ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৮ |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৮ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৮ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৮
01. ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে?
উত্তর: হিমবাহ অঞ্চলে।
02. পর্বতের গায়ে যে সীমারেখার উপরে সারা বছর তুষার বা বরফ জমে থাকে তাকে কি বলে?
উত্তর: হিমরেখা।
03. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: গডউইন অস্টিন।
04. নিচের কোনটির বায়ুর গতিবেগ ও শক্তি সর্বাধিক?
উত্তর: টর্নেডো।
05. ভারতের লুনি নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে?
উত্তর: কচ্ছের রন।
06. কোন পর্বতশ্রেণী ভারতের কেবলমাত্র একটি রাজ্যেই বিস্তৃত ও সীমাবদ্ধ?
উত্তর: অজন্তা।
07. সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায়?
উত্তর: রেড সী।
08. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: গুরুশিখর।
09. সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কী?
উত্তর: বৃহস্পতি।
10. পাট চাষের জন্য প্রয়োজন—
উত্তর: উষ্ণ এবং আর্দ্র জলবায়ু।
11. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম—
উত্তর: গ্রিনল্যান্ড।
12. ভারতের কোথায় টুডা উপজাতির দেখা পাওয়া যেতে পারে?
উত্তর: নীলগিরি।
13. 'পৃথিবীর ছাদ' কাকে বলা হয়?
উত্তর: পামির মালভূমি।
14. পঞ্চনদীর দেশ কাকে বলে?
উত্তর: পাঞ্জাব।
15. পৃথিবীতে গভীরতম হ্রদের নাম?
উত্তর: বৈকাল হ্রদ।
16. কোন নদীটি পূর্ব দিকে প্রবাহিত নয়?
উত্তর: নর্মদা।
17. পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্যালোক দেখা যায়?
উত্তর: নরওয়ে।
18. ভারতে কোন হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত?
উত্তর: সম্বর হ্রদ।
19. লোকটা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: মনিপুর।
20. আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্র কী?
উত্তর: হাইগ্রোমিটার।
Read more :: ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৭
No comments:
Post a Comment