Breaking

Friday, November 15, 2024

General knowledge question answer part 72

General knowledge question answer part 72
General knowledge question answer part 72
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General knowledge question answer part 72 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General knowledge question answer part 72 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 72

01. মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল?
A) ১৯৪৬ সালে
B) ১৯৪৭ সালে
C) ১৯৪৮ সালে
D) ১৯৫০ সালে
সঠিক উত্তর: ১৯৪৮ সালে

02. ভারতের সর্বনিম্ন জনবিরল রাজ্য কোনটি?
A) গোয়া
B) ওড়িশা
C) হরিয়ানা
D) সিকিম
সঠিক উত্তর: সিকিম

03. মল্লর রাজধানী কি ছিল?
A) কুশিনগর
B) উজ্জয়িনী
C) বৈশালী
D) রাজগীর
সঠিক উত্তর: কুশিনগর

04. আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন-
A) ৩২৬ খ্রিষ্টপূর্বাব্দে
B) ৩৫০ খ্রিষ্টপূর্বাব্দে
C) ৩৭৬ খ্রিষ্টপূর্বাব্দে
D) ৩৮০ খ্রিষ্টপূর্বাব্দে
সঠিক উত্তর: ৩২৬ খ্রিষ্টপূর্বাব্দে

05. সতীদাহ প্রথা কে রদ করেছিলেন?
A) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
B) উইলিয়াম কেরি
C) লর্ড ডালহৌসি
D) লর্ড কার্জন
সঠিক উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

06. মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
A) লর্ড ডালহৌসি
B) ওয়ারেন হেস্টিংস
C) লর্ড ক্যানিং
D) লড লিটন
সঠিক উত্তর: লর্ড ক্যানিং

07. ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) অবনীন্দ্রনাথ ঠাকুর
B) রাজা রামমোহন রায়
C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D) দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

08. ব্রাহ্মসমাজ কত কত সালে স্থাপিত হয়েছিল?
A) ১৮২৮ সালে
B) ১৮৩৮ সালে
C) ১৮৪৯ সালে
D) ১৮৬২ সালে
সঠিক উত্তর: ১৮২৮ সালে

09. লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
A) ১৮৯৯ সালে
B) ১৯০৫ সালে
C) ১৯১৬ সালে
D) ১৯২২ সালে
সঠিক উত্তর: ১৯১৬ সালে

10. অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
A) সরযূ
B) গঙ্গা
C) নর্মদা
D) শতদ্রু
সঠিক উত্তর: সরযূ 

11. ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন?
A) লর্ড পেথিক লরেন্স
B) স্যার স্টাফোর্ড ক্রিপস
C) লর্ড ডাফরিন
D) এ ভি আলেকজান্ডার
সঠিক উত্তর: লর্ড পেথিক লরেন্স

12. কত সালে প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল?
A) ১৯৩০ সালে
B) ১৯৩৮ সালে
C) ১৯৪০ সালে
D) ১৯৪২ সালে
সঠিক উত্তর: ১৯৩০ সালে

13. নিম্নের কোনটি SAARC এর সদস্য দেশ নয়?
A) পাকিস্তান
B) বাংলাদেশ
C) মালদ্বীপ
D) মায়ানমার
সঠিক উত্তর: মায়ানমার

14. কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন?
A) ঔরঙ্গজেব
B) অশোক
C) অজাতশত্রু
D) বিম্বিসার
সঠিক উত্তর: ঔরঙ্গজেব

15. গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়?
A) ১৯৬৪ সালে
B) ১৯১৩ সালে
C) ১৮৬৩ সালে
D) ১৯৯৫ সালে
সঠিক উত্তর: ১৯১৩ সালে

16. ক্যানবেরা কোন দেশের রাজধানী?
A) অস্ট্রেলিয়া
B) ব্রাজিল
C) নিউজিল্যান্ড
D) হাঙ্গেরি
সঠিক উত্তর: অস্ট্রেলিয়া

17. গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন?
A) সারনাথে
B) কুশীনগরে
C) বোধগয়ায়
D) বৈশালীতে
সঠিক উত্তর: সারনাথে

18. Manju Rani কোন খেলার সঙ্গে যুক্ত?
A) ব্যাডমিন্টন
B) টেবিল টেনিস
C) সাঁতার
D) মুষ্টিযোদ্ধা
সঠিক উত্তর: মুষ্টিযোদ্ধা

19. খসড়া কমিটি কত সালে গঠন করা হয়েছিল?
A) ১৯৪৫ সালে
B) ১৯৪৬ সালে
C) ১৯৪৭ সালে
D) ১৯৪৮ সালে
সঠিক উত্তর: ১৯৪৭ সালে

20. অমরকণ্টক শহরটি কোন রাজ্যে অবস্থিত?
A) ছত্তিশগড়
B) মধ্যপ্রদেশ
C) অরুণাচল প্রদেশ
D) সিকিম
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ


No comments:

Post a Comment