WBPSC Clearkship MCQ question in Bengali Part 10 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 10 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 10 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
WBPSC Clearkship MCQ question in Bengali Part 10
01. কোন CPMP/CAPF ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়?
A) CRPF
B) SSB
C) BSF
D) ITBP
সঠিক উত্তর: ITBP
02. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
A) ক্রো
B) গ্যালভানোমিটার
C) ফ্যাদোমিটার
D) ওডোমিটার
সঠিক উত্তর: ফ্যাদোমিটার
03. জীবাষ্ম বিদ্যার সংক্রান্ত বিষয় হল ?
A) প্যালিওবটানি
B) পেট্রোলজি
C) আর্কিওলজি
D) প্যালিওনটোলজি
সঠিক উত্তর: প্যালিওনটোলজি
04. 'উচ্চতাজনিত ভয়' -কে বলা হয় ?
A) অ্যাংলোফোবিয়া
B) এগোরাফোবিয়া
C) আরগোফোবিয়া
D) অ্যাক্রোফোবিয়া
সঠিক উত্তর: অ্যাক্রোফোবিয়া
05. নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া 'Varuna,2018' তে অংশগ্রহণ করেছিল ?
A) ভারত ও শ্রীলংকা
B) ভারত ইসরাইল
C) ভারত ও বাংলাদেশ
D) ভারত ও ফ্রান্স
সঠিক উত্তর: ভারত ও ফ্রান্স
06. পুলিৎজার পুরস্কার ২০১৮ পেয়েছিলেন?
A) দি ওয়াশিংটন পোস্ট
B) দি গার্ডিয়ান
C) দি নিউ ইয়র্ক টাইমস
D) দি ওয়াল স্ট্রীট জার্নাল
সঠিক উত্তর: দি নিউ ইয়র্ক টাইমস
07. 'হাইড্রোপনিক্স' কথাটি কিসের সাথে যুক্ত?
A) হাইড্রোজেন যুক্ত যৌগ
B) জল
C) বংশ পরম্পরা
D) মাটি ছাড়া গাছের প্রতিপালন
সঠিক উত্তর: মাটি ছাড়া গাছের প্রতিপালন
08. খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়?
A) অ্যাসিটিক অ্যাসিড
B) বেনজোয়িক অ্যাসিড
C) সোডিয়াম বাই কার্বনেট
D) টারটারিক অ্যাসিড
সঠিক উত্তর: বেনজোয়িক অ্যাসিড
09. কম্পিউটারের প্রথম ভাষা ছিল ?
A) PASCAL
B) COBOL
C) FOXPRO
D) FORTRAN
সঠিক উত্তর: FORTRAN
10. ‘ক্রোয়েশিয়া’র রাজধানী কী ?
A) হেলসিঙ্কি
B) তিরানা
C) জাগ্ৰেব
D) লা পাজ
সঠিক উত্তর: জাগ্ৰেব
11. কোন অ্যাসিড বেশি তীব্র?
A) লঘু অ্যাসিড
B) তরল অ্যাসিড
C) কঠিন অ্যাসিড
D) গাঢ় অ্যাসিড
সঠিক উত্তর: লঘু অ্যাসিড
12. লেবুতে নিচের কোন অ্যাসিড থাকে ?
A) ফার্মিক অ্যাসিড
B) সাইট্রিক অ্যাসিড
C) ল্যাকটিক অ্যাসিড
D) ম্যালিক অ্যাসিড
সঠিক উত্তর: সাইট্রিক অ্যাসিড
13. বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে নিচের কোনটি মেশানো হয়?
A) মিথাইল অরেঞ্জ
B) লিটমাস
C) ফেনলপথ্যালিনের
D) মিথাইল রেড
সঠিক উত্তর: ফেনলপথ্যালিনের
14. প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জ এর বর্ণ কেমন?
A) লাল
B) কমলা
C) হলুদ
D) বর্ণহীন
সঠিক উত্তর: কমলা
15. বায়ু কি জাতীয় পদার্থ?
A) জলীয়
B) গ্যাসীয়
C) সমসত্ব
D) অসমসত্ব
সঠিক উত্তর: অসমসত্ব
16. ভারতের সুপ্রিম নির্দেশক হলেন-
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) মুখ্যমন্ত্রী
D) সেনা অধ্যক্ষ
সঠিক উত্তর: রাষ্ট্রপতি
17. প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা কবে হয় ?
A) 1962
B) 1971
C) 1965
D) 1977
সঠিক উত্তর: 1962
18. উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদত্যাগপত্র কাকে দেন ?
A) প্রধান বিচারপতি
B) রাজ্যসভার চেয়ারম্যান
C) স্পিকার
D) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: স্পিকার
19. সংসদের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন ?
A) প্রধানমন্ত্রী
B) রাষ্ট্রপতি
C) লোকসভার অধ্যক্ষ
D) অর্থমন্ত্রী
সঠিক উত্তর: লোকসভার অধ্যক্ষ
20. উপরাষ্ট্রপতি নির্বাচিত হন-
A) লোকসভার সদস্যদের দ্বারা
B) রাজ্যসভার সদস্যদের দ্বারা
C) বিধানসভার সদস্যদের দ্বারা
D) লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা
সঠিক উত্তর: লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা
Read more :: WBPSC Clearkship MCQ question in Bengali Part 09
No comments:
Post a Comment