Breaking

Tuesday, September 17, 2024

WBPSC Clearkship Mock Test in Bengali Part 02

WBPSC Clearkship Mock Test in Bengali Part 02
WBPSC Clearkship Mock Test in Bengali Part 02

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship Mock Test in Bengali Part 02 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship Mock Test in Bengali Part 02 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship Mock Test in Bengali Part 02

01. চেরাপুঞ্জির নতুন নাম কি ?
A) সোহরা
B) জোহরা
C) মোহরা
D) গোহরা
সঠিক উত্তর: সোহরা

02. শিলং কোন রাজ্যের রাজধানী ?
A) রাজস্থান
B) সিকিম
C) মেঘালয়
D) মনিপুর
সঠিক উত্তর: মেঘালয়

03. ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা -
A) এক স্তরীয়
B) দুই স্তরীয়
C) তিন স্তরীয়
D) চার স্তরীয়
সঠিক উত্তর: তিন স্তরীয়

04. খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
A) কুস্তি
B) বক্সিং
C) দাবা
D) তাস
সঠিক উত্তর: দাবা

05. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ?
A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
B) রাসবিহারী বসুকে
C) বিপিনচন্দ্র পালকে
D) অরবিন্দ ঘোষকে
সঠিক উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে

06. ভারত কেশরী কাপ কোন খেলার সাথে যুক্ত ?
A) টেবিল টেনিস
B) কুস্তি
C) ফুটবল
D) বিলিয়ার্ডস
সঠিক উত্তর: কুস্তি

07. নীল নদ কোথায় পতিত হয়েছে ?
A) বঙ্গোপসাগরে
B) আরবসাগরে
C) কৃষ্ণসাগরে
D) ভূমধ্যসাগরে
সঠিক উত্তর: ভূমধ্যসাগরে

08. কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় ?
A) বোম্বে
B) দিল্লি
C) মাদ্রাজ
D) লাহোর
সঠিক উত্তর: লাহোর

09. কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ?
A) কলহন
B) বাণভট্ট
C) হেমচন্দ্র
D) এঁদের কেউই নন
সঠিক উত্তর: বাণভট্ট

10. অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
A) আম্বেদকর
B) সুভাষচন্দ্র বসু
C) মহাত্মা গান্ধী
D) জওহরলাল নেহেরু
সঠিক উত্তর: মহাত্মা গান্ধী

11. রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত ?
A) মুম্বই
B) কার্নাল
C) চন্ডিগড়
D) ভোপাল
সঠিক উত্তর: কার্নাল

12. 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক ?
A) অমিতাভ ঘোষ
B) অনিতা দেশাই
C) বিক্রম শেঠ
D) কিরণ দেশাই
সঠিক উত্তর: অমিতাভ ঘোষ

13. পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে প্রথম কে শপথ নিয়েছিলেন ?
A) ডি এন মিত্র
B) ড হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়
C) কৈলাসনাথ কায়স্থ
D) চক্রবর্তী রাজাগোপালচারী
সঠিক উত্তর: চক্রবর্তী রাজাগোপালচারী

14. বাংলার বার্ক নামে পরিচিত কে ?
A) বাঘাযতিন
B) বিপিনচন্দ্র পাল
C) অরবিন্দ ঘোষ
D) রামতনু লাহিড়ী
সঠিক উত্তর: বিপিনচন্দ্র পাল

15. নির্বাচন কমিশনের ক্ষমতা কোন ধারায় বর্ণিত রয়েছে ?
A) 355 ধারা
B) 382 ধারা
C) 324 ধারা
D) 286 ধারা
সঠিক উত্তর: 324 ধারা

16. ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোনটি ?
A) দিঘা
B) পুরী
C) মেরিনা
D) গোয়া
সঠিক উত্তর: মেরিনা

17. একক সময়ে বস্তুর সরণকে কি বলা হয় ?
A) বেগ
B) মন্দন
C) দ্রুতি
D) ত্বরণ
সঠিক উত্তর: বেগ

18. রেশম উৎপাদনের জন্য রেশমকীট প্রতিপালনের বিদ্যাকে কি বলে ?
A) Floriculture
B) Apiculture
C) Sericulture
D) Silviculture
সঠিক উত্তর: Sericulture

19. নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
A) 1939 খ্রি.
B) 1941 খ্রি.
C) 1943 খ্রি.
D) 1945 খ্রি.
সঠিক উত্তর: 1941 খ্রি.

20. খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন ?
A) মোবারক খলজি
B) আলাউদ্দিন খলজি
C) জালালউদ্দিন খলজি
D) এঁদের মধ্যে কেউ নন
সঠিক উত্তর: মোবারক খলজি

21. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হয়েছিলেন ?
A) শ্রীমতী ফতেমা বিবি
B) শ্রীমতী মঞ্জুলা
C) শ্রীমতী পদ্মা খাস্তগীর
D) এঁদের মধ্যে কেউ নন
সঠিক উত্তর: শ্রীমতী পদ্মা খাস্তগীর

22. স্বর্ণকমল ফিল্ম আদি শঙ্করাচার্য কোন ভাষায় তৈরি হয়েছিল ?
A) তামিল
B) তেলেগু
C) হিন্দি
D) সংস্কৃত
সঠিক উত্তর: সংস্কৃত

23. আফিং গাছের কাঁচা ফলের ত্বকে কি পাওয়া যায় ?
A) মরফিন
B) ডাটুরিন
C) অ্যাট্রোপিন
A) নিকোটিন
সঠিক উত্তর: মরফিন

25. দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হল ?
A) লিরা
B) রান্ড
C) উওন
D) কিয়াত
সঠিক উত্তর: রান্ড

25. কোন ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ?
A) আশাপূর্ণা দেবী
B) অমৃতা প্রিতম
C) মহাদেবী বর্মা
D) এঁদের কেউই নন
সঠিক উত্তর: আশাপূর্ণা দেবী

No comments:

Post a Comment