Breaking

Friday, November 8, 2024

WBPSC Clearkship MCQ question in Bengali Part 11

WBPSC Clearkship MCQ question in Bengali Part 11
WBPSC Clearkship MCQ question in Bengali Part 11
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 11 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 11 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship MCQ question in Bengali Part 11

01. 'ব্ল্যাক প্যাগোড়া' কোথায় অবস্থিত ? A) মাদুরাই B) খাজুরোহো C) ভূপাল D) কোনারক সঠিক উত্তর: কোনারক 02. ফিরোজাবাদ কীজন্য বিখ্যাত ?  A) টেক্সটাইল B) কাচের চুড়ি C) সেলাই মেশিন D) কৃত্রিম সিল্ক সঠিক উত্তর: কাচের চুড়ি
03. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্র কোনটি ? A) দুর্গাপুর B) জামশেদপুর C) ভিলাই D) রাউরকেল্লা সঠিক উত্তর: ভিলাই
04. বর্তমানে ভারতে মহানগরের সংখ্যা ক-টি ? A) 34 B) 33 C) 35 D) 36 সঠিক উত্তর: 35
05. ভারতীয় জাতীয় কংগ্রেস কখন সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে ? A) 1929 সালে B) 1935 সালে C) 1919 সালে D) 1947 সালে সঠিক উত্তর: 1935 সালে
06 কত সালে সংবিধানের 42 তম সংশোধন গৃহীত হয় ? A) 1966 B) 1976 C) 1980 D) 1978 সঠিক উত্তর: 1976
07. মূল সংবিধানের ক-টি মৌলিক অধিকার স্বীকৃত ছিল ? A) 8 টি B) 6 টি C) 7 টি D) 10 টিg সঠিক উত্তর: 7 টি 07. কোন পরিবাহীর রোধ কিসের সমানুপাতিক ? A) তড়িৎ প্রবাহ B) পরিবাহীর আয়তন C) পরিবাহীর দৈর্ঘ্য D) বিভব সঠিক উত্তর: পরিবাহীর দৈর্ঘ্য 08. কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়, কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপের— A) সুপরিবাহী B) কুপরিবাহী C) অন্তরক D) অর্ধপরিবাহী সঠিক উত্তর: কুপরিবাহী 09. মানুষবাহি বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয় ? A) হিলিয়াম B) হাইড্রোজেন C) নিয়ন D) কোনোটিই নয় সঠিক উত্তর: হিলিয়াম 10. বর্ণালী সৃষ্টির কারণ আলোর— A) প্রতিফলন B) প্রতিসরণ C) বিচ্ছুরণ D) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সঠিক উত্তর: বিচ্ছুরণ 11. গ্রীনহাউস প্রভাব কী ? A) ওজোন স্তর বেড়ে যাওয়া B) কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যাওয়া C) ওজোন স্তর কমে যাওয়া D) পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া সঠিক উত্তর: পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া 11. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কুরদ্বয়ের সমষ্টি 12 এবং পার্থক্য 6। দুই অংক বিশিষ্ট সংখ্যাটি কত? A) 75 B) 93 C) 60 D) 84 সঠিক উত্তর: 93 12. পাঁচটি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড-এর ব্যবধানে বাঁজতে শুরু করে। এক ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে ? A) 8 B) 12 C) 5 D) 10 সঠিক উত্তর: 10 13. সচিন তেন্ডুলকরের 11 ইনিংসের একটি নির্দিষ্ট রান রয়েছে। 12 তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তার নতুন গড় কত ? A) 62 B) 66 C) 60 D) 65 সঠিক উত্তর: 65 14. তিনটি সংখ্যার গড় 77। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। সংখ্যা তিনটি নির্ণয় করুন— A) 88,44,22 B) 132,66,33 C) 44,22,11 D) 40,20,10 সঠিক উত্তর: 132,66,33 15. একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে? A) 6.5 B) 7 C) 6.75 D) 6.25 সঠিক উত্তর: 6.25 16. একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন। সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত ? A) 680 টাকা B) 612 টাকা C) 720 টাকা D) টাকা 600 সঠিক উত্তর: 612 টাকা 17. 700 টাকা রাম, সেম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং সিয়াম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত ? A) 300 টাকা B) 400 টাকা C) 500 টাকা D) 200 টাকা সঠিক উত্তর: 400 টাকা 18. ‘জিকা ভাইরাস’ এর উপস্থিতি প্রথম কোন দেশের সরকারীভাবে ঘোষিত হয়েছিল ? A) পাকিস্তান B) অস্ট্রেলিয়া C) উগান্ডা D) শ্রীলংকা সঠিক উত্তর: উগান্ডা 19. ‘অনিলা দেবী’ ছদ্মনামে কে পরিচিত ছিলেন? A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় B) গগনেন্দ্রনাথ ঠাকুর C) নারায়ন দেবনাথ D) আশাপূর্ণা দেবী সঠিক উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 20. ‘জ্যাব’কথাটি কোন খেলার সাথে যুক্ত? A) বক্সিং B) ক্রিকেট C) ফুটবল D) লন টেনিস সঠিক উত্তর: বক্সিং

No comments:

Post a Comment