RRB NTPC GK in Bengali Part 04
RRB NTPC GK in Bengali Part 04 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 04 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব।
সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 04 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
RRB NTPC GK in Bengali Part 04
01. প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল?
A) ১৯৩০ সালে
B) ১৯৩৬ সালে
C) ১৯৪২ সালে
D) ১৯৫০ সালে
সঠিক উত্তর: ১৯৫০ সালে
02. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯০৬ সালে
B) ১৯১৫ সালে
C) ১৯২৯ সালে
D) ১৯৩৫ সালে
সঠিক উত্তর: ১৯০৬ সালে
03. তামাশা কোন রাজ্যের নৃত্য?
A) মহারাষ্ট্র
B) পাঞ্জাব
C) তেলেঙ্গানা
D) উত্তরপ্রদেশ
সঠিক উত্তর: মহারাষ্ট্র
04. সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম?
A) ভিটামিন B1
B) ভিটামিন B5
C) ভিটামিন B12
D) ভিটামিন D
সঠিক উত্তর: ভিটামিন B12
05. নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল?
A) ১৯০১ সালে
B) ১৯২২ সালে
C) ১৯৩৮ সালে
D) ১৯৬৯ সালে
সঠিক উত্তর: ১৯০১ সালে
06. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
A) ঝাড়খন্ড
B) বিহার
C) ওড়িশা
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: ওড়িশা
07. বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) ১৭৪৬ সালে
B) ১৭৬০ সালে
C) ১৭৮০ সালে
D) ১৭৯১ সালে
সঠিক উত্তর: ১৭৬০ সালে
08. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
A) ওড়িশা
B) পশ্চিমবঙ্গ
C) ঝাড়খণ্ড
D) বিহার
সঠিক উত্তর: পশ্চিমবঙ্গ
09. ভারতের সবচেয়ে আর্দ্রতম স্থান কোনটি?
A) মৌসিনরাম
B) শ্রীহরিকোটা
C) যোধপুর
D) কালিম্পং
সঠিক উত্তর: মৌসিনরাম
10. সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেছিলেন?
A) শিশির কুমার ঘোষ
B) অক্ষয় কুমার দত্ত
C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
সঠিক উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
11. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
A) ট্রপোস্ফিয়ার
B) থার্মোস্ফিয়ার
C) আয়নোস্ফিয়ার
D) স্ট্র্যাটোস্ফিয়ার
সঠিক উত্তর: আয়নোস্ফিয়ার
12. সর্বভারতীয় কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) সহজানন্দ সরস্বতী
B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
C) দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়
D) স্বামী দয়ানন্দ সরস্বতী
সঠিক উত্তর: সহজানন্দ সরস্বতী
13. টোডরমল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন?
A) শাহজাহান
B) আকবর
C) বাবর
D) হুমায়ুন
সঠিক উত্তর: আকবর
14. ঋকবেদে উল্লেখিত পারুশনি নদীর বর্তমান নাম কি?
A) রাভি
B) সরস্বতী
C) চেনাব
D) সুতলেজ
সঠিক উত্তর: রাভি
15. বুদাপেস্ট কোন দেশের রাজধানী?
A) মেক্সিকো
B) রাশিয়া
C) হাঙ্গেরী
D) উরুগুয়ে
সঠিক উত্তর: হাঙ্গেরী
16. নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন?
A) আকবর
B) শাহজাহান
C) মহম্মদ শাহ
D) দ্বিতীয় বাহাদুর শাহ
সঠিক উত্তর: মহম্মদ শাহ
17. Pant Wildlife Sanctuary কোন রাজ্যে রয়েছে?
A) ঝাড়খণ্ড
B) বিহার
C) ছত্তিশগড়
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: বিহার
18. জলের প্লবতার সূত্র কে আবিষ্কার করেছিলেন?
A) নিউটন
B) আর্কিমিডিস
C) লিনিয়াস
D) থমসন
সঠিক উত্তর: আর্কিমিডিস
19. কার্নেলের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) ১৭২৩ সালে
B) ১৭৩৯ সালে
C) ১৭৪২ সালে
D) ১৭৪৫ সালে
সঠিক উত্তর: ১৭৩৯ সালে
20. কারাকোরাম গিরিপথ কোন দুটি দেশের মাঝে অবস্থিত?
A) ভারত ও পাকিস্তান
B) ভারত ও চিন
C) ভারত ও ভুটান
D) ভারত ও নেপাল
সঠিক উত্তর: ভারত ও চিন
Read more :: RRB NTPC GK in Bengali Part 03
No comments:
Post a Comment