Breaking

Saturday, November 9, 2024

RRB NTPC GK in Bengali Part 05

RRB NTPC GK in Bengali Part 05 
RRB NTPC GK in Bengali Part 05
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 05 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব। সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 05 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 05

01. গৌর কিসের ক্ষয় কার্যের ফলে গঠিত হয়?
A) বায়ুপ্রবাহ
B) নদী
C) হিমবাহ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বায়ুপ্রবাহ

02.মাছ সম্পর্কিত বিদ্যাকে কি বলে?
A) এভিকালচার
B) এন্টোমোলজি
C) ইকথায়োলজি
D) ভাইরোলজি
সঠিক উত্তর: ইকথায়োলজি

03. প্রতি 1° দ্রাঘিমার সময়ের পার্থক্য কত?
A) ১ মিনিট
B) ৪ মিনিট
C) ৭ মিনিট
D) ৯ মিনিট 
সঠিক উত্তর: ৪ মিনিট

04. নিম্নলিখিত কোন উদ্ভিদ গমনে সক্ষম?
A) মিউকর
B) মস
C) ভলভক্স
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভলভক্স

05. কল্পসূত্র কে রচনা করেছিলেন?
A) ভদ্রবাহু
B) বিষ্ণু শর্মা
C) তুলসী দাস
D) সোমদেব
সঠিক উত্তর: ভদ্রবাহু

06. Yenna Waterfall ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) কর্ণাটক
B) মহারাষ্ট্র
C) তেলেঙ্গানা
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: মহারাষ্ট্র

07. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থবিল নিয়ে আলোচনা করা হয়েছে?
A) ১১০
B) ১১২
C) ১১৪
D) ১১৬
সঠিক উত্তর: ১১০

08. Living root bridge ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) অরুণাচল প্রদেশ
B) উত্তরাখণ্ড
C) গোয়া
D) মেঘালয়
সঠিক উত্তর: মেঘালয়

09. RNA-তে নিম্নের কোন নাইট্রোজেন বেস থাকে না?
A) অ্যাডেনিন
B) গুয়ানিন
C) থাইমিন
D) সাইটোসিন
সঠিক উত্তর: থাইমিন

10. গুরুশিখর শৃঙ্গ কোন রাজ্যে রয়েছে?
A) মধ্যপ্রদেশ
B) গুজরাট
C) পাঞ্জাব
D) রাজস্থান
সঠিক উত্তর: রাজস্থান

11. এপিকালচার কিসের সঙ্গে যুক্ত?
A) উদ্যান পালন
B) মৌমাছি পালন
C) ফল উৎপাদন
D) আঙুর চাষ
সঠিক উত্তর: মৌমাছি পালন

12. সোডা ক্রিস্টাল নামে পরিচিত?
A) হাইড্রোজেন
B) সোডিয়াম কার্বনেট
C) ক্যালসিয়াম কার্বনেট
D) সোডিয়াম সালফেট
সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট 

13. Soochipara Waterfalls ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) গোয়া
B) অন্ধ্রপ্রদেশ
C) কেরালা
D) সিকিম
সঠিক উত্তর: কেরালা

14. ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন?
A) চন্দ্রগুপ্ত
B) কণিষ্ক
C) কুতুবউদ্দিন আইবক
D) মহম্মদ বিন তুঘলক
সঠিক উত্তর: মহম্মদ বিন তুঘলক

15. STH হরমোনের পুরো নাম কি?
A) Stimulating Hormone
B) Somatotropin Hormone
C) Steroid Hormone
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: Somatotropin Hormone

16. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলো উৎপাদন করা হয়?
A) গুজরাট
B) ঝাড়খণ্ড
C) রাজস্থান
D) ছত্তিশগড়
সঠিক উত্তর: গুজরাট

17. বেকিং পাউডারের রাসায়নিক নাম কি?
A) সোডিয়াম ক্লোরাইড
B) সোডিয়াম বাই কার্বনেট
C) সোডিয়াম কার্বনেট
D) জিঙ্ক অক্সাইড
সঠিক উত্তর: সোডিয়াম বাই কার্বনেট

18. প্রেইরী তৃণভূমি প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়?
A) অস্ট্রেলিয়া
B) উত্তর আমেরিকা
C) নিউজিল্যান্ড
D) কেনিয়া
সঠিক উত্তর: উত্তর আমেরিকা

19. কোন শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন?
A) বাবর
B) আকবর
C) শাহজাহান
D) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: আকবর

20. গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল?
A) বাংলা
B) হিন্দি
C) সংস্কৃত
D) পালি
সঠিক উত্তর: সংস্কৃত

No comments:

Post a Comment