Breaking

Thursday, November 7, 2024

RRB NTPC GK in Bengali Part 04

RRB NTPC GK in Bengali Part 04
RRB NTPC GK in Bengali Part 04
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 04 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব। সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 04 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 04

01. প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল?
A) ১৯৩০ সালে
B) ১৯৩৬ সালে
C) ১৯৪২ সালে
D) ১৯৫০ সালে
সঠিক উত্তর: ১৯৫০ সালে

02. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯০৬ সালে
B) ১৯১৫ সালে
C) ১৯২৯ সালে
D) ১৯৩৫ সালে
সঠিক উত্তর: ১৯০৬ সালে

03. তামাশা কোন রাজ্যের নৃত্য?
A) মহারাষ্ট্র
B) পাঞ্জাব
C) তেলেঙ্গানা
D) উত্তরপ্রদেশ
সঠিক উত্তর: মহারাষ্ট্র

04. সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম?
A) ভিটামিন B1
B) ভিটামিন B5
C) ভিটামিন B12
D) ভিটামিন D
সঠিক উত্তর: ভিটামিন B12

05. নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল?
A) ১৯০১ সালে
B) ১৯২২ সালে
C) ১৯৩৮ সালে
D) ১৯৬৯ সালে
সঠিক উত্তর: ১৯০১ সালে

06. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
A) ঝাড়খন্ড
B) বিহার
C) ওড়িশা
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: ওড়িশা

07. বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) ১৭৪৬ সালে
B) ১৭৬০ সালে
C) ১৭৮০ সালে
D) ১৭৯১ সালে
সঠিক উত্তর: ১৭৬০ সালে

08. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
A) ওড়িশা
B) পশ্চিমবঙ্গ
C) ঝাড়খণ্ড
D) বিহার
সঠিক উত্তর: পশ্চিমবঙ্গ

09. ভারতের সবচেয়ে আর্দ্রতম স্থান কোনটি?
A) মৌসিনরাম
B) শ্রীহরিকোটা
C) যোধপুর
D) কালিম্পং
সঠিক উত্তর: মৌসিনরাম

10. সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেছিলেন?
A) শিশির কুমার ঘোষ
B) অক্ষয় কুমার দত্ত
C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
সঠিক উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

11. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
A) ট্রপোস্ফিয়ার
B) থার্মোস্ফিয়ার
C) আয়নোস্ফিয়ার
D) স্ট্র্যাটোস্ফিয়ার
সঠিক উত্তর: আয়নোস্ফিয়ার

12. সর্বভারতীয় কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) সহজানন্দ সরস্বতী
B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
C) দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়
D) স্বামী দয়ানন্দ সরস্বতী
সঠিক উত্তর: সহজানন্দ সরস্বতী

13. টোডরমল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন?
A) শাহজাহান
B) আকবর
C) বাবর
D) হুমায়ুন
সঠিক উত্তর: আকবর

14. ঋকবেদে উল্লেখিত পারুশনি নদীর বর্তমান নাম কি?
A) রাভি
B) সরস্বতী
C) চেনাব
D) সুতলেজ
সঠিক উত্তর: রাভি

15. বুদাপেস্ট কোন দেশের রাজধানী?
A) মেক্সিকো
B) রাশিয়া
C) হাঙ্গেরী
D) উরুগুয়ে
সঠিক উত্তর: হাঙ্গেরী

16. নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন?
A) আকবর
B) শাহজাহান
C) মহম্মদ শাহ
D) দ্বিতীয় বাহাদুর শাহ
সঠিক উত্তর: মহম্মদ শাহ

17. Pant Wildlife Sanctuary কোন রাজ্যে রয়েছে?
A) ঝাড়খণ্ড
B) বিহার
C) ছত্তিশগড়
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: বিহার

18. জলের প্লবতার সূত্র কে আবিষ্কার করেছিলেন?
A) নিউটন
B) আর্কিমিডিস
C) লিনিয়াস
D) থমসন
সঠিক উত্তর: আর্কিমিডিস

19. কার্নেলের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) ১৭২৩ সালে
B) ১৭৩৯ সালে
C) ১৭৪২ সালে
D) ১৭৪৫ সালে
সঠিক উত্তর: ১৭৩৯ সালে

20. কারাকোরাম গিরিপথ কোন দুটি দেশের মাঝে অবস্থিত?
A) ভারত ও পাকিস্তান
B) ভারত ও চিন
C) ভারত ও ভুটান
D) ভারত ও নেপাল
সঠিক উত্তর: ভারত ও চিন

No comments:

Post a Comment