ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ১০ |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ১০ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ১০ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ১০
01. কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়?
A) শশাঙ্ক মহিপাল
B) দ্বিতীয় মহিপাল
C) ধর্মপাল
D) লক্ষণ সেন
সঠিক উত্তর: দ্বিতীয় মহিপাল
02. বাহমনী বংশের প্রতিষ্ঠাতা কে?
A) আলাউদ্দিন বাহমনী শাহ
B) ফিরোজ শাহ
C) জয়পাল
D) এর কেউই নয়
সঠিক উত্তর: আলাউদ্দিন বাহমনী শাহ
03. কোন কোন ঐতিহাসিক কাকে “দক্ষিণাত্যের আকবর” আখ্যা দিয়ে থাকেন?
A) ফিরোজ শাহ
B) আলাউদ্দিন খলজি
C) দ্বিতীয় পুলকেশি
D) টিপু সুলতান
সঠিক উত্তর: ফিরোজ শাহ
04. পশ্চিম ভারতের চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নিচের কোনটি?
A) চোল
B) পল্লব
C) রাষ্ট্রকূট
D) পান্ড্য
সঠিক উত্তর: রাষ্ট্রকূট
05. কার রাজত্বকালে দিল্লির সুলতান এর সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল?
A) আলাউদ্দিন খলজী
B) ইলতুৎমিস
C) মোহম্মদ বিন তুঘলক
D) গিয়াসউদ্দিন বলবন
সঠিক উত্তর: আলাউদ্দিন খলজী
06. শশাঙ্কের রাজধানী নাম কী?
A) কর্ণসুবর্ণ
B) সুবর্ণগিরি
C) কোনৌজ
D) গৌড়
সঠিক উত্তর: কর্ণসুবর্ণ
07. ভারতের প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে?
A) ইব্রাহিম লোদী
B) শেরশাহ সুরি
C) বহলোল লোদী
D) সিকান্দার লোদী
সঠিক উত্তর: বহলোল লোদী
08. বঙ্গদেশে ভঙ্গিবাদ আন্দোলনের সাথে নিচের কোন নামটি বিশেষ স্মরণীয়?
A) শ্রীচৈতন্য
B) তুলসীদাস
C) বিবেকানন্দ
D) কবির
সঠিক উত্তর: শ্রীচৈতন্য
09. নিচের কে একজন অন্ধ কবি, কৃষ্ণ-পূজারী এবং কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন?
A) সুরদাস
B) জয়দেব
C) রামানন্দ
D) কবির
সঠিক উত্তর: সুরদাস
10. শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ “চৈতন্য চরিতামৃত” গ্রন্থের গ্রন্থকার কে?
A) ভানুসিংহ
B) কৃষ্ণদাস কবিরাজ
C) কৃত্তিবাস
D) তুলসীদাস
সঠিক উত্তর: কৃষ্ণদাস কবিরাজ
11. কবির কার শিষ্য ছিলেন?
A) রামানন্দ
B) শঙ্করাচার্য
C) শ্রীচৈতন্য
D) মাধবাচার্য
সঠিক উত্তর: রামানন্দ
12. নিচের কোন শহরে স্বামী বিবেকানন্দর জন্মেছিলেন?
A) বিষ্ণুপুর
B) কলকাতা
C) বালাসোর
D) দিল্লি
সঠিক উত্তর: কলকাতা
13. কে বলেছিলেন “রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম”?
A) রামানন্দ
B) শ্রীরামকৃষ্ণ
C) শ্রীচৈতন্য
D) কবির
সঠিক উত্তর: কবির
14. কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী ছিল?
A) রাষ্ট্রকূট
B) চালুক্য
C) পল্লব
D) চোল
সঠিক উত্তর: পল্লব
15. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
A) পুষ্যমিত্র
B) অজাতশত্রু
C) অগ্নিমিত্র
D) বিম্বিসার
সঠিক উত্তর: পুষ্যমিত্র
16. কার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল?
A) প্রথম রাজেন্দ্র চোল
B) দ্বিতীয় রাজেন্দ্র চোল
C) রাজারাজা
D) প্রথম পুলকেশি
সঠিক উত্তর: প্রথম রাজেন্দ্র চোল
17. নিচের কোন অঞ্চল সাতবাহনের রাজ্য বলে পরিচিত?
A) কলিঙ্গ
B) অন্ধ্র অঞ্চল
C) মধ্যপ্রদেশ
D) কোঙ্কন অঞ্চল
সঠিক উত্তর: অন্ধ্র অঞ্চল
18. নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল?
A) রাষ্ট্রকূট
B) পল্লব
C) পুষ্যভূতি
D) চোল
সঠিক উত্তর: চোল
19. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
A) নরসিংহ বর্মন
B) রাজেন্দ্র চোল
C) হরিহর ও বুক
D) বিজয় সেন
সঠিক উত্তর: হরিহর ও বুককা
20. মাদুরাই কাদের রাজধানী ছিল?
A) রাষ্ট্রকূট
B) পল্লব
C) চোল
D) পান্ড্য
সঠিক উত্তর:পান্ড্য
Read more :: ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯
No comments:
Post a Comment