RRB NTPC GK in Bengali Part 05
RRB NTPC GK in Bengali Part 05 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 05 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব।
সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 05 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
RRB NTPC GK in Bengali Part 05
01. গৌর কিসের ক্ষয় কার্যের ফলে গঠিত হয়?
A) বায়ুপ্রবাহ
B) নদী
C) হিমবাহ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বায়ুপ্রবাহ
02.মাছ সম্পর্কিত বিদ্যাকে কি বলে?
A) এভিকালচার
B) এন্টোমোলজি
C) ইকথায়োলজি
D) ভাইরোলজি
সঠিক উত্তর: ইকথায়োলজি
03. প্রতি 1° দ্রাঘিমার সময়ের পার্থক্য কত?
A) ১ মিনিট
B) ৪ মিনিট
C) ৭ মিনিট
D) ৯ মিনিট
সঠিক উত্তর: ৪ মিনিট
04. নিম্নলিখিত কোন উদ্ভিদ গমনে সক্ষম?
A) মিউকর
B) মস
C) ভলভক্স
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভলভক্স
05. কল্পসূত্র কে রচনা করেছিলেন?
A) ভদ্রবাহু
B) বিষ্ণু শর্মা
C) তুলসী দাস
D) সোমদেব
সঠিক উত্তর: ভদ্রবাহু
06. Yenna Waterfall ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) কর্ণাটক
B) মহারাষ্ট্র
C) তেলেঙ্গানা
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: মহারাষ্ট্র
07. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থবিল নিয়ে আলোচনা করা হয়েছে?
A) ১১০
B) ১১২
C) ১১৪
D) ১১৬
সঠিক উত্তর: ১১০
08. Living root bridge ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) অরুণাচল প্রদেশ
B) উত্তরাখণ্ড
C) গোয়া
D) মেঘালয়
সঠিক উত্তর: মেঘালয়
09. RNA-তে নিম্নের কোন নাইট্রোজেন বেস থাকে না?
A) অ্যাডেনিন
B) গুয়ানিন
C) থাইমিন
D) সাইটোসিন
সঠিক উত্তর: থাইমিন
10. গুরুশিখর শৃঙ্গ কোন রাজ্যে রয়েছে?
A) মধ্যপ্রদেশ
B) গুজরাট
C) পাঞ্জাব
D) রাজস্থান
সঠিক উত্তর: রাজস্থান
11. এপিকালচার কিসের সঙ্গে যুক্ত?
A) উদ্যান পালন
B) মৌমাছি পালন
C) ফল উৎপাদন
D) আঙুর চাষ
সঠিক উত্তর: মৌমাছি পালন
12. সোডা ক্রিস্টাল নামে পরিচিত?
A) হাইড্রোজেন
B) সোডিয়াম কার্বনেট
C) ক্যালসিয়াম কার্বনেট
D) সোডিয়াম সালফেট
সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট
13. Soochipara Waterfalls ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) গোয়া
B) অন্ধ্রপ্রদেশ
C) কেরালা
D) সিকিম
সঠিক উত্তর: কেরালা
14. ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন?
A) চন্দ্রগুপ্ত
B) কণিষ্ক
C) কুতুবউদ্দিন আইবক
D) মহম্মদ বিন তুঘলক
সঠিক উত্তর: মহম্মদ বিন তুঘলক
15. STH হরমোনের পুরো নাম কি?
A) Stimulating Hormone
B) Somatotropin Hormone
C) Steroid Hormone
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: Somatotropin Hormone
16. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলো উৎপাদন করা হয়?
A) গুজরাট
B) ঝাড়খণ্ড
C) রাজস্থান
D) ছত্তিশগড়
সঠিক উত্তর: গুজরাট
17. বেকিং পাউডারের রাসায়নিক নাম কি?
A) সোডিয়াম ক্লোরাইড
B) সোডিয়াম বাই কার্বনেট
C) সোডিয়াম কার্বনেট
D) জিঙ্ক অক্সাইড
সঠিক উত্তর: সোডিয়াম বাই কার্বনেট
18. প্রেইরী তৃণভূমি প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়?
A) অস্ট্রেলিয়া
B) উত্তর আমেরিকা
C) নিউজিল্যান্ড
D) কেনিয়া
সঠিক উত্তর: উত্তর আমেরিকা
19. কোন শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন?
A) বাবর
B) আকবর
C) শাহজাহান
D) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: আকবর
20. গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল?
A) বাংলা
B) হিন্দি
C) সংস্কৃত
D) পালি
সঠিক উত্তর: সংস্কৃত
Read more :: RRB NTPC GK in Bengali Part 04
No comments:
Post a Comment