RRB NTPC GK in Bengali Part 06
RRB NTPC GK in Bengali Part 06 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 06 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব।
সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 06 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
RRB NTPC GK in Bengali Part 06
01. পুরওয়া জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) মধ্যপ্রদেশ
B) উড়িষ্যা
C) পশ্চিমবঙ্গ
D) দিল্লি
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ
02. বল্লালচরিত কার লেখা?
A) বল্লাল সেন
B) অমর ঘোষ
C) বিজয় সেন
D) আনন্দভট্ট
সঠিক উত্তর: আনন্দভট্ট
03. পাইরিয়া মানবদেহের কোন অঙ্গে আক্রান্ত হয়?
A) রক্ত
B) শ্বাসনালী
C) লিভার
D) দাঁতের মাড়ি
সঠিক উত্তর: দাঁতের মাড়ি
04. কাল্লানাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
A) কাবেরী
B) তাপ্তি
C) ইন্দ্রাবতী
D) বরাকর
সঠিক উত্তর: কাবেরী
05. ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়?
A) ১৯৪৭ সালে
B) ১৯৫২ সালে
C) ১৯৬৫ সালে
D) ১৯৭৬ সালে
সঠিক উত্তর: ১৯৭৬ সালে
06. পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়াড়ি দেখতে পাওয়া যায়?
A) মুর্শিদাবাদ
B) পূর্ব বর্ধমান
C) পূর্ব মেদিনীপুর
D) দার্জিলিং
সঠিক উত্তর: পূর্ব মেদিনীপুর
07. শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
A) Mycology
B) Phychology
C) Entomology
D) Virology
সঠিক উত্তর: Phychology
08. ফুটবল খেলার সঙ্গে যুক্ত নিম্নের কোন ট্রফিটি?
A) বিজয় হাজারে ট্রফি
B) ধ্যানচাঁদ ট্রফি
C) সন্তোষ ট্রফি
D) খৈতান ট্রফি
সঠিক উত্তর: সন্তোষ ট্রফি
09. মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে-
A) গুরুমস্তিষ্ক
B) মেডুলা
C) লঘুমস্তিষ্ক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: লঘুমস্তিষ্ক
10. ভারতের কোন বাঙালি প্রথম একাডেমী পুরস্কার লাভ করেন?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) জীবনানন্দ দাশ
C) কাজী নজরুল ইসলাম
D) শঙ্খ ঘোষ
সঠিক উত্তর: জীবনানন্দ দাশ
11. বিশ্ব জৈব জ্বালানি দিবস কবে পালন করা হয়-
A) ১৫ই জুলাই
B) ১০ই আগস্ট
C) ২৪শে সেপ্টেম্বর
D) ৩১শে অক্টোবর
সঠিক উত্তর: ১০ই আগস্ট
12. কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়?
A) ১৭৮০ খ্রিস্টাব্দে
B) ১৭৮৩ খ্রিস্টাব্দে
C) ১৭৮৫ খ্রিস্টাব্দে
D) ১৭৯৮-১৭৯৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: ১৭৯৮-১৭৯৯ খ্রিস্টাব্দে
13. উলার লেকটি কোথায় অবস্থিত?
A) জম্মু-কাশ্মীর
B) লাদাখ
C) হিমাচলপ্রদেশ
D) সিকিম
সঠিক উত্তর: জম্মু-কাশ্মীর
14. ব্যারোমিটারের আবিষ্কর্তা কে?
A) Evangelista Torricelli
B) Galileo Galilei
C) Nicolaus Copernicus
D) Johannes Kepler
সঠিক উত্তর: Evangelista Torricelli
15. কোন রাজ্যে ভারতের প্রথম AI শহর তৈরি হবে?
A) হিমাচল প্রদেশ
B) উত্তরপ্রদেশ
C) পাঞ্জাব
D) রাজস্থান
সঠিক উত্তর: উত্তরপ্রদেশ
16. বেইজিং কোন দেশের রাজধানী?
A) ভুটান
B) ভিয়েতনাম
C) জাপান
D) চীন
সঠিক উত্তর: চীন
17. রসায়নের রাজা কাকে বলা হয়?
A) নাইট্রিক অ্যাসিড
B) সালফিউরিক অ্যাসিড
C) নাইট্রোজেন
D) কোনটিই নয়
সঠিক উত্তর: সালফিউরিক অ্যাসিড
18. নিম্নে বেমানান চিহ্নিত করো:
A) মেঘালয় - শিলং
B) মধ্যপ্রদেশ - ভোপাল
C) অন্ধ্রপ্রদেশ - ইটানগর
D) মণিপুর - ইম্ফল
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ - ইটানগর
19. হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯৩২ সালে
B) ১৯৪২ সালে
C) ১৯৪৫ সালে
D) ১৯৪৭ সালে
সঠিক উত্তর: ১৯৩২ সালে
20. পি. এন. ঠাকুর কার ছদ্মনাম?
A) রাসবিহারী বসু
B) সুভাষচন্দ্র বসু
C) দ্বিজেন্দ্রলাল রায়
D) অমরনাথ সিং
সঠিক উত্তর: রাসবিহারী বসু
Read more :: RRB NTPC GK in Bengali Part 05
No comments:
Post a Comment