![]() |
WBPSC Clearkship MCQ question in Bengali Part 05 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 05 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 05 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
WBPSC Clearkship MCQ question in Bengali Part 05
01. অবকেন্দ্র বল কে আর কি নামে ডাকা হয়?
A) অলীক বল
B) অলৌকিক বল
C) অভিকেন্দ্র বল
D) সভাপতিত বল
সঠিক উত্তর: অলীক বল
02. অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে?
A) কেন্দ্রের দিকে
B) চাপের দিকে
C) ব্যাসের দিকে
D) ব্যাসার্ধের দিকে
সঠিক উত্তর: কেন্দ্রের দিকে
03. সময়ের সাপেক্ষে কৌণিক স্বর্ণের হার কে বলে—
A) কৌণিক ত্বরণ
B) কৌণিক মন্দন
C) কৌণিক বল
D) কৌণিক বেগ
সঠিক উত্তর: কৌণিক বেগ
04. পারদের ঘনত্ব (কিগ্রা/মি.3) কত?
A) 11300
B) 13600
C) 21500
D) 19300
সঠিক উত্তর: 13600
05. গভীরতা বাড়লে তরলের চাপ কি হয়?
A) কমে
B) বাড়ে
C) একই থাকে
D) প্রথমে কমে পরে বাড়ে
সঠিক উত্তর: বাড়ে
06.S.I পদ্ধতিতে চাপের একক কী?
A) পাস্কাল
B) নিউটন
C) ডাইন
D) ঘন ডাইন
সঠিক উত্তর: পাস্কাল
07. আর্কিমিডিসের নীতি গ্যাসের ক্ষেত্রে—
A) প্রযোজ্য
B) প্রযোজ্য নয়
C) মাঝে মাঝে প্রযোজ্য
D) সঠিক জানা নেই
সঠিক উত্তর: প্রযোজ্য
08. সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা কি ধরনের তাপ?
A) লীন তাপ
B) বিকীর্ণ তাপ
C) দুটোই
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বিকীর্ণ তাপ
09. তাপ একটি—
A) স্কেলার রাশি
B) ভেক্টর রাশি
C) উভমুখী রাশি
D) একক রাশি
সঠিক উত্তর: স্কেলার রাশি
10. অবস্থার পরিবর্তনের তাপমাত্রা স্থির থাকে। —উক্তিটি
A) ঠিক
B) ভুল
C) কখনো কখনো ঠিক
D) বলা যায় না
সঠিক উত্তর: ঠিক
11. অপসারী লেন্স কোনটি?
A) অবতল লেন্স
B) উত্তল লেন্স
C) গোলক লেন্স
D) কোনটাই নয়
সঠিক উত্তর: অবতল লেন্স
12. অভিসারী লেন্স কোনটি?
A) অবতল লেন্স
B) উত্তল লেন্স
C) গোলক লেন্স
D) কোনটাই নয়
সঠিক উত্তর: উত্তল লেন্স
13. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় নেয়?
A) 8 মিনিট
B) 8.3 মিনিট
C) 9 মিনিট
D) 10 মিনিট
সঠিক উত্তর: 8.3 মিনিট
14. সদবিম্ব গঠন করার জন্য কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
A) সমতল
B) অবতল
C) উত্তল
D) কোনটাই নয়
সঠিক উত্তর: অবতল
15. সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত সুযোগে দেখা যায়, কারণ—
A) বায়ুমণ্ডলের প্রতিসরণ
B) আলোর বিচ্ছুরণ
C) প্রতিফলন
D) বিচ্ছুরণ
সঠিক উত্তর: বায়ুমণ্ডলের প্রতিসরণ
16. বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য—
A) কম হত
B) পরিবর্তন হয় না
C) বেড়ে যেত
D) প্রায় অর্ধেক হয়ে যেত
সঠিক উত্তর: কম হত
17. ক্যামেরার কোন অংশ মানুষের চোখের রেটিনার সঙ্গে সাদৃশ্য রাখে?
A) লেন্স
B) ফিল্ম
C) অ্যাপারচার
D) সাটার
সঠিক উত্তর: লেন্স
18. চুম্বকের সমমেরু পরস্পরকে—
A) আকর্ষণ করে
B) বিকর্ষণ করে
C) দুটোই
D) কিছু করে না
সঠিক উত্তর: বিকর্ষণ করে
19. নিচের কোনটি ও অচৌম্বক পদার্থ?
A) কাঠ
B) লোহা
C) নিকেল
D) কোবাল্ট
সঠিক উত্তর: কাঠ
20. চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে—
A) আকর্ষণ করে
B) বিকর্ষণ করে
C) যেকোনো একটি
D) কিছু করে না
সঠিক উত্তর: আকর্ষণ করে
Read more :: WBPSC Clearkship MCQ question in Bengali Part 04
No comments:
Post a Comment