WBPSC Clearkship MCQ question in Bengali Part 09
WBPSC Clearkship MCQ question in Bengali Part 09 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 09 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 09 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
WBPSC Clearkship MCQ question in Bengali Part 09
01. পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা কে?
A) বল্লাল সেন
B) বরাহমিহির
C) হর্ষবর্ধন
D) অশ্বঘোষ
সঠিক উত্তর: বরাহমিহির
02. খালসা প্রথা কে চালু করেছিলেন?
A) গুরু গোবিন্দ সিং
B) গুরু নানক
C) গুরু তেগবাহাদুর
D) গুরু অঙ্গদ
সঠিক উত্তর: গুরু গোবিন্দ সিং
03. নিম্নলিখিতের মধ্যে ভারতের প্রথম রামসার সাইট কোনটি?
A) রেণুকা জলাভূমি
B) চিল্কা হ্রদ
C) পালা জলাভূমি
D) ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য
সঠিক উত্তর: চিল্কা হ্রদ
04. লাবনী কোন রাজ্যের লোকনৃত্য?
A) ঝাড়খন্ড
B) পশ্চিমবঙ্গ
C) মহারাষ্ট্র
D) আসাম
সঠিক উত্তর: মহারাষ্ট্র
05. Kudremukh National Park ভারতের কোথায় অবস্থিত?
A)অন্ধ্রপ্রদেশ
B) তামিলনাড়ু
C) কর্ণাটক
D) উত্তরাখণ্ড
সঠিক উত্তর: কর্ণাটক
06. Bor Tiger Reserve কোন রাজ্যে অবস্থিত?
A) মহারাষ্ট্র
B) তামিলনাড়ু
C) কর্ণাটক
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: মহারাষ্ট্র
07. 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
A) রাশিয়া
B) ফ্রান্স
C) ভারত
D) ব্রাজিল
সঠিক উত্তর: ব্রাজিল
08. World AIDS Day কবে পালন করা হয়?
A) ৪ঠা সেপ্টেম্বর
B) ১৫ই অক্টোবর
C) ৫ই নভেম্বর
D) ব্রাজিল
সঠিক উত্তর: ব্রাজিল
09. আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
A) ১৮৭৫ সালে
B) ১৮৫৪ সালে
C) ১৮৪৯ সালে
D) ১৮৩০ সালে
সঠিক উত্তর: ১৮৭৫ সালে
10. Sitara Devi কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন?
A) মনিপুরী
B) ভরতনাট্যম
C) কথাকলি
D) কত্থক
সঠিক উত্তর: কত্থক
11. ডিউটেরিয়াম কোন মৌলের আইসোটোপ-
A) হাইড্রোজেন
B) আর্গন
C) লিথিয়াম
D) কার্বন
সঠিক উত্তর: হাইড্রোজেন
12. স্যাডলার কমিশন কবে গঠিত হয়?
A) ১৮৭৯ সালে
B) ১৯০০ সালে
C) ১৯১৭ সালে
D) ১৯৩০ সালে
সঠিক উত্তর: ১৯১৭ সালে
13. নিম্নের কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়?
A) থাইরক্সিন
B) অ্যান্টিডিউরেটিক হরমোন
C) অ্যাড্রিনালিন
D) সোমাটোট্রফিন হরমোন
সঠিক উত্তর: অ্যাড্রিনালিন
14. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন-
A) শ্রীগুপ্ত
B) চন্দ্রগুপ্ত
C) সমুদ্রগুপ্ত
D) স্কন্দগুপ্ত
সঠিক উত্তর: শ্রীগুপ্ত
15. হান্টার কমিশন কিসের সঙ্গে যুক্ত?
A) প্রত্যক্ষ কর
B) ব্যাঙ্কিং
C) শিক্ষা
D) শিল্প
সঠিক উত্তর: শিক্ষা
16. IBRD-এর সদর দফতর কোথায় অবস্থিত?
A) জেনেভা
B) প্যারিস
C) ওয়াশিংটন
D) কাঠমান্ডু
সঠিক উত্তর: ওয়াশিংটন
17. নিম্নলিখিত কোনটি Human Development Index প্রকাশকারী সংস্থা?
A) UNEP
B) UNDP
C) UNAP
D) UNFP
সঠিক উত্তর: UNDP
18. নিম্নের কোন নদীর তীরে অযোধ্যা অবস্থিত?
A) দামোদর
B) সরযূ
C) তিস্তা
D) নর্মদা
সঠিক উত্তর: সরযূ
19. খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল?
A) ১৫১১ সালে
B) ১৫২৭ সালে
C) ১৫৩৮ সালে
D) ১৫৪৩ সালে
সঠিক উত্তর: ১৫২৭ সালে
20. Sattriya Dance কোন রাজ্যের নৃত্য?
A) উত্তরপ্রদেশ
B) ওড়িশা
C) আসাম
D) মণিপুর
সঠিক উত্তর: আসাম
Read more :: WBPSC Clearkship MCQ question in Bengali Part 08
No comments:
Post a Comment