ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯ |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯
01. নিম্নলিখিত কোনটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরুপ নয়?
A) ড্রামলিন
B) বোল্ডার ক্লে
C) এসকার
D) ইনসেলবার্জ
সঠিক উত্তর: ইনসেলবার্জ
02. নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়?
A) শান্তিনিকেতন
B) বিষ্ণুপুর মন্দি
C) নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান
D) ভিক্টোরিয়া মেমোরিয়াল
সঠিক উত্তর: ভিক্টোরিয়া মেমোরিয়াল
03. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?
A) বুধ
B) শুক্র
C) মঙ্গল
D) শনি
সঠিক উত্তর: শুক্র
04. জাফরান কোথায় সবচেয়ে বেশি উৎপন্ন হয়
A) গুজরাট
B) উত্তরপ্রদেশ
C) গোয়া
D) জম্মু-কাশ্মীর
সঠিক উত্তর: জম্মু-কাশ্মীর
05. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি?
A) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
B) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
C) তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর
D) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর
সঠিক উত্তর: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
06. Inderkilla National Park কোন রাজ্যে অবস্থিত?
A) হিমাচল প্রদেশ
B) উত্তরাখণ্ড
C) সিকিম
D) গোয়া
সঠিক উত্তর: হিমাচল প্রদেশ
07. Khirganaga National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) উত্তরাখণ্ড
B) উত্তরপ্রদেশ
C) হিমাচল প্রদেশ
D) সিকিম
সঠিক উত্তর: হিমাচল প্রদেশ
08. ভারতের সবচেয়ে আর্দ্রতম স্থান কোনটি?
A) মৌসিনরাম
B) শ্রীহরিকোটা
C) যোধপুর
D) কালিম্পং
সঠিক উত্তর: মৌসিনরাম
09. অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত?
A) কৃষ্ণা
B) মহানদী
C) কাবেরী
D) গোদাবরী
সঠিক উত্তর: কৃষ্ণা
10. Rihand Dam কোন রাজ্যে অবস্থিত?
A) হিমাচলপ্রদেশ
B) ওড়িশা
C) মহারাষ্ট্র
D) উত্তরপ্রদেশ
সঠিক উত্তর: উত্তরপ্রদেশ
11. সেরেস কি ধরনের গ্রহ?
A) অন্তঃস্থ গ্রহ
B) বহিঃস্থ গ্রহ
C) বামন গ্রহ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বামন গ্রহ
12. ভাকরা নাঙ্গল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
A) গণ্ডক
B) ভাগীরথী
C) নর্মদা
D) শতদ্রু
সঠিক উত্তর: শতদ্রু
13. বাহুতি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) ঝাড়খন্ড
B) ছত্তিশগড়
C) বিহার
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ
14. নিম্নের কোন রাজ্য ভারতের নবীনতম রাজ্য?
A) তেলেঙ্গানা
B) ছত্তিশগড়
C) ঝাড়খণ্ড
D) উত্তরাখণ্ড
সঠিক উত্তর: তেলেঙ্গানা
15. নিম্নের কোনটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ নয়?
A) জাতীয় উদ্যান
B) বন্যপ্রাণী অভয়ারণ্য
C) জীবজগৎ সংরক্ষণ
D) বোটানিক্যাল গার্ডেন
সঠিক উত্তর: বোটানিক্যাল গার্ডেন
16. ভারতের সবচেয়ে পুরনো লৌহ-ইস্পাত কারখানা কোনটি?
A) IISCO
B) TISCO
C) SAIL
D) ESL
সঠিক উত্তর: TISCO
17. বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি?
A) বাহরাইন
B) মোনাকো
C) সিঙ্গাপুর
D) মঙ্গোলিয়া
সঠিক উত্তর: মোনাকো
18. মাজুলি দ্বীপ কোন নদীর শাখা দ্বারা গঠিত?
A) তিস্তা
B) মহানদী
C) ব্রহ্মপুত্র
D) বরাক
সঠিক উত্তর: ব্রহ্মপুত্র
19. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত?
A) ৭২.০৬%
B) ৭৫.২১%
C) ৭৬.২৬%
D) ৭৮.২০%
সঠিক উত্তর: ৭৬.২৬%
20. নন্দাদেবী পর্বতশৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত?
A) ত্রিপুরা
B) তেলেঙ্গানা
C) রাজস্থান
D) উত্তরাখন্ড
সঠিক উত্তর: উত্তরাখন্ড
Read more :: ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৮
No comments:
Post a Comment