WBPSC Clearkship MCQ question in Bengali Part 12 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 12 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 12 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
WBPSC Clearkship MCQ question in Bengali Part 12
01. রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয় ?
A) ১৮৬৩
B) ১৮৫০
C) ১৮৭০
D) ১৮৬৮
সঠিক উত্তর: ১৮৬৩
02. রেড ক্রস ডে কবে পালিত হয় ?
A) ১১ জুলাই
B) ১৬ সেপ্টেম্বর
C) ৮ মে
D) ৮ জুন
সঠিক উত্তর: ৮ মে
03. সম্প্রীতি আবিষ্কৃত নতুন যন্ত্র আইপ্যাড কোন কোম্পানির ?
A) HP
B) APPLE
C) IBM
D) TCS
সঠিক উত্তর: APPLE
04. ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার, যেটি প্রধানত ধ্বংস করে—
A) ডেটা
B) যন্ত্রাদি
C) প্রোগ্রাম
D) হার্ডওয়ার
সঠিক উত্তর: ডেটা
05. কম্পিউটারে উইন্ডোজ হল—
A) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
B) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
C) অপারেটিং সিস্টেম
D) হার্ডওয়্যার
সঠিক উত্তর: অপারেটিং সিস্টেম
06. আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন ?
A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) পুরু
C) বিম্বিসার
D) ধননন্দ
সঠিক উত্তর: ধননন্দ
07. কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন ?
A) রাজরাজ
B) রাজেন্দ্র
C) রাজাধীরাজ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: রাজেন্দ্র
08. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ?
A) 1920 খ্রিস্টাব্দে
B) 1935 খ্রিস্টাব্দে
C) 1930 খ্রিস্টাব্দে
D) 1942 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1930 খ্রিস্টাব্দে
09. ভারতীয় গণমাধ্যমের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন ?
A) বিজয় যোশী
B) কে.সি.রায়
C) অভীক সরকার
D) এন.কে.সিং
সঠিক উত্তর: অভীক সরকার
10. জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত ?
A) সাধারণ পরিষদ
B) নিরাপত্তা পরিষদ
C) আন্তর্জাতিক আদালত
D) ট্রাস্টি পরিষদ
সঠিক উত্তর: সাধারণ পরিষদ
11. স্যাকারিন কি দিয়ে তৈরি হয়?
A) টলুইন
B) বিউটেন
C) প্রোপেন
D) ফেনল
সঠিক উত্তর: টলুইন
12. খনিজ পদার্থ ‘ফ্লোরি’ এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয়?
A) দুর্বল দাঁত
B) অ্যানিমিয়া
C) গয়টার
D) ক্ষুধামান্দ্য
সঠিক উত্তর: দুর্বল দাঁত
13. কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়?
A) বর্ষাকালে
B) গরমকালে
C) শীতকালে
D) বসন্তকালে
সঠিক উত্তর: শীতকালে
14. ফল সংক্রান্ত বিদ্যা কে কী বলে ?
A) পোমোলজি
B) অ্যান্থোলজি
C) পেরোলজি
D) স্পার্মোলজি
সঠিক উত্তর: পোমোলজি
15. নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ?
A) মাখন
B) মাছ
C) দুধ
D) লেটুস
সঠিক উত্তর: মাছ
16. একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন। সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত ?
A) 680 টাকা
B) 612 টাকা
C) 720 টাকা
D) টাকা 600
সঠিক উত্তর: 612 টাকা
17. 700 টাকা রাম, সেম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং সিয়াম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত ?
A) 300 টাকা
B) 400 টাকা
C) 500 টাকা
D) 200 টাকা
সঠিক উত্তর: 400 টাকা
18. দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13। সংখ্যা দুটির গুণফল নির্ণয় করুন ?
A) 114
B) 315
C) 325
D) 104
সঠিক উত্তর: 114
19. কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী কলারসিপ পায়নি ?
A) 72%
B) 50%
C) 76%
D) 75%
সঠিক উত্তর: 76%
20. 8,24,36 এবং 54-র ল.সা.গু কত ?
A) 105
B) 216
C) 432
D) 54
সঠিক উত্তর: 216
Read more :: WBPSC Clearkship MCQ question in Bengali Part 11
No comments:
Post a Comment