Breaking

Monday, November 11, 2024

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯

01. নিম্নলিখিত কোনটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরুপ নয়?
A) ড্রামলিন
B) বোল্ডার ক্লে
C) এসকার
D) ইনসেলবার্জ
সঠিক উত্তর: ইনসেলবার্জ

02. নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়?
A) শান্তিনিকেতন
B) বিষ্ণুপুর মন্দি
C) নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান
D) ভিক্টোরিয়া মেমোরিয়াল
সঠিক উত্তর: ভিক্টোরিয়া মেমোরিয়াল

03. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?
A) বুধ
B) শুক্র
C) মঙ্গল
D) শনি
সঠিক উত্তর: শুক্র

04. জাফরান কোথায় সবচেয়ে বেশি উৎপন্ন হয়
A) গুজরাট
B) উত্তরপ্রদেশ
C) গোয়া
D) জম্মু-কাশ্মীর
সঠিক উত্তর: জম্মু-কাশ্মীর

05. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি?
A) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
B) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
C) তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর
D) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর
সঠিক উত্তর: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর

06. Inderkilla National Park কোন রাজ্যে অবস্থিত?
A) হিমাচল প্রদেশ
B) উত্তরাখণ্ড
C) সিকিম
D) গোয়া
সঠিক উত্তর: হিমাচল প্রদেশ

07. Khirganaga National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) উত্তরাখণ্ড
B) উত্তরপ্রদেশ
C) হিমাচল প্রদেশ
D) সিকিম
সঠিক উত্তর: হিমাচল প্রদেশ

08. ভারতের সবচেয়ে আর্দ্রতম স্থান কোনটি?
A) মৌসিনরাম
B) শ্রীহরিকোটা
C) যোধপুর
D) কালিম্পং
সঠিক উত্তর: মৌসিনরাম

09. অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত?
A) কৃষ্ণা
B) মহানদী
C) কাবেরী
D) গোদাবরী
সঠিক উত্তর: কৃষ্ণা

10. Rihand Dam কোন রাজ্যে অবস্থিত?
A) হিমাচলপ্রদেশ
B) ওড়িশা
C) মহারাষ্ট্র
D) উত্তরপ্রদেশ
সঠিক উত্তর: উত্তরপ্রদেশ

11. সেরেস কি ধরনের গ্রহ?
A) অন্তঃস্থ গ্রহ
B) বহিঃস্থ গ্রহ
C) বামন গ্রহ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বামন গ্রহ

12. ভাকরা নাঙ্গল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
A) গণ্ডক
B) ভাগীরথী
C) নর্মদা
D) শতদ্রু
সঠিক উত্তর: শতদ্রু

13. বাহুতি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) ঝাড়খন্ড
B) ছত্তিশগড়
C) বিহার
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ

14. নিম্নের কোন রাজ্য ভারতের নবীনতম রাজ্য?
A) তেলেঙ্গানা
B) ছত্তিশগড়
C) ঝাড়খণ্ড
D) উত্তরাখণ্ড
সঠিক উত্তর: তেলেঙ্গানা

15. নিম্নের কোনটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ নয়?
A) জাতীয় উদ্যান
B) বন্যপ্রাণী অভয়ারণ্য
C) জীবজগৎ সংরক্ষণ
D) বোটানিক্যাল গার্ডেন
সঠিক উত্তর: বোটানিক্যাল গার্ডেন

16. ভারতের সবচেয়ে পুরনো লৌহ-ইস্পাত কারখানা কোনটি?
A) IISCO
B) TISCO
C) SAIL
D) ESL
সঠিক উত্তর: TISCO

17. বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি?
A) বাহরাইন
B) মোনাকো
C) সিঙ্গাপুর
D) মঙ্গোলিয়া
সঠিক উত্তর: মোনাকো

18. মাজুলি দ্বীপ কোন নদীর শাখা দ্বারা গঠিত?
A) তিস্তা
B) মহানদী
C) ব্রহ্মপুত্র
D) বরাক
সঠিক উত্তর: ব্রহ্মপুত্র

19. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত?
A) ৭২.০৬%
B) ৭৫.২১%
C) ৭৬.২৬%
D) ৭৮.২০%
সঠিক উত্তর: ৭৬.২৬%

20. নন্দাদেবী পর্বতশৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত?
A) ত্রিপুরা
B) তেলেঙ্গানা
C) রাজস্থান
D) উত্তরাখন্ড
সঠিক উত্তর: উত্তরাখন্ড

No comments:

Post a Comment