Breaking

Saturday, December 28, 2024

RRB NTPC GK in Bengali Part 10

RRB NTPC GK in Bengali Part 10
RRB NTPC GK in Bengali Part 10
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 10 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব। সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 10 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 10

01. নিচের পন্ডিত যমজ শহর নয় ?
A) হায়দ্রাবাদ—সেকেন্দ্রাবাদ
B) দুর্গাপুর—আসানসোল
C) দিল্লি—নিউদিল্লি
D) কলকাতা—হাওড়া
সঠিক উত্তর: দিল্লি—নিউদিল্লি

02. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হবে ?
A) ২২ শে ডিসেম্বর
B) ২২ শে সেপ্টেম্বর
C) ৪ ঠা জানুয়ারি
D) ২১ শে জুন
সঠিক উত্তর: ৪ ঠা জানুয়ারি

03. শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কী ?
A) ওয়াজির
B) মুনসেফ
C) শিকদার-ই-শিকদারান
D) দেওয়ান-ই-রামানত
সঠিক উত্তর: ওয়াজির

04. আকবরের আমলে অর্থমন্ত্রীকে কী বলা হত ?
A) ভকিল
B) দেওয়ান 
C) মিরবক্সী
D) সদর-ই-শিকদারান
সঠিক উত্তর: দেওয়ান 

05. 'লাইফ ডিভাইন' গ্রন্থটির রচয়িতা কে?
A) বিবেকানন্দ
B) শ্রীরামকৃষ্ণ
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) শ্রী অরবিন্দ
সঠিক উত্তর: শ্রী অরবিন্দ

06. আটাকামা মরুভূমি কোথায়?
A) চিলি
B) ব্রাজিল
C) কলম্বিয়া
D) পেরু
সঠিক উত্তর: চিলি

07. জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কোথায় বসে ?
A) বোম্বে
B) কলকাতা
C) লাহোর
D) সুরাটে
সঠিক উত্তর: বোম্বে

08. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় কোথায় জন্মগ্রহণ করেছিল ?
A) সিমলা
B) এলগিন রোড
C) জোড়াসাঁকো
D) কলুটোলা
সঠিক উত্তর: জোড়াসাঁকো

09. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেন ?
A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B) বিম্বিসার
C) বিন্দুসার
D) স্কন্দগুপ্ত
সঠিক উত্তর: বিন্দুসার

10. বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন ?
A) অমিত্রঘাত
B) একরাট
C) ভারতের রক্ষাকর্তা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অমিত্রঘাত

11. মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে ?
A) 1929 সালে
B) 1934 সালে
C) 1942 সালে 
D) 1931 সালে
সঠিক উত্তর: 1929 সালে

12. কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
A) 1823
B) 1835
C) 1840
D) 1857
সঠিক উত্তর: 1835

13. ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে সরলিকৃত করা হয় কোন খ্রিস্টাব্দের নাগরিকতা সংশোধনী আইন অনুসারে ?
A) 1955
B) 2000
C) 2003
D) 2008
সঠিক উত্তর: 2003

14. কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকারদ দ্বৈত নাগরিকতা প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে ?
A) 10 টি 
B) 16 টি 
C) 20 টি 
D) 25 টি 
সঠিক উত্তর: 16 টি 

15. ELISA কোন রোগ নির্ণয়ের পদ্ধতি ?
A) ক্যান্সার
B) AIDS
C) যক্ষা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: AIDS

16. পেনিসিলিয়াম কোন শ্রেণিভুক্ত ?
A) শৈবাল
B) ছত্রাক
C) ব্যাকটেরিয়া
D) মস
সঠিক উত্তর: ছত্রাক

17. বায়ুতে বিভিন্ন গ্যাসের অনুপাত—
A) অজানা
B) নির্দিষ্ট
C) বিভিন্ন জায়গায় বিভিন্ন
D) শহরাঞ্চলের শিল্পায়নের ওপর নির্ভরশীল নয়
সঠিক উত্তর: বিভিন্ন জায়গায় বিভিন্ন

18. গাছপালা ধ্বংসের কারণে বায়ুতে কোন গ্যাসের পরিমাণ বাড়ছে ?
A) কার্বন ডাইঅক্সাইড
B) হাইড্রোজেন
C) ওজোন 
D) নাইট্রোজেন
সঠিক উত্তর: কার্বন ডাইঅক্সাইড

19. কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী কলারসিপ পায়নি ?
A) 72%
B) 50%
C) 76%
D) 75%
সঠিক উত্তর: 76%

20. 8,24,36 এবং 54-র ল.সা.গু কত ?
A) 105
B) 216
C) 432
D) 54
সঠিক উত্তর: 216

No comments:

Post a Comment