WBPSC Clearkship MCQ question in Bengali Part 14 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 14 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 14 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
WBPSC Clearkship MCQ question in Bengali Part 14
01. সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়?
A) A গ্রুপ
B) B গ্রুপ
C) AB গ্রুপ
D) O গ্রুপ
সঠিক উত্তর: O গ্রুপ
02. আলোর ক্ষুদ্রতম কণিকার নাম?
A) ফোটন কণা
B) ক্রোটন কণা
C) প্রোটন কণা
D) ক্রিপটন কণা
সঠিক উত্তর: ফোটন কণা
03. মানুষের মস্তিষ্কে বৃহত্তম অংশ কোনটি?
A) সেরিব্রাম
B) সেরিবেলাম
C) হাইপোথ্যালামাস
D) গুরুমস্তিষ্ক
সঠিক উত্তর: সেরিব্রাম
04. শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
A) ভিটামিন A
B) ভিটামিন B
C) ভিটামিন C
D) ভিটামিন D
সঠিক উত্তর: ভিটামিন D
05. রসায়নের রাজা কাকে বলা হয়?
A) নাইট্রিক অ্যাসিড
B) সালফিউরিক অ্যাসিড
C) নাইট্রোজেন
D) কোনটিই নয়
সঠিক উত্তর: সালফিউরিক অ্যাসিড
06. কোন গ্রন্থির সাহায্যে BMR নিয়ন্ত্রিত হয়?
A) অ্যাড্রিনালিন গ্রন্থি
B) পাইনাল গ্রন্থি
C) পিটুইটারি গ্রন্থি
D) থাইরয়েড গ্রন্থি
সঠিক উত্তর: থাইরয়েড গ্রন্থি
07. ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
A) Mycology
B) Phychology
C) Entomology
D) Virology
সঠিক উত্তর: Mycology
08. রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়?
A) কন্ডাকটর
B) ভেক্টর
C) ট্রান্সমিটার
D) কোনটিই নয়
সঠিক উত্তর: ভেক্টর
09. অনুচক্রিকার গড় আয়ু কত দিন?
A) ১০ দিন
B) ১১ দিন
C) ১৩ দিন
D) ১৫ দিন
সঠিক উত্তর: ১০ দিন
10. প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি?
A) স্নায়ু কোষ
B) যকৃত কোষ
C) রক্তকণিকা কোষ
D) পেশী কোষ
সঠিক উত্তর: স্নায়ু কোষ
11. কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি?
A) বেগুনি
B) লাল
C) হলুদ
D) সাদা
সঠিক উত্তর: বেগুনি
12. খাদ্য লবনের রাসায়নিক নাম কি?
A) ক্যালসিয়াম অক্সাইড
B) সোডিয়াম ক্লোরাইড
C) সোডিয়াম কার্বনেট
D) কার্বলিক ক্লোরাইড
সঠিক উত্তর: সোডিয়াম ক্লোরাইড
13. মস্তিষ্কের বাইরের আবরণীকে কি বলে?
A) প্লুরা
B) পেরিকার্ডিয়াম
C) মেনিনজেস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মেনিনজেস
14. রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়?
A) সিঙ্কোনা
B) সর্পগন্ধা
C) আফিম
D) বেলেডানা
সঠিক উত্তর: সর্পগন্ধা
15. সাবান, রং, কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহার করা হয়?
A) NaOH
B) HNO3
C) AgNO3
D) AgNO3
সঠিক উত্তর: NaOH
16. বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বিবর্ণ হয়?
A) হাইড্রোজেন সালফাইট
B) কার্বন ডাই অক্সাইড
C) হিলিয়াম
D) নাইট্রোজেন
সঠিক উত্তর: হাইড্রোজেন সালফাইট
17. দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
A) হাইড্রোফোন
B) রেনগেজ
C) স্যালিনোমিটার
D) ক্রোনোমিটার
সঠিক উত্তর: স্যালিনোমিটার
18. হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
A) Anthropology
B) Physiology
C) Cardiology
D) Haematology
সঠিক উত্তর: Cardiology
19. রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাধাকে কি বলে?
A) পায়কিলোসাইট
B) ডায়াপেডেসিস
C) থ্রমবোসিস
D) প্রোথ্রোম্বিন
সঠিক উত্তর: থ্রমবোসিস
20. ডিমের সাদা অংশে নিম্নের কোন প্রোটিন বেশি থাকে?
A) অ্যালবুমিন
B) কেরাটিন
C) গ্লোবিউলিন
D) মায়োসিন
সঠিক উত্তর: অ্যালবুমিন
Read more :: WBPSC Clearkship MCQ question in Bengali Part 13
No comments:
Post a Comment