WBPSC Clearkship Mock Test in Bengali Part 02
WBPSC Clearkship Mock Test in Bengali Part 02 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship Mock Test in Bengali Part 02 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship Mock Test in Bengali Part 02 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
WBPSC Clearkship Mock Test in Bengali Part 02
01. চেরাপুঞ্জির নতুন নাম কি ?
A) সোহরা
B) জোহরা
C) মোহরা
D) গোহরা
সঠিক উত্তর: সোহরা
02. শিলং কোন রাজ্যের রাজধানী ?
A) রাজস্থান
B) সিকিম
C) মেঘালয়
D) মনিপুর
সঠিক উত্তর: মেঘালয়
03. ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা -
A) এক স্তরীয়
B) দুই স্তরীয়
C) তিন স্তরীয়
D) চার স্তরীয়
সঠিক উত্তর: তিন স্তরীয়
04. খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
A) কুস্তি
B) বক্সিং
C) দাবা
D) তাস
সঠিক উত্তর: দাবা
05. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ?
A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
B) রাসবিহারী বসুকে
C) বিপিনচন্দ্র পালকে
D) অরবিন্দ ঘোষকে
সঠিক উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
06. ভারত কেশরী কাপ কোন খেলার সাথে যুক্ত ?
A) টেবিল টেনিস
B) কুস্তি
C) ফুটবল
D) বিলিয়ার্ডস
সঠিক উত্তর: কুস্তি
07. নীল নদ কোথায় পতিত হয়েছে ?
A) বঙ্গোপসাগরে
B) আরবসাগরে
C) কৃষ্ণসাগরে
D) ভূমধ্যসাগরে
সঠিক উত্তর: ভূমধ্যসাগরে
08. কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় ?
A) বোম্বে
B) দিল্লি
C) মাদ্রাজ
D) লাহোর
সঠিক উত্তর: লাহোর
09. কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ?
A) কলহন
B) বাণভট্ট
C) হেমচন্দ্র
D) এঁদের কেউই নন
সঠিক উত্তর: বাণভট্ট
10. অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
A) আম্বেদকর
B) সুভাষচন্দ্র বসু
C) মহাত্মা গান্ধী
D) জওহরলাল নেহেরু
সঠিক উত্তর: মহাত্মা গান্ধী
11. রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত ?
A) মুম্বই
B) কার্নাল
C) চন্ডিগড়
D) ভোপাল
সঠিক উত্তর: কার্নাল
12. 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক ?
A) অমিতাভ ঘোষ
B) অনিতা দেশাই
C) বিক্রম শেঠ
D) কিরণ দেশাই
সঠিক উত্তর: অমিতাভ ঘোষ
13. পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে প্রথম কে শপথ নিয়েছিলেন ?
A) ডি এন মিত্র
B) ড হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়
C) কৈলাসনাথ কায়স্থ
D) চক্রবর্তী রাজাগোপালচারী
সঠিক উত্তর: চক্রবর্তী রাজাগোপালচারী
14. বাংলার বার্ক নামে পরিচিত কে ?
A) বাঘাযতিন
B) বিপিনচন্দ্র পাল
C) অরবিন্দ ঘোষ
D) রামতনু লাহিড়ী
সঠিক উত্তর: বিপিনচন্দ্র পাল
15. নির্বাচন কমিশনের ক্ষমতা কোন ধারায় বর্ণিত রয়েছে ?
A) 355 ধারা
B) 382 ধারা
C) 324 ধারা
D) 286 ধারা
সঠিক উত্তর: 324 ধারা
16. ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোনটি ?
A) দিঘা
B) পুরী
C) মেরিনা
D) গোয়া
সঠিক উত্তর: মেরিনা
17. একক সময়ে বস্তুর সরণকে কি বলা হয় ?
A) বেগ
B) মন্দন
C) দ্রুতি
D) ত্বরণ
সঠিক উত্তর: বেগ
18. রেশম উৎপাদনের জন্য রেশমকীট প্রতিপালনের বিদ্যাকে কি বলে ?
A) Floriculture
B) Apiculture
C) Sericulture
D) Silviculture
সঠিক উত্তর: Sericulture
19. নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
A) 1939 খ্রি.
B) 1941 খ্রি.
C) 1943 খ্রি.
D) 1945 খ্রি.
সঠিক উত্তর: 1941 খ্রি.
20. খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন ?
A) মোবারক খলজি
B) আলাউদ্দিন খলজি
C) জালালউদ্দিন খলজি
D) এঁদের মধ্যে কেউ নন
সঠিক উত্তর: মোবারক খলজি
21. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হয়েছিলেন ?
A) শ্রীমতী ফতেমা বিবি
B) শ্রীমতী মঞ্জুলা
C) শ্রীমতী পদ্মা খাস্তগীর
D) এঁদের মধ্যে কেউ নন
সঠিক উত্তর: শ্রীমতী পদ্মা খাস্তগীর
22. স্বর্ণকমল ফিল্ম আদি শঙ্করাচার্য কোন ভাষায় তৈরি হয়েছিল ?
A) তামিল
B) তেলেগু
C) হিন্দি
D) সংস্কৃত
সঠিক উত্তর: সংস্কৃত
23. আফিং গাছের কাঁচা ফলের ত্বকে কি পাওয়া যায় ?
A) মরফিন
B) ডাটুরিন
C) অ্যাট্রোপিন
A) নিকোটিন
সঠিক উত্তর: মরফিন
25. দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হল ?
A) লিরা
B) রান্ড
C) উওন
D) কিয়াত
সঠিক উত্তর: রান্ড
25. কোন ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ?
A) আশাপূর্ণা দেবী
B) অমৃতা প্রিতম
C) মহাদেবী বর্মা
D) এঁদের কেউই নন
সঠিক উত্তর: আশাপূর্ণা দেবী
Read more :: WBPSC Clearkship Mock Test in Bengali Part 01
No comments:
Post a Comment