Breaking

Tuesday, November 5, 2024

WBPSC Clearkship MCQ question in Bengali Part 10

WBPSC Clearkship MCQ question in Bengali Part 10
WBPSC Clearkship MCQ question in Bengali Part 10
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 10 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 10 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship MCQ question in Bengali Part 10

01. কোন CPMP/CAPF ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়? A) CRPF B) SSB C) BSF D) ITBP সঠিক উত্তর: ITBP 02. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ? A) ক্রো B) গ্যালভানোমিটার C) ফ্যাদোমিটার D) ওডোমিটার সঠিক উত্তর: ফ্যাদোমিটার 03. জীবাষ্ম বিদ্যার সংক্রান্ত বিষয় হল ? A) প্যালিওবটানি B) পেট্রোলজি C) আর্কিওলজি D) প্যালিওনটোলজি সঠিক উত্তর: প্যালিওনটোলজি 04. 'উচ্চতাজনিত ভয়' -কে বলা হয় ? A) অ্যাংলোফোবিয়া B) এগোরাফোবিয়া C) আরগোফোবিয়া D) অ্যাক্রোফোবিয়া সঠিক উত্তর: অ্যাক্রোফোবিয়া 05. নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া 'Varuna,2018' তে অংশগ্রহণ করেছিল ? A) ভারত ও শ্রীলংকা B) ভারত ইসরাইল C) ভারত ও বাংলাদেশ D) ভারত ও ফ্রান্স সঠিক উত্তর: ভারত ও ফ্রান্স 06. পুলিৎজার পুরস্কার ২০১৮ পেয়েছিলেন? A) দি ওয়াশিংটন পোস্ট B) দি গার্ডিয়ান C) দি নিউ ইয়র্ক টাইমস D) দি ওয়াল স্ট্রীট জার্নাল সঠিক উত্তর: দি নিউ ইয়র্ক টাইমস 07. 'হাইড্রোপনিক্স' কথাটি কিসের সাথে যুক্ত? A) হাইড্রোজেন যুক্ত যৌগ B) জল C) বংশ পরম্পরা D) মাটি ছাড়া গাছের প্রতিপালন সঠিক উত্তর: মাটি ছাড়া গাছের প্রতিপালন 08. খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? A) অ্যাসিটিক অ্যাসিড B) বেনজোয়িক অ্যাসিড C) সোডিয়াম বাই কার্বনেট D) টারটারিক অ্যাসিড সঠিক উত্তর: বেনজোয়িক অ্যাসিড 09. কম্পিউটারের প্রথম ভাষা ছিল ? A) PASCAL B) COBOL C) FOXPRO D) FORTRAN সঠিক উত্তর: FORTRAN 10. ‘ক্রোয়েশিয়া’র রাজধানী কী ? A) হেলসিঙ্কি B) তিরানা C) জাগ্ৰেব D) লা পাজ সঠিক উত্তর: জাগ্ৰেব 11. কোন অ্যাসিড বেশি তীব্র? A) লঘু অ্যাসিড B) তরল অ্যাসিড C) কঠিন অ্যাসিড D) গাঢ় অ্যাসিড সঠিক উত্তর: লঘু অ্যাসিড 12. লেবুতে নিচের কোন অ্যাসিড থাকে ? A) ফার্মিক অ্যাসিড B) সাইট্রিক অ্যাসিড C) ল্যাকটিক অ্যাসিড D) ম্যালিক অ্যাসিড সঠিক উত্তর: সাইট্রিক অ্যাসিড 13. বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে নিচের কোনটি মেশানো হয়? A) মিথাইল অরেঞ্জ B) লিটমাস C) ফেনলপথ্যালিনের D) মিথাইল রেড সঠিক উত্তর: ফেনলপথ্যালিনের 14. প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জ এর বর্ণ কেমন? A) লাল B) কমলা C) হলুদ D) বর্ণহীন সঠিক উত্তর: কমলা 15. বায়ু কি জাতীয় পদার্থ? A) জলীয় B) গ্যাসীয় C) সমসত্ব D) অসমসত্ব সঠিক উত্তর: অসমসত্ব 16. ভারতের সুপ্রিম নির্দেশক হলেন- A) রাষ্ট্রপতি B) প্রধানমন্ত্রী C) মুখ্যমন্ত্রী D) সেনা অধ্যক্ষ সঠিক উত্তর: রাষ্ট্রপতি 17. প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা কবে হয় ? A) 1962 B) 1971 C) 1965 D) 1977 সঠিক উত্তর: 1962 18. উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদত্যাগপত্র কাকে দেন ? A) প্রধান বিচারপতি B) রাজ্যসভার চেয়ারম্যান C) স্পিকার D) প্রধানমন্ত্রী সঠিক উত্তর: স্পিকার 19. সংসদের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন ? A) প্রধানমন্ত্রী B) রাষ্ট্রপতি C) লোকসভার অধ্যক্ষ D) অর্থমন্ত্রী সঠিক উত্তর: লোকসভার অধ্যক্ষ 20. উপরাষ্ট্রপতি নির্বাচিত হন- A) লোকসভার সদস্যদের দ্বারা B) রাজ্যসভার সদস্যদের দ্বারা C) বিধানসভার সদস্যদের দ্বারা D) লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা সঠিক উত্তর: লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা

No comments:

Post a Comment