Breaking

Wednesday, November 20, 2024

WBPSC Clearkship MCQ question in Bengali Part 12

WBPSC Clearkship MCQ question in Bengali Part 12
WBPSC Clearkship MCQ question in Bengali Part 12
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 12 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 12 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship MCQ question in Bengali Part 12

01. রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয় ? A) ১৮৬৩ B) ১৮৫০ C) ১৮৭০ D) ১৮৬৮ সঠিক উত্তর: ১৮৬৩ 02. রেড ক্রস ডে কবে পালিত হয় ? A) ১১ জুলাই B) ১৬ সেপ্টেম্বর C) ৮ মে D) ৮ জুন সঠিক উত্তর: ৮ মে 03. সম্প্রীতি আবিষ্কৃত নতুন যন্ত্র আইপ্যাড কোন কোম্পানির ? A) HP B) APPLE C) IBM D) TCS সঠিক উত্তর: APPLE 04. ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার, যেটি প্রধানত ধ্বংস করে— A) ডেটা B) যন্ত্রাদি C) প্রোগ্রাম D)  হার্ডওয়ার সঠিক উত্তর: ডেটা 05. কম্পিউটারে উইন্ডোজ হল— A) অ্যাপ্লিকেশন সফটওয়্যার B) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C) অপারেটিং সিস্টেম D) হার্ডওয়্যার সঠিক উত্তর: অপারেটিং সিস্টেম 06. আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন ? A) চন্দ্রগুপ্ত মৌর্য B) পুরু C) বিম্বিসার D) ধননন্দ সঠিক উত্তর: ধননন্দ 07. কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন ? A) রাজরাজ B) রাজেন্দ্র C) রাজাধীরাজ D) কোনোটিই নয় সঠিক উত্তর: রাজেন্দ্র 08. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ? A) 1920 খ্রিস্টাব্দে B) 1935 খ্রিস্টাব্দে C) 1930 খ্রিস্টাব্দে D) 1942 খ্রিস্টাব্দে সঠিক উত্তর: 1930 খ্রিস্টাব্দে 09. ভারতীয় গণমাধ্যমের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন ? A) বিজয় যোশী B) কে.সি.রায় C) অভীক সরকার D) এন.কে.সিং সঠিক উত্তর: অভীক সরকার 10. জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত ? A) সাধারণ পরিষদ B) নিরাপত্তা পরিষদ C) আন্তর্জাতিক আদালত D) ট্রাস্টি পরিষদ সঠিক উত্তর: সাধারণ পরিষদ 11. স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? A) টলুইন B) বিউটেন C) প্রোপেন D) ফেনল সঠিক উত্তর: টলুইন 12. খনিজ পদার্থ ‘ফ্লোরি’ এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? A) দুর্বল দাঁত B) অ্যানিমিয়া C) গয়টার D) ক্ষুধামান্দ্য সঠিক উত্তর: দুর্বল দাঁত 13. কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? A) বর্ষাকালে B) গরমকালে C) শীতকালে D) বসন্তকালে সঠিক উত্তর: শীতকালে 14. ফল সংক্রান্ত বিদ্যা কে কী বলে ? A) পোমোলজি B) অ্যান্থোলজি C) পেরোলজি D) স্পার্মোলজি সঠিক উত্তর: পোমোলজি 15. নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ? A) মাখন B) মাছ C) দুধ D) লেটুস সঠিক উত্তর: মাছ 16. একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন। সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত ? A) 680 টাকা B) 612 টাকা C) 720 টাকা D) টাকা 600 সঠিক উত্তর: 612 টাকা 17. 700 টাকা রাম, সেম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং সিয়াম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত ? A) 300 টাকা B) 400 টাকা C) 500 টাকা D) 200 টাকা সঠিক উত্তর: 400 টাকা 18. দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13। সংখ্যা দুটির গুণফল নির্ণয় করুন ? A) 114 B) 315 C) 325 D) 104 সঠিক উত্তর: 114 19. কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী কলারসিপ পায়নি ? A) 72% B) 50% C) 76% D) 75% সঠিক উত্তর: 76% 20. 8,24,36 এবং 54-র ল.সা.গু কত ? A) 105 B) 216 C) 432 D) 54 সঠিক উত্তর: 216

No comments:

Post a Comment