WBPSC Clearkship MCQ question in Bengali Part 03 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 03 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 03 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
WBPSC Clearkship MCQ question in Bengali Part 03
01. S. I. পদ্ধতিতে দৈর্ঘ্যের একক—
A) সেন্টিমিটার
B) কিলোমিটার
C) মিটার
D) ডেকামিটার
সঠিক উত্তর: মিটার
02. পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে?
A) ফার্মি
B) মিমি
C) এক্স
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ফার্মি
03. রোদের একক কী?
A) জুল
B) কুলম্ব
C) ওহম
D) ভোল্ট
সঠিক উত্তর: ওহম
04. ভৌত রাশি কয় প্রকার?
A) 2
B) 3
C) 4
D) 5
সঠিক উত্তর: 2
05. পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে পরপর দুবার অতিক্রম করতে যে সময় নেয় তাকে বলে—
A) সৌরসপ্তাহ
B) সৌরদিন
C) সৌরবছর
D) সৌরমাস
সঠিক উত্তর: সৌরদিন
06. বল একটি—
A) স্কেলার রাশি
B) ভেক্টর রাশি
C) মৌলিক রাশি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভেক্টর রাশি
07. বিভব পার্থক্যের একক—
A) ভোল্ট
B) ওজন
C) জুল
D) কুলম্ব
সঠিক উত্তর: ভোল্ট
08. ভর ও ওজনের মধ্যে কোনটি বস্তুর সক্রিয় ধর্ম?
A) ভর
B) ওজন
C) দুটোই
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভর
09. পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত?
A) 980
B) 1
C) -1
D) 0
সঠিক উত্তর: 0
10. পৃথিবীর মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কোথায় g-এর মান বেশি?
A) মেরুতে
B) নিরক্ষীয় অঞ্চলে
C) দুটোতে সমান
D) সময়ে সময়ে পরিবর্তন হয়
সঠিক উত্তর: মেরুতে
11. কোন বস্তুর ওজন পৃথিবীতে 18kg হলে চাঁদে কত?
A) 6kg
B) 3kg
C) 8kg
D) 9kg
সঠিক উত্তর: 3kg
12. চুনে জল ঢাললে শক্তির রূপান্তর কেমন হবে?
A) কোন শক্তি উৎপন্ন হবে না
B) রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে
C) তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে
D) এর কোনোটিই নয়
সঠিক উত্তর: রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে
13. সর্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে?
A) নিউটন
B) মেন্ডেল
C) কেপলার
D) গ্যালিলিও
সঠিক উত্তর: নিউটন
14. কোন বস্তুর বেগ দ্বিগুণ করলে—
A) ভরবেগ দ্বিগুণ হয়
B) গতিশক্তি দ্বিগুণ হয়
C) স্থিতি শক্তি দ্বিগুণ হয়
D) ত্বরণ দ্বিগুন হয়
সঠিক উত্তর: ভরবেগ দ্বিগুণ হয়
15. ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি?
A) বৈদ্যুতিক শক্তি
B) চাপ শক্তি
C) গতিশক্তি
D) স্থিতিশক্তি
সঠিক উত্তর: স্থিতিশক্তি
16. সময়ের সাপেক্ষে কার্য করার হার—
A) ক্ষমতা
B) শক্তি
C) জুল
D) বেগ
সঠিক উত্তর: ক্ষমতা
17. যে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বক্তব্যটি—
A) ঠিক
B) ভুল
C) আংশিক ঠিক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ঠিক
18. বস্তুর বেগের পরিবর্তনের হার কে বলে—
A) ত্বরণ
B) বেগ
C) বল
D) দ্রুতি
সঠিক উত্তর: ত্বরণ
19. পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থীব বস্তুর ওজন?
A) বৃদ্ধি পায়
B) হ্রাস পায়
C) কোন পরিবর্তন হয় না
D) g বৃদ্ধি পায়
সঠিক উত্তর: হ্রাস পায়
20. বস্তু যতই মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে ততই তার অপকেন্দ্র বল—
A) বৃদ্ধি পায়
B) হ্রাস পায়
C) প্রথমে বৃদ্ধি পরের হ্রাস পায়
D) কোনটাই না
সঠিক উত্তর: বৃদ্ধি পায়
Read more :: WBPSC Clearkship MCQ question in Bengali Part 02
No comments:
Post a Comment