Breaking

Wednesday, November 13, 2024

RRB NTPC GK in Bengali Part 06

RRB NTPC GK in Bengali Part 06
RRB NTPC GK in Bengali Part 06
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 06 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব। সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 06 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 06

01. পুরওয়া জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) মধ্যপ্রদেশ
B) উড়িষ্যা
C) পশ্চিমবঙ্গ
D) দিল্লি
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ

02. বল্লালচরিত কার লেখা?
A) বল্লাল সেন
B) অমর ঘোষ
C) বিজয় সেন
D) আনন্দভট্ট
সঠিক উত্তর: আনন্দভট্ট

03. পাইরিয়া মানবদেহের কোন অঙ্গে আক্রান্ত হয়?
A) রক্ত
B) শ্বাসনালী
C) লিভার
D) দাঁতের মাড়ি
সঠিক উত্তর: দাঁতের মাড়ি

04. কাল্লানাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
A) কাবেরী
B) তাপ্তি
C) ইন্দ্রাবতী
D) বরাকর
সঠিক উত্তর: কাবেরী

05. ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়?
A) ১৯৪৭ সালে
B) ১৯৫২ সালে
C) ১৯৬৫ সালে
D) ১৯৭৬ সালে
সঠিক উত্তর: ১৯৭৬ সালে

06. পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়াড়ি দেখতে পাওয়া যায়?
A) মুর্শিদাবাদ
B) পূর্ব বর্ধমান
C) পূর্ব মেদিনীপুর
D) দার্জিলিং
সঠিক উত্তর: পূর্ব মেদিনীপুর

07. শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
A) Mycology
B) Phychology
C) Entomology
D) Virology
সঠিক উত্তর: Phychology

08. ফুটবল খেলার সঙ্গে যুক্ত নিম্নের কোন ট্রফিটি?
A) বিজয় হাজারে ট্রফি
B) ধ্যানচাঁদ ট্রফি
C) সন্তোষ ট্রফি
D) খৈতান ট্রফি
সঠিক উত্তর: সন্তোষ ট্রফি

09. মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে-
A) গুরুমস্তিষ্ক
B) মেডুলা
C) লঘুমস্তিষ্ক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: লঘুমস্তিষ্ক

10. ভারতের কোন বাঙালি প্রথম একাডেমী পুরস্কার লাভ করেন?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) জীবনানন্দ দাশ
C) কাজী নজরুল ইসলাম
D) শঙ্খ ঘোষ
সঠিক উত্তর: জীবনানন্দ দাশ

11. বিশ্ব জৈব জ্বালানি দিবস কবে পালন করা হয়-
A) ১৫ই জুলাই
B) ১০ই আগস্ট
C) ২৪শে সেপ্টেম্বর
D) ৩১শে অক্টোবর
সঠিক উত্তর: ১০ই আগস্ট

12. কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়?
A) ১৭৮০ খ্রিস্টাব্দে
B) ১৭৮৩ খ্রিস্টাব্দে
C) ১৭৮৫ খ্রিস্টাব্দে
D) ১৭৯৮-১৭৯৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৭৯৮-১৭৯৯ খ্রিস্টাব্দে

13. উলার লেকটি কোথায় অবস্থিত?
A) জম্মু-কাশ্মীর
B) লাদাখ
C) হিমাচলপ্রদেশ
D) সিকিম
সঠিক উত্তর: জম্মু-কাশ্মীর

14. ব্যারোমিটারের আবিষ্কর্তা কে?
A) Evangelista Torricelli
B) Galileo Galilei
C) Nicolaus Copernicus
D) Johannes Kepler
সঠিক উত্তর: Evangelista Torricelli

15. কোন রাজ্যে ভারতের প্রথম AI শহর তৈরি হবে?
A) হিমাচল প্রদেশ
B) উত্তরপ্রদেশ
C) পাঞ্জাব
D) রাজস্থান
সঠিক উত্তর: উত্তরপ্রদেশ

16. বেইজিং কোন দেশের রাজধানী?
A) ভুটান
B) ভিয়েতনাম
C) জাপান
D) চীন
সঠিক উত্তর: চীন

17. রসায়নের রাজা কাকে বলা হয়?
A) নাইট্রিক অ্যাসিড
B) সালফিউরিক অ্যাসিড 
C) নাইট্রোজেন
D) কোনটিই নয়
সঠিক উত্তর: সালফিউরিক অ্যাসিড

18. নিম্নে বেমানান চিহ্নিত করো:
A) মেঘালয় - শিলং
B) মধ্যপ্রদেশ - ভোপাল
C) অন্ধ্রপ্রদেশ - ইটানগর
D) মণিপুর - ইম্ফল
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ - ইটানগর

19. হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯৩২ সালে
B) ১৯৪২ সালে
C) ১৯৪৫ সালে
D) ১৯৪৭ সালে
সঠিক উত্তর: ১৯৩২ সালে

20. পি. এন. ঠাকুর কার ছদ্মনাম?
A) রাসবিহারী বসু
B) সুভাষচন্দ্র বসু
C) দ্বিজেন্দ্রলাল রায়
D) অমরনাথ সিং
সঠিক উত্তর: রাসবিহারী বসু

No comments:

Post a Comment