 23, 2024

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

01. আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন ? A) চন্দ্রগুপ্ত মৌর্য B) পুরু C) বিম্বিসার D) ধননন্দ সঠিক উত্তর: ধননন্দ 02. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ? A) লর্ড ওয়াভেল B) স্যার পেথিক লরেন্স C) এ. ভি. আলেকজান্ডার D) এর কেউই নন সঠিক উত্তর: লর্ড ওয়াভেল 03. কোন ইউরোপীয় প্রথম ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন ? A) দুপ্লে B) ওয়ারেন হেস্টিংস C) ক্লাইভ D) কর্নওয়ালিস সঠিক উত্তর: দুপ্লে 04. সুপ্রিম কোর্ট ‘basic স্ট্রাকচার’ মতবাদ প্রকাশ করে ? A) অজয় হাসিয়া কেসে B) কেশবানন্দ ভারতি কেসে C) ভালোবাসা কেসে D) এর কোনোটিই নয় সঠিক উত্তর: কেশবানন্দ ভারতি কেসে 05. কোন চোলরাজা বাংলাদেশ আক্রমণ করেন ? A) রাজেন্দ্র B) রাজাধিরাজ C) রাজরাজ D) কুলোত্তুঙ্গ সঠিক উত্তর: রাজেন্দ্র 06. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ? A) 1920 খ্রিস্টাব্দে B) 1930 খ্রিস্টাব্দে C1942 খ্রিস্টাব্দে D) 1950 খ্রিষ্টাব্দে সঠিক উত্তর: 1930 খ্রিস্টাব্দে 07. কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল ? A) 1 অক্টোবর, 1939 B) 11 মে, 1941 C) 1 সেপ্টেম্বর, 1942 D) 10 আগস্ট, 1940 সঠিক উত্তর: 1 সেপ্টেম্বর, 1942 08. মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল ? A) 1929 সালে B) 1934 সালে C) 1942 সালে D) 1945 সালে সঠিক উত্তর: 1929 সালে 09. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ? A) বালগঙ্গাধর তিলক B) দয়ানন্দ সরস্বতী C) রানাডে D) দেশমুখ সঠিক উত্তর: দয়ানন্দ সরস্বতী 10. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ? A) জুলাই, 1947 B) আগস্ট, 1947 C) জুন, 1946 D) আগস্ট, 1946 সঠিক উত্তর: জুলাই, 1947 11. কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ? A) 1848 B) 1857 C) 1823 D) 1835 সঠিক উত্তর: 1835 12. পাল বংশ কোথায় রাজত্ব করেছিল ? A) মধ্যপ্রদেশ B) মহারাষ্ট্র C) বিহার D) দিল্লি সঠিক উত্তর: বিহার 13. দিল্লির প্রাচীন নাম কী ? A) ইন্দ্রপ্রস্থ B) পাটলিপুত্র C) অযোধ্যা D) গয়া সঠিক উত্তর: ইন্দ্রপ্রস্থ 14. ভারতের প্রথম মুদ্রণ খানা কোথায় স্থাপিত হয়েছিল ? A) বাঁকুড়া B) বারাসাত C) হুগলি D) হাওড়া সঠিক উত্তর: হুগলি 15. এ দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল ? A) জাহাঙ্গীর B) আকবর C) ঔরঙ্গজেব D) শাহজাহান সঠিক উত্তর: শাহজাহান 16. কোন গভর্নর জেনারেল ফোর্টউইলিয়াম কলেজ স্থাপন করেন ? A) ওয়েলেসলি B) লর্ড বেন্টিং C) লর্ড কার্জন D) লর্ড রিপন সঠিক উত্তর: ওয়েলেসলি 17. কায়াৎ কোন দেশের মুদ্রা ? A) জার্মানি B) নেপাল C) মালয়েশিয়া D) মায়ানমার সঠিক উত্তর: মায়ানমার 18. ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ কে প্রতিষ্ঠা করেছিলেন ? A) রাসবিহারী বোস B) চিত্তরঞ্জন দাস C) সূর্য সেন D) সুভাষচন্দ্র বোস সঠিক উত্তর: সূর্য সেন 19. কত সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল তা হল— A) 1945 B) 1911 C) 1912 D) 1913 সঠিক উত্তর: 1911 20. অজন্তা গুহাচিত্র কোন সময়কার ? A) গুপ্ত বংশ B) মৌর্য বংশ C) পাল বংশ D) রাষ্ট্রকূট বংশ সঠিক উত্তর: গুপ্ত বংশ

No comments:

Post a Comment