WBPSC Clearkship GK in Bengali Part 01
RRB NTPC GK in Bengali Part 03 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 03 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব।
সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 03 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
RRB NTPC GK in Bengali Part 03
01. মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে?
A) গুরুমস্তিষ্ক
B) হাইপোথ্যালামাস
C) লঘুমস্তিষ্ক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: লঘুমস্তিষ্ক
02. Phool Dei Festival কোথায় পালন করা হয়?
A) উত্তরাখণ্ড
B) সিকিম
C) মেঘালয়
D) অরুণাচল প্রদেশ
সঠিক উত্তর: উত্তরাখণ্ড
03. গান্ধী স্মারক সংগ্রহশালা কোথায় রয়েছে?
A) আহমেদাবাদ
B) উদয়পুর
C) নিউ দিল্লি
D) বেঙ্গালুরু
সঠিক উত্তর: আহমেদাবাদ
04. তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল?
A) ১৯৩৮ সালে
B) ১৯৪৬ সালে
C) ১৯৫৭ সালে
D) ১৯৬৩ সালে
সঠিক উত্তর: ১৯৪৬ সালে
05. পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ কোনটি?
A) মানা পাস
B) না থুলা
C) জোজি লা
D) বানিহাল
সঠিক উত্তর: মানা পাস
06. ফিটকিরিতে কত অণু কেলাস জল থাকে?
A) ৬
B) ১৬
C) ১৮
D) ২৪
সঠিক উত্তর: ২৪
07. ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন?
A) মহাত্মা গান্ধী
B) ডিরোজিও
C) শ্যামজী কৃষ্ণ বর্মা
D) রাজা রামমোহন রায়
সঠিক উত্তর: শ্যামজী কৃষ্ণ বর্মা
08. Gender Inequality Index প্রকাশকারী সংস্থা কোনটি?
A) UNDP
B) UNEP
C) UNAP
D) UNFP
সঠিক উত্তর: UNDP
09. ছোলার ভোজ্য অংশকে কি বলা হয়?
A) মেসোকার্প
B) বীজপত্র
C) পেরিকার্প
D) এমব্রায়ো
সঠিক উত্তর: বীজপত্র
10. ভারতের কোন শহরকে উৎসবের শহর বলা হয়?
A) মাদুরাই
B) সুরাট
C) নাগপুর
D) যোধপুর
সঠিক উত্তর: মাদুরাই
11. পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি?
A) মালাক্কা প্রণালী
B) জিব্রাল্টার প্রণালী
C) সুন্দা প্রণালী
D) বেরিং প্রণালী
সঠিক উত্তর: মালাক্কা প্রণালী
12. বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) হরিয়ানা
B) তেলেঙ্গানা
C) অন্ধ্রপ্রদশ
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ
13. মিউটেশন তত্ত্বের জনক কে?
A) উইলিয়াম হার্ভে
B) কার্ল ল্যান্ডস্টেইনার
C) ডারউইন
D) হুগো দ্য ভ্রিস
সঠিক উত্তর: হুগো দ্য ভ্রিস
14. নিম্নের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?
A) প্ল্যাটিপাস
B) হেজহগ
C) ক্যাঙ্গারু
D) লরিস
সঠিক উত্তর: প্ল্যাটিপাস
15. সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
A) ঝাড়খন্ড
B) ওড়িশা
C) উত্তরপ্রদেশ
D) কর্ণাটক
সঠিক উত্তর: ঝাড়খন্ড
16. নিম্নলিখিত কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয়?
A) কর্ণাটকে
B) রাজস্থানে
C) মহারাষ্ট্রে
D) মধ্যপ্রদেশে
সঠিক উত্তর: কর্ণাটকে
17. নিম্নের কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়?
A) থাইরক্সিন
B) অ্যান্টিডিউরেটিক হরমোন
C) অ্যাড্রিনালিন
D) সোমাটোট্রফিন হরমোন
সঠিক উত্তর: অ্যাড্রিনালিন
18. ভারতের কোন রাজ্যে সর্বাধিক লিগনাইট কয়লা পাওয়া যায়?
A) ঝাড়খন্ড
B) অন্ধ্রপ্রদেশ
C) তামিলনাড়ু
D) ছত্তিশগড়
সঠিক উত্তর: তামিলনাড়ু
19. ভারতের রূঢ় কাকে বলা হয়?
A) পুরুলিয়া
B) দুর্গাপুর
C) বাঁকুড়া
D) বীরভূম
সঠিক উত্তর: দুর্গাপুর
20. মহাবিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল
A) ১৮৫৫ সালে
B) ১৮৫৬ সালে
C) ১৮৫৭ সালে
D) ১৮৫৮ সালে
সঠিক উত্তর: ১৮৫৭ সালে
Read more :: RRB NTPC GK in Bengali Part 02
No comments:
Post a Comment