ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২ |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২
01. কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হল সংবিধানে প্রবেশের চাবিকাঠি ?
A) আরনেষ্ট বার্কার
B) কে. সি. হোয়ার
C) ড. বি. আর. আম্বেদকর
D) জী. অষ্টিন
সঠিক উত্তর: আরনেষ্ট বার্কার
02. কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় ?
A) ভারত
B) কানাডা
C) আমেরিকা
D) ব্রিটেন
সঠিক উত্তর: ভারত
03. প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয় ?
A) প্রথমে
B) মাঝখানে
C) শেষে
D) যেকোনো অংশে
সঠিক উত্তর: প্রথমে
04. বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল ?
A) জাপান
B) চীন
C) আমেরিকা
D) ভারত
সঠিক উত্তর: আমেরিকা
05. ‘কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা’— কোন খ্রিস্টাব্দে হয়েছিল ?
A) 1962
B) 1973
C) 1983
D) 1995
সঠিক উত্তর: 1973
06. কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে, ‘প্রস্তাবনা হল ভারতীয় সংবিধানের একটি অংশ’ ?
A) মিনার্ভা মিলস মামলা
B) মানেকা গান্ধী মামলা
C) কেশবানন্দ ভারতী মামলা
D) বেরুবাড়ি মামলা
সঠিক উত্তর: কেশবানন্দ ভারতী মামলা
07. ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ?
A) মৌলিক অধিকার
B) মৌলিক কর্তব্য
C) প্রস্তাবনা
D) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
সঠিক উত্তর: প্রস্তাবনা
08. কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে ?
A) 100
B) 150
C) 169
D) 178
সঠিক উত্তর: 169
09. ভারতীয় সংবিধানের 5-11 ধারায় কোন বিষয়টি ব্যাখ্যাত হয়েছে ?
A) মৌলিক অধিকার
B) মৌলিক কর্তব্য
C) নাগরিকত্ব
D) রাজ্যের সীমানা পরিবর্তন
সঠিক উত্তর: নাগরিকত্ব
10. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, নাগরিকতা সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তব্য নিয়ন্ত্রিত হবে ?
A) 11
B) 12
C) 13
D)14
সঠিক উত্তর: 11
11. ভারতীয় নাগরিকতা আইন কোন খ্রিস্টাব্দে পাশ হয় ?
A) 1950
B) 1955
C) 1952
D) 1967
সঠিক উত্তর: 1955
12. 1955 খ্রিস্টাব্দের নাগরিকতা আইনটি নিচের কোন খ্রিস্টাব্দে সংশোধিত হয় ?
A) 2000
B) 2001
C) 1003
D) 2007
সঠিক উত্তর: 2003
13. ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে সরলিকৃত করা হয় কোন খ্রিস্টাব্দের নাগরিকতা সংশোধনী আইন অনুসারে ?
A) 1955
B) 2000
C) 2003
D) 2008
সঠিক উত্তর: 2003
14. কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকারদ দ্বৈত নাগরিকতা প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে ?
A) 10 টি
B) 16 টি
C) 20 টি
D) 25 টি
সঠিক উত্তর: 16 টি
15. বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি ?
A) ভারত
B) আমেরিকা
C) ব্রিটেন
D) চীন
সঠিক উত্তর: ব্রিটেন
16. কোন দেশের সুপ্রিমকোর্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইনকে বাতিল করতে পারেনা ?
A) ব্রিটেন
B) ভারত
C) আমেরিকা
D) ভারত ও ব্রিটেন
সঠিক উত্তর: ব্রিটেন
17. কোন দেশের সুপ্রিমকোর্টের বিচারবিভাগীয় পর্যালোচনার ক্ষমতাটি নেই ?
A) ভারত
B) ব্রিটেন
C) আমেরিকা
D) ভারত ও ব্রিটেন
সঠিক উত্তর: ব্রিটেন
18. কোন দেশের সুপ্রিমকোর্ট মৌলিক অধিকারগুলির পরিবর্তন বা সংশোধন করতে পারে ?
A) আমেরিকা
B) ভারত
C) ব্রিটেন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: আমেরিকা
19. ভারতের মৌলিক অধিকারবিরোধী যে কোন আইনকে বাতিল করতে পারে—
A) শুধুমাত্র হাইকোর্ট
B) শুধুমাত্র সুপ্রিমকোর্ট
C) সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই
20. নিচের কোন অধিকারটি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি বিশেষের উপরও বর্তায় ?
A) 17 ধারা
B) 18 ধারা
C) 24 ধারা
D) সবগুলিই
সঠিক উত্তর: সবগুলিই
Read more :: ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১
No comments:
Post a Comment