General knowledge question answer part 72
General knowledge question answer part 72 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General knowledge question answer part 72 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General knowledge question answer part 72 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 72
01. মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল?
A) ১৯৪৬ সালে
B) ১৯৪৭ সালে
C) ১৯৪৮ সালে
D) ১৯৫০ সালে
সঠিক উত্তর: ১৯৪৮ সালে
02. ভারতের সর্বনিম্ন জনবিরল রাজ্য কোনটি?
A) গোয়া
B) ওড়িশা
C) হরিয়ানা
D) সিকিম
সঠিক উত্তর: সিকিম
03. মল্লর রাজধানী কি ছিল?
A) কুশিনগর
B) উজ্জয়িনী
C) বৈশালী
D) রাজগীর
সঠিক উত্তর: কুশিনগর
04. আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন-
A) ৩২৬ খ্রিষ্টপূর্বাব্দে
B) ৩৫০ খ্রিষ্টপূর্বাব্দে
C) ৩৭৬ খ্রিষ্টপূর্বাব্দে
D) ৩৮০ খ্রিষ্টপূর্বাব্দে
সঠিক উত্তর: ৩২৬ খ্রিষ্টপূর্বাব্দে
05. সতীদাহ প্রথা কে রদ করেছিলেন?
A) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
B) উইলিয়াম কেরি
C) লর্ড ডালহৌসি
D) লর্ড কার্জন
সঠিক উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
06. মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
A) লর্ড ডালহৌসি
B) ওয়ারেন হেস্টিংস
C) লর্ড ক্যানিং
D) লড লিটন
সঠিক উত্তর: লর্ড ক্যানিং
07. ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) অবনীন্দ্রনাথ ঠাকুর
B) রাজা রামমোহন রায়
C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D) দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
08. ব্রাহ্মসমাজ কত কত সালে স্থাপিত হয়েছিল?
A) ১৮২৮ সালে
B) ১৮৩৮ সালে
C) ১৮৪৯ সালে
D) ১৮৬২ সালে
সঠিক উত্তর: ১৮২৮ সালে
09. লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
A) ১৮৯৯ সালে
B) ১৯০৫ সালে
C) ১৯১৬ সালে
D) ১৯২২ সালে
সঠিক উত্তর: ১৯১৬ সালে
10. অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
A) সরযূ
B) গঙ্গা
C) নর্মদা
D) শতদ্রু
সঠিক উত্তর: সরযূ
11. ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন?
A) লর্ড পেথিক লরেন্স
B) স্যার স্টাফোর্ড ক্রিপস
C) লর্ড ডাফরিন
D) এ ভি আলেকজান্ডার
সঠিক উত্তর: লর্ড পেথিক লরেন্স
12. কত সালে প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল?
A) ১৯৩০ সালে
B) ১৯৩৮ সালে
C) ১৯৪০ সালে
D) ১৯৪২ সালে
সঠিক উত্তর: ১৯৩০ সালে
13. নিম্নের কোনটি SAARC এর সদস্য দেশ নয়?
A) পাকিস্তান
B) বাংলাদেশ
C) মালদ্বীপ
D) মায়ানমার
সঠিক উত্তর: মায়ানমার
14. কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন?
A) ঔরঙ্গজেব
B) অশোক
C) অজাতশত্রু
D) বিম্বিসার
সঠিক উত্তর: ঔরঙ্গজেব
15. গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়?
A) ১৯৬৪ সালে
B) ১৯১৩ সালে
C) ১৮৬৩ সালে
D) ১৯৯৫ সালে
সঠিক উত্তর: ১৯১৩ সালে
16. ক্যানবেরা কোন দেশের রাজধানী?
A) অস্ট্রেলিয়া
B) ব্রাজিল
C) নিউজিল্যান্ড
D) হাঙ্গেরি
সঠিক উত্তর: অস্ট্রেলিয়া
17. গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন?
A) সারনাথে
B) কুশীনগরে
C) বোধগয়ায়
D) বৈশালীতে
সঠিক উত্তর: সারনাথে
18. Manju Rani কোন খেলার সঙ্গে যুক্ত?
A) ব্যাডমিন্টন
B) টেবিল টেনিস
C) সাঁতার
D) মুষ্টিযোদ্ধা
সঠিক উত্তর: মুষ্টিযোদ্ধা
19. খসড়া কমিটি কত সালে গঠন করা হয়েছিল?
A) ১৯৪৫ সালে
B) ১৯৪৬ সালে
C) ১৯৪৭ সালে
D) ১৯৪৮ সালে
সঠিক উত্তর: ১৯৪৭ সালে
20. অমরকণ্টক শহরটি কোন রাজ্যে অবস্থিত?
A) ছত্তিশগড়
B) মধ্যপ্রদেশ
C) অরুণাচল প্রদেশ
D) সিকিম
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ
Read more :: General knowledge question answer part 71
No comments:
Post a Comment