Breaking

Saturday, November 2, 2024

RRB NTPC GK in Bengali Part 02

RRB NTPC GK in Bengali Part 02
RRB NTPC GK in Bengali Part 02
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 02 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব। সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 02 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 02

01. ‘যোজনা কমিশনের’ পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ? A) লোকপাল B) নীতি আয়োগ C) অর্থ কমিশন D) লোকাযুক্ত সঠিক উত্তর: নীতি আয়োগ 02. ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী ? A) FANUC B) COMAU C) MOTOMAN D) BRABO সঠিক উত্তর: BRABO 03. কিসের বেগ মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ? A) জাহাজ B) বুলেট ট্রেন C) চিতাবাঘ D) ম্যাগলেভ সঠিক উত্তর: জাহাজ 04. এক অশ্বক্ষমতা = কত ওয়াট ? A) ৬২৫ ওয়াট B) ৮১৬ ওয়াট C) ৫২০ ওয়াট D) ৭৪৬ ওয়াট সঠিক উত্তর: ৭৪৬ ওয়াট 05. মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা ? A) নাইট্রোজেন B) সালফার C) হাইড্রোজেন D) গ্রাফাইট সঠিক উত্তর: হাইড্রোজেন 06. লেবুর রস নিংড়োনোর যন্ত্র কোন শ্রেণীর লিভার ? A) প্রথম B) দ্বিতীয় C) তৃতীয় D) কোনোটিই নয় সঠিক উত্তর: দ্বিতীয় 07. কোন পরিবাহীর রোধ কিসের সমানুপাতিক ? A) তড়িৎ প্রবাহ B) পরিবাহীর আয়তন C) পরিবাহীর দৈর্ঘ্য D) বিভব সঠিক উত্তর: পরিবাহীর দৈর্ঘ্য 08. তিনটি সংখ্যার সমষ্টি 136। যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে এই দ্বিতীয় সংখ্যাটি হল— A) 48 B) 60 C) 40 D) 52 সঠিক উত্তর: 60 09. ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? A) 12 সেকেন্ড B) 18 সেকেন্ড C) 10 সেকেন্ড D) 15 সেকেন্ড সঠিক উত্তর: 10 সেকেন্ড 10. ‘A’একটি কাজ 12 দিনে করতে পারে। ‘A’এবং ‘B’কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে 8 দিন। যদি একা ‘B’কাজটা করতে চাই তাহলে তার কতদিন সময় লাগবে? A) 18 দিন B) 28 দিন C) 15 দিন D) 24 দিন সঠিক উত্তর: 24 দিন 11. কোন অ্যাসিড বেশি তীব্র? A) লঘু অ্যাসিড B) তরল অ্যাসিড C) কঠিন অ্যাসিড D) গাঢ় অ্যাসিড সঠিক উত্তর: লঘু অ্যাসিড 12. লেবুতে নিচের কোন অ্যাসিড থাকে ? A) ফার্মিক অ্যাসিড B) সাইট্রিক অ্যাসিড C) ল্যাকটিক অ্যাসিড D) ম্যালিক অ্যাসিড সঠিক উত্তর: সাইট্রিক অ্যাসিড 13. বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে নিচের কোনটি মেশানো হয়? A) মিথাইল অরেঞ্জ B) লিটমাস C) ফেনলপথ্যালিনের D) মিথাইল রেড সঠিক উত্তর: ফেনলপথ্যালিনের 14. প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জ এর বর্ণ কেমন? A) লাল B) কমলা C) হলুদ D) বর্ণহীন সঠিক উত্তর: কমলা 15. বায়ু কি জাতীয় পদার্থ? A) জলীয় B) গ্যাসীয় C) সমসত্ব D) অসমসত্ব সঠিক উত্তর: অসমসত্ব 16. দক্ষিণাত্যের কাশী নামে কোন শহরটি পরিচিত? A) বিশাখাপত্তনম B) কন্যাকুমারী C) পুদুচেরি D) মাদুরাই সঠিক উত্তর: মাদুরাই 17. সাত পাহাড়ের শহর কোনটি? A) রোম B) ভ্যাটিক্যান সিটি C) প্যালেস্টাইন D) এথেন্স সঠিক উত্তর: রোম 18. কোন নদীটি পরিচিত স্বর্ণরেনুর নদী নামে? A) ইয়াংসিং কিয়াং B) গঙ্গা C) নীল D) মিসিসিপি মৌসৌরী সঠিক উত্তর: ইয়াংসিং কিয়াং 19. ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশটি? A) অ্যালবেনিয়া B) তুরস্ক C) গ্রীস D) রোমানিয়া সঠিক উত্তর: তুরস্ক 20. ভারতের প্রবেশদ্বার হিসেবে কোন শহরটি পরিচিত? A) কলকাতা B) গুজরাট C) দিল্লি D) মুম্বাই সঠিক উত্তর: মুম্বাই

No comments:

Post a Comment