Breaking

Wednesday, November 6, 2024

RRB NTPC GK in Bengali Part 03

WBPSC Clearkship GK in Bengali Part 01
RRB NTPC GK in Bengali Part 03
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 03 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব। সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 03 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 03

01. মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে?
A) গুরুমস্তিষ্ক
B) হাইপোথ্যালামাস
C) লঘুমস্তিষ্ক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: লঘুমস্তিষ্ক 

02. Phool Dei Festival কোথায় পালন করা হয়?
A) উত্তরাখণ্ড
B) সিকিম
C) মেঘালয়
D) অরুণাচল প্রদেশ
সঠিক উত্তর: উত্তরাখণ্ড

03. গান্ধী স্মারক সংগ্রহশালা কোথায় রয়েছে?
A) আহমেদাবাদ
B) উদয়পুর
C) নিউ দিল্লি
D) বেঙ্গালুরু
সঠিক উত্তর: আহমেদাবাদ

04. তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল?
A) ১৯৩৮ সালে
B) ১৯৪৬ সালে
C) ১৯৫৭ সালে
D) ১৯৬৩ সালে
সঠিক উত্তর: ১৯৪৬ সালে

05. পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ কোনটি?
A) মানা পাস
B) না থুলা
C) জোজি লা
D) বানিহাল
সঠিক উত্তর: মানা পাস

06. ফিটকিরিতে কত অণু কেলাস জল থাকে?
A) ৬
B) ১৬
C) ১৮
D) ২৪
সঠিক উত্তর: ২৪

07. ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন?
A) মহাত্মা গান্ধী
B) ডিরোজিও
C) শ্যামজী কৃষ্ণ বর্মা
D) রাজা রামমোহন রায়
সঠিক উত্তর: শ্যামজী কৃষ্ণ বর্মা

08. Gender Inequality Index প্রকাশকারী সংস্থা কোনটি?
A) UNDP
B) UNEP
C) UNAP
D) UNFP
সঠিক উত্তর: UNDP

09. ছোলার ভোজ্য অংশকে কি বলা হয়?
A) মেসোকার্প
B) বীজপত্র
C) পেরিকার্প
D) এমব্রায়ো
সঠিক উত্তর: বীজপত্র

10. ভারতের কোন শহরকে উৎসবের শহর বলা হয়?
A) মাদুরাই
B) সুরাট
C) নাগপুর
D) যোধপুর
সঠিক উত্তর: মাদুরাই

11. পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি?
A) মালাক্কা প্রণালী
B) জিব্রাল্টার প্রণালী
C) সুন্দা প্রণালী
D) বেরিং প্রণালী
সঠিক উত্তর: মালাক্কা প্রণালী

12. বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) হরিয়ানা
B) তেলেঙ্গানা
C) অন্ধ্রপ্রদশ
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ

13. মিউটেশন তত্ত্বের জনক কে?
A) উইলিয়াম হার্ভে
B) কার্ল ল্যান্ডস্টেইনার
C) ডারউইন
D) হুগো দ্য ভ্রিস
সঠিক উত্তর: হুগো দ্য ভ্রিস

14. নিম্নের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?
A) প্ল্যাটিপাস
B) হেজহগ
C) ক্যাঙ্গারু
D) লরিস
সঠিক উত্তর: প্ল্যাটিপাস

15. সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
A) ঝাড়খন্ড
B) ওড়িশা
C) উত্তরপ্রদেশ
D) কর্ণাটক
সঠিক উত্তর: ঝাড়খন্ড

16. নিম্নলিখিত কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয়?
A) কর্ণাটকে
B) রাজস্থানে
C) মহারাষ্ট্রে
D) মধ্যপ্রদেশে
সঠিক উত্তর: কর্ণাটকে

17. নিম্নের কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়?
A) থাইরক্সিন
B) অ্যান্টিডিউরেটিক হরমোন
C) অ্যাড্রিনালিন
D) সোমাটোট্রফিন হরমোন
সঠিক উত্তর: অ্যাড্রিনালিন

18. ভারতের কোন রাজ্যে সর্বাধিক লিগনাইট কয়লা পাওয়া যায়?
A) ঝাড়খন্ড
B) অন্ধ্রপ্রদেশ
C) তামিলনাড়ু
D) ছত্তিশগড়
সঠিক উত্তর: তামিলনাড়ু

19. ভারতের রূঢ় কাকে বলা হয়?
A) পুরুলিয়া
B) দুর্গাপুর
C) বাঁকুড়া
D) বীরভূম
সঠিক উত্তর: দুর্গাপুর

20. মহাবিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল
A) ১৮৫৫ সালে
B) ১৮৫৬ সালে
C) ১৮৫৭ সালে
D) ১৮৫৮ সালে
সঠিক উত্তর: ১৮৫৭ সালে

No comments:

Post a Comment